গীতসংহিতা
আসফের সংগীত।
৮৩ হে ঈশ্বর, নীরব থেকো না।
হে সর্বশক্তিমান ঈশ্বর, চুপ করে থেকো না, পদক্ষেপ নাও।
৩ তারা চালাকি করে গোপনে তোমার লোকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে,
তারা তোমার মূল্যবান* লোকদের বিরুদ্ধে চক্রান্ত করে।
৪ তারা বলে: “এসো, আমরা এই পুরো জাতিকে ধ্বংস করে দিই,
যাতে ইজরায়েলের নাম আর কখনো স্মরণ করা না হয়।”
৫ তারা সবাই একসঙ্গে মিলে ফন্দি আঁটে,*
তারা তোমার বিরুদ্ধে একজোট হয়েছে*—
৬ ইদোম ও ইশ্মায়েলীয়দের তাঁবু, মোয়াব ও হাগরীয়েরা,
৭ গবাল, অম্মোন ও অমালেক,
পলেষ্টিয়া এবং সোরের বাসিন্দারা।
৮ অশূরও তাদের সঙ্গে যোগ দিয়েছে,
তারা লোটের ছেলেদের সমর্থন জোগায়। (সেলা)
৯ তাদের প্রতি ঠিক তা-ই করো, যা তুমি মিদিয়নের প্রতি করেছিলে,
কীশোন নদীর* কাছে সীষরা ও যাবীনের প্রতি করেছিলে।
১০ তাদের ঐন্-দোরে বিনষ্ট করা হয়েছিল,
তারা মাটির সারে পরিণত হয়েছিল।
১১ তুমি ওরেব ও সেবের প্রতি যা করেছিলে, তাদের উচ্চপদস্থ ব্যক্তিদের প্রতিও তা-ই করো
আর সেবহ ও সল্মুন্নের প্রতি যা করেছিলে, তাদের অধ্যক্ষদের* প্রতিও তা-ই করো।
১২ কারণ তারা বলেছে: “এসো, আমরা সেই দেশ দখল করে নিই,
যেখানে ঈশ্বর বাস করেন।”
১৩ হে আমার ঈশ্বর, তাদের এমন এক উপড়ানো আগাছার মতো করে দাও,
যেটাকে বাতাস এদিক-ওদিক উড়িয়ে নিয়ে যায়,
তাদের শুকনো ঘাসের মতো করে দাও,
যেটাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়।
১৪ ঠিক যেভাবে আগুন বনকে পুড়িয়ে ছারখার করে দেয়,
আগুনের শিখা পর্বতগুলোকে পুড়িয়ে দেয়,
১৫ সেভাবেই তুমি যেন তোমার ঝোড়ো বাতাসের মাধ্যমে তাদের তাড়া কর,
তোমার ঝড়ের মাধ্যমে তাদের আতঙ্কিত করে তোল।
১৭ তাদের যেন চিরকালের জন্য লজ্জিত ও আতঙ্কিত করা হয়,
তাদের যেন অপমান করা হয় আর তারা যেন বিনষ্ট হয়ে যায়।
১৮ লোকেরা যেন জানতে পারে যে, তুমি যাঁর নাম যিহোবা,
একা তুমিই পুরো পৃথিবীর উপর সর্বমহান ঈশ্বর।