সূচিপত্র
মার্চ ১৫, ২০১৩
© ২০১৩ Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
অধ্যয়ন সংস্করণ
এপ্রিল ২৯, ২০১৩–মে ৫, ২০১৩
যারা যিহোবাকে ভালোবাসে, “তাহাদের উছোট লাগে না”
পৃষ্ঠা ৩ • গান সংখ্যা: ৪৫, ৩২
মে ৬-১২, ২০১৩
আপনার কি যিহোবাকে “জানিবার মন” আছে?
পৃষ্ঠা ৮ • গান সংখ্যা: ৩১, ২৩
মে ১৩-১৯, ২০১৩
‘ঈশ্বরের পরিচয় পাইবার’ পর—এখন কী করবেন?
পৃষ্ঠা ১৩ • গান সংখ্যা: ৫৪, ২৪
মে ২০-২৬, ২০১৩
পৃষ্ঠা ১৯ • গান সংখ্যা: ৫১, ১
মে ২৭, ২০১৩–জুন ২, ২০১৩
যিহোবার মহানামের প্রতি সম্মান দেখান
পৃষ্ঠা ২৪ • গান সংখ্যা: ২৭, ১০
অধ্যয়ন প্রবন্ধগুলো
▪ যারা যিহোবাকে ভালোবাসে, “তাহাদের উছোট লাগে না”
সমস্ত খ্রিস্টান অনন্তজীবনের পুরস্কার লাভ করার জন্য এক ধাবনক্ষেত্রে রয়েছে। কিন্তু, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পাপের কারণে আমরা সকলেই হোঁচট খাই। এই প্রবন্ধ আমাদেরকে এমন পাঁচটা বিষয় শনাক্ত করতে সাহায্য করবে, যেগুলোর কারণে আমরা হোঁচট খেতে পারি ও সেইসঙ্গে এটাও ব্যাখ্যা করবে যে, কীভাবে সেগুলোকে প্রতিরোধ করা যেতে পারে, যাতে সেগুলো আমাদেরকে জয়ী হওয়ার ক্ষেত্রে বাধা না দেয়।
▪ আপনার কি যিহোবাকে “জানিবার মন” আছে?
যিরমিয় বইটি আমাদেরকে হৃদয় সম্বন্ধে অনেক কিছু জানায়। এই প্রবন্ধ আমাদের দেখতে সাহায্য করবে যে, এক ‘অচ্ছিন্নত্বক্ হৃদয়’ কী এবং কীভাবে তা এমনকী খ্রিস্টানদের জন্যও বিপদজনক হতে পারে। এ ছাড়া, কীভাবে আমরা যিহোবাকে “জানিবার মন” গড়ে তুলতে পারি?—যির. ৯:২৬; ২৪:৭.
▪ ‘ঈশ্বরের পরিচয় পাইবার’ পর—এখন কী করবেন?
ঈশ্বরকে জানার এবং তাঁর জানা লোক হওয়ার সঙ্গে কোন ধাপগুলো জড়িত? আধ্যাত্মিক পরিপক্বতা অর্জন করার পরও কীভাবে এবং কেন একজন খ্রিস্টান ক্রমাগত বৃদ্ধি লাভ করে? এই প্রবন্ধ আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর পেতে সাহায্য করবে।
▪ যিহোবা—আমাদের বাসস্থান
যদিও আমরা এক শত্রুতাপূর্ণ জগতে বাস করছি, তবুও আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই প্রবন্ধ দেখায় যে, কীভাবে আমাদের ঈশ্বর যিহোবা আমাদের সম্ভাব্য সবচেয়ে নিরাপদ বাসস্থান।
▪ যিহোবার মহানামের প্রতি সম্মান দেখান
যিহোবার নামের একজন লোক হওয়া বলতে কী বোঝায়? সেই নামে চলা বলতে কী বোঝায়? আর যারা যিহোবার নামকে অসম্মান করে, তাদেরকে যিহোবা কোন দৃষ্টিতে দেখেন? এই প্রবন্ধ এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করে।
এই সংখ্যায় আরও রয়েছে:
১৮ নিজে সান্ত্বনা লাভ করুন—অন্যদেরও সান্ত্বনা দিন
২৯ জোসিফাস কি সত্যিই এটা লিখেছিলেন?
প্রচ্ছদ: ফিনল্যান্ডে অনেক ছোটো ছোটো দ্বীপ সম্বলিত এক দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে। এ ছাড়া সেখানে, বিশেষভাবে ল্যাপল্যান্ডে এবং পূর্ব ফিনল্যান্ডেও হাজার হাজার লেক রয়েছে। কিছু প্রকাশক, যারা যেখানে বেশি প্রয়োজন, সেখানে সাময়িকভাবে সেবা করার জন্য যায়, তারা সাক্ষ্য দেওয়ার জন্য নৌকা ব্যবহার করতে পারে
ফিনল্যান্ড
জনসংখ্যা:
৫৩,৭৫,২৭৬
অনুপাত:
প্রতি ২৮৩ জন ব্যক্তির মধ্যে ১ জন সাক্ষি
নিয়মিত অগ্রগামী:
১,৮২৪