ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জ্ঞান
আমাদের সৃষ্টিকর্তা শুধুমাত্র এক শক্তিই নন। তাঁর মধ্যে অসাধারণ গুণাবলীও রয়েছে। আর তিনি চান যেন আমরা তাঁর সম্বন্ধে শিখি এবং তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলি। (যোহন ১৭:৩; যাকোব ৪:৮) এই জন্যই, তিনি আমাদের কাছে তাঁর সম্বন্ধে অনেক কিছু প্রকাশ করেছেন।
আমাদের সৃষ্টিকর্তার ব্যক্তিগত নাম রয়েছে
“আর জানুক যে তুমি, যাঁহার নাম সদাপ্রভু [“যিহোবা,” NW], একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর।”—গীতসংহিতা ৮৩:১৮.
বাইবেল শেখায় যে, যিহোবাই হলেন একমাত্র সত্য ঈশ্বর। তিনি নিখিলবিশ্ব এবং সমস্ত ধরনের জীবন সৃষ্টি করেছেন। একমাত্র তিনিই আমাদের উপাসনা পাওয়ার যোগ্য।—প্রকাশিত বাক্য ৪:১১.
যিহোবা একজন প্রেমময় ঈশ্বর
“ঈশ্বর প্রেম।”—১ যোহন ৪:৮.
বাইবেল ও আমাদের চারপাশে থাকা প্রকৃতির মাধ্যমে যিহোবা মানুষের কাছে তাঁর অনেক গুণ প্রকাশ করেছেন। প্রেম হল তাঁর প্রধান গুণ। এটা তাঁর ব্যক্তিত্ব তুলে ধরে। যিহোবা সম্বন্ধে আমরা যতবেশি শিখব, ততবেশি আমরা তাঁকে ভালোবাসব।
যিহোবা একজন ক্ষমাশীল ঈশ্বর
“তুমি ক্ষমাবান্ ঈশ্বর।”—নহিমিয় ৯:১৭.
যিহোবা জানেন যে, আমরা অসিদ্ধ। তাই, তিনি আমাদের ক্ষেত্রে “ক্ষমাবান্” তাই, আমরা যখন তাঁর কাছে ক্ষমা চাই আর খারাপ কাজ করা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করি, তখন তিনি আমাদের ক্ষমা করেন আর আমাদের পুরোনো পাপ মনে রাখেন না।—গীতসংহিতা ১০৩:১২, ১৩.
যিহোবা একজন প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর
“সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্ত্তী, যাহারা তাঁহাকে ডাকে, যাহারা সত্যে তাঁহাকে ডাকে।”—গীতসংহিতা ১৪৫:১৮, ১৯.
যিহোবাকে উপাসনা করার জন্য কোনো বিশেষ আচার-অনুষ্ঠান অথবা ধর্মীয় রীতিনীতির প্রয়োজন নেই। প্রেমময় বাবা-মা যেমন তাদের প্রিয় সন্তানের কথা শোনেন, ঠিক তেমনই তিনিও আমাদের প্রার্থনাগুলো শুনে থাকেন।