গীতসংহিতা
א [আলেফ]
সুখী সেই ব্যক্তি, যে যিহোবাকে ভয় করে,
ב [বৈৎ]
যে তাঁর আজ্ঞাগুলো থেকে আনন্দ লাভ করে।
ג [গিমল]
ה [হে]
ז [সয়িন]
৪ সে সৎ লোকদের জন্য অন্ধকারের মধ্যে আলোর মতো।
ח [হেৎ]
সে সমবেদনাময়,* করুণাময় ও ধার্মিক।
ט [টেট]
৫ যে উদারভাবে* ধার দেয়, তার প্রতি ভালো বিষয় ঘটে।
י [ইয়ূদ]
সে তার কাজ ন্যায্যভাবে করে।
כ [কফ]
৬ তাকে কখনো নড়ানো হবে না।
ל [লামদ]
ধার্মিক ব্যক্তিকে চিরকাল মনে রাখা হবে।
מ [মেম]
৭ সে খারাপ খবরকে ভয় পাবে না।
נ [নূন]
তার হৃদয় দৃঢ়, সে যিহোবার উপর আস্থা রাখে।
ס [সামক]
৮ তার হৃদয় অটল,* সে ভয় পায় না।
ע [অয়িন]
শেষে, সে তার শত্রুদের পরাজয় দেখবে।
פ [পে]
৯ সে অনেক* বিতরণ করেছে, সে গরিবদের দান করেছে।
צ [সাদে]
তার ন্যায়বিচার চিরকাল টিকে থাকে।
ק [কূফ]
সে আরও শক্তিশালী হবে* আর সবাই তাকে সম্মান করবে।
ר [রেশ]
১০ মন্দ ব্যক্তি তা দেখবে এবং রেগে যাবে।
ש [শিন]
সে দাঁত কিড়মিড় করবে এবং দুর্বল হয়ে মারা যাবে।
ת [তৌ]
মন্দ ব্যক্তিদের আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হবে না।