নিদ্রাহীন সেই রাতগুলি উপকারজনক ছিল
এমনকি রাজাদেরও নিদ্রাহীন রাতগুলি আসে। সা.কা.পূ. পঞ্চম শতাব্দীতে পারস্যের এক শক্তিশালী শাসক অহশ্বেরশ এইরকম একটি রাত অভিজ্ঞতা করেছিলেন। সম্ভবত এই বিষয়টি মনে করে যে তিনি তার কিছু কতর্ব্যে অবহেলা করেছেন, তিনি তার সম্মুখে রাজকীয় নথি পড়তে বলেন। তিনি জানতে পেরেছিলেন যে এক বিশ্বস্ত দাস মর্দখয় এক গুপ্তহত্যার ষড়যন্ত্রকে ব্যর্থ করেছিলেন কিন্তু তাকে পুরস্কৃত করা হয়নি। অহশ্বেরশ তৎক্ষণাৎ এই ভুলকে সংশোধন করার জন্য সংকল্পবদ্ধ হন। ঈশ্বরের লোকেদের উপর তার কার্যের উপকারজনক প্রভাব ইঙ্গিত করে যে রাজার নিদ্রাহীনতা ঐশিকভাবে নির্দেশিত ছিল।—ইষ্টের ৬:১-১০.
দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী শহর হারমানসে যিহোবার সাক্ষীদের মণ্ডলীটির, বাইবেলের এই অংশটির বিষয়ে স্মরণ করার কারণ আছে। তারা একটি ভাড়া করা হলে মিলিত হতেন। অনেক বছর ধরে তারা নিজস্ব একটি কিংডম হল নির্মাণের জন্য সম্পত্তি ক্রয় করতে চেষ্টা করেছিলেন। কালক্রমে, ১৯৯১ সালে শহর পরিষৎ একটি ভাল জায়গা সম্বন্ধে প্রস্তাব দেয়।
কিন্তু, কিছুজন এই অঞ্চলটি যিহোবার সাক্ষীদের কাছে বিক্রি করতে আপত্তি জানায়। বেশ কিছু মাস দেরি করার পর মণ্ডলীকে জানান হয়েছিল যে গির্জা সম্পত্তিটি বিক্রির উপর তিন বছরের স্থগিতাদেশ জারি করেছিল আর জমিটি বিক্রি করার অধিকার প্রত্যাহৃত করা হয়েছিল। ১৯৯৩ সালের মে মাসে মণ্ডলী পরিষৎকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবার চিঠি দেয়। উত্তরে তারা একটি বাক্যসহ এক চিঠি পেয়েছিলেন যেটি জানায় যে স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে।
সেই বছরের অক্টোবর মাসে, শহর পরিষদের একজন সদস্যার এক নিদ্রাহীন রাত কেটেছিল। তিনি সেই সময়টি পরিষদের পুরনো কার্যবিবরণগুলির পৃষ্ঠা উলটিয়েছিলেন এটি দেখতে যে কোন বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন আছে কি না। পরিষৎকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করে সাক্ষীদের দ্বারা লিখিত চিঠিটি তার মনোযোগ আকর্ষণ করেছিল। সুতরাং তিনি বিষয়টি তাদের পরবর্তী সভার আলোচ্য বিষয়সূচিতে উপস্থিত করার জন্য স্থির করেছিলেন। তিনি এই বিষয়টি নির্দেশ করতে চেয়েছিলেন যে যিহোবার সাক্ষীরা গির্জার দ্বারা সম্পত্তিটির উপর স্থগিতাদেশ দেওয়ার পূর্বেই জমিটির জন্য আবেদন করেছিলেন।
কিছু সময় পরে, মণ্ডলীকে সেই সম্পত্তিটিই দেওয়া হয়েছিল যেটি মূলত তাদের কাছে ১৯৯১ সালে বিক্রি করার প্রস্তাব করা হয়েছিল! এটি বড় রাস্তার কাছে ছিল আর মণ্ডলীর সদস্য ও আগ্রহী ব্যক্তিদের জন্য অত্যন্ত সহজগম্য ছিল। তারা একটি উৎকৃষ্ট কিংডম হল নির্মাণ করেছিলেন যেটি ১৯৯৬ সালের ৫ই অক্টোবর যিহোবার কাছে উৎসর্গ করা হয়েছিল।
পরিষদের সদস্যার নিদ্রাহীন রাত কাটানোর অসুবিধার জন্য যদিও মণ্ডলী দুঃখপ্রকাশ করেছিল, তিনি হয়ত এই বিষয়টি ভেবে সান্ত্বনাপ্রাপ্ত হয়েছিলেন যে এমনকি রাজা অহশ্বেরশেরও এইরকমই এক বিনিদ্র রাত কেটেছিল। আর উভয় ক্ষেত্রেই পরিণতি ছিল উপকারজনক। হারমানসের মণ্ডলী তাদের নিজস্ব কিংডম হলের জন্য নিশ্চয়ই ভীষণ কৃতজ্ঞ যেটি শুদ্ধ উপাসনার আর এই জনপ্রিয় উপকূলবর্তী শহরের ঐশিক প্রশিক্ষণের কেন্দ্র।—ইব্রীয় ১০:২৪, ২৫.