অধ্যায় ১১৮
বিশ্বাসঘাতকতা ও গ্রেফতার
মধ্যরাত্রি পেরিয়ে গেছে যখন যিহূদা বিস্তর সৈন্য, প্রধান যাজকগণ, ফরীশীদের এবং অন্যান্যদের নিয়ে, গেৎশিমানী বাগানে আসে। যাজকরা যিহূদাকে ৩০ রৌপ্য মুদ্রা দেবে বলে রাজী হয়েছে যীশুর সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য।
এর আগে, যখন যিহূদাকে সেই নিস্তারপর্বের ভোজ থেকে বার করে দেওয়া হয়, সে তখন সরাসরি প্রধান যাজকদের কাছে যায়। তারা তাড়াতাড়ি তাদের অফিসারদের একত্র করে, এবং সৈন্যদের এক দলকেও। যিহূদা হয়ত তাদের সেই গৃহে নিয়ে যায় যেখানে যীশু ও তাঁর প্রেরিতরা নিস্তারপর্ব উদ্যাপন করেছিলেন। যখন দেখে যে তারা চলে গেছে, তখন বিস্তর লোক যারা অস্ত্র ও মশাল নিয়ে ছিল তারা যিহূদার পশ্চাতে যিরূশালেম ছেড়ে কিদ্রোন উপত্যকা অতিক্রম করে।
যিহূদা সেই দলকে যখন নেতৃত্ব দিয়ে জৈতুন পর্বতের উপরে যায়, সে নিশ্চিত বোধ করে যীশুকে কোথায় পাবে তার জানা আছে। গত সপ্তাহ যাবৎ, যীশু এবং তাঁর প্রেরিতরা বৈথনিয়া ও যিরূশালেমের মধ্যে যখন যাওয়া আসা করছিলেন, তারা প্রায়ই এই গেৎশিমানী বাগানে বিশ্রাম নিতেন ও কথাবার্তা বলতেন। কিন্তু, এখন যীশুকে সবেত রাত্রে জলপাই গাছের ছায়ায় স্পষ্ট দেখা যাচ্ছে না, সৈন্যরা কিভাবে তাকে চিনবে? তারা হয়ত তাঁকে আগে দেখেনি। সেইজন্য যিহূদা একটি চিহ্ন দেয়, ও বলে: “আমি যাহাকে চুম্বন করিব, সেই ঐ ব্যক্তি, তোমরা তাহাকে ধরিয়া সাবধানে লইয়া যাইবে।”
যিহূদা সেই জনতাকে বাগানে নিয়ে যায়, যীশুকে দেখতে পায় তাঁর প্রেরিতদের সাথে এবং সোজা তাঁর কাছে যায়। “রব্বি, নমস্কার!” সে বলে, আর তাঁকে আগ্রহপূর্বক চুম্বন করে।
“কি কারণে তুমি এখানে উপস্থিত?” যীশু প্রশ্ন করেন। তারপর, তাঁর নিজের প্রশ্নের জবাব দিয়ে, তিনি বলেন: “যিহূদা, চুম্বন দ্বারা কি মনুষ্যপুত্রকে সমর্পণ করিতেছ?” কিন্তু তাঁর বিশ্বাসঘাতকের সম্বন্ধে যথেষ্ট! যীশু এগিয়ে আসেন মশাল ও আলোর সামনে এবং জিজ্ঞাসা করেন: “কাহার অন্বেষণ করিতেছ?” (NW)
“নাসরতীয় যীশুর,” উত্তর আসে।
“আমিই তিনি,” যীশু উত্তর দেন, ও সাহসের সাথে তাদের সকলের সামনে দাঁড়ান। এতে আশ্চর্য্য হয়ে এবং কি করবে তা না জেনে, তারা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে যায়।
“আমি ত বলিলাম যে, আমিই তিনি,” শান্তভাবে যীশু বলে চলেন। “অতএব তোমরা যদি আমার অন্বেষণ কর, তবে ইহাদের যাইতে দাও।” কিছুক্ষণ পূর্বে সেই উপরের কুঠরিতে, যীশু বলেছিলেন তাঁর পিতার কাছে প্রার্থনায় যে তাঁর সব বিশ্বস্ত প্রেরিতেরা রয়েছে এবং একজনকেও হারাননি কেবল সেই “বিনাশের সন্তান” ব্যতিরেকে। তাই, যাতে তাঁর বাক্য পূর্ণ হয়, তিনি বলেন যেন তাঁর শিষ্যদের যেতে দেওয়া হয়।
সৈন্যরা তাদের স্থৈর্যে ফিরে আসার পর, উঠে দাঁড়ায়, ও যীশুকে বাঁধে, প্রেরিতরা বুঝতে পারে কি ঘটতে চলেছে। “প্রভু, আমরা কি খড়গ দ্বারা আঘাত করিব?” তারা জিজ্ঞাসা করে। যীশু উত্তর দেবার পূর্বেই, পিতর, দুইটি খড়গ যা প্রেরিতরা সঙ্গে এনেছিল তার একটি নিয়ে, মহাযাজকের দাস, মকৈ আক্রমণ করেন। তিনি তার মাথায় মারতে পারেন না কিন্তু তার ডান কান কেটে ফেলেন।
“এই পর্যন্ত ক্ষান্ত হও,” যীশু এই বলে হস্তক্ষেপ করেন। মল্কের কানে হাত দিয়ে তার ক্ষত ভাল করে দেন। এরপর তিনি এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, পিতরকে নির্দেশ দিয়ে: “তোমার খড়গ পুনরায় স্বস্থানে রাখ, কেননা যে সকল লোক খড়গ ধারণ করে, তাহারা খড়গ দ্বারা বিনষ্ট হইবে। আর তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না?”
যীশু গ্রেফতার বরণ করতে ইচ্ছুক, যেমন তিনি ব্যাখ্যা করেন: “কিন্তু তাহা করিলে কেমন করিয়া শাস্ত্রীয় বচন সকল পূর্ণ হইবে যে, এইরূপ হওয়া অবশ্যক?” আর তিনি যোগ দেন: “আমার পিতা আমাকে যে পানপাত্র দিয়াছেন তাহাতে কি আমি পান করিব না?” তাঁর পিতার ইচ্ছার সাথে তাঁর পূর্ণ মত আছে!
এরপর যীশু জনতার সঙ্গে কথা বলেন। “লোকে যেমন দস্যুর বিরুদ্ধে যায়, তেমনি খড়গ ও লাঠি লইয়া কি তোমরা আসিলে?” তিনি প্রশ্ন করেন। “আমি প্রতিদিন ধর্ম্মধামে তোমাদের নিকটে থাকিয়া উপদেশ দিয়াছি, তখন ত আমাকে ধরিলে না। কিন্তু এ সমস্ত ঘটিল, যেন ভাববাদীগণের শাস্ত্রের বচনগুলি সফল হয়।”
আর তখন সৈন্যরা ও সেনাপতি ও যিহূদীদের আফিসাররা যীশুকে ধরে বেঁধে নেয়। তা দেখে প্রেরিতরা পালিয়ে যান। যাইহোক, একজন যুবক ব্যক্তি—সবেত শিষ্য মার্ক—সেই জনতার মধ্যে থাকে। তিনি হয়ত গৃহেই ছিলেন যেখানে যীশু নিস্তারপর্বের ভোজ উদ্যাপন করেন এবং সেখান থেকে পরে জনতাকে অনুসরণ করেন। এখন তাকে চেনা যায়, এবং তাকে ধরার চেষ্টা করা হয়। কিন্তু তিনি তার চাদর পশ্চাতে ফেলে পালিয়ে যান। মথি ২৬:৪৭-৫৬; মার্ক ১৪:৪৩-৫২; লূক ২২:৪৭-৫৩; যোহন ১৭:১২; ১৮:৩-১২.
▪ কেন যিহূদা নিশ্চিত ছিল যে সে যীশুকে গেৎশিমানীর বাগানে পাবে?
▪ কিভাবে যীশু তাঁর প্রেরিতদের জন্য উদ্বিগ্নতা প্রদর্শন করেন?
▪ পিতর যীশুকে রক্ষা করতে কি পদক্ষেপ নেন, কিন্তু যীশু পিতরকে এই সম্বন্ধে কি বলেন?
▪ কিভাবে যীশু ব্যক্ত করেন যে তিনি তাঁর বিষয়ে ঈশ্বরের ইচ্ছার সাথে সম্পূর্ণ একমত?
▪ যখন প্রেরিতরা যীশুকে ছেড়ে চলে যান, কে থাকেন, এবং তার কি হয়?