আপনি কি সাহায্যের হাত বাড়াতে পারেন?
১ যিহোবা সবসময়ই তাঁর অনুগত দাসদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর উপায়গুলো খুঁজে থাকেন। (২ বংশা. ১৬:৯; যিশা. ৪১:১০, ১৩) তাঁকে যত্নশীল একজন পালকের সঙ্গে তুলনা করে যিশাইয় লিখেছিলেন: “তিনি শাবকদিগকে বাহুতে সংগ্রহ করিবেন, এবং কোলে করিয়া বহন করিবেন; দুগ্ধবতী সকলকে তিনি ধীরে ধীরে চালাইবেন।” (যিশা. ৪০:১১) কিছু উপায় বিবেচনা করুন, যেগুলোতে আমরা যিহোবার প্রেমময় চিন্তাকে অনুকরণ করতে পারি।
২ নতুন ব্যক্তিদের প্রতি সাহায্যের হাত বাড়ান: আমাদের সঙ্গে গঠনমূলক মেলামেশা উপভোগ করতে নতুন ব্যক্তিদের আমন্ত্রণ করার দ্বারা আমরা সাহায্যের হাত বাড়াতে পারি। (হিতো. ১৩:২০) একজন ভাই প্রথম যখন মণ্ডলীর সঙ্গে মেলামেশা করতে শুরু করেছিলেন, তখন তার প্রতি অন্যেরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সেই কথা স্মরণ করে তিনি বলেছিলেন: “বেশ কয়েক বার, একটা পরিবার আমাকে তাদের পারিবারিক অধ্যয়নে অন্তর্ভুক্ত করেছিল। আমি উন্নতি করার সময়, অল্পবয়স্ক এক দম্পতি তাদের সঙ্গে পরিচর্যায় সারাদিনের জন্য যোগ দিতে নিয়মিতভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমরা সবসময়ই চমৎকার আধ্যাত্মিক কথাবার্তা বলতাম।” তিনি আরও বলেছিলেন: “খ্রিস্টান হওয়ার আগে, আমি শুক্র ও শনিবার রাতগুলোতে বাইরে বাইরে সময় কাটাতাম। কিন্তু ভাইদের সঙ্গে আমি যে-সময় কাটিয়েছিলাম তা আমার সাহচর্যের প্রয়োজনকে পূরণ করেছিল।” মণ্ডলীর প্রেমময় আগ্রহ এই ভাইকে বিশ্বাসে বদ্ধমূল ও দৃঢ়ীভূত হতে সাহায্য করেছিল আর এখন তিনি বেথেল পরিবারের একজন সদস্য হিসেবে সেবা করছেন।—কল. ২:৬, ৭.
৩ পরস্পরকে গেঁথে তোলা: আমাদের ভাইবোনেরা যখন বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন আমরা হয়তো সাহায্যের হাত বাড়ানোর সুযোগকে উপলব্ধি করতে পারি। আপনি কি শারীরিক দিক দিয়ে দুর্বল একজন প্রকাশককে সঙ্গে নিয়ে টেলিফোনে সাক্ষ্যদানের ব্যবস্থা করতে পারেন অথবা আপনার সঙ্গে কোনো বাইবেল অধ্যয়নে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানাতে পারেন, এমনকি ছাত্র বা ছাত্রীকে তার বাড়িতে আনতে পারেন? পরিচর্যায় অংশ নেওয়ার সময় ছোট সন্তান আছে এমন একজন বাবা বা মা কি সাহায্যের হাতকে উপলব্ধি করতে পারেন? ভীরু প্রকৃতির এমন কোনো ব্যক্তিরা কি আছে, যারা পুনর্সাক্ষাৎ করার সময় অথবা পরিচর্যার অন্যান্য কিছু দিকে রত হওয়ার সময় আপনার সাহায্যকে স্বাগত জানাবে? আমাদের ভাইবোনদের প্রতি প্রেমময় আগ্রহ তাদেরকে গেঁথে তোলার উপায়গুলো খুঁজে বের করার জন্য আমাদেরকে প্রেরণা দেবে।—রোমীয় ১৪:১৯.
৪ তাঁর দাসদের প্রতি যিহোবার কোমল চিন্তাকে আমরা অনুকরণ করার সময় আমরা পরস্পরকে শক্তিশালী করি, মণ্ডলীকে প্রেমে একতাবদ্ধ হতে সাহায্য করি এবং আমাদের স্বর্গীয় পিতার গৌরব করি।—ইফি. ৪:১৬.