সান্ত্বনা এবং উৎসাহ—বহুদিক বিশিষ্ট এক রত্ন
আমাদের মধ্যে অধিকাংশেরই জীবনে কোন না কোন সময় এসেছে যখন আমরা অত্যধিক দৈন্য অনুভব করেছি—আর্থিক দৈন্য নয়, কিন্তু মানসিক দিক দিয়ে বিষণ্ণ। আমরা নিরাশ, এমনকি ভীষণভাবে হতাশও হয়েছি। তবুও, এই সময়গুলিতে আমাদের কাছে মূল্যবান কিছু থাকতে পারে যা আমাদের জন্য একটি উত্তম অবস্থা এনে দিতে পারে। সেই “রত্ন” হল উৎসাহ।
বাইবেলে “উৎসাহ” ও “সান্ত্বনা” বোঝাতে একই গ্রীক শব্দ ব্যবহার করা হয়েছে। দুটি শব্দই সাহস, শক্তি বা আশা প্রদানকারী অর্থ বহন করে। তাই স্পষ্টভাবেই, যখন আমরা দুর্বলতা বা দৈন্য অনুভব করি তখন সান্ত্বনা ও উৎসাহ হল সেই উপযুক্ত বিষয় যা আমাদের প্রয়োজন। কোথায় এগুলি পাওয়া যেতে পারে?
বাইবেল আমাদের আশ্বাস দেয় যে যিহোবা হলেন “সমস্ত সান্ত্বনার ঈশ্বর।” (২ করিন্থীয় ১:৩) এটি আমাদের আরও বলে “তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন।” (প্রেরিত ১৭:২৭) সুতরাং সান্ত্বনা ও উৎসাহ প্রাপ্তলভ্য। আসুন আমরা চারটি সাধারণ ক্ষেত্র বিবেচনা করি যেগুলির মাধ্যমে যিহোবা সান্ত্বনা প্রদান করেন।
ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে
যিহোবা ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা হল সান্ত্বনার সর্বপ্রধান উৎস। এমনকি এইধরনের একটি সম্পর্ক স্থাপন করা যে সম্ভব এটাই হল উৎসাহজনক। কোন্ জগতের শাসক আমাদের সাথে টেলিফোনে কথা বলতে রাজি হয় অথবা আমাদের সমস্যাগুলির প্রতি ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করে থাকে? যিহোবা এইধরনের মানুষদের তুলনায় অসীম শক্তিশালী। তবুও তিনি নম্র—আর নগণ্য ও অসিদ্ধ মানুষদের সাথে ব্যবহার করতে খুব বেশি ইচ্ছুক। (গীতসংহিতা ১৮:৩৫) এমনকি যিহোবাই আমাদের প্রেম দেখানোর ক্ষেত্রে প্রথমে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন। প্রথম যোহন ৪:১০ পদ বলে: “ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্ত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।” তাছাড়াও, যিহোবা প্রেমের সাথে আমাদের তাঁর পুত্রের কাছে আকর্ষণ করেন।—যোহন ৬:৪৪.
আপনি কি সাড়া দেন ও ঈশ্বরের সাথে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কি সান্ত্বনা খোঁজার চেষ্টা করেন? (তুলনা করুন যাকোব ২:২৩.) উদাহরণস্বরূপ, যদি আপনার এক প্রিয়, নিকট বন্ধু থাকে তবে তার সাথে একাকী আপনার উদ্বেগ ও চিন্তা, আপনার আশা ও আনন্দ সম্পর্কে স্বচ্ছন্দে কথা বলে কিছুটা সময় কাটান কি আপনার কাছে আনন্দদায়ক নয়? যিহোবা আপনাকে আমন্ত্রণ জানান তাঁর সাথে ঠিক একই জিনিস করার জন্য। তিনি কোন নির্দিষ্ট সময় সীমা দেননি যে কতক্ষণ আপনি প্রার্থনায় তাঁর সাথে কথা বলতে পারেন—আর তিনি প্রকৃতই শোনেন। (গীতসংহিতা ৬৫:২; ১ থিষলনীকীয় ৫:১৭) যীশু নিয়মিতভাবে ও ঐকান্তিকভাবে প্রার্থনা করতেন। বস্তুতপক্ষে, ১২ জন প্রেরিত নির্বাচনের আগে তিনি সারা রাত ধরে প্রার্থনা করেছিলেন।—লূক ৬:১২-১৬; ইব্রীয় ৫:৭.
কখনও কখনও আমরা প্রত্যেকেই যিহোবার কাছে একাকী উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে নিতে পারি। জানলার ধারে স্থিরভাবে বসে থাকা অবস্থা অথবা নিরিবিলিতে বেড়ানো আমাদের যিহোবার কাছে প্রার্থনায় হৃদয় খুলে কথা বলতে একটি উত্তম সুযোগ দিতে পারে। এটি করা অসাধারণ উপশম ও সান্ত্বনার উৎসস্বরূপ হতে পারে। যখন আমরা ধ্যানপূর্বক যিহোবার সৃষ্টির কিছু দিকের প্রতি দৃষ্টি দিই—যদি কেবলমাত্র একখণ্ড আকাশ, কিছু গাছ অথবা পাখি—আমরা হয়ত সেখানেও আমাদের প্রতি যিহোবার প্রেম ও যত্নশীলতার প্রকাশস্বরূপ সান্ত্বনামূলক কিছু বিষয় খুঁজে পেতে পারি।—রোমীয় ১:২০.
ঈশ্বরের বাক্য ব্যক্তিগতভাবে অধ্যয়নের মাধ্যমে
ব্যক্তিগত বাইবেল অধ্যয়নের মাধ্যমে যিহোবার গুণাবলিগুলি প্রকৃতই আমাদের সামনে প্রকাশিত হয়। বাইবেল বারংবার যিহোবাকে “স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং . . . দয়াতে মহান্” বলে প্রকাশ করে। (যাত্রাপুস্তক ৩৪:৬; নহিমিয় ৯:১৭; গীতসংহিতা ৮৬:১৫) তাঁর পার্থিব দাসেদের সান্ত্বনা প্রদান করার আকাঙ্ক্ষা তাই যিহোবার ব্যক্তিত্বের এক অপরিহার্য অংশ।
উদাহরণস্বরূপ, যিশাইয় ৬৬:১৩ পদে যিহোবার বাক্যগুলি বিবেচনা করুন: “মাতা যেমন আপন পুত্ত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব।” যিহোবা সন্তানের প্রতি মায়ের প্রেমকে এমনভাবে রচনা করেছেন যে তা আত্মোৎসর্গমূলক ও বিশ্বস্ত। যদি আপনি কখনও দেখে থাকেন যে কিভাবে এক প্রেমময় মা তার আঘাতপ্রাপ্ত শিশুকে সান্ত্বনা দিচ্ছেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন, যিহোবা কী বোঝাতে চেয়েছিলেন যখন তিনি বলেন যে তিনি তাঁর বিশ্বস্ত লোকেদের সান্ত্বনা দেবেন।
বাইবেলের অনেক বিবরণ এইধরনের কার্যকারীভাবে সান্ত্বনা প্রদানকে চিত্রিত করে। যখন ভাববাদী এলিয় দুষ্ট রাণী ঈষেবলের দ্বারা মৃত্যুভয়ে ভীত হয়েছিলেন, তিনি তার সাহস হারিয়ে ফেলেছিলেন আর প্রাণরক্ষার্থে পালিয়ে গিয়েছিলেন। তিনি এতই হতাশ হয়েছিলেন যে প্রান্তরে এক দিনের পথ ভ্রমণ করেছিলেন, প্রকৃতই তার সাথে জল বা খাদ্য না নিয়ে। শারীরিক ও মানসিক যন্ত্রনায় এলিয় যিহোবাকে বলেছিলেন যে তিনি মরতে চান। (১ রাজাবলি ১৯:১-৪) তাঁর এই ভাববাদীকে সান্ত্বনা ও উৎসাহ দেওয়ার জন্য যিহোবা কী করেছিলেন?
একাকী, অযোগ্য ও ভীতি বোধ করার জন্য যিহোবা এলিয়কে তিরস্কার করেননি। বিপরীতে ভাববাদী “ঈষৎ শব্দকারী ক্ষুদ্র এক স্বর” শুনেছিলেন। (১ রাজাবলি ১৯:১২) যদি আপনি ১ রাজাবলি ১৯ অধ্যায় পড়েন, আপনি লক্ষ্য করতে পারবেন কেমন করে যিহোবা মৃদুভাবে এলিয়কে সান্ত্বনা দিয়েছিলেন, তার ভয়ের উপশম ঘটিয়েছিলেন ও তার বিশ্বাসকে দৃঢ় করেছিলেন। এই সান্ত্বনা বাহ্যিক ছিল না। এটি এলিয়র উদ্বিগ্ন হৃদয়ে পৌঁছেছিল ও ভাববাদীকে উৎসাহিত করেছিল তা সহ্য করতে। (তুলনা করুন যিশাইয় ৪০:১, ২.) শীঘ্রই তিনি তার কার্যভার পুনরায় গ্রহণ করতে পেরেছিলেন।
অনুরূপভাবে, যীশু খ্রীষ্ট তাঁর বিশ্বস্ত অনুকারীদের সান্ত্বনা ও উৎসাহ দিয়েছিলেন। বস্তুতপক্ষে, যিশাইয় মশীহ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেন: “প্রভু . . . সদাপ্রভু . . . আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তঃকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই; . . . যেন সমস্ত শোকার্ত্তকে সান্ত্বনা করি।” (যিশাইয় ৬১:১-৩) তাঁর জীবদ্দশায় এই বাক্যগুলি যে তাঁর প্রতি প্রযোজ্য ছিল, সে বিষয়ে যীশু কোন সন্দেহের অবকাশ রাখেননি। (লূক ৪:১৭-২১) যদি আপনি সান্ত্বনার প্রয়োজন বোধ করেন তাহলে যারা দুঃখিত ছিল ও যাদের প্রয়োজন ছিল সেই লোকেদের প্রতি যীশুর নম্র প্রেমপূর্ণ ব্যবহার সম্পর্কে চিন্তা করুন। সত্যই যত্নসহকারে বাইবেল অধ্যয়ন সান্ত্বনা ও উৎসাহের এক মহান উৎস।
মণ্ডলীর মাধ্যমে
খ্রীষ্টীয় মণ্ডলীতে, সান্ত্বনা ও উৎসাহের এই রত্ন তার দিকগুলি সহ বিচ্ছুরিত হয়। প্রেরিত পৌল এই বিষয় লিখতে অনুপ্রাণিত হয়েছিলেন: “পরস্পরকে আশ্বাস দেও, এবং এক জন অন্য জনকে গাঁথিয়া তুল।” (১ থিষলনীকীয় ৫:১১) কিভাবে খ্রীষ্টীয় সভা থেকে সান্ত্বনা ও উৎসাহ খুঁজে পাওয়া যেতে পারে?
প্রধানত, আমরা ‘যিহোবার কাছে শিক্ষা’ পাওয়ার জন্য, তাঁর ও তাঁর পথ সম্বন্ধে নির্দেশ গ্রহণ করার জন্য খ্রীষ্টীয় সভাগুলিতে যোগদান করে থাকি। (যোহন ৬:৪৫) এই নির্দেশ সান্ত্বনাদায়ক ও উৎসাহমূলক হওয়া উচিত। প্রেরিত ১৫:৩২ পদে আমরা পড়ি: “যিহূদা ও সীল . . . অনেক কথা দ্বারা ভ্রাতৃগণকে আশ্বাস দিলেন ও সুস্থির করিলেন।”
আপনার কি কখনও এমন অভিজ্ঞতা হয়েছে যে, খুব হতাশাগ্রস্ত অবস্থায় আপনি খ্রীষ্টীয় সভায় গেছেন ও ফিরে আসার সময় কিছুটা উপশম অনুভব করেছেন? হয়ত কোন বক্তৃতায়, কোন মন্তব্যে অথবা প্রার্থনায় এমন কিছু বলা হয়েছিল যা আপনার হৃদয় স্পর্শ করেছিল ও প্রয়োজনীয় সান্ত্বনা ও উৎসাহ যুগিয়েছিল। তাই খ্রীষ্টীয় সভাগুলি থেকে দূরে থাকবেন না।—ইব্রীয় ১০:২৪, ২৫.
পরিচর্যা ও অন্যান্য সুযোগগুলিতে আমাদের ভাই বোনেদের সাথে মেলামেশা করা একইরূপ ফল প্রদান করতে পারে। ইব্রীয় ভাষায় “পরস্পর বদ্ধ হও” এর অর্থ সমন্বিত বিভিন্ন ক্রিয়াপদগুলি “শক্তি” অথবা “শক্তিশালী” এই অর্থগুলিও প্রকাশ করে—এই বিষয়টি স্পষ্টভাবে দেখায় যে একসাথে আবদ্ধ হলে তা আরও শক্তিশালী হয়। মণ্ডলীতে এই নীতিটি সত্য প্রমাণিত হয়। পরস্পর মেলামেশা করার দ্বারা আমরা সান্ত্বনাপ্রাপ্ত, উৎসাহিত ও শক্তিশালী হই। আর আমরা সবচেয়ে শক্তিশালী বন্ধন প্রেমে পরস্পর আবদ্ধ হই।—কলসীয় ৩:১৪.
কখনও কখনও আমাদের আধ্যাত্মিক ভাই অথবা বোনেদের বিশ্বস্ততা আমাদের উৎসাহিত করে। (১ থিষলনীকীয় ৩:৭, ৮) কখনও বা তাদের প্রদর্শিত প্রেম হতে পারে। (ফিলীমন ৭) আর কখনও অন্যদের কাছে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কথা বলার সময় কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার দ্বারা হতে পারে। যদি আপনি পরিচর্যায় দুর্বল বোধ করেন ও উৎসাহের প্রয়োজনীয়তা অনুভব করেন, একজন বয়স্ক অথবা অভিজ্ঞ রাজ্যের প্রকাশকের সাথে কাজ করার ব্যবস্থা করুন না কেন? এইরকম করার দ্বারা সম্ভবত আপনিও প্রচুর সান্ত্বনা খুঁজে পাবেন।—উপদেশক ৪:৯-১২; ফিলিপীয় ১:২৭.
“বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” শ্রেণীর মাধ্যমে
কারা আমাদের উপাসনায় বিভিন্ন সান্ত্বনাদায়ক বিষয়গুলি সংগঠিত করে? যীশু একটি শ্রেণীকে নিযুক্ত করেছেন যাদের তিনি “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” হিসাবে আখ্যাত করেন আধ্যাত্মিকভাবে “উপযুক্ত সময়ে খাদ্য” বন্টন করার জন্য। (মথি ২৪:৪৫) সা.শ. প্রথম শতাব্দীতে, আত্মায় অভিষিক্ত খ্রীষ্টানদের এই গোষ্ঠী ইতিমধ্যেই কাজ করছিল। যিরূশালেমের প্রাচীনদের পরিচালক গোষ্ঠী মণ্ডলীগুলিতে নির্দেশ ও পরিচালনা দিয়ে চিঠি পাঠাতেন। ফলস্বরূপ কী হত? বাইবেল বিবরণ দেয় এই রকম একটি চিঠির প্রতি মণ্ডলীগুলি কিধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল: “তাহা পাঠ করিয়া তাহারা সেই আশ্বাসের কথায় আনন্দিত হইল।”—প্রেরিত ১৫:২৩-৩১.
অনুরূপভাবে, এই শেষ কালের বিষম সময়ে বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস আধ্যাত্মিক খাদ্য বন্টন করছেন যা যিহোবার লোকেদের প্রচুর সান্ত্বনা ও উৎসাহ যোগায়। আপনি কি এই খাদ্যে অংশ গ্রহণ করেন? এটি ছাপান সাহিত্যাদি হিসাবে প্রস্তুত ও সহজলভ্য যা দাস শ্রেণী জগদ্ব্যাপী সরবরাহ করছেন। প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলি, যেমন ওয়াচ টাওয়ার সোসাইটির দ্বারা প্রকাশিত বই ও ব্রোশারগুলি অগণিত পাঠকদের জন্য সান্ত্বনা নিয়ে এসেছে।
এক ভ্রমণ অধ্যক্ষ লেখেন: “আমাদের অধিকাংশ ভাই বোনেরা যা সঠিক তাই করতে চান, কিন্তু তারা প্রায়ই হতাশা, ভীতি ও এইধরনের অনুভূতি পোষণ করেন যে নিজেদের সাহায্য করার ক্ষেত্রে তারা অক্ষম। আমাদের পত্রিকার প্রবন্ধগুলি অনেককে সাহায্য করেছে তাদের জীবন ও অনুভূতিকে পুনরায় নিয়ন্ত্রণ করতে। অতিরিক্তভাবে, প্রবন্ধগুলি প্রাচীনদের বাহ্যিক উৎসাহের চেয়েও বেশি কিছু দেয়।”
বিশ্বস্ত দাস শ্রেণীর কাছ থেকে আসা সাহিত্যাদির পূর্ণ ব্যবহার করুন। সময়োপযোগী পত্রিকাগুলি, বইগুলি ও অন্যান্য প্রকাশনাগুলি কঠিন সময়ে আমাদের সান্ত্বনা খুঁজে পেতে সাহায্য করতে পারে। অপরদিকে, যদি আপনি একজন হতাশাগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার মত পরিস্থিতিতে থাকেন, এই পত্রিকাগুলির শাস্ত্রীয় পরামর্শগুলি ব্যবহার করুন। প্রবন্ধগুলি খুব সতর্কভাবে লেখা হয়, প্রায়ই অনেক সপ্তাহ বা মাসব্যাপী যত্ন সহকারে গবেষণা, অধ্যয়ন এবং প্রার্থনার পর। পরামর্শগুলি বাইবেল-ভিত্তিক, পরীক্ষিত এবং সত্য। অনেকে দেখেছেন যারা দৈন্য অনুভব করে তাদের সাথে একটি বা দুটি উপযুক্ত প্রবন্ধ পড়া খুবই সাহায্যকারী হয়েছে। এগুলি ফলস্বরূপ প্রচুর সান্ত্বনা ও উৎসাহ এনে দিতে পারে।
যদি আপনি মূল্যবান রত্ন দেখেন আপনি কি তা সঞ্চয় করে রাখেন অথবা অন্যদের সাথে সেই সম্পদ ভাগ করে নেন? মণ্ডলীর ভাই বোনেদের কাছে সান্ত্বনার উৎসস্বরূপ হওয়াকে লক্ষ্য হিসাবে স্থাপন করুন। যদি আপনি দুঃখ দেওয়ার পরিবর্তে গেঁথে তোলেন, সমালোচনা করার পরিবর্তে প্রশংসা করেন, ‘খড়্গাঘাতের মত অবিবেচনার কথা’ না বলে “শিক্ষাগ্রাহীদের জিহ্বা” ব্যবহার করে কথা বলেন তাহলে অন্যদের জীবনে আপনি প্রকৃতই পরিবর্তন নিয়ে আসতে পারবেন। (যিশাইয় ৫০:৪; হিতোপদেশ ১২:১৮) সত্যই, আপনি আপনাকে রত্নস্বরূপ—সান্ত্বনা ও উৎসাহের প্রকৃত উৎস হিসাবে দেখাতে সক্ষম হবেন!
[২০ পৃষ্ঠার বাক্স]
যাদের প্রয়োজন তাদের জন্য সান্ত্বনা
অনেকেই মন্তব্য করেছেন যে কিভাবে প্রহরীদুর্গ বা সচেতন থাক! পত্রিকার কোন নির্দিষ্ট প্রবন্ধ যিহোবার সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ককে গভীরতর করে তুলেছে। একজন বলেছিলেন: “এই প্রবন্ধটি পড়ার পর আমি অনুভব করি যে যিহোবা যেন তাঁর সমস্ত ক্ষমতা ও মহত্ব নিয়ে আমার সাথে আছেন। আমি অনুভব করি যে তিনি একজন বাস্তব ব্যক্তি। অপর একটি চিঠি বর্ণনা করে: “যিহোবা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আমাদের হৃদয় ও মন এত আকস্মিকভাবে পরিবর্তিত হয়েছে যে আমরা আর সেই আগের ব্যক্তি নেই। এটি যেন এরকম যে, কেউ আমাদের চশমা পরিষ্কার করে মুছে দিয়েছে আর এখন আমরা সমস্ত কিছু খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি।”
অনেকে এই বিষয় জানিয়ে লিখেছেন যে কিভাবে পত্রিকা তাদের নির্দিষ্ট কিছু সমস্যা ও প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করতে সাহায্য করেছে, তাদের প্রতি যিহোবার ব্যক্তিগত আগ্রহের বিষয়ে নিশ্চিত করে। একজন পাঠিকা এইভাবে বলেছেন: “যিহোবা তাঁর লোকেদের জন্য কতখানি যত্ন নেন ও ভালবাসেন তা আরও একবার আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।” জাপানের একজন মহিলা যিনি তার এক শিশুকে মৃত্যুতে হারান তিনি ওই বিষয়ে সচেতন থাক! পত্রিকার প্রবন্ধটি সম্পর্কে বলেন: “ঈশ্বরের গভীর করুণা পৃষ্ঠাগুলি থেকে ঝরে পড়েছিল, এবং আমি কাঁদতে থাকি, কাঁদতে থাকি আর কাঁদতে থাকি। আমি এই প্রবন্ধগুলিকে এমন জায়গায় রেখেছি যাতে যখনই আমি অসহনীয় ও একাকী বোধ করি তৎক্ষণাৎ সেগুলি পড়তে পারি।” আরেক শোকগ্রস্ত মহিলা লেখেন: “প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার প্রবন্ধগুলি এবং “যখন আপনার প্রিয়জন মারা যায়” (ইংরাজি) ব্রোশারটি শোকের সময় আমাকে সহ্য করার প্রয়োজনীয় শক্তি যুগিয়েছে।
পবিত্র শাস্ত্রাবলী হচ্ছে সান্ত্বনার প্রাথমিক উৎস। (রোমীয় ১৫:৪) প্রহরীদুর্গ পত্রিকা কর্তৃত্ব হিসাবে বাইবেলকে মেনে নেয় এবং ঠিক সেইরকমই করে এর সাথী পত্রিকা সচেতন থাক! সেই কারণে এই পত্রিকা দুটি তাদের পাঠকদের কাছে সান্ত্বনা ও উৎসাহের আকরস্বরূপ প্রমাণিত হয়েছে।
[২৩ পৃষ্ঠার চিত্র]
সমস্ত সান্ত্বনার ঈশ্বর প্রার্থনা শ্রবণকারীও