সূচিপত্র
জানুয়ারি ১৫, ২০১০
অধ্যয়ন সংস্করণ
নীচে উল্লেখিত সপ্তাহগুলোর জন্য অধ্যয়ন প্রবন্ধ:
মার্চ ১-৭, ২০১০
কেন নিজেকে যিহোবার কাছে উৎসর্গ করবেন?
পৃষ্ঠা ৩
যে-গানগুলো ব্যবহার করতে হবে: ১৭ (১৮৭), ৭ (৫১)
মার্চ ৮-১৪, ২০১০
যিহোবার লোক হওয়া—এক অযাচিত দয়া
পৃষ্ঠা ৭
যে-গানগুলো ব্যবহার করতে হবে: ২৩ (২০০), ৪ (৪৩)
মার্চ ১৫-২১, ২০১০
খ্রিস্টের একজন প্রকৃত অনুসারী হিসেবে প্রমাণিত হোন
পৃষ্ঠা ১২
যে-গানগুলো ব্যবহার করতে হবে: ৫ (৪৬), ৬ (৪৫)
মার্চ ২২-২৮, ২০১০
শয়তানের শাসন পদ্ধতি ব্যর্থ হবেই
পৃষ্ঠা ২৪
যে-গানগুলো ব্যবহার করতে হবে: ২১ (১৯১), ৩ (৩২)
মার্চ ২৯, ২০১০–এপ্রিল ৪, ২০১০
যিহোবার শাসন পদ্ধতির ন্যায্যতা প্রতিপাদিত হয়!
পৃষ্ঠা ২৮
যে-গানগুলো ব্যবহার করতে হবে: ৫ (৪৬), ৮ (৫৩)
অধ্যয়ন প্রবন্ধগুলোর উদ্দেশ্য
অধ্যয়ন প্রবন্ধ ১, ২ পৃষ্ঠা ৩-১১
এই প্রবন্ধগুলো পরীক্ষা করে যে, নিজেকে যিহোবার কাছে উৎসর্গ করা বলতে কী বোঝায় এবং কেন একজনকে সেই পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া, আমরা এও আলোচনা করব, কেন আমরা নিশ্চিত হতে পারি যে, ঈশ্বর আমাদের কাছ থেকে যা আশা করেন, তা আমরা করতে সমর্থ হব। অধিকন্তু আমরা শিখব যে, যারা যিহোবার লোক তারা সকলে কোন আশীর্বাদগুলো উপভোগ করে।
অধ্যয়ন প্রবন্ধ ৩ পৃষ্ঠা ১২-১৬
এই প্রবন্ধ সেই পাঁচটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে পরীক্ষা করে, যে-ক্ষেত্রগুলোতে আমাদের প্রত্যেকের খ্রিস্টকে অনুকরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত। তা করার দ্বারা, আমরা খ্রিস্টের প্রকৃত অনুসারী হিসেবে প্রমাণিত হব এবং মেষতুল্য ব্যক্তিদের সত্য খ্রিস্টীয় মণ্ডলীকে শনাক্ত করার জন্য সাহায্য করতে সমর্থ হব।
অধ্যয়ন প্রবন্ধ ৪, ৫ পৃষ্ঠা ২৪-৩২
চতুর্থ প্রবন্ধটি আলোচনা করে যে, কেন ঈশ্বরের শাসন থেকে স্বাধীন মানব শাসনব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে এবং কীভাবে এটা যিহোবার শাসন পদ্ধতিকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরার জন্য কাজ করেছে। পঞ্চম প্রবন্ধ আলোচনা করে যে, কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা যিহোবার শাসন পদ্ধতিকে গ্রহণ করেছি।
এই সংখ্যায় আরও রয়েছে:
আপনার সন্তানদেরকে তাদের বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করতে সাহায্য করুন ১৬
আপনার জীবনের প্রতিটা দিনকে ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করুন ২১