গীতসংহিতা
কোরহের বংশধরদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: “লিলি ফুল” অনুসারে। মস্কীল।* প্রেমের গান।
৪৫ এক মনোরম কথায় আমার হৃদয়ে উদ্দীপনা জেগে উঠেছে।
আমার গান* একজন রাজার বিষয়ে।
আমার জিভ যেন একজন দক্ষ প্রতিলিপিকারীর* কলম হয়ে ওঠে।
২ হে রাজা, মানুষের মধ্যে তোমার মতো সুন্দর আর কেউ নেই।
তোমার মুখ থেকে মধুর কথা বের হয়।
তাই, ঈশ্বর তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন।
৩ হে বীরযোদ্ধা, তোমার তলোয়ার কোমরে বেঁধে নাও,
মর্যাদা ও মহিমাকে পোশাকের মতো পরে নাও।
৪ আর নিজের মহিমায় জয়* লাভ করতে থাকো,
সত্য, নম্রতা ও ন্যায়পরায়ণতার জন্য লড়াই করো
আর তোমার ডান হাত বিস্ময়কর কাজ করবে।*
৫ তোমার তিরগুলো সূঁচালো, সেগুলো রাজার শত্রুদের হৃদয় বিদ্ধ করে,
সেগুলোর কারণে বিভিন্ন জাতির লোকেরা তোমার সামনে পড়ে যায়।
৭ তুমি ন্যায়পরায়ণতাকে ভালোবেসেছ এবং মন্দতাকে ঘৃণা করেছ।
এই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে তেল দ্বারা অভিষিক্ত করেছেন
এবং তোমাকে তোমার সঙ্গীদের চেয়ে আরও বেশি আনন্দিত করেছেন।
৮ তোমার সমস্ত পোশাকে গন্ধরস,* আগর* ও দারচিনির সুগন্ধ রয়েছে,
হাতির দাঁত দিয়ে সাজানো চাকচিক্যে ভরা রাজপ্রাসাদ থেকে আসা তারওয়ালা বাদ্যযন্ত্রের সংগীত তোমাকে আনন্দিত করে তোলে।
৯ তোমার সম্মাননীয় মহিলাদের মধ্যে রাজাদের মেয়েরাও রয়েছেন।
রানি তোমার ডান দিকে ওফীরের সোনার গয়না পরে দাঁড়িয়ে রয়েছেন।
১০ মেয়ে আমার, শোনো, আমার কথায় কান দাও, মনোযোগ দিয়ে শোনো,
তোমার লোকদের এবং তোমার পিতার বাড়িকে ভুলে যাও।
১২ সোরের মেয়ে তোমার জন্য উপহার নিয়ে আসবে,
খুব ধনী লোকেরা তোমার অনুগ্রহ পাওয়ার চেষ্টা করবে।
১৩ রাজপ্রাসাদে রাজার মেয়েকে খুব সুন্দর দেখাচ্ছে।
তার পোশাকে সোনার কাজ করা আছে।
১৪ তাকে সুন্দরভাবে বোনা পোশাক* পরিয়ে রাজার সামনে নিয়ে আসা হবে।
তার পিছন পিছন তার কুমারী বান্ধবীদেরও রাজার সামনে নিয়ে আসা হবে।
১৫ আনন্দ ও উল্লাসের সঙ্গে তাদের নিয়ে আসা হবে,
তারা রাজপ্রাসাদের ভিতরে ঢুকবে।
১৬ তোমার ছেলেরা তোমার পূর্বপুরুষদের জায়গা নেবে।
তুমি তাদের পুরো পৃথিবীতে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করবে।
১৭ আমি পরবর্তী সমস্ত প্রজন্মের কাছে তোমার নাম জানাব।
তাই, বিভিন্ন জাতির লোক চিরকাল তোমার প্রশংসা করবে।