কথাবার্তা শুরু করার জন্য
পাঠ ৬
সাহস সহকারে কথা বলুন
নীতি: “তোমাদের কাছে সুসমাচার ঘোষণা করার জন্য আমরা আমাদের ঈশ্বরের কাছ থেকে সাহস লাভ করেছিলাম।”—১ থিষল. ২:২.
যিশু কী করেছিলেন?
১. ভিডিওটা দেখুন অথবা লূক ১৯:১-৭ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:
ক. কী কারণে হয়তো কিছু লোক সক্কেয়কে এড়িয়ে চলত?
খ. যিশু তারপরও কেন সক্কেয়কে সুসমাচার জানিয়েছিলেন?
যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?
২. প্রত্যেকের কাছে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করার জন্য আমাদের সাহসের প্রয়োজন।
আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?
৩. যিহোবার উপর নির্ভর করুন। ঈশ্বরের পবিত্র শক্তির সাহায্যে যিশু প্রচার করতে পেরেছিলেন আর এই শক্তি আপনাকেও সাহায্য করবে। (মথি ১০:১৯, ২০; লূক ৪:১৮) যে-ব্যক্তিদের কাছে প্রচার করতে আপনার ভয় লাগে, তাদের সঙ্গে কথা বলার জন্য যিহোবার কাছে সাহস চান।—প্রেরিত ৪:২৯.
৪. আগে থেকেই লোকদের বিচার করবেন না। লোকদের চেহারা ও কাপড়চোপড় দেখে, সমাজে তাদের অবস্থান দেখে, তাদের জীবনধারা দেখে অথবা তাদের ধর্ম সম্বন্ধে জেনে আমরা হয়তো কারো কারো কাছে প্রচার করতে দ্বিধা বোধ করতে পারি। কিন্তু মনে রাখবেন:
ক. যিহোবা ও যিশু হৃদয় পড়তে পারেন; আমরা পারি না।
খ. যিহোবা যেকোনো ব্যক্তিকে তাঁর প্রতি আকৃষ্ট করতে পারেন।
৫. সাহস সহকারে কথা বলার পাশাপাশি কৌশলী হোন এবং সতর্ক থাকুন। (মথি ১০:১৬) তর্ক করবেন না। আপনি যদি বুঝতে পারেন যে, কোনো ব্যক্তি সুসমাচার শুনতে চাইছেন না অথবা কথা চালিয়ে গেলে সমস্যা হতে পারে, তা হলে শান্তভাবে কথা শেষ করুন এবং সেখান থেকে চলে আসুন।—হিতো. ১৭:১৪.