-
সাত জন পালরক্ষক, আট জন নরপতি—বর্তমানে আমাদের জন্য এগুলো যে-অর্থ রাখে২০১৩ প্রহরীদুর্গ | নভেম্বর ১৫
-
-
৩ যিশাইয় বলেছিলেন: “দেখ, এক কন্যা গর্ব্ভবতী হইয়া পুত্ত্র প্রসব করিবে, ও তাঁহার নাম ইম্মানূয়েল [আমাদের সহিত ঈশ্বর] রাখিবে। . . . যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার ও যাহা ভাল তাহা মনোনীত করিবার জ্ঞান বালকটীর না হইতে, যে দেশের দুই রাজাকে তুমি ঘৃণা করিতেছ [অরাম এবং ইস্রায়েল], সে দেশ পরিত্যক্ত হইবে।” (যিশা. ৭:১৪, ১৬) এই ভবিষ্যদ্বাণীর প্রথম অংশ প্রায়ই মশীহের জন্মের ক্ষেত্রে প্রয়োগ করা হয় আর তা উপযুক্ত। (মথি ১:২৩) কিন্তু, যেহেতু ‘দুই রাজা’ অর্থাৎ অরাম এবং ইস্রায়েলের রাজা, প্রথম খ্রিস্টাব্দে আর যিহূদার জন্য হুমকি স্বরূপ ছিল না, তাই ইম্মানূয়েল সম্বন্ধীয় ভবিষ্যদ্বাণী নিশ্চয়ই যিশাইয়ের দিনে প্রাথমিকভাবে পরিপূর্ণ হয়েছিল।
৪ যিশাইয় এই উল্লেখযোগ্য ঘোষণা করার পর পরই তার স্ত্রী গর্ভবতী হয়েছিলেন এবং তার জন্য মহের-শালল-হাশ-বস নামে এক ছেলের জন্ম দিয়েছিলেন। একটা সম্ভাবনা হতে পারে যে, এই সন্তানই ছিল যিশাইয়ের দ্বারা উল্লেখিত “ইম্মানূয়েল।”a বাইবেলের দিনে, জন্মের সময় শিশুকে একটা নাম দেওয়া হতো আর তা সম্ভবত এক বিশেষ উপলক্ষ্য উদ্যাপন করার জন্য কিন্তু তার বাবা-মা এবং আত্মীয়স্বজন তাকে অন্য আরেকটা নামে ডাকত। (২ শমূ. ১২:২৪, ২৫) যিশুকে কখনো ইম্মানূয়েল নামে ডাকা হয়েছিল কি না, সেই বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না।—পড়ুন, যিশাইয় ৭:১৪; ৮:৩, ৪.
-
-
সাত জন পালরক্ষক, আট জন নরপতি—বর্তমানে আমাদের জন্য এগুলো যে-অর্থ রাখে২০১৩ প্রহরীদুর্গ | নভেম্বর ১৫
-
-
a যিশাইয় ৭:১৪ পদে যে-ইব্রীয় শব্দকে “কন্যা” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটি হয় একজন বিবাহিত নারীকে নতুবা একজন কুমারী নারীকে বোঝাতে পারে। তাই, এই একই শব্দ যিশাইয়ের স্ত্রী এবং যিহুদি কুমারী মরিয়ম, উভয়ের প্রতিই প্রয়োগ করা যেতে পারে।
-