যিশাইয়
৪৩ হে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,
হে ইজরায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,
সেই যিহোবা এখন বলেন:
“ভয় পেয়ো না কারণ আমি তোমাকে মুক্ত করেছি।
আমি তোমাকে তোমার নাম ধরে ডেকেছি।
তুমি আমার।
২ তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে, তখন আমি তোমার সঙ্গে থাকব,
তুমি যখন নদীর মধ্য দিয়ে যাবে, তখন সেটা তোমাকে ডুবিয়ে দেবে না।
তুমি যখন আগুনের মধ্য দিয়ে হাঁটবে, তখন তুমি পুড়ে যাবে না,
সেটার শিখা তোমাকে স্পর্শও করবে না।
৩ কারণ আমি তোমার ঈশ্বর যিহোবা,
আমি ইজরায়েলের পবিত্র ঈশ্বর, আমি তোমার ত্রাণকর্তা।
আমি তোমার মুক্তির মূল্য হিসেবে মিশরকে দিয়েছি,
আমি তোমার পরিবর্তে ইথিওপিয়া ও সবাকে দিয়েছি।
৪ কারণ তুমি আমার চোখে মূল্যবান হয়ে উঠেছ,
তোমাকে সম্মানিত করা হয়েছে আর আমি তোমাকে ভালোবেসেছি।
তাই, আমি তোমার পরিবর্তে লোকদের দিয়ে দেব
আর তোমার জীবনের পরিবর্তে জাতিগুলোকে দিয়ে দেব।
৫ ভয় পেয়ো না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি।
আমি পূর্ব দিক থেকে তোমার বংশধরদের নিয়ে আসব
আর পশ্চিম দিক থেকে তোমাকে একত্রিত করব।
৬ আমি উত্তর দিককে বলব, ‘তাদের ছেড়ে দাও!’
আর দক্ষিণ দিককে বলব, ‘তাদের ধরে রেখো না।
দূরদূরান্ত থেকে আমার ছেলেদের এবং পৃথিবীর প্রান্ত থেকে আমার মেয়েদের নিয়ে এসো।
৭ যারা আমার নামে পরিচিত,
যাদের আমি নিজের গৌরবের জন্য সৃষ্টি করেছি,
যাদের আমি গঠন করেছি এবং তৈরি করেছি,
তাদের প্রত্যেককে নিয়ে এসো।’
৮ সেই জাতিকে নিয়ে এসো, যাদের চোখ থাকতেও তারা অন্ধ
আর যাদের কান থাকতেও তারা বধির।
৯ সমস্ত জাতির লোক এক জায়গায় একত্রিত হোক
আর বিভিন্ন দেশের লোক একত্রিত হোক।
তাদের মধ্যে কে এই বিষয়ে বলতে পারে?
কিংবা তারা কি প্রথম বিষয়গুলো* আমাদের শোনাতে পারে?
তারা নিজেদের সঠিক প্রমাণ করার জন্য তাদের সাক্ষি উপস্থিত করুক
কিংবা অন্যেরা শুনে বলুক, ‘এটা সত্য!’”
১০ যিহোবা ঘোষণা করেন: “তোমরা আমার সাক্ষি,
আমার দাস, যাদের আমি বেছে নিয়েছি,
যাতে তোমরা আমাকে জানতে পার এবং আমার উপর বিশ্বাস* রাখতে পার
এবং বুঝতে পার যে, আমিই তিনি।
আমার আগে কোনো ঈশ্বর গঠিত হয়নি
আর আমার পরেও কোনো ঈশ্বর নেই।
১১ আমি, আমিই যিহোবা, আমি ছাড়া আর কোনো ত্রাণকর্তা নেই।”
১২ যিহোবা ঘোষণা করেন:
“তোমাদের মাঝে যখন অন্য জাতির কোনো দেবতা ছিল না,
তখন আমিই তোমাদের কাছে ঘোষণা করেছিলাম, তোমাদের রক্ষা করেছিলাম এবং তোমাদের জানিয়েছিলাম।
তাই, তোমরা আমার সাক্ষি এবং আমি ঈশ্বর।
১৩ আর আমি সবসময় সেই একই।
কেউ আমার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না।
আমি যখন পদক্ষেপ নিই, তখন কে বাধা দিতে পারে?”
১৪ তোমাদের মুক্তিদাতা ইজরায়েলের পবিত্র ঈশ্বর যিহোবা এই কথা বলেন:
“তোমাদের জন্য আমি ব্যাবিলনে লোক পাঠাব আর দরজাগুলোর সমস্ত হুড়কো নামিয়ে আনব
আর কল্দীয়েরা তাদের জাহাজে দুঃখে কাঁদবে।
১৫ আমি যিহোবা, আমি তোমাদের পবিত্র ঈশ্বর, ইজরায়েলের সৃষ্টিকর্তা এবং তোমাদের রাজা।”
১৬ যিহোবা, যিনি সমুদ্রের মধ্য দিয়ে পথ প্রস্তুত করছেন
এবং উথালপাথাল হতে থাকা জলের মধ্য দিয়েও রাস্তা তৈরি করছেন,
১৭ যিনি যুদ্ধরথ ও ঘোড়া ও সেইসঙ্গে বীরযোদ্ধাসহ পুরো সেনাবাহিনীকে বের করে আনেন,
তিনি এই কথা বলেন:
“তারা শুয়ে পড়বে এবং উঠবে না।
তাদের নিভিয়ে দেওয়া হবে, ঠিক যেভাবে জ্বলতে থাকা সলতে নিভিয়ে দেওয়া হয়।”
১৮ “আগেকার বিষয়গুলো স্মরণ কোরো না,
অতীতের বিষয়গুলো নিয়ে পড়ে থেকো না।
১৯ দেখো! আমি নতুন কিছু করছি,
এখনই সেটা শুরু হয়ে গিয়েছে।
তোমরা কি সেটা বুঝতে পারছ না?
আমি প্রান্তরের মধ্য দিয়ে একটা পথ প্রস্তুত করব,
মরুভূমির মধ্য দিয়ে নদী বইয়ে দেব।
২০ শিয়াল ও উটপাখি,
হ্যাঁ, মাঠের এই বন্যপশুরা আমাকে সম্মানিত করবে
কারণ আমি আমার লোকদের জন্য, আমার বেছে নেওয়া লোকদের পান করার জন্য
প্রান্তরে জল জোগাই
এবং মরুভূমিতে নদী বইয়ে দিই,
২১ হ্যাঁ, আমার লোকদের জন্যই তা করি, যাদের আমি নিজের জন্য গঠন করেছি,
যেন তারা আমার প্রশংসা করে।
২২ কিন্তু, হে যাকোব, তুমি আমাকে ডাকনি
কারণ হে ইজরায়েল, তুমি আমাকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছ।
২৩ তুমি আমার উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করার জন্য মেষ আননি
কিংবা তোমার বলিদানগুলোর দ্বারা আমাকে গৌরবান্বিত করনি।
আমি তোমাকে আমার উদ্দেশ্যে উপহার আনার জন্য জোর করিনি
কিংবা তোমার কাছে লোবান* দাবি করে তোমাকে ক্লান্ত করে তুলিনি।
২৪ তুমি তোমার টাকা দিয়ে আমাকে সুগন্ধি বচ* কিনে দাওনি
আর তোমার বলিদানের চর্বি দিয়ে আমাকে পরিতৃপ্ত করনি।
এর পরিবর্তে, তুমি তোমার পাপের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছ
আর তোমার অপরাধগুলোর দ্বারা আমাকে ক্লান্ত করে তুলেছ।
২৬ এসো, আমরা একে অন্যের বিরুদ্ধে আমাদের মামলা পেশ করি।
আমাকে স্মরণ করিয়ে দাও।
তুমি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের পক্ষ তুলে ধরো।
২৭ তোমার প্রথম পূর্বপুরুষ পাপ করেছিল
আর তোমার হয়ে যারা কথা বলত,* তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
২৮ তাই, আমি পবিত্র স্থানের অধ্যক্ষদের অশুচি হিসেবে দেখব
আর আমি যাকোবকে বিনষ্ট হওয়ার জন্য
এবং ইজরায়েলকে অপমানজনক কথা শোনার জন্য দিয়ে দেব।