একজন অগ্রগতিশীল পরিচারক হোন
১ আমাদের স্বর্গীয় পিতা খুশি হন, যখন তাঁর দাসেরা আধ্যাত্মিকভাবে অগ্রগতি করে। এর অন্তর্ভুক্ত হল, সুসমাচারের একজন পরিপক্ব ও কার্যকারী পরিচারক হিসেবে অগ্রগতি করে চলা। অধ্যক্ষ তীমথিয়কে নিবিষ্ট থাকতে পৌল উৎসাহিত করেছিলেন, যাতে তার উন্নতি প্রত্যক্ষ হয়। (১ তীম. ৪:১৩-১৫) আমরা সবাই, এমনকি আমাদের মধ্যে যারা অভিজ্ঞ প্রকাশক আমাদের প্রত্যেকের পরিচর্যার গুণগত মানকে উন্নত করার প্রচেষ্টা করা উচিত।
২ ব্যক্তিগত লক্ষ্যগুলো স্থাপন করুন: অগ্রগতি করার জন্য ব্যক্তিগত লক্ষ্যগুলো স্থাপন করা প্রয়োজন। কিছু লক্ষ্য কী, যেগুলো আমরা নিজেদের জন্য স্থাপন করতে পারি? আমরা হয়তো আমাদের অধ্যাত্মিক খড়্গ, বাইবেলকে ব্যবহার করার ব্যাপারে আরও বেশি দক্ষ হওয়ার চেষ্টা করতে পারি। (ইফি. ৬:১৭) সম্ভবত পরিচর্যার এমন কোনো দিক রয়েছে, যেখানে আমাদের উন্নতি করার প্রয়োজন রয়েছে, যেমন রাস্তায় সাক্ষ্যদান করা, টেলিফোনে সাক্ষ্যদান করা অথবা ব্যবসায়িক এলাকায় প্রচার করা। সম্ভবত আমরা আরও কার্যকারীভাবে পুনর্সাক্ষাৎ করার ব্যাপারে কাজ করতে পারি। বাইবেল অধ্যয়ন শুরু ও পরিচালনা করার ব্যাপারে আমাদের দক্ষতায় উন্নতি করাও আরেকটা চমৎকার লক্ষ্য হতে পারে।
৩ ব্যবস্থাগুলো: মণ্ডলীর সভাগুলো, বিশেষ করে ঐশিক পরিচর্যা বিদ্যালয় ও পরিচর্যা সভা, পরিচারক হিসেবে আমাদেরকে অগ্রগতি করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। এই সভাগুলোর জন্য প্রস্তুতি নিতে ও এগুলোতে যোগ দিতে এবং এখানে দেওয়া পরামর্শগুলো প্রয়োগ করতে আমরা যত বেশি প্রচেষ্টা করব, তত বেশি আমরা উপকার লাভ করব।—২ করি. ৯:৬.
৪ এ ছাড়া, আমাদের অগ্রগতি করার জন্য একে অপরকে সাহায্য করার প্রয়োজন রয়েছে। (হিতো. ২৭:১৭) পরিচর্যায় আমরা যাদের সঙ্গে কাজ করি, তাদের উপস্থাপনাকে মনোযোগের সঙ্গে শোনা আমাদেরকে উন্নতি করতে সাহায্য করবে। অধিকন্তু, আমাদের বই অধ্যয়ন অধ্যক্ষ আমাদের জন্য ব্যক্তিগত সাহায্য লাভ করার ব্যবস্থা করতে পারেন। পরিচর্যায় আরও কার্যকারী হতে এবং আরও বেশি আনন্দ খুঁজে পেতে একজন অভিজ্ঞ অগ্রগামী অথবা অন্য কোনো প্রকাশকের সাহায্য পাওয়া কতই না আশীর্বাদের বিষয়! আমাদের বই অধ্যয়নে কি একজন নতুন প্রকাশক রয়েছেন? সম্ভবত, আমাদের সঙ্গে কাজ করার জন্য আমরা তাকে আমন্ত্রণ জানাতে পারি।
৫ আজকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে-কাজ চলছে, তা হল খ্রিস্টীয় পরিচর্যা। যিহোবাকে আমাদের “স্তব-বলি” উৎসর্গ করার সময় আমরা আমাদের সর্বোত্তম অংশটুকু দিতে চাই। (ইব্রীয় ১৩:১৫) পরিচর্যায় আমরা যদি অগ্রগতিশীল হওয়ার প্রচেষ্টা করি, তাহলে আমরা এমন পরীক্ষাসিদ্ধ লোক হব যার “লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে।”—২ তীম. ২:১৫.