হিতোপদেশ
২ ধনী ও গরিব ব্যক্তির মধ্যে একটা বিষয়ে মিল রয়েছে:
উভয়েরই নির্মাতা যিহোবা।
৪ নম্র হওয়ার এবং যিহোবাকে ভয় করার দ্বারা
ধনসম্পদ, গৌরব ও জীবন লাভ করা যায়।
৫ অসৎ ব্যক্তির পথে কাঁটা ও ফাঁদ থাকে,
কিন্তু যে-কেউ নিজের জীবনকে মূল্যবান হিসেবে দেখে, সে সেগুলো থেকে দূরে থাকে।
৭ ধনী ব্যক্তি গরিব ব্যক্তির উপর কর্তৃত্ব করে
আর ঋণী ঋণদাতার দাস হয়।
৮ যে-কেউ মন্দতার বীজ বপন করে, সে বিপর্যয়ের ফসল কাটবে
আর সে প্রচণ্ড রেগে গিয়ে যে-লাঠি ব্যবহার করে, সেটা ভেঙে ফেলা হবে।
৯ উদার ব্যক্তিকে* আশীর্বাদ করা হবে
কারণ সে গরিব ব্যক্তিদের সঙ্গে নিজের খাবার ভাগ করে নেয়।
১১ যে বিশুদ্ধ হৃদয় পছন্দ করে এবং সদয়ভাবে কথা বলে,
রাজা তার বন্ধু হবেন।
১২ যিহোবার চোখ জ্ঞানকে সুরক্ষিত রাখে,
কিন্তু তিনি বিশ্বাসঘাতকদের কথাকে নিষ্ফল করে দেন।
১৩ অলস ব্যক্তি বলে: “বাইরে সিংহ রয়েছে!
আমি নগরের খোলা জায়গায় গেলে মারা পড়ব!”
১৪ চরিত্রহীন* মহিলার মুখ গভীর গর্তের মতো।
যার উপর যিহোবার রাগ এসে পড়বে, সে সেই গর্তে পড়ে যাবে।
১৬ যে নিজের ধনসম্পদ বৃদ্ধি করার জন্য গরিব ব্যক্তিকে ঠকায়
এবং যে ধনী ব্যক্তিকে উপহার দেয়,
উভয়েই গরিব হয়ে পড়বে।
১৭ কান পেতে বিজ্ঞ ব্যক্তির কথা শোনো,
যাতে তুমি তোমার হৃদয়ে আমার জ্ঞান রাখতে পার।
১৮ এগুলো যত্ন করে রাখো, যাতে তুমি আনন্দিত হতে পার
এবং এই সমস্ত কিছু সবসময় তোমার ঠোঁটে থাকে।
১৯ আজ আমি তোমাকে এই সমস্ত জ্ঞান দিচ্ছি,
যাতে যিহোবার উপর তোমার আস্থা থাকে।
২০ আমি ইতিমধ্যেই তোমাকে পরামর্শ ও জ্ঞানের কথা লিখেছি,
২১ যাতে তুমি সত্য ও নির্ভরযোগ্য কথা শিখতে পার
এবং যে তোমাকে পাঠিয়েছে, তুমি তার কাছে ফিরে গিয়ে তাকে সঠিক খবর জানাতে পার।
২২ গরিব ব্যক্তি গরিব বলে তাকে লুট কোরো না
আর নগরের দরজায় অভাবীকে পিষে দিয়ো না।
২৩ কারণ যিহোবা নিজে তাদের মামলা লড়বেন
আর যারা তাদের ঠকায়, তিনি তাদের প্রাণ কেড়ে নেবেন।
২৪ বদমেজাজি ব্যক্তির সঙ্গে থেকো না
কিংবা যে একটুতেই রেগে যায়, তার সঙ্গে বন্ধুত্ব কোরো না,
২৫ যাতে তুমি তার পথে চলতে শুরু না কর
এবং নিজেকে ফাঁদে না ফেল।
২৬ সেই ব্যক্তিদের মতো হোয়ো না,
যারা হাত মিলিয়ে অন্যের ঋণ পরিশোধ করার দায়িত্ব নেয়।*
২৭ কারণ তোমার কাছে যদি পরিশোধ করার মতো কিছু না থাকে,
তা হলে এমনকী তোমার বিছানাও তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে!
২৮ প্রাচীন সময়ে তোমার পূর্বপুরুষেরা যে-সীমাচিহ্ন স্থাপন করেছিলেন,
সেটা সরিয়ো না।
২৯ তুমি কি এমন কোনো ব্যক্তিকে দেখেছ, যে নিজের কাজে দক্ষ?
সে সাধারণ মানুষের সামনে নয়
বরং রাজাদের সামনে দাঁড়াবে।