হিতোপদেশ
৭ ছেলে আমার, আমার কথাগুলো পালন করো,
আমার আজ্ঞাগুলো ধনের মতো যত্ন করে রাখো।
৩ এগুলো তোমার আঙুলে বেঁধে রাখো,
তোমার হৃদয়ের ফলকে লিখে রাখো।
৪ প্রজ্ঞাকে বলো, “তুমি আমার বোন,”
আর বোঝার ক্ষমতাকে বলো, “তুমি আমার আত্মীয়,”
৫ যাতে তুমি পাপী* মহিলার কাছ থেকে,
চরিত্রহীন* মহিলা এবং তার মিষ্টি মিষ্টি কথাগুলো থেকে সুরক্ষিত থাকতে পার।
৬ একবার আমি আমার বাড়ির জানালার জালি দিয়ে নীচে তাকালাম
৭ আর আমি কয়েক জন নির্বোধ* ব্যক্তিকে দেখলাম,
যুবকদের মধ্যে আমি এমন এক যুবককে লক্ষ করলাম,
যার মধ্যে ভালো বিচারবুদ্ধির অভাব রয়েছে।
৮ সে সেই পথ ধরে গেল,
যেটার মোড়ে সেই মহিলা থাকে।
সে সেই মহিলার বাড়ির দিকে এগোতে লাগল।
৯ এটা ছিল বিকেলের গোধূলির সময়,
অন্ধকার নেমে আসছিল আর রাত হতে যাচ্ছিল।
১০ তখন আমি দেখলাম, একজন মহিলা সেই যুবকের সঙ্গে দেখা করল,
সে বেশ্যার মতো* পোশাক পরে রয়েছে এবং তার হৃদয় চতুরতায় পূর্ণ।
১১ তার মধ্যে একটুও লজ্জাশরম নেই,
সে যা ইচ্ছা, তা-ই করে বেড়ায়।
সে* বাড়িতে থাকেই না।
১২ সে কখনো বাড়ির বাইরে, আবার কখনো নগরের খোলা জায়গায় থাকে,
সে প্রতিটা মোড়ে শিকার খুঁজে বেড়ায়।
১৩ সে সেই যুবককে ধরে চুম্বন করল
আর নির্লজ্জভাবে তাকে বলল:
১৪ “আমাকে মঙ্গলার্থক বলি উৎসর্গ করতে হয়েছে।
আজ আমি নিজের অঙ্গীকার পূর্ণ করেছি।
১৫ তাই, আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম,
আমি তোমাকেই খুঁজছিলাম আর পেয়ে গেলাম!
১৬ আমি আমার বিছানার উপর নরম চাদর,
মিশরের রঙিন চাদর পেতেছি।
১৭ আমি আমার বিছানায় গন্ধরস,* আগর* ও দারচিনি ছড়িয়েছি।
১৮ এসো! আমরা একে অন্যের ভালোবাসায় হারিয়ে যাই,
সকাল পর্যন্ত ভালোবাসার পেয়ালা থেকে পান করি।
১৯ কারণ আমার স্বামী বাড়িতে নেই,
তিনি অনেক দূরে গিয়েছেন।
২০ তিনি সঙ্গে করে টাকার থলি নিয়ে গিয়েছেন
আর পূর্ণিমার আগে ফিরে আসবেন না।”
২১ সে মন-ভোলানো কথা বলে তাকে বিপথে নিয়ে গেল,
মিষ্টি মিষ্টি কথা বলে তাকে প্রলুব্ধ করল।
২২ হঠাৎ সেই যুবক তার পিছন পিছন যেতে লাগল,
ঠিক যেমন একটা ষাঁড় হত হওয়ার জন্য যায়,
ঠিক যেমন একজন মূর্খ ব্যক্তি হাড়িকাঠে* শাস্তি পেতে যায়।
২৩ শেষে, একটা তির তার যকৃৎ* বিদ্ধ করল।
ফাঁদের দিকে দ্রুত উড়ে যায়
এমন একটা পাখির মতোই সে জানে না,
এর ফলে সে নিজের প্রাণ হারাবে।
২৪ তাই হে আমার ছেলেরা, আমার কথা শোনো,
আমি যা বলছি, সেটার প্রতি মনোযোগ দাও।
২৫ তোমার মন যেন তোমাকে সেই মহিলার পিছন পিছন যাওয়ার জন্য প্রলুব্ধ না করে,
তুমি যেন ঘুরতে ঘুরতে তার পথে গিয়ে না পড়।
২৬ কারণ তার জন্য অনেক লোক আহত হয়েছে,
সে অগণিত লোককে মেরে ফেলেছে।
২৭ তার ঘর কবরে* নিয়ে যায়,
মৃত্যুর অন্ধকার গর্তে নেমে যায়।