জানুয়ারি ২৩-২৯
যিশাইয় ৩৮-৪২
গান ৩৫ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন”: (১০ মিনিট)
যিশা ৪০:২৫, ২৬—যিহোবা হলেন প্রবল শক্তির উৎস (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ৪০৯-৪১০ অনু. ২৩-২৫, ইংরেজি)
যিশা ৪০:২৭, ২৮—আমরা যে-সমস্ত কষ্ট ও অবিচারের মুখোমুখি হই, সেগুলো যিহোবা লক্ষ করেন (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ৪১৩ অনু. ২৭)
যিশা ৪০:২৯-৩১—যারা যিহোবার উপর আস্থা রাখে, তাদের তিনি শক্তি দেন (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ৪১৩-৪১৫ অনু. ২৯-৩১)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিশা ৩৮:১৭—কোন অর্থে যিহোবা আমাদের পাপগুলো তাঁর পশ্চাতে ফেলেন? (প্রহরীদুর্গ ০৩ ৭/১ ১৭ অনু. ১৭)
যিশা ৪২:৩—কীভাবে এই ভবিষ্যদ্বাণী যিশুর ক্ষেত্রে পরিপূর্ণ হয়েছিল? (প্রহরীদুর্গ ১৫ ২/১৫ ৮ অনু. ১৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৪০:৬-১৭
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) সত্য জানতে চান ট্র্যাক্ট, পৃষ্ঠা ১—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) সত্য জানতে চান ট্র্যাক্ট—গৃহকর্তা যদি আগ্রহী হন, তা হলে কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটা দেখান।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১১ অনু. ৫-৭—কীভাবে ছাত্রের হৃদয়ে পৌঁছানো যায়, তা তুলে ধরুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“তাড়নার মধ্যে রয়েছে, এমন খ্রিস্টানদের জন্য প্রার্থনা করুন”: (১৫ মিনিট) আলোচনা। শুরুতে ট্যাগেনরোগে যিহোবার সাক্ষিদের পুনর্বিচার—কখন এই অবিচার শেষ হবে? শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১৪ অনু. ১৪-২২, ১২৪ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১ এবং প্রার্থনা