খ্রিস্টীয় জীবনযাপন
যেভাবে বাইবেলের একজন অধ্যবসায়ী ছাত্র হওয়া যায়
আপনি কি পরীক্ষার সময়ে বিশ্বস্ত থাকতে চান যেমনটা দানিয়েল ছিলেন? দানিয়েল অধ্যবসায়ের সঙ্গে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছিলেন, যেগুলোর অন্তর্ভুক্ত ছিল গভীর ভবিষ্যদ্বাণীর বিষয়। (দানি ৯:২) অধ্যবসায়ের সঙ্গে বাইবেল অধ্যয়ন করা আপনাকে বিশ্বস্ত থাকতে সাহায্য করতে পারে? কীভাবে? এটা যিহোবার প্রতিজ্ঞা পরিপূর্ণ হওয়ার বিষয়ে আপনার বিশ্বাস বৃদ্ধি করতে পারে। (যিহো ২৩:১৪) এ ছাড়া, ঈশ্বরের প্রতি প্রেম বৃদ্ধি করতেও এটা আপনাকে সাহায্য করতে পারে আর এই প্রেম যা সঠিক, তা করতে আপনাকে অনুপ্রাণিত করবে। (গীত ৯৭:১০) কিন্তু, কোথা থেকে আপনাকে শুরু করতে হবে? এই পরামর্শগুলো বিবেচনা করুন।
আমাকে কী পড়তে হবে? এক উত্তম অধ্যয়নের তালিকার অন্তর্ভুক্ত হল, মণ্ডলীর সভার বিষয়বস্তু প্রস্তুত করা। সাপ্তাহিক বাইবেল পাঠ আরও বেশি উপকারজনক হবে, যদি আপনি সেই বিষয়বস্তু নিয়ে গবেষণা করার জন্য সময় বের করে নেন, যেগুলো আপনি বুঝতে পারেন না। এ ছাড়া, কেউ কেউ বাইবেলের ভবিষ্যদ্বাণী, ঈশ্বরের আত্মার ফলের বিভিন্ন দিক, প্রেরিত পৌলের মিশনারি যাত্রা অথবা যিহোবার ভৌত সৃষ্টি সম্বন্ধে শেখা বেছে নিয়েছে। দিনের বেলায় আপনার মাথায় যদি বাইবেলের কোনো বিষয় নিয়ে প্রশ্ন আসে, তা হলে সেটা লিখে রাখুন ও আপনার অধ্যয়নের পরবর্তী প্রকল্প হিসেবে বিবেচনা করুন।
কোথায় আমি তথ্য পেতে পারি? কিছু উপায় সম্বন্ধে জানার ক্ষেত্রে আধ্যাত্মিক রত্ন খুঁজে পাওয়ার জন্য গবেষণা করার হাতিয়ার শিরোনামের ভিডিওটা দেখুন। আপনার দক্ষতা যাচাই করার জন্য দানিয়েল ৭ অধ্যায়ে বিভিন্ন পশুর মাধ্যমে চিত্রিত বিশ্বশক্তিগুলো শনাক্ত করার বিষয়ে গবেষণা করুন।
কত সময় ধরে আমাকে অধ্যয়ন করতে হবে? নিয়মিত অধ্যয়ন করা হল আধ্যাত্মিক স্বাস্থ্যের চাবিকাঠি। আপনি শুরুতে অল্প সময় নিয়ে অধ্যয়ন করতে পারেন, প্রয়োজন অনুযায়ী এবং ধীরে ধীরে সেই সময় বৃদ্ধি করুন। ঈশ্বরের বাক্য নিয়ে অধ্যয়ন করা হল গুপ্তধন খোঁজার মতো; আপনি যত বেশি ধন খুঁজে পাবেন, তত বেশি আপনি খুঁজতে চাইবেন! (হিতো ২:৩-৬) ঈশ্বরের বাক্যের প্রতি আপনার লালসা আরও বেশি বৃদ্ধি পাবে আর এভাবে নিয়মিত বাইবেল অধ্যয়ন আপনার জীবনের এক অভ্যাস হয়ে উঠবে।—১পিতর ২:২.
দানিয়েল ৭ অধ্যায়ে বর্ণিত পশুগুলো কী প্রতিনিধিত্ব করে?
দানি ৭:৪
দানি ৭:৫
দানি ৭:৬
দানি ৭:৭
অতিরিক্ত প্রশ্ন:
কীভাবে দানিয়েল ৭:৮, ২৪ পদের কথা পরিপূর্ণ হয়েছিল?
পরবর্তী প্রকল্প:
প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ে বর্ণিত পশুগুলো কী প্রতিনিধিত্ব করে?