বিশ্ব নিরীক্ষা
আমেরিকা সম্বন্ধে উল্লেখযোগ্য বিষয়
পশ্চিম গোলার্ধ থেকে পাওয়া কিছু খবর বাইবেলের অনন্ত প্রজ্ঞার মূল্য সম্বন্ধে তুলে ধরে।
চাপ কমাতে চান?
কানাডার ভ্যানকুভার শহরে করা একটা গবেষণা অনুযায়ী, সেই ব্যক্তিরা তুলনামূলকভাবে কম মানসিক চাপের মধ্যে থাকে, যারা বার বার ই-মেল চেক করার পরিবর্তে দিনে মাত্র তিন বার ই-মেল চেক করে। কোস্টাদিন কুশলেভ, যিনি এই গবেষণায় নেতৃত্ব নিয়েছেন, এর ফলাফল দেখে বলেন, “যদিও লোকেরা ই-মেল চেক করার প্রলোভন প্রতিরোধ করাকে কঠিন বলে মনে করে, কিন্তু এই প্রলোভন প্রতিরোধ করলে তাদের মানসিক চাপ কমে যাবে।”
চিন্তা করার মতো বিষয়: আমরা যেহেতু ‘বিষম সময়ে’ বাস করছি, তাই আমাদের কি মানসিক চাপ কমানোর জন্য বিভিন্ন উপায় খোঁজার চেষ্টা করা উচিত নয়?—২ তীমথিয় ৩:১.
মৎস্য-সম্পদ বাঁচানোর অভিযান
ওয়াইল্ডলাইফ কনসারভেশন সোসাইটি-র (ডব্লুসিএস) একটা রিপোর্ট অনুযায়ী, “এমন অনেক প্রমাণ পাওয়া গিয়েছে যে,” বেলিজ ও ক্যারিবিয়ান অঞ্চলের অন্যান্য এলাকায় “নো-টেক জোন-এ (প্রাকৃতিক সম্পদ সরানো বা নেওয়া নিষিদ্ধ এমন এলাকা) শঙ্খ, গলদা চিংড়ি ও অন্যান্য মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।” এই রিপোর্ট আরও জানায়: “অত্যাধিক হারে শিকার করা হয়েছে, এমন প্রজাতির সামুদ্রিক প্রাণীদের সংখ্যা নো-টেক জোন-এ পুনরায় বৃদ্ধি করার জন্য কম করে হলেও ১ থেকে ৬ বছর সময় লাগে। তবে, এই প্রাণীদের সংখ্যা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য . . . কয়েক দশক সময় লাগতে পারে।” জ্যানেট গিবসন, ডব্লুসিএস-এর একজন প্রোগ্রাম ডিরেক্টর, বেলিজ সম্বন্ধে বলেন: “এটা স্পষ্ট যে, মাছের চাষ এবং জীবজগতের ক্ষেত্রে দেশের যে-ক্ষতি হয়েছে, সেটা পূরণ করার জন্য নো-টেক জোন সাহায্য করতে পারে।”
চিন্তা করার মতো বিষয়: প্রকৃতির যে পূর্বাবস্থায় ফিরে আসার ক্ষমতা রয়েছে, সেটা কি একজন বিজ্ঞ সৃষ্টিকর্তার প্রমাণ দেয় না?—গীতসংহিতা ১০৪:২৪, ২৫.
ব্রাজিলে দৌরাত্ম্য
আশেনসিয়া ব্রাজিল নামের একটা সংবাদ বিভাগের রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলে দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। ২০১২ সালে খুনের সংখ্যা ৫৬,০০০ ছাড়িয়ে গিয়েছে—স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা রেকর্ডকৃত বার্ষিক খুনের সর্বোচ্চ সংখ্যা। লুইস সাপোরি নামে একজন জননিরাপত্তা বিশেষজ্ঞ মনে করেন, দৌরাত্ম্যের এই বৃদ্ধি লোকেদের নৈতিক অধঃপতনকে তুলে ধরে। সভ্য সমাজের আইনগুলোর প্রতি একবার লোকেরা যখন সম্মান হারিয়ে ফেলে, তখন কী হয়, সেই বিষয়ে তিনি বলেন, “তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পাশবিক অত্যাচার করা শুরু করে।”
আপনি কি জানেন? বাইবেল এমন এক সময় সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করে, যখন লোকেদের প্রেম “শীতল হইয়া যাইবে” এবং অধর্ম বা অরাজকতা বৃদ্ধি পাবে।—মথি ২৪:৩, ১২. (g16-E No. 5)