পাঠ ৪৪
সমস্ত ধরনের উদ্যাপন কি ঈশ্বরকে খুশি করে?
যিহোবা চান আমরা যেন জীবনকে উপভোগ করি এবং আনন্দোৎসব করি। লোকেরা প্রায়ই বিভিন্ন উদ্যাপনের সময় এবং ছুটির দিনগুলোতে তাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করে থাকে। কিন্তু, সমস্ত ধরনের উদ্যাপন এবং বিশেষ বিশেষ ছুটির দিনগুলো কি যিহোবাকে খুশি করে? কীভাবে আমরা এই ক্ষেত্রে দেখাতে পারি যে, আমরা যিহোবাকে ভালোবাসি?
১. সমস্ত ধরনের উদ্যাপন কি যিহোবাকে খুশি করে?
আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে, বেশিরভাগ উদ্যাপন যিহোবাকে খুশি করে না। কেন? এর কারণ হল, এগুলো বাইবেলের শিক্ষার উপর ভিত্তি করে নয় আর এগুলো মিথ্যা ধর্ম থেকে এসেছে। হতে পারে, এই উদ্যাপনগুলো প্রেতচর্চা কিংবা মন্দ স্বর্গদূতদের সঙ্গে জড়িত অথবা এই মিথ্যা ধারণার উপর ভিত্তি করে পালন করা হয়ে থাকে যে, মানুষের আত্মা বেঁচে থাকে। কেউ কেউ আবার কুসংস্কার অথবা ভাগ্যের উপর বিশ্বাসের কারণে এই উদ্যাপনগুলো পালন করে থাকে। (যিশাইয় ৬৫:১১) কিন্তু, যিহোবা তাঁর উপাসকদের সাবধান করে বলেন, “নিজেদের আলাদা করো এবং অশুচি জিনিস আর স্পর্শ কোরো না।”—২ করিন্থীয় ৬:১৭.a
২. যিহোবা সেই দিনগুলো সম্বন্ধে কী মনে করেন, যেখানে মানুষকে অতিরিক্ত সম্মান দেওয়া হয়?
এমন কিছু দিন রয়েছে, যে-দিনগুলোতে রাজা, নেতা ও সৈন্যদের স্মরণ করা হয় এবং তাদের বিশেষ সম্মান দেওয়া হয়। আবার কখনো কখনো দেশের স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয় অথবা কোনো কোনো দিনে দেশের কোনো চিহ্ন বা প্রতীককে সম্মান জানানো হয়। (১ যোহন ৫:২১) আবার অন্যান্য কিছু দিনে, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কাজের প্রশংসা করা হয়। কিন্তু, যিহোবা আমাদের সাবধান করেন, আমরা যেন “মনুষ্যে নির্ভর” না করি। (পড়ুন, যিরমিয় ১৭:৫.) একটু চিন্তা করুন, আমরা যদি কোনো কিছুকে প্রয়োজনের অতিরিক্ত সম্মান দিই, বিশেষ করে এমন কোনো ব্যক্তি অথবা সংগঠনকে, যাদের চিন্তাভাবনা যিহোবার ইচ্ছার বিরুদ্ধে, তা হলে তাঁর কেমন লাগবে?
৩. বিভিন্ন আনন্দোৎসব এবং উদ্যাপনে লোকেরা এমন কী করে থাকে, যেগুলো যিহোবা একদমই পছন্দ করেন না?
বাইবেল, “মাত্রাতিরিক্ত মদ্যপান, উচ্ছৃঙ্খলতাপূর্ণ আনন্দোৎসব, মদ্যপানের প্রতিযোগিতাকে” তীব্র নিন্দা করে। (১ পিতর ৪:৩) কিছু উৎসব অথবা উদ্যাপনে মাত্রাতিরিক্ত আনন্দফুর্তি এবং অশ্লীল বা নোংরা কাজ করা হয়। কিন্তু, আমরা যদি যিহোবার বন্ধু হয়ে থাকতে চাই, তা হলে আমাদের এই ধরনের আচার-আচরণ থেকে দূরে থাকতে হবে।
গভীরভাবে গবেষণা করুন
বিভিন্ন উদ্যাপন এবং বিশেষ বিশেষ দিনগুলোর বিষয়ে আমরা যদি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই, তা হলে আমরা যিহোবার হৃদয়কে খুশি করতে পারব। কীভাবে আমরা তা করতে পারি? আসুন তা জানি।
৪. সেই সমস্ত আনন্দোৎসব এবং উদ্যাপন থেকে দূরে থাকুন, যেগুলো যিহোবা পছন্দ করেন না
ইফিষীয় ৫:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
কোনো উদ্যাপন পালন করব, কি করব না, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কোন বিষয়ে নিশ্চিত হতে হবে?
আপনার এলাকায় কোন কোন উদ্যাপন পালন করা হয়?
আপনার কি মনে হয় যে, এই উদ্যাপনগুলো যিহোবাকে খুশি করে?
উদাহরণস্বরূপ, আপনি কি কখনো চিন্তা করেছেন, জন্মদিন পালন করার বিষয়ে যিহোবা কী মনে করেন? বাইবেলে কোথাও লেখা নেই যে, যিহোবার কোনো উপাসক জন্মদিন পালন করেছিলেন। কিন্তু, এটিতে এমন দু-জন ব্যক্তির জন্মদিন পালনের কথা বলা হয়েছে, যারা যিহোবার উপাসক ছিল না। আদিপুস্তক ৪০:২০-২২ এবং মথি ১৪:৬-১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
এই দুটো জন্মদিনের মধ্যে কোন বিষয়টা মিল রয়েছে?
বাইবেলের এই ঘটনাগুলো থেকে যিহোবা জন্মদিনের বিষয়ে কী মনে করেন বলে আপনার মনে হয়?
এরপরও, আপনি হয়তো চিন্তা করতে পারেন, ‘আমি জন্মদিন পালন করব, কি করব না, এই বিষয়টা কি সত্যিই যিহোবার কাছে গুরুত্বপূর্ণ?’ যাত্রাপুস্তক ৩২:১-৮ পদ পড়ুন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
কেন আমাদের এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে, যিহোবা কী পছন্দ করেন?
কীভাবে আমরা তা করতে পারি?
কোন ধরনের উদ্যাপন অথবা বিশেষ দিন যিহোবাকে খুশি করে না?
এই উদ্যাপনগুলো কি বাইবেলের উপর ভিত্তি করে? জানার চেষ্টা করুন যে, উদ্যাপনগুলো কোথা থেকে শুরু হয়েছে।
এই বিশেষ দিনগুলোতে কি কোনো ব্যক্তি, কোনো সংগঠন অথবা কোনো জাতীয় প্রতীকের প্রতি প্রয়োজনের অতিরিক্ত সম্মান দেখানো হয়? আমরা সবচেয়ে বেশি যিহোবার প্রতি সম্মান দেখাই এবং এটা বিশ্বাস করি যে, তিনি এই পৃথিবী থেকে সমস্ত সমস্যা শেষ করবেন।
এই উদ্যাপনগুলোতে লোকেরা যে-রীতিনীতি পালন করে এবং যে-ধরনের আচরণ করে, সেগুলো কি বাইবেলের মান অনুযায়ী সঠিক? আমাদের আচার-আচরণে শুদ্ধতা বজায় রাখতে হবে।
৫. এমন আচরণ করুন, যেন অন্যেরা আপনার বিশ্বাসকে সম্মান করে
অন্যেরা যখন আপনাকে এমন উদ্যাপনগুলো পালন করার জন্য জোর করে, যেগুলো যিহোবা পছন্দ করেন না, তখন তাদের না বলা কঠিন হতে পারে। কিন্তু, তাদের প্রেমের সঙ্গে বোঝান এবং ধৈর্য ধরুন। কীভাবে আপনি তা করতে পারেন, তা জানার জন্য ভিডিওটা দেখুন।
মথি ৭:১২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
এই শাস্ত্রপদ অনুযায়ী, আপনার পরিবারের লোকদের কি এটা বলা ঠিক হবে, যেন তারা সেই উদ্যাপন পালন না করে?
আপনি আপনার পরিবারের সঙ্গে উদ্যাপনগুলো পালন না করলেও কীভাবে আপনি দেখাতে পারেন যে, আপনি তাদের ভালোবাসেন এবং তাদের জন্য চিন্তা করেন?
৬. যিহোবা চান আমরা যেন আনন্দোৎসব করি
যিহোবা চান আমরা যেন আমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ করি। উপদেশক ৮:১৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
এই শাস্ত্রপদ অনুযায়ী, যিহোবা আমাদের জন্য কী চান?
যিহোবা চান, যেন তাঁর লোকেরা একসঙ্গে সময় কাটায় এবং আনন্দ করে। এই বিষয়টা আমাদের আন্তর্জাতিক সম্মেলনে স্পষ্টভাবে দেখা যায়। ভিডিওটা দেখুন।
গালাতীয় ৬:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
অন্যদের প্রতি “ভালো কাজ” করতে কি কোনো উদ্যাপনের জন্য অপেক্ষা করার প্রয়োজন রয়েছে?
আপনি কখন বেশি খুশি হন, যখন আপনি হৃদয় থেকে কাউকে কিছু দেন, না কি উদ্যাপনের সময় দিতে হবে বলে কাউকে কিছু দেন?
খ্রিস্টান বাবা-মায়েরা কোনো বিশেষ দিনের জন্য অপেক্ষা করে না, যখনই তাদের মন চায়, তখনই তারা তাদের সন্তানদের জন্য বিশেষ কিছু করে থাকে। কখনো কখনো তারা সন্তানদের না বলেই উপহার এনে দেয়, আর এতে সন্তানেরা খুব খুশি হয়। আপনারও যদি কোনো সন্তান থাকে, তা হলে আপনি তার জন্য কী করতে পারেন?
কেউ কেউ বলে থাকে: “আমরা তো শুধু আমাদের বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চাই। এই উদ্যাপনগুলো কোথা থেকে এসেছে, সেটা জেনে আমার লাভ কী?”
উত্তরে আপনি কী বলবেন?
সারাংশ
যিহোবা চান আমরা যেন পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দোৎসব করি। কিন্তু, তিনি চান আমরা যেন সেই উদ্যাপনগুলো পালন না করি, যেগুলো তিনি পছন্দ করেন না।
পুনরালোচনা
কোনো উদ্যাপন যিহোবা পছন্দ করেন, কি করেন না, তা জানার জন্য আমরা নিজেদের কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারি?
আমরা কী করতে পারি, যাতে আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবরা বুঝতে পারে যে, আমরা কেন উদ্যাপনগুলো পালন করি না?
কীভাবে আমরা জানতে পারি যে, যিহোবা চান আমরা যেন আনন্দ করি এবং খুশিতে থাকি?
আরও জানুন
খ্রিস্টানেরা কোন উদ্যাপনগুলো পালন করে না? আসুন তা জানি।
“যিহোবার সাক্ষিরা কেন কিছু উদ্যাপন পালন করে না?” (অনলাইন প্রবন্ধ)
কেন আমরা বিশ্বাস করি, জন্মদিন পালন করা যিহোবা পছন্দ করেন না? আসুন এই বিষয়ে চারটে কারণ দেখি।
“যিহোবার সাক্ষিরা কেন জন্মদিন পালন করে না?” (অনলাইন প্রবন্ধ)
যে-অল্পবয়সিরা যিহোবাকে ভালোবাসে, কীভাবে তারা ছুটির দিন পালন করার বিষয়ে যিহোবাকে খুশি করতে পারে? আসুন তা জানি।
লক্ষ লক্ষ খ্রিস্টান বড়োদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিষয়ে তারা কী বলে? আসুন তা জানি।
“তারা আরও ভালো কিছু পেয়েছিল” (প্রহরীদুর্গ, ডিসেম্বর ১, ২০১২, ইংরেজি)