অল্পবয়সি ছেলেমেয়েদের জন্য
পিতরের যিশুকে অস্বীকার করা
করণীয় বিষয়গুলো: শান্ত পরিবেশে এই অনুশীলনীটি করো। শাস্ত্রপদগুলো পড়ার সময় নিজেকে সেই ঘটনার এক অংশ হিসেবে কল্পনা করো। মনের চোখ দিয়ে দৃশ্যটা দেখো। কণ্ঠস্বর শোনো। প্রধান চরিত্রগুলোর আবেগঅনুভূতি অনুভব করো।
দৃশ্যটা বিশ্লেষণ করো।—মথি ২৬:৩১-৩৫, ৬৯-৭৫ পদ পড়ো।
সেই দৃশ্যে কত জন লোক ছিল বলে তুমি কল্পনা করতে পারো?
_______
পিতরকে যারা প্রশ্ন করেছিল তারা কেমন ছিল বলে তোমার মনে হয়, বন্ধুত্বপরায়ণ? কৌতূহলী? রাগান্বিত? অন্যরকম?
_______
পিতরকে যখন দোষারোপ করা হয়েছিল, তখন তিনি কেমন বোধ করেছিলেন বলে তোমার মনে হয়?
_______
কেন পিতর যিশুকে অস্বীকার করেছিলেন? প্রেমের অভাবে নাকি অন্য কোনো কারণে?
_______
আরও গবেষণা করো—লূক ২২:৩১-৩৪; মথি ২৬:৫৫-৫৮; যোহন ২১:৯-১৭ পদ পড়ো।
পিতরের অতিরিক্ত আত্মবিশ্বাস কীভাবে হয়তো তার ভুলের ক্ষেত্রে ভূমিকা রেখেছে?
_______
যদিও যিশু জানতেন যে পিতর ক্ষণিকের জন্য উছোট খাবেন, তবুও কীভাবে তিনি পিতরের ওপর আস্থা দেখিয়েছিলেন?
_______
যদিও পিতর যিশুকে অস্বীকার করেছিলেন কিন্তু কীভাবে তিনি অন্য শিষ্যদের চেয়েও বেশি সাহস প্রদর্শন করেছিলেন?
_______
কীভাবে যিশু দেখিয়েছিলেন যে, তিনি পিতরকে ক্ষমা করেছেন?
_______
তোমার কী মনে হয়, কেন যিশু পিতরকে তিন বার জিজ্ঞেস করেছিলেন: “তুমি কি আমাকে প্রেম কর?”
_______
যিশুর সঙ্গে এই আলোচনার পর পিতর কেমন বোধ করেছিলেন বলে তুমি মনে করো এবং কেন?
_______
তুমি যা শিখেছ, তা কাজে লাগাও। নীচের বিষয়গুলো সম্বন্ধে তুমি কী শিখেছ, তা লেখ . . .
লোকভয়।
_______
তাঁর শিষ্যদের প্রতি যিশুর সমবেদনা, এমনকি সেই সময়েও যখন তারা ভুল করেছিল।
_______
এই বিবরণের মধ্যে কী তোমার কাছে সবচেয়ে বেশি অর্থপূর্ণ এবং কেন? _______ (w০৮ ১/১)