খ্রিস্টীয় জীবনযাপন
“হে আমার ঈশ্বর, তোমার উপরই আমি নির্ভর করি”
ভালো ও মন্দ উভয় সময়ই যিহোবার উপর নির্ভর করা খুবই গুরুত্বপূর্ণ। (গীত ২৫:১, ২) খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে যিহূদার যিহুদিরা এমন এক সমস্যার সম্মুখীন হয়, যেটা ঈশ্বরের উপর তাদের নির্ভরতাকে পরীক্ষার মুখে ফেলে। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। (রোমীয় ১৫:৪) “হে আমার ঈশ্বর, তোমার উপরই আমি নির্ভর করি” শিরোনামের ভিডিওটা দেখার পর, কীভাবে আপনারা পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেবেন?
হিষ্কিয় কোন সমস্যার সম্মুখীন হন?
হিষ্কিয় যখন আক্রমণের আশঙ্কা করেন, তখন কীভাবে তিনি হিতোপদেশ ২২:৩ পদে প্রাপ্ত নীতি কাজে লাগান?
কেন হিষ্কিয় অশূরের কাছে আত্মসমর্পণ করার অথবা মিশরের সাহায্য নেওয়ার কথা চিন্তা করেননি?
কীভাবে হিষ্কিয় খ্রিস্টানদের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করেন?
বর্তমানে কোন পরিস্থিতিগুলোর কারণে যিহোবার উপর আমাদের নির্ভরতা পরীক্ষার মুখে পড়ে?