জুলাই ৩১–আগস্ট ৬
যিহিষ্কেল ২৪-২৭
গান ৫৪ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“সোরের বিরুদ্ধে বলা ভবিষ্যদ্বাণী যিহোবার বাক্যের প্রতি আমাদের আস্থাকে শক্তিশালী করে”: (১০ মিনিট)
যিহি ২৬:৩, ৪—যিহোবা সোর নগরের ধ্বংসের বিষয়ে ২৫০ বছরেরও বেশি সময় আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন (প্রত্যেক শাস্ত্রলিপি ১৩৩, অনু. ৪, ইংরেজি)
যিহি ২৬:৭-১১—যে-জাতি ও নেতা সোরের চারপাশ ঘেরাও করবে, যিহিষ্কেল তাদের নাম উল্লেখ করেছিলেন (সৃষ্টি ২১৬ অনু. ৩, ইংরেজি)
যিহি ২৬:৪, ১২—যিহিষ্কেল ভবিষ্যদ্বাণী করেছিলেন, সোরের প্রাচীর, ঘর ও ধুলো জলের মধ্যে নিক্ষেপ করা হবে (অন্তর্দৃষ্টি-১ ৭০, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিহি ২৪:৬, ১২—হাঁড়ির কলঙ্ক কী চিত্রিত করে? (প্রহরীদুর্গ ০৭ ৭/১ ১৪ অনু. ২)
যিহি ২৪:১৬, ১৭—স্ত্রী মারা যাওয়ার পর কেন যিহিষ্কেল শোক প্রকাশ করেননি? (প্রহরীদুর্গ ৮৮ ৯/১৫ ২১ অনু. ২৪, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিহি ২৫:১-১১
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) ১যোহন ৫:১৯—সত্য সম্বন্ধে শিক্ষা দিন। পুনর্সাক্ষাতের ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) আদি ৩: ২-৫—সত্য সম্বন্ধে শিক্ষা দিন। পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন। (জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ১৬.০৮ পৃষ্ঠা ৮ অনু. ২ দেখুন।)
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) অধ্যায় ২ অনু. ১৩-১৫—সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
খ্রিস্টীয় জীবনযাপন
ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস আমাদের বিভিন্ন পরীক্ষা সহ্য করতে সাহায্য করে: (১৫ মিনিট) এই শাস্ত্রপদগুলোর উপর ভিত্তি করে আলোচনা করুন, যিশাইয় ৩৩:২৪; ৬৫:২১, ২২; যোহন ৫:২৮, ২৯ এবং প্রকাশিত বাক্য ২১:৪ পদ। রাজ্য শাসনের উপকারগুলো উপলব্ধি করা শিরোনামের ভিডিওটা দেখান। নতুন জগতে নিজেকে কল্পনা করার জন্য সকলকে উৎসাহিত করুন, বিশেষভাবে যখন তারা বিভিন্ন পরীক্ষার কারণে নিরুৎসাহিত হয়ে পড়ে।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৩ অনু. ১১-১৮
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১০ এবং প্রার্থনা