যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা
১ প্রচার কাজ চালিয়ে যাওয়ার জন্য যিশুর নির্দেশনাগুলো আমাদের কাছে এক প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তিনি বলেছিলেন: “আর তোমরা যে নগরে কি গ্রামে প্রবেশ করিবে, তথাকার কোন্ ব্যক্তি যোগ্য, তাহা অনুসন্ধান করিও।” (মথি ১০:১১) আজকে লোকেরা যখন খুব কম সময়ই বাড়িতে কাটায়, তখন কীভাবে আমরা কার্যকরীভাবে যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করতে পারি?
২ আপনার এলাকাকে বিশ্লেষণ করুন: আপনার এলাকাকে বিশ্লেষণ করার দ্বারা শুরু করুন। খুব সম্ভবত কখন লোকেদের বাড়িতে পাওয়া যায়? দিনের বেলায় তাদের কোথায় পাওয়া যেতে পারে? সপ্তাহের কোনো নির্দিষ্ট দিন অথবা দিনের কোনো নির্দিষ্ট সময় কি রয়েছে, যখন তারা পরিদর্শনের প্রতি হয়তো আরও ভাল সাড়া দিতে পারে? স্থানীয় এলাকার লোকেদের তালিকা ও পরিস্থিতিগুলোর সঙ্গে আপনার পরিচর্যাকে খাপ খাইয়ে নেওয়া আপনাকে সর্বোত্তম ফল লাভ করতে সাহায্য করতে পারে।—১ করি. ৯:২৩, ২৬.
৩ অনেক প্রকাশক সন্ধ্যার শুরুতে লোকেদের বাড়িতে পাওয়ার ব্যাপারে সফল হয়েছে। কিছু গৃহকর্তা সেই সময়ে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং শুনতে আগ্রহী হয়। নির্দিষ্ট কিছু এলাকায়, শীতের মাসগুলোতে যখন দিন ছোট হয়, তখন (যেখানে অনুমতি দেওয়া হয়) সন্ধ্যাবেলায় টেলিফোনে সাক্ষ্যদান করা হয়তো কার্যকরী বলে প্রমাণিত হতে পারে। এ ছাড়া, বাণিজ্যিক এলাকাতে কাজ করা এবং জনসাধারণের এলাকাগুলোতে সাক্ষ্যদান করাও লোকেদের কাছে সুসমাচার নিয়ে পৌঁছানোর উপায়।
৪ বিশেষ কাজের এক মাসে, একটা মণ্ডলী সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিকালবেলায় এবং বুধ ও শুক্রবারগুলোতে সন্ধ্যাবেলায় সাক্ষ্যদানের ব্যবস্থা করেছিল। এ ছাড়া, তারা টেলিফোনে সাক্ষ্যদানের এবং বাণিজ্যিক এলাকায় কাজ করার জন্য ব্যবস্থা করেছিল। এই ব্যবস্থাগুলো পরিচর্যার জন্য এতই উদ্দীপনা জাগিয়ে তুলেছিল যে, সেই মণ্ডলী তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
৫ অধ্যবসায়ের সঙ্গে পুনর্সাক্ষাৎ করুন: পুনর্সাক্ষাৎগুলো করার সময় আপনার এলাকায় লোকেদেরকে বাড়িতে পাওয়া যদি মুশকিল হয়, তা হলে আপনি প্রথম সাক্ষাৎ সহ প্রত্যেকটা সাক্ষাতের শেষে আবারও সাক্ষাৎ করার জন্য নির্দিষ্ট ব্যবস্থা করার চেষ্টা করুন। এরপর, সেই ব্যবস্থা মেনে চলার ব্যাপারে নিশ্চিত হোন। (মথি ৫:৩৭) যদি উপযুক্ত হয়, তা হলে আপনি হয়তো গৃহকর্তার টেলিফোন নম্বর জিজ্ঞেস করতে পারেন। এটা আপনাকে সেই ব্যক্তির সঙ্গে আবার যোগাযোগ করতেও সাহায্য করতে পারে।
৬ যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করার এবং আমরা যে-আগ্রহ দেখতে পাই, সেটাকে জাগিয়ে তোলার ক্ষেত্রে আমাদের অধ্যবসায়ী প্রচেষ্টায় নিশ্চিতভাবে যিহোবার আশীর্বাদ থাকবে।—হিতো. ২১:৫.