গল্প ১০০
বাগানে যিশু
ওপরের কুঠরি ছেড়ে বের হয়ে আসার পর, যিশু ও তাঁর প্রেরিতরা গেৎশিমানী বাগানে যান। তারা এর আগেও এখানে অনেক বার এসেছে। যিশু এখন তাদেরকে জেগে থাকতে ও প্রার্থনা করতে বলেন। তারপর, তিনি একটু দূরে গিয়ে প্রার্থনা করার জন্য মাটিতে হাঁটু গেড়ে মাথা নীচু করে বসেন।
পরে যিশু সেই জায়গায় আসেন, যেখানে তাঁর প্রেরিতরা রয়েছে। তারা কী করছে বলে তোমার মনে হয়? তারা ঘুমিয়ে পড়েছে! যিশু তাদেরকে তিন বার বলেন যে, তাদের জেগে থাকা উচিত কিন্তু প্রতি বার ফিরে এসে তিনি তাদেরকে ঘুমাতে দেখেন। ‘এমন এক সময়ে তোমরা কেমন করে ঘুমিয়ে থাকতে পার?’ যিশু শেষের বার যখন ফিরে এসেছিলেন, তখন তাদেরকে বলেছিলেন। ‘আমাকে শত্রুদের হাতে তুলে দেওয়ার সময় এসে গিয়েছে।’
ঠিক সেই সময়ই এক বিরাট জনতার গোলমালের আওয়াজ শোনা যেতে থাকে। দেখো, দেখো! এই লোকেরা খড়্গ আর লাঠি হাতে নিয়ে আসছে! আর তারা আলোর জন্য মশাল নিয়ে আসছে। তারা যখন আরও কাছে আসে, তখন জনতার মধ্য থেকে একজন বের হয়ে এসে যিশুর একেবারে কাছে চলে আসেন। তিনি তাঁকে চুম্বন করেন, যেমনটা তুমি এই ছবিতে দেখতে পাচ্ছ। এই ব্যক্তি হলেন ঈষ্করিয়োতীয় যিহূদা! কেন তিনি যিশুকে চুম্বন করছেন?
যিশু তখন জিজ্ঞেস করেন: ‘যিহূদা, তুমি কি চুম্বন দিয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে?’ হ্যাঁ, এই চুম্বন হল একটা চিহ্ন। এর ফলে যিহূদার সঙ্গে থাকা লোকেরা বুঝতে পারে যে, এই ব্যক্তিই হলেন যিশু, যাঁকে তারা খুঁজছে। তাই, যিশুর শত্রুরা তাঁকে ধরার জন্য এগিয়ে আসে। কিন্তু, পিতর তাদের সঙ্গে লড়াই না করে যিশুকে নিয়ে যেতে দেবেন না। তিনি তার সঙ্গে নিয়ে আসা খড়্গটা বের করে তার কাছাকাছি থাকা লোকটিকে আঘাত করেন। খড়্গটা একটুর জন্য মাথাটা কাটতে পারে না আর তাই সেই লোকটির ডান কানটা কেটে যায়। কিন্তু, যিশু সেই লোকের কান স্পর্শ করে সুস্থ করে দেন।
যিশু তখন পিতরকে বলেন: ‘তোমার খড়্গটা আগের জায়গায় রাখো। তোমার কি মনে হয় না যে, আমাকে রক্ষা করার জন্য আমি আমার পিতার কাছে হাজার হাজার স্বর্গদূত চাইতে পারি?’ হ্যাঁ, তিনি তা পারেন! কিন্তু, যিশু ঈশ্বরের কাছে কোনো স্বর্গদূত পাঠানোর অনুরোধ করেননি কারণ তিনি জানেন যে, তাঁকে ধরে নিয়ে যাওয়ার জন্য তাঁর শত্রুদের সময় উপস্থিত হয়ে গিয়েছে। তাই, তিনি তাদের সঙ্গে যান। চলো আমরা দেখি, এখন যিশুর কী হয়।