যিহোবার মেষেদের কোমল যত্নের প্রয়োজন
“তোমরা জানিও, সদাপ্রভুই ঈশ্বর, . . . আমরা তাঁহার প্রজা ও তাঁহার চরাণির মেষ।”—গীতসংহিতা ১০০:৩.
১. যিহোবা তাঁর দাসেদের প্রতি কিরূপ আচরণ করেন?
যিহোবা হলেন মহান মেষপালক। আমরা যদি তাঁর দাস হই, তাহলে তিনি আমাদের তাঁর মেষ হিসাবে গণ্য এবং আমাদের প্রতি প্রেমপূর্ণ যত্ন প্রদান করে থাকেন। আমাদের স্বর্গীয় পিতা আমাদের সান্ত্বনা দেন ও সতেজ করেন এবং “আপন নামের জন্য . . . ধর্ম্মপথে” আমাদের পরিচালিত করেন। (গীতসংহিতা ২৩:১-৪) উত্তম মেষপালক, যীশু খ্রীষ্ট, আমাদের এত ভালবাসেন যে তিনি আমাদের জন্য তাঁর জীবন দান করেছিলেন।—যোহন ১০:৭-১৫.
২. ঈশ্বরের লোকেরা কোন্ পরিস্থিতিতে নিজেদের খুঁজে পায়?
২ কোমল যত্নের উপভোগকারী হিসাবে আমরা গীতরচকের সাথে বলতে পারি: “সানন্দে সদাপ্রভুর সেবা কর; আনন্দগানসহ তাঁহার সম্মুখে আইস। তোমরা জানিও, সদাপ্রভুই ঈশ্বর, তিনিই আমাদিগকে নির্ম্মাণ করিয়াছেন, আমরা তাঁহারই; আমরা তাঁহার প্রজা ও তাঁহার চরাণির মেষ।” (গীতসংহিতা ১০০:২, ৩) হ্যাঁ, আমরা আনন্দিত ও সুরক্ষিত। এটি যেন পালকে শক্ত পাথরের দেওয়াল দিয়ে আমাদের দুষ্ট লুঠকারী থেকে সুরক্ষিত করে।—গণনাপুস্তক ৩২:১৬; ১ শমূয়েল ২৪:৩; সফনিয় ২:৬.
পালের ইচ্ছুক মেষপালকেরা
৩. নিযুক্ত খ্রীষ্টীয় প্রাচীনেরা কিভাবে ঈশ্বরের পালকে পালন করেন?
৩ ঈশ্বরের মেষ হিসাবে আমরা যে আনন্দিত এতে অবাক হওয়ার কিছু নেই! নিযুক্ত প্রাচীনেরা আমাদের মাঝে নেতৃত্ব নিয়ে থাকেন। তারা আমাদের উপর “সর্ব্বতোভাবে” কর্তৃত্ব অথবা আমাদের বিশ্বাসের উপর প্রভুত্ব করার চেষ্টা করেন না। (গণনাপুস্তক ১৬:১৩; মথি ২০:২৫-২৮; ২ করিন্থীয় ১:২৪; ইব্রীয় ১৩:৭) পরিবর্তে, তারা হলেন প্রেমময় মেষপালক যারা প্রেরিত পিতরের উপদেশটি প্রয়োগ করেন: “তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে, তাহা পালন কর; অধ্যক্ষের কার্য্য কর, আবশ্যকতা প্রযুক্ত নয়, কিন্তু ইচ্ছাপূর্ব্বক, ঈশ্বরের অভিমতে, কুৎসিত লাভার্থে নয়, কিন্তু উৎসুক ভাবে কর; নিরূপিত অধিকারের উপরে কর্ত্তৃত্বকারীরূপে নয়, কিন্তু পালের আদর্শ হইয়াই কর।” (১ পিতর ৫:২, ৩) প্রেরিত পৌল সহপ্রাচীনদের বলেছিলেন: “তোমরা আপনাদের বিষয়ে সাবধান, এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও, ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন কর, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন।” আর মেষেরা কতই না কৃতজ্ঞ যে পবিত্র আত্মার দ্বারা নিযুক্ত এই ব্যক্তিরা “পালের প্রতি মমতা” করেন!—প্রেরিত ২০:২৮-৩০.
৪. পালের সাথে কিধরনের সম্পর্কের জন্য চার্লস টি. রাসেলের সুপরিচিত ছিলেন?
৪ যীশু মণ্ডলীকে “পাস্টার” অথবা মেষপালক হিসাবে কিছু “মানুষকে উপহার” দিয়েছেন, যারা কোমলতার সাথে যিহোবার পালকে পালন করে। (ইফিষীয় ৪:৮, ১১; কিং জেমস ভারসন) এই ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন ওয়াচ টাওয়ার সোসাইটির প্রথম সভাপতি চার্লস টি. রাসেল। প্রধান মেষপালক, যীশু খ্রীষ্টের অধীনস্থ পালকে পালনের ক্ষেত্রে তার প্রেমময় ও স্নেহপূর্ণ কাজগুলির জন্য তাকে পাস্টার রাসেল বলা হত। আজকে, খ্রীষ্টীয় প্রাচীনেরা যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠীর দ্বারা নিযুক্ত হন এবং তারা এইধরনের অভিব্যক্তিগুলি যেমন “পাস্টার,” “প্রাচীন” অথবা “শিক্ষক,” উপাধি হিসাবে ব্যবহার করা সম্বন্ধে সাবধান থাকেন। (মথি ২৩:৮-১২) কিন্তু, যিহোবার চরাণির মেষেদের উপকারের জন্য বর্তমান-দিনের প্রাচীনেরা যাজকসংক্রান্ত অথবা পালকের কাজ করে থাকেন।
৫. খ্রীষ্টীয় মণ্ডলীতে নিযুক্ত প্রাচীনদের কেন নতুনদের জানা উচিত?
৫ মেষপালক হিসাবে, প্রাচীনেরা নতুন ব্যক্তিদের আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই, জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে নামক নতুন বইটির ১৬৮ পৃষ্ঠায় বলে: “মণ্ডলীতে নিযুক্ত প্রাচীনদের সাথে পরিচিত হন। ঈশ্বরবিষয়ক জ্ঞানের প্রয়োগে তাদের বহু অভিজ্ঞতা রয়েছে, কারণ বাইবেলে প্রদর্শিত অধ্যক্ষদের জন্য যোগ্যতাগুলি তারা পূরণ করেছেন। (১ তীমথিয় ৩:১-৭; তীত ১:৫-৯) যদি ঈশ্বরের প্রয়োজনীয় বিষয়গুলির সাথে সংঘাত বাধায় এরূপ কোন অভ্যাস বা বৈশিষ্ট্যকে জয় করতে আপনার আধ্যাত্মিক সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাদের মধ্যে যে কোন জনের কাছে যেতে ইতস্তত করবেন না। আপনি দেখতে পাবেন যে প্রাচীনেরা পৌলের উপদেশ অনুসরণ করেন: “ক্ষীণসাহসদিগকে সান্ত্বনা কর, দুর্ব্বলদিগের সাহায্য কর, সকলের প্রতি দীর্ঘসহিষ্ণু হও।’—১ থিষলনীকীয় ২:৭, ৮; ৫:১৪.”
যখন নতুনেরা প্রচার করতে চায়
৬. যদি কোন বাইবেল ছাত্র রাজ্যের প্রকাশক হতে চায় তাহলে কোন্ নিয়ম অনুসরণ করা হয়?
৬ কিছুদিন যাবৎ জ্ঞান নেওয়ার ও সভাগুলিতে যোগদান করার পর বাইবেল ছাত্র হয়ত একজন রাজ্যের প্রকাশক, সুসমাচারের প্রচারক হতে চাইবে। (মার্ক ১৩:১০) যদি তাই হয়, তাহলে যে সাক্ষীটি তার সাথে বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন তার উচিত পরিচালক অধ্যক্ষের সাথে যোগাযোগ করা, যিনি বাইবেল ছাত্র ও তার শিক্ষকের সাথে সাক্ষাৎ করার জন্য মণ্ডলীর পরিচর্যা কমিটির একজন প্রাচীন এবং অপর একজন প্রাচীনের ব্যবস্থা করবেন। আলোচনাটি হবে আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত (ইংরাজি) নামক বইটির পৃষ্ঠা ৯৮ এবং ৯৯ এর উপর ভিত্তি করে। যদি দুজন প্রাচীনই বোঝেন যে নতুন ছাত্রটি বাইবেলের প্রাথমিক শিক্ষাগুলিকে বিশ্বাস করে এবং ঈশ্বরের নীতিগুলি মেনে চলছে, তাহলে তাকে জানানো হবে যে জনসাধারণ্যে পরিচর্যায় অংশগ্রহণ করতে সে যোগ্য।a ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার মাধ্যমে সে যখন তার পরিচর্যা সম্বন্ধে জানাবে, তখন তা তার নামে তৈরি করা মণ্ডলীর প্রকাশকের রেকর্ডে নথিভুক্ত করা হবে। নতুন ব্যক্তিটি এখন অন্যান্য লক্ষ লক্ষ ব্যক্তিদের সাথে যারা আনন্দের সাথে ‘ঈশ্বরের বাক্য প্রচার করে’ তার সাক্ষ্যদান কাজের রিপোর্ট করতে পারবে। (প্রেরিত ১৩:৫) সে যে একজন অবাপ্তাইজিত প্রকাশক তা মণ্ডলীতে ঘোষিত হবে।
৭, ৮. কোন্ কোন্ উপায়ে একজন অবাপ্তাইজিত প্রকাশককে হয়ত পরিচর্যার ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা যেতে পারে?
৭ একজন অবাপ্তাইজিত প্রকাশকের প্রাচীনদের ও অন্যান্য পরিপক্ব খ্রীষ্টানদের থেকে সাহায্যের প্রয়োজন। উদাহরণস্বরূপ, মণ্ডলীর যে বুকস্টাডিতে সে যোগ দেয় সেখানকার পরিচালকের কাছে তার আধ্যাত্মিক উন্নতি হল এক আগ্রহের বিষয়। নতুন প্রকাশক হয়ত গৃহ থেকে গৃহের কাজে সক্রিয়ভাবে কথা বলা কঠিন মনে করতে পারে। (প্রেরিত ২০:২০) তাই সম্ভবত সে সাহায্যকে গ্রহণ করবে, বিশেষত তার কাছ থেকে, যিনি তার সাথে জ্ঞান বইটি থেকে বাইবেল অধ্যয়ন পরিচালনা করেছেন। এইধরনের বাস্তবধর্মী সাহায্য উপযুক্ত, কারণ যীশু খ্রীষ্ট তাঁর শিষ্যদের পরিচর্যা করার জন্য প্রস্তুত করেছিলেন।—মার্ক ৬:৭-১৩; লূক ১০:১-২২.
৮ আমাদের পরিচর্যাকে যদি ফলপ্রসূ করতে হয়, তাহলে আগে থেকে উত্তম প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন। তাই, আমাদের রাজ্যের পরিচর্য্যা-র মাসিক সংখ্যাগুলিতে প্রস্তাবিত উপস্থাপনাগুলি অভ্যাস করার জন্য দুজন প্রকাশক হয়ত মিলিত হতে পারেন। যখন তারা তাদের ক্ষেত্র পরিচর্যা আরম্ভ করেন, তখন বেশি অভিজ্ঞ ব্যক্তিটি হয়ত প্রথম কয়েকটি গৃহ করতে পারেন। বন্ধুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার পর, সাক্ষ্যদানের ক্ষেত্রে দুজন প্রকাশকই অংশ নিতে পারেন। কয়েক সপ্তাহ পরিচর্যায় একত্রে এইভাবে কাজ করার দরুন তা হয়ত উত্তম পুনর্সাক্ষাতে এবং এমনকি জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি থেকে অধ্যয়নে পরিচালিত করতে পারে। বেশি অভিজ্ঞ সাক্ষীটি হয়ত কিছুদিন অধ্যয়ন পরিচালনা করতে পারেন এবং তারপর সেটি নতুন রাজ্য ঘোষণাকারীটিকে দিতে পারেন। যদি বাইবেল ছাত্রটি ঈশ্বরবিষয়ক জ্ঞানের জন্য উপলব্ধি প্রকাশ করে তাহলে তা উভয় প্রকাশকের জন্য কতই না আনন্দের হবে!
৯. যখন একজন প্রকাশক বাপ্তাইজিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে তখন কোন্ ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়ে থাকে?
৯ যতই অবাপ্তাইজিত প্রকাশক আধ্যাত্মিকভাবে উন্নতি করতে থাকবে, সে হয়ত প্রার্থনায় ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করে বাপ্তিস্ম গ্রহণ করতে চাইবে। (তুলনা করুন মার্ক ১:৯-১১.) সে যে বাপ্তিস্ম গ্রহণ করতে ইচ্ছুক তা মণ্ডলীর পরিচালক অধ্যক্ষকে জানানো উচিত, যিনি আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত বইটির পৃষ্ঠা ১৭৫ থেকে ২১৮-এ দেওয়া প্রশ্নগুলি নিয়ে পুনরালোচনা করার জন্য প্রাচীনদের সাথে দেখা করার ব্যবস্থা করবেন। যে চারটি পর্যায়ে প্রশ্নগুলি ভাগ করা আছে যদি সম্ভব হয় তাহলে তা তিনজন ভিন্ন প্রাচীনের দ্বারা তিনটি পর্বে আলোচনা করা যেতে পারে। যদি তারা একমত হন যে অবাপ্তাইজিত প্রকাশকের বাইবেল শিক্ষা সম্বন্ধে যুক্তিযুক্ত বোধগম্যতা আছে এবং অন্যান্য দিক দিয়েও সে যোগ্য, তাহলে তারা তাকে বলবেন যে সে বাপ্তাইজিত হতে পারে। তার উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের দরুন সে পরিত্রাণের জন্য ‘চিহ্নিত’ হয়।—যিহিষ্কেল ৯:৪-৬.
বিশেষ প্রয়োজনগুলি মেটানো
১০. জ্ঞান বইয়ের অধ্যয়ন শেষ করার ও বাপ্তাইজিত হওয়ার পর, কিভাবে একজন ব্যক্তি তার শাস্ত্রীয় জ্ঞানকে বৃদ্ধি করবে?
১০ একজন ব্যক্তির জ্ঞান বই থেকে বাইবেল অধ্যয়ন এবং বাপ্তিস্ম গ্রহণের পর, হয়ত দ্বিতীয় বই হিসাবে একমাত্র সত্যময় ঈশ্বরের উপাসনায় ঐক্যবদ্ধ (ইংরাজি) নামক বইটি দিয়ে তার সাথে আর নিয়মিত অধ্যয়ন করার প্রয়োজন নাও হতে পারে।b অবশ্য, সদ্য বাপ্তাইজিত ব্যক্তি খ্রীষ্টীয় সভাগুলির জন্য যত বেশি প্রস্তুত করবে ও সেগুলিতে নিয়মিতভাবে যোগদান করবে সে আরও বেশি করে শিখতে পারবে। এছাড়াও, যখন সত্যের জন্য তার তৃষ্ণা তাকে পড়তে এবং খ্রীষ্টীয় প্রকাশনাগুলি ব্যক্তিগতভাবে অধ্যয়ন ও সহবিশ্বাসীদের সাথে শাস্ত্রীয় বিষয়গুলি আলোচনা করতে পরিচালিত করে তখন সে আরও অতিরিক্ত জ্ঞান অর্জন করবে। কিন্তু যদি বিশেষ প্রয়োজন উত্থাপিত হয় তাহলে কী?
১১. (ক) কিভাবে প্রিষ্কিল্লা ও আক্বিল্লা আপল্লোকে সাহায্য করেছিলেন? (খ) সদ্য বাপ্তাইজিত প্রাপ্তবয়স্ক যুবক যে বিবাহ করার বিষয়ে চিন্তা করছে তাকে কিভাবে সাহায্য করা যেতে পারে?
১১ এমনকি আপল্লো, যিনি “শাস্ত্রে ক্ষমতাপন্ন ছিলেন” এবং যীশুর সম্বন্ধে সূক্ষ্মভাবে শিক্ষা দিতেন, তিনিও যখন অভিজ্ঞ খ্রীষ্টান প্রিষ্কিল্লা ও আক্বিলা “তাঁহাকে আপনাদের নিকটে আনিলেন, এবং ঈশ্বরের পথ আরও সূক্ষ্মরূপে বুঝাইয়া দিলেন” তখন উপকৃত হয়েছিলেন। (প্রেরিত ১৮:২৪-২৬; তুলনা করুন প্রেরিত ১৯:১-৭.) সেইজন্য, ধরুন কোন সদ্য বাপ্তাইজিত অল্পবয়সী ব্যক্তি প্রাক্-বিবাহ মেলামেশা ও বিবাহ সম্পর্কে বিবেচনা করছে। একজন বেশি অভিজ্ঞ খ্রীষ্টান হয়ত এই বিষয়গুলির উপর ওয়াচ টাওয়ার প্রকাশনাদি থেকে তথ্য খুঁজে নিতে তাকে সাহায্য করতে পারেন। উদাহরণস্বরূপ, এই বিষয়গুলির সাথে মিল রেখে যুবকযুবতীদর জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে (ইংরাজি) বইটির বিভাগ ৭-এ সাহায্যকারী বিষয় রয়েছে।c যে প্রকাশক তার সাথে বাইবেল অধ্যয়ন পরিচালনা করেছিলেন তিনি হয়ত এই নতুন ব্যক্তিটির সাথে এই বিষয়টি আলোচনা করতে পারেন, যদিও তা নিয়মিত কোন অধ্যয়নের অন্তর্ভুক্ত হবে না।
১২. নতুন বাপ্তাইজিত বিবাহিত সাথীদের যাদের মধ্যে সমস্যা রয়েছে তাদের কিভাবে সাহায্য করা যেতে পারে?
১২ আরেকটি উদাহরণ বিবেচনা করুন। হয়ত নতুন বাপ্তাইজিত বিবাহিত সাথীদের ঈশ্বরীয় নীতিগুলি প্রয়োগের ব্যাপারে সমস্যা আছে। তারা হয়ত একজন প্রাচীনের পরামর্শ নিতে পারেন, যিনি তাদের সাথে শাস্ত্র আলোচনার করার জন্য কয়েকটি সন্ধ্যা ব্যয় করতে এবং ওয়াচ টাওয়ার প্রকাশনাদিতে পাওয়া তথ্যের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করাতে পারেন। কিন্তু, প্রাচীন সেই দম্পতির সাথে পুনরায় একটি বাইবেল অধ্যয়ন শুরু করবেন না।
যদি নতুন বাপ্তাইজিত ব্যক্তিটি ভুল করে
১৩. নতুন বাপ্তাইজিত ব্যক্তি যে ভুল করেছে অথচ অনুতপ্ত তাকে কেন মণ্ডলীর প্রাচীনদের দয়া দেখানো উচিত?
১৩ প্রাচীনেরা মহান মেষপালক, যিহোবাকে অনুকরণ করেন, যিনি বলেন: “আমিই আপন মেষদিগকে চরাইব, . . . ভগ্নাঙ্গের ক্ষত বাঁধিব, ও পীড়িতকে সবল করিব।” (যিহিষ্কেল ৩৪:১৫, ১৬; ইফিষীয় ৫:১) সেই মনোভাবটির পরিপ্রেক্ষিতে শিষ্য যিহূদা উপদেশ দিয়েছিলেন যে, অভিষিক্ত খ্রীষ্টানদের প্রতি দয়া দেখানো হয়েছিল যারা সন্দিহান ছিল অথবা পাপে পতিত হয়েছিল। (যিহূদা ২২, ২৩) যেহেতু অভিজ্ঞ খ্রীষ্টানদের কাছ থেকে আমরা যথার্থভাবে আরও বেশি আশা করি, তাই অবশ্যই নতুন বাপ্তাইজিত ব্যক্তির প্রতি দয়া দেখানো হবে—কেবলমাত্র মেষের প্রতি—যে ভুল করে কিন্তু অনুতপ্ত হয়। (লূক ১২:৪৮; ১৫:১-৭) সেইজন্য, প্রাচীনেরা যারা ‘সদাপ্রভুর জন্য বিচার করেন,’ তারা এইধরনের মেষেদের প্রতি কোমল যত্ন প্রদান করেন এবং কোমলতার আত্মায় তাদের পুনর্বিন্যাস করেন।—২ বংশাবলি ১৯:৬; প্রেরিত ২০:২৮, ২৯; গালাতীয় ৬:১.d
১৪. যখন সদ্য বাপ্তাইজিত কোন প্রকাশক গুরুতর পাপ করে তখন কী করা উচিত এবং কিভাবে তাকে সাহায্য করা যেতে পারে?
১৪ তারপর মনে করুন, সদ্য বাপ্তাইজিত কোন প্রকাশক পূর্বে যার মদ্যপান সংক্রান্ত সমস্যা ছিল এবং একটি অথবা দুটি উপলক্ষে সে পুনরায় অতিরিক্ত পান করে ফেলেছে। অথবা হয়ত সে দীর্ঘ-দিনের তামাকের অভ্যাসকে অতিক্রম করেছে কিন্তু এক অথবা দুবার ব্যক্তিগতভাবে ধূমপান করার জন্য প্রলুব্ধ হয়েছে। এমনকি যদিও আমাদের নতুন ভাইটি ক্ষমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, তবুও তার সাহায্যের জন্য প্রাচীনের কাছে যাওয়া উচিত যাতে করে সেই পাপ অভ্যাসে পরিণত না হয়। (গীতসংহিতা ৩২:১-৫; যাকোব ৫:১৪, ১৫) যখন সে কোন একজন প্রাচীনের কাছে তার ভুল স্বীকার করে, সেই প্রাচীনের নতুন ব্যক্তিটিকে দয়ার সাথে পুনর্বিন্যাস করতে চেষ্টা করা উচিত। (গীতসংহিতা ১৩০:৩) শাস্ত্রীয় উপদেশ হয়ত তাকে তার পরবর্তী পদক্ষেপের জন্য তার পথ সকল সরল করতে তাকে সাহায্য করার জন্য যথেষ্ট। (ইব্রীয় ১২:১২, ১৩) আরও কী সাহায্য প্রদান করা যেতে পারে তা স্থির করতে এই প্রাচীনটি মণ্ডলীর পরিচালক অধ্যক্ষের সাথে পরিস্থিতিটি নিয়ে আলোচনা করবেন।
১৫. কোন কোন ক্ষেত্রে সদ্য বাপ্তাইজিত ব্যক্তি যখন পাপ করে তখন কী করার প্রয়োজন হতে পারে?
১৫ কোন কোন ক্ষেত্রে আরও কিছুর প্রয়োজন হতে পারে। যদি দুর্নাম পালের পক্ষে বিপদজনক হয়ে দাঁড়ায় অথবা অন্য কোন গুরুতর সমস্যা জড়িত থাকে, তাহলে প্রাচীন গোষ্ঠী বিষয়টির অনুসন্ধান করার জন্য দুজন প্রাচীনকে নিযুক্ত করবেন। যদি এই প্রাচীনেরা দেখেন যে বিষয়টি এতই গুরুতর যে বিচার সংক্রান্ত কমিটির প্রয়োজন রয়েছে, তাহলে তাদের প্রাচীন গোষ্ঠীকে তা জানানো উচিত। তখন যে ব্যক্তি ভুল করেছে তাকে সাহায্য করার জন্য প্রাচীন গোষ্ঠী বিচার সংক্রান্ত কমিটিকে নিযুক্ত করবেন। তার সাথে কোমলতার সাথে বিচার সংক্রান্ত কমিটির ব্যবহার করা উচিত। শাস্ত্র দিয়ে তাকে পুনরায় ঠিক করার জন্য তাদের চেষ্টা করা উচিত। বিচার সংক্রান্ত কমিটির সদয় প্রচেষ্টার প্রতি যদি সে সাড়া দেয়, তাহলে তারা স্থির করতে পারেন কিংডম হলে সভাগুলিতে প্ল্যাটফর্মে তাকে ব্যবহার না করে কোন উপকার হবে কি না অথবা সভাগুলিতে তাকে মন্তব্য করতে অনুমতি দেওয়া যেতে পারে কি না।
১৬. যে ব্যক্তি ভুল করেছে তাকে সাহায্য করার জন্য প্রাচীনেরা কী করতে পারেন?
১৬ যে ব্যক্তি ভুল করেছে সে যদি সাড়া দেয়, তাহলে বিচার সংক্রান্ত কমিটির এক অথবা দুজন প্রাচীন তার বিশ্বাসকে তুলে ধরতে এবং ঈশ্বরের ধার্মিক মানগুলির প্রতি তার উপলব্ধিবোধ গড়ে তুলতে মেষপালক হিসাবে তার সাথে দেখা করার ব্যবস্থা করবেন। তাদের প্রত্যেকে সময়ে সময়ে তার সাথে ক্ষেত্র পরিচর্যায় কাজ করতে পারেন। তারা হয়ত তার সাথে কিছু শাস্ত্রীয় আলোচনা করতে পারেন, সম্ভবত প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার উপযুক্ত প্রবন্ধগুলি ব্যবহার করে কিন্তু একটি নিয়মিত বাইবেল অধ্যয়ন গড়ে তুলে নয়। এইধরনের কোমল যত্নের ফলে, যে ব্যক্তি ভুল করেছে সে হয়ত সম্মুখস্থ মাংসিক দুর্বলতাগুলিকে প্রতিরোধ করতে দৃঢ় হতে পারবে।
১৭. যদি বাপ্তাইজিত ব্যক্তি যে ভুল করেছে সে অনুতপ্ত না হয় এবং তার পাপপূর্ণ পথ পরিত্যাগ না করে তাহলে কী পদক্ষেপ নেওয়া হয়?
১৭ অবশ্যই, সদ্য বাপ্তাইজিত হওয়ার দরুন একজন ব্যক্তির অনুতপ্তহীনভাবে পাপ কাজ অভ্যাস করে চলার জন্য কোন অজুহাত যোগায় না। (ইব্রীয় ১০:২৬, ২৭; যিহূদা ৪) যদি কোন বাপ্তাইজিত অন্যায়কারী অনুতপ্ত না হয় এবং তার পাপপূর্ণ পথ পরিত্যাগ না করে, তাহলে সে মণ্ডলী থেকে বিতাড়িত হবে। (১ করিন্থীয় ৫:৬, ১১-১৩; ২ থিষলনীকীয় ২:১১, ১২; ২ যোহন ৯-১১) যখন এই পদক্ষেপটি নেওয়া প্রয়োজন বলে মনে হবে, তখন প্রাচীন গোষ্ঠী একটি বিচার সংক্রান্ত কমিটিকে বেছে নেবেন। যদি বহিষ্কার করা হয় তাহলে “ . . . সমাজচ্যুত হয়েছে”e এই সংক্ষিপ্ত ঘোষণাটি করা হবে।
“সিদ্ধির চেষ্টায় অগ্রসর” হতে তাদের সাহায্য করুন
১৮. কেন আমরা নিশ্চিত হতে পারি যে নতুন বাপ্তাইজিত খ্রীষ্টানদের এবং অন্যান্যদের সর্বদা যিহোবা ও তাঁর ইচ্ছা সম্বন্ধে আরও কিছু শেখার থাকবে?
১৮ ঈশ্বরের দাসেদের অধিকাংশই পালের মধ্যে থেকে যাবে। আরও আনন্দের বিষয় যে, আমরা সকলেই আমাদের স্বর্গীয় পিতার আরও নিকটবর্তী হতে পারব কারণ আমরা সর্বদাই তাঁর ও তাঁর ইচ্ছা সম্বন্ধে আরও জানতে সমর্থ হব। (উপদেশক ৩:১১; যাকোব ৪:৮) সা.শ. ৩৩ সালে পঞ্চাশত্তমীর দিনে যে হাজার হাজার ব্যক্তিরা বাপ্তাইজিত হয়েছিল, অবশ্যই তাদের আরও শিখবার ছিল। প্রেরিত ২:৫, ৩৭-৪১; ৪:৪) পরজাতীয়েরাও তাই করেছিল যাদের শাস্ত্রীয় জ্ঞানের অভাব ছিল। উদাহরণস্বরূপ, এটি সত্য হয়েছিল সেই ব্যক্তিদের ক্ষেত্রে যারা এথেন্সের আরেয়পাগে পৌলের কথা শুনে বাপ্তাইজিত হয়েছিল। (প্রেরিত ১৭:৩৩, ৩৪) আজকের দিনেও, নতুন বাপ্তাইজিত ব্যক্তিদের আরও কিছু শেখার প্রয়োজন আছে এবং তাদের সময় ও সাহায্যের প্রয়োজন যাতে করে ঈশ্বরের দৃষ্টিতে যা ঠিক তা ক্রমাগতভাবে করে যাওয়ার জন্য তাদের সঙ্কল্পকে সুদৃঢ় করতে পারে।—গালাতীয় ৬:৯; ২ থিষলনীকীয় ৩:১৩.
১৯. যারা বাপ্তিস্ম নিতে চলেছে কিভাবে তাদের “সিদ্ধির চেষ্টায় অগ্রসর” হতে সাহায্য করা যেতে পারে?
১৯ প্রতি বছর হাজার হাজার ব্যক্তিরা বাপ্তাইজিত হচ্ছে আর তারা যাতে “সিদ্ধির চেষ্টায় অগ্রসর” হতে পারে তার জন্য সাহায্যের প্রয়োজন। (ইব্রীয় ৬:১-৩) পরিচর্যায় কথা বলা, উদাহরণ ও বাস্তবধর্মী সাহায্যের দ্বারা আপনি হয়ত কিছুজনকে নতুন ব্যক্তিত্ব পরিধান করতে এবং ‘সত্যে চলতে’ সহযোগিতা করতে সমর্থ হবেন। (৩ যোহন ৪; কলসীয় ৩:৯, ১০) যদি আপনি একজন অভিজ্ঞ প্রকাশক হয়ে থাকেন, তাহলে ক্ষেত্র পরিচর্যায় কোন নতুন বিশ্বাসীকে সাহায্য করার জন্য প্রাচীন হয়ত আপনাকে আমন্ত্রণ জানাতে অথবা কয়েক সপ্তাহের জন্য তার সাথে নির্দিষ্ট কিছু শাস্ত্রীয় বিষয় আলোচনা করার প্রস্তাব দিতে পারেন, যাতে করে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস দৃঢ় হতে এবং খ্রীষ্টীয় সভাগুলির ও অন্যান্য বিষয়ের প্রতি তার উপলব্ধিবোধ গড়ে উঠতে পারে। পালের সাথে মেষপালকের সম্পর্ক হল পরামর্শ দানের ক্ষেত্রে এক পিতার এবং কোমল ভাব দেখানোর ক্ষেত্রে এক মাতার মত। (১ থিষলনীকীয় ২:৭, ৮, ১১) কিন্তু, কেবলমাত্র কয়েকজন প্রাচীন ও পরিচারক দাসের পক্ষে কোন মণ্ডলীর সবরকম প্রয়োজন মেটানো সম্ভব নয়। আমরা সকলেই একটি পরিবারের মত যার সদস্যেরা একে অপরকে সাহায্য করে। আমরা প্রত্যেকেই আমাদের সহউপাসকদের সাহায্য করার জন্য কিছু করতে পারি। আপনি নিজেই হয়ত উৎসাহ দান, ক্ষীণদিগকে সান্ত্বনা ও দুর্বলদিগকে সাহায্য প্রদান করতে সমর্থ হতে পারেন।—১ থিষলনীকীয় ৫:১৪, ১৫.
২০. ঈশ্বরবিষয়ক জ্ঞানকে প্রসারিত এবং যিহোবার চরাণির মেষেদের প্রতি কোমল যত্ন প্রদান করতে আপনি কী করতে পারেন?
২০ মানবজাতির ঈশ্বরবিষয়ক জ্ঞানের প্রয়োজন এবং যিহোবার একজন সাক্ষী হিসাবে তা প্রসারিত করার ক্ষেত্রে আপনার আনন্দপূর্ণ অংশ আছে। যিহোবার মেষেদের কোমল যত্নের প্রয়োজন আছে এবং তা যোগাতে সাহায্য করে আপনি এক প্রেমপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যিহোবা আপনার পরিচর্যাকে আশীর্বাদ করুন এবং তাঁর চরাণির মেষেদের সাহায্য করার জন্য আপনার আন্তরিক প্রচেষ্টাকে তিনি পুরস্কৃত করুন।
[পাদটীকাগুলো]
a এই পর্যায়ে, নতুন ব্যক্তিটি হয়ত আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত নামক বইটির একটি কপি পেতে পারে।
b ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত।
c ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।
d এইধরনের অবাপ্তাইজিত প্রকাশকদের জন্য একটি ব্যবস্থা সম্বন্ধে নভেম্বর ১৫, ১৯৮৮ সালের প্রহরীদুর্গ (ইংরাজি) এর পৃষ্ঠা ১৫-২০-তে “ঈশ্বরের উপাসনা করতে অন্যদের সাহায্য করা” নামক প্রবন্ধে উল্লেখ করা হয়েছিল।
e সমাজচ্যুত করার সিদ্ধান্তটি যদি নেওয়া হয় আর সেই বিষয়ে আপিল করা হয় তাহলে যতক্ষণ পর্যন্ত না তার সমাধান হচ্ছে ততক্ষণ ঘোষণাটি স্থগিত থাকবে। আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত নামক বইটির পৃষ্ঠা ১৪৭-৮ দেখুন।
আপনি কিভাবে উত্তর দেবেন?
◻ যিহোবা তাঁর মেষেদের প্রতি কিরূপ আচরণ করেন?
◻ যখন নতুনেরা প্রচার করতে চায় তখন কী করা হয়?
◻ বিশেষ সাহায্যের প্রয়োজন এইরূপ নতুন ব্যক্তিদের সহবিশ্বাসীরা কিভাবে সাহায্য করতে পারে?
◻ যারা ভুল করেছে অথচ অনুতপ্ত, প্রাচীনেরা তাদের কী সাহায্য প্রদান করতে পারেন?
◻ কিভাবে আপনি হয়ত নতুন বাপ্তাইজিত ব্যক্তিকে “সিদ্ধির চেষ্টায় অগ্ররসর” হতে সাহায্য করতে পারেন?
[১৬ পৃষ্ঠার চিত্র]
চার্লস টি. রাসেল পালের প্রেমময় মেষপালক হিসাবে সুপরিচিত ছিলেন
[১৮ পৃষ্ঠার চিত্র]
করুণাময় পালকেরা কোমলতার সাথে ঈশ্বরের পালকে পালন করেন