যিহোবার প্রদত্ত সান্ত্বনার সহভাগী হওয়া
“তোমাদের বিষয়ে আমাদের প্রত্যাশা দৃঢ়; কেননা আমরা জানি, তোমরা যেমন দুঃখভোগের, তেমনি সান্ত্বনারও সহভাগী।”—২ করিন্থীয় ১:৭.
১, ২. আজকে যারা খ্রীষ্টান হয়েছেন তাদের অনেকের কী অভিজ্ঞতা হয়েছে?
প্রহরীদুর্গ এর অনেক সম্প্রতিকালের পাঠকেরা ঈশ্বরের সত্যের জ্ঞান ব্যতিরেকে বড় হয়ে উঠেছেন। সম্ভবত তা আপনার ক্ষেত্রেও সত্য। যদি তাই হয়, তবে স্মরণ করুন আপনি কেমন অনুভব করেছিলেন যখন আপনার বোধগম্যতার চক্ষু বিকশিত হতে শুরু করেছিল। উদাহরণস্বরূপ, আপনি যখন প্রথম জেনেছিলেন যে মৃতেরা যন্ত্রণাভোগ করছে না, বরঞ্চ অচেতন রয়েছে, তখন আপনি কি স্বস্তি পাননি? আর যখন আপনি মৃতদের আশা সম্বন্ধে শিখেছিলেন, যে কোটি কোটি মৃতেরা ঈশ্বরের নতুন জগতে জীবনে পুনরুত্থিত হবে, তখন আপনি কি সান্ত্বনা পাননি?—উপদেশক ৯:৫, ১০; যোহন ৫:২৮, ২৯.
২ দুষ্টতার বিনাশ এবং এই পৃথিবীকে পরমদেশে পরিবর্তন করা সম্বন্ধীয় ঈশ্বরের প্রতিজ্ঞা সম্পর্কে কী বলা যায়? আপনি যখন এই সম্বন্ধে শিখেছিলেন, তখন তা কি আপনাকে সান্ত্বনা দেয়নি এবং উৎসুক প্রত্যাশায় পূর্ণ করেনি? যখন আপনি প্রথম শিখেছিলেন যে কখনও মৃত্যু নয়, বরঞ্চ আগত পার্থিব পরমদেশে আপনার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে, তখন আপনি কেমন অনুভব করেছিলেন? নিঃসন্দেহে, আপনি রোমাঞ্চিত হয়েছিলেন। হ্যাঁ, আপনি ঈশ্বরের সান্ত্বনাদায়ক বার্তা গ্রহণ করেছিলেন যা এখন যিহোবার সাক্ষীদের দ্বারা জগদ্ব্যাপী প্রচারিত হচ্ছে।—গীতসংহিতা ৩৭:৯-১১, ২৯; যোহন ১১:২৬; প্রকাশিত বাক্য ২১:৩-৫.
৩. তাদেরও কেন ক্লেশ ভোগ করতে হয়, যারা অন্যদের সাথে ঈশ্বরের সান্ত্বনাদায়ক বার্তার সহভাগী হন?
৩ কিন্তু, আপনি যখন অপরের সাথে বাইবেলের বার্তা বন্টন করে নেওয়ার চেষ্টা করেছিলেন, তখন আপনিও উপলব্ধি করতে পেরেছিলেন যে “সকলের বিশ্বাস নাই।” (২ থিষলনীকীয় ৩:২) বাইবেলের প্রতিজ্ঞাগুলিতে বিশ্বাস প্রদর্শনের কারণে হয়ত আপনার প্রাক্তন বন্ধুদের কয়েকজন আপনাকে উপহাস করেছিল। এমনকি আপনি হয়ত যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য তাড়না ভোগ করেছিলেন। যখন আপনি আপনার জীবনকে বাইবেলের নীতিগুলির সাথে সামঞ্জস্যে আনার জন্য পরিবর্তন করতে শুরু করেছিলেন, তখন হয়ত বাধা আরও তীব্র হয়েছিল। আপনি ক্লেশ অভিজ্ঞতা করতে শুরু করেছিলেন, যা শয়তান ও তার জগৎ যারা ঈশ্বরের সান্ত্বনা গ্রহণ করে তাদের সকলের উপর নিয়ে আসে।
৪. নতুন আগ্রহী ব্যক্তিরা ক্লেশের মধ্যে হয়ত কিরূপ ভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারেন?
৪ দুঃখের বিষয়, যীশু যেমন ভাববাণী করেছিলেন, ক্লেশ কয়েকজনের বিঘ্ন পাওয়া এবং খ্রীষ্টীয় মণ্ডলীর সাথে তাদের মেলামেশা বন্ধ করে দেওয়ার কারণস্বরূপ হয়। (মথি ১৩:৫, ৬, ২০, ২১) অন্যান্যেরা, তারা যে সান্ত্বনাদায়ক প্রতিজ্ঞাগুলির বিষয়ে শিখছে তার উপর তাদের মন স্থির রাখার দ্বারা ক্লেশ সহ্য করেন। অবশেষে তারা যিহোবার কাছে তাদের জীবন উৎসর্গ করে এবং তাঁর পুত্র, যীশু খ্রীষ্টের শিষ্য হিসাবে বাপ্তাইজিত হয়। (মথি ২৮:১৯, ২০; মার্ক ৮:৩৪) অবশ্যই, একজন খ্রীষ্টান একবার বাপ্তাইজিত হয়ে যাওয়ার পর ক্লেশ বন্ধ হয়ে যায় না। উদাহরণস্বরূপ, অনৈতিক পটভূমি ছিল এমন এক ব্যক্তির জন্য নৈতিকতা বজায় রাখা কঠোর সংগ্রাম হতে পারে। অন্যান্যদের অবিশ্বাসী পরিবারের সদস্যদের কাছ থেকে ক্রমাগত বিরোধিতার সম্মুখীন হতে হয়। ক্লেশ যাই হোক না কেন, যারা ঈশ্বরের কাছে উৎসর্গীকৃতরূপে বিশ্বস্তভাবে জীবনযাপন করেন তারা সকলে একটি বিষয়ে নিশ্চিত হতে পারেন। একান্ত ব্যক্তিগতভাবে, তারা ঈশ্বরের সান্ত্বনা এবং সাহায্য লাভ করবে।
“সমস্ত সান্ত্বনার ঈশ্বর”
৫. পৌল বিভিন্ন পরীক্ষাগুলি ভোগ করার সাথে সাথে, আর কোন্ অভিজ্ঞতা করেছিলেন?
৫ প্রেরিত পৌল ঈশ্বরের প্রদানকৃত সান্ত্বনাকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন। এশিয়া ও মাকিদনিয়ায় বিশেষভাবে পরীক্ষাপূর্ণ সময়ের পরে, তার অনুযোগপূর্ণ পত্রের প্রতি করিন্থীয় মণ্ডলী যে উত্তম প্রতিক্রিয়া দেখিয়েছিল তা শুনে তিনি প্রচুর পরিমাণে স্বস্তি উপভোগ করেছিলেন। এটি তাকে তাদের কাছে দ্বিতীয় একটি পত্র লিখতে প্রণোদিত করেছিল, যার অন্তর্ভুক্ত ছিল নিম্নোক্ত প্রশংসার অভিব্যক্তিটি: “ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনিই করুণা-সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর; তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন।”—২ করিন্থীয় ১:৩, ৪.
৬. ২ করিন্থীয় ১:৩, ৪ পদে উল্লেখিত পৌলের বাক্য থেকে আমরা কী শিখি?
৬ এই অনুপ্রাণিত বাক্যগুলি আমাদের প্রচুর তথ্য যোগায়। আসুন আমরা তা বিশ্লেষণ করি। পৌল যখন তার পত্রগুলিতে ঈশ্বরের প্রশংসা বা ধন্যবাদ ব্যক্ত করেন অথবা তার পত্রে তাঁর কাছে অনুরোধ করেন, তখন আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই যে তিনি খ্রীষ্টীয় মণ্ডলীর মস্তক, যীশুর প্রতিও গভীর উপলব্ধি অন্তর্ভুক্ত করেন। (রোমীয় ১:৮; ৭:২৫; ইফিষীয় ১:৩; ইব্রীয় ১৩:২০, ২১) সুতরাং, পৌল “আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা”-র প্রতি প্রশংসার এই অভিব্যক্তিটি উল্লেখ করেন। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) তারপর তিনি তার লেখায় প্রথমবার একটি গ্রীক বিশেষ্য পদ ব্যবহার করেন যা “স্নেহপূর্ণ করুণা-সমষ্টি” হিসাবে অনুবাদিত হয়েছে। এই বিশেষ্য পদটি একটি শব্দ থেকে এসেছে যা অন্যের দুঃখকষ্টে দুঃখিত হওয়াকে প্রকাশ করতে ব্যবহৃত হয়ে থাকে। এইভাবে পৌল ঈশ্বরের যে কোন বিশ্বস্ত দাস যারা ক্লেশ ভোগ করছে তাদের প্রতি তাঁর স্নেহপূর্ণ অনুভূতির বর্ণনা করেন—এক স্নেহপূর্ণ অনুভূতি যা ঈশ্বরকে তাদের সাথে করুণাপূর্ণভাবে আচরণ করতে প্রণোদিত করে। পরিশেষে, পৌল তাঁকে “স্নেহপূর্ণ করুণা-সমষ্টির পিতা” বলার দ্বারা এই আকর্ষণীয় গুণাবলির উৎস হিসাবে যিহোবার দিকে তাকান। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)
৭. কেন বলা যেতে পারে যে যিহোবা “সমস্ত সান্ত্বনার ঈশ্বর”?
৭ ঈশ্বরের “স্নেহপূর্ণ করুণা-সমষ্টি” ক্লেশ ভোগরত একজনকে স্বস্তি এনে দেয়। সেইজন্য, পৌল যিহোবাকে “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” হিসাবে বর্ণনা করে চলেন। অতএব, যে কোন ধরনের সান্ত্বনাই আমরা সহবিশ্বাসীদের দয়া থেকে লাভ করি না কেন, এর উৎস হিসাবে আমরা যিহোবার দিকে তাকাতে পারি। ঈশ্বরের কাছ থেকে ছাড়া আর কোথাও প্রকৃত ও স্থায়ী সান্ত্বনা নেই। এছাড়াও, তিনি তাঁর প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছেন, যা আমাদের সান্ত্বনাকারী হতে সক্ষম করে। আর যাদের সান্ত্বনার প্রয়োজন, তাদের স্নেহপূর্ণ করুণা দেখাতে ঈশ্বরের পবিত্র আত্মা তাঁর দাসেদের প্রণোদিত করে।
সান্ত্বনাকারী হওয়ার জন্য প্রশিক্ষিত
৮. যদিও ঈশ্বর পরীক্ষার উৎস নন, তবুও আমাদের উপরে আসা ক্লেশে ধৈর্য বজায় রাখার কোন্ উপকারজনক প্রভাব থাকতে পারে?
৮ যদিও যিহোবা ঈশ্বর তাঁর বিশ্বস্ত দাসেদের উপর বিবিধ পরীক্ষা ঘটতে অনুমোদন করেন, তবুও তিনি কখনই এইরূপ পরীক্ষার উৎস নন। (যাকোব ১:১৩) কিন্তু, যখন আমরা ক্লেশ সহ্য করি, তখন তিনি যে সান্ত্বনা প্রদান করেন তা আমাদের অন্যদের প্রয়োজনীয়তা সম্বন্ধে আরও বেশি অনুভবশীল হতে প্রশিক্ষণ দিতে পারে। কোন্ ফলাফল সহ? “যেন আমরা নিজে ঈশ্বর-দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনাপ্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি।” (২ করিন্থীয় ১:৪) এইভাবে যখন আমরা খ্রীষ্টকে অনুকরণ করি এবং “শোকার্ত্তকে সান্ত্বনা করি” তখন যিহোবা সহবিশ্বাসীদের সাথে এবং পরিচর্যায় আমরা যাদের সম্মুখীন হই তাদের সাথে তাঁর সান্ত্বনার কার্যকারী সহভাগী হতে আমাদের প্রশিক্ষণ দেন।—যিশাইয় ৬১:২; মথি ৫:৪.
৯. (ক) দুঃখকষ্ট সহ্য করতে কী আমাদের সাহায্য করবে? (খ) যখন আমরা বিশ্বস্তভাবে ক্লেশ সহ্য করি তখন কিভাবে অন্যান্যেরা সান্ত্বনা প্রাপ্ত হয়?
৯ পৌল অনেক দুঃখকষ্ট ভোগ করেছিলেন আর খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে যে প্রচুর সান্ত্বনা তিনি পেয়েছিলেন তার জন্য ধন্যবাদ দিয়েছিলেন। (২ করিন্থীয় ১:৫) আমরাও ঈশ্বরের মহামূল্যবান প্রতিজ্ঞাগুলির উপর ধ্যান করা, তাঁর পবিত্র আত্মার সমর্থনের জন্য প্রার্থনা করা ও আমাদের প্রার্থনায় ঈশ্বরের উত্তর পাওয়ার দ্বারা পর্যাপ্ত পরিমাণে সান্ত্বনা উপভোগ করতে পারি। এইভাবে আমরা ক্রমাগত যিহোবার সার্বভৌমত্বকে উন্নত করতে এবং দিয়াবলকে মিথ্যাবাদী প্রমাণ করতে শক্তিশালী হব। (ইয়োব ২:৪; হিতোপদেশ ২৭:১১) যখন আমরা যে কোন ধরনের ক্লেশ বিশ্বস্ততার সাথে সহ্য করি, তখন আমাদের, পৌলের মত, সমস্ত কৃতিত্ব যিহোবাকে দেওয়া উচিত, যাঁর সান্ত্বনা খ্রীষ্টানদের পরীক্ষার মধ্যে বিশ্বস্ত থাকতে সক্ষম করে। বিশ্বস্ত খ্রীষ্টানদের ধৈর্য ভ্রাতৃত্বের উপর সান্ত্বনাদায়ক প্রভাব বিস্তার করে, যা অন্যদের “একই প্রকার ধৈর্য্যযুক্ত দুঃখভোগে” দৃঢ়সংকল্পবদ্ধ করে।—২ করিন্থীয় ১:৬.
১০, ১১. (ক) কিছু বিষয় কী যা প্রাচীন করিন্থের মণ্ডলীর দুঃখকষ্ট ভোগের কারণস্বরূপ হয়েছিল? (খ) পৌল কিভাবে করিন্থীয় মণ্ডলীকে সান্ত্বনা প্রদান করেছিলেন এবং তিনি কী আশা প্রকাশ করেছিলেন?
১০ করিন্থীয়রা সেইসব দুঃখকষ্টের সহভাগী হয়েছিলেন যা সমস্ত সত্য খ্রীষ্টানদের উপর আসে। এছাড়াও, তাদের একজন অনুতাপহীন ব্যভিচারীকে সমাজচ্যুত করার জন্য পরামর্শের প্রয়োজন ছিল। (১ করিন্থীয় ৫:১, ২, ১১, ১৩) এই পদক্ষেপ নিতে এবং বিবাদ ও দলভেদ শেষ করতে ব্যর্থ হওয়ায় তা মণ্ডলীর উপর কলঙ্ক নিয়ে এসেছিল। কিন্তু শেষপর্যন্ত তারা পৌলের পরামর্শ প্রয়োগ করেছিল এবং আন্তরিক অনুতাপ দেখিয়েছিল। এই কারণে, তিনি তাদের উষ্ণভাবে প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে তার পত্রের প্রতি তাদের উত্তম সাড়া তাকে সান্ত্বনা দিয়েছিল। (২ করিন্থীয় ৭:৮, ১০, ১১, ১৩) স্পষ্টতই, সেই সমাজচ্যুত ব্যক্তিও অনুতপ্ত হয়েছিল। তাই পৌল তাদের পরামর্শ দিয়েছিলেন “তাহাকে ক্ষমা করিলে ও সান্ত্বনা করিলে ভাল হয়, পাছে অতিরিক্ত মনোদুঃখে তাদৃশ ব্যক্তি কবলিত হয়।”—২ করিন্থীয় ২:৭.
১১ পৌলের দ্বিতীয় পত্র অবশ্যই নিশ্চিতভাবে করিন্থীয় মণ্ডলীকে সান্ত্বনা দিয়েছিল। আর এটিই ছিল তার একটি উদ্দেশ্য। তিনি ব্যাখ্যা করেছিলেন: “তোমাদের বিষয়ে আমাদের প্রত্যাশা দৃঢ়; কেননা আমরা জানি, তোমরা যেমন দুঃখভোগের, তেমনি সান্ত্বনারও সহভাগী।” (২ করিন্থীয় ১:৭) তার পত্রের উপসংহারে পৌল উৎসাহ দিয়েছিলেন: “আশ্বাস গ্রহণ কর, . . . তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন।”—২ করিন্থীয় ১৩:১১.
১২. সকল খ্রীষ্টানদের কিসের প্রয়োজন রয়েছে?
১২ এটি থেকে কি এক গুরুত্বপূর্ণ শিক্ষাই না আমরা লাভ করতে পারি! খ্রীষ্টীয় মণ্ডলীর সকল সদস্যদের “সান্ত্বনার সহভাগী” হওয়া প্রয়োজন যা ঈশ্বর তাঁর বাক্য, পবিত্র আত্মা এবং তাঁর পার্থিব সংগঠনের মাধ্যমে প্রদান করেন। এমনকি সমাজচ্যুত ব্যক্তিদেরও সান্ত্বনার প্রয়োজন হতে পারে, যদি তারা তাদের অন্যায় পথের জন্য অনুতাপ ও তা সংশোধন করে। সেইজন্য, “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” তাদের সহায়তা করতে এক করুণাপূর্ণ ব্যবস্থার প্রবর্তন করেছেন। বছরে একবার দুই জন প্রাচীন হয়ত কোন সমাজচ্যুত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে পারেন। তারা হয়ত আর বিদ্রোহী আচরণ প্রকাশ করেন না বা গুরুতর পাপে জড়িত নন এবং তাদের হয়ত পুনর্বহাল হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্যের দরকার হতে পারে।—মথি ২৪:৪৫; যিহিষ্কেল ৩৪:১৬.
এশিয়ায় পৌলের ক্লেশ
১৩, ১৪. (ক) পৌল কিভাবে এশিয়ায় তার তীব্র ক্লেশ ভোগ করার সময় সম্বন্ধে বর্ণনা করেছেন? (খ) কোন্ ঘটনাটি সম্ভবত পৌলের মনে ছিল?
১৩ করিন্থীয় মণ্ডলী যে ধরনের দুঃখকষ্ট ভোগ করেছিল তা সেইসমস্ত বহু ক্লেশের সাথে তুলনা করা যায় যা পৌলকে সহ্য করতে হয়েছিল। তাই, তিনি তাদের স্মরণ করিয়ে দিতে পেরেছিলেন: “হে ভ্রাতৃগণ, এশিয়ায় আমাদের যে ক্লেশ ঘটিয়াছিল, তোমরা যে সে বিষয় অজ্ঞাত থাক, ইহা আমাদের ইচ্ছা নয়; ফলতঃ আত্যন্তিক দুঃখভারে আমরা শক্তির অতিরিক্তরূপে ভারগ্রস্ত হইয়া পড়িয়াছিলাম; এমন কি, জীবনের আশাও ছাড়িয়া দিয়াছিলাম; বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে, মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপরে নির্ভর না দিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর দিই। তিনিই এত বড় মৃত্যু হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন; আমরা তাঁহাতেই প্রত্যাশা করিয়াছি যে, ইহার পরেও তিনি উদ্ধার করিবেন।”—২ করিন্থীয় ১:৮-১০.
১৪ কিছু বাইবেল পণ্ডিতগণ মনে করেন যে পৌল ইফিষের দাঙ্গা সম্বন্ধে উল্লেখ করছিলেন, যা পৌলের ও সাথে সাথে তার দুই মাকিদনীয় ভ্রমণসঙ্গী, গায় ও আরিষ্টার্খের জীবনেরও ঝুঁকিস্বরূপ হতে পারত। এই দুই খ্রীষ্টানকে জোরপূর্বক রঙ্গভূমিতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, যেটি উত্তেজিত জনতা দ্বারা পূর্ণ ছিল যারা “অনুমান দুই ঘন্টা কাল এই বলিয়া চেঁচাইতে থাকিল, ‘ইফিষীয়দের দীয়ানাই মহাদেবী।’” পরিশেষে, নগরের একজন আধিকারিক জনতাকে শান্ত করতে সফল হয়েছিলেন। গায় ও আরিষ্টার্খের জীবনের এই হুমকি অবশ্যই পৌলকে অত্যন্ত উদ্বিগ্ন করেছিল। বাস্তবিকপক্ষে, পৌল ভিতরে যেতে ও ক্ষিপ্ত জনতার সাথে যুক্তি করতে চেয়েছিলেন, কিন্তু এইভাবে তার জীবনের ঝুঁকি নেওয়া থেকে তাকে বিরত করা হয়েছিল।—প্রেরিত ১৯:২৬-৪১.
১৫. ১ করিন্থীয় ১৫:৩২ পদে সম্ভবত কোন্ কঠিনতম ঘটানাটির বর্ণনা করা হয়েছে?
১৫ কিন্তু, পৌল হয়ত পূর্ববর্তী ঘটনার চেয়ে আরও অধিক কঠিনতম পরিস্থিতি সম্বন্ধে বর্ণনা করেছিলেন। করিন্থীয়দের প্রতি তার প্রথম পত্রে, পৌল জিজ্ঞাসা করেছিলেন: “ইফিষে পশুদের সহিত যে যুদ্ধ করিয়াছি, তাহা যদি মানুষের মত করিয়া থাকি, তবে তাহাতে আমার কি ফল দর্শে?” (১ করিন্থীয় ১৫:৩২) এটির অর্থ হতে পারে যে পৌলের জীবন শুধু পশুবৎ মানুষদের দ্বারাই নয় কিন্তু ইফিষের স্টেডিয়ামে আক্ষরিক বন্য পশুদের দ্বারাও বিপদের সম্মুখীন হয়েছিল। কখনও কখনও অপরাধীদের জোরপূর্বক বন্য পশুদের সাথে লড়াই করানোর দ্বারা শাস্তি দেওয়া হত, যার দর্শক হত রক্তপিপাসু জনতা। যদি পৌল বোঝান যে তিনি আক্ষরিক পশুদের সম্মুখীন হয়েছিলেন, তবে তিনি অবশ্যই শেষমুহূর্তে হিংস্র মৃত্যু থেকে অলৌকিকভাবে নিষ্কৃতি পেয়েছিলেন, ঠিক যেভাবে দানিয়েল আক্ষরিক সিংহদের মুখ হতে রক্ষা পেয়েছিলেন।—দানিয়েল ৬:২২.
আধুনিক-দিনের উদাহরণগুলি
১৬. (ক) যিহোবার সাক্ষীদের অনেকে কেন পৌল যে ক্লেশভোগ করেছিলেন তা শনাক্ত করতে পারে? (খ) বিশ্বাসের জন্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের সম্বন্ধে আমরা কোন্ বিষয়ে নিশ্চিত হতে পারি? (গ) খ্রীষ্টানেরা যখন মৃত্যু থেকে অল্পের জন্য রক্ষা পায় তখন তা কী উত্তম প্রভাব এনেছে?
১৬ বর্তমান দিনের অনেক খ্রীষ্টানেরা পৌলের ক্লেশভোগ করাকে বুঝতে পারেন। (২ করিন্থীয় ১১:২৩-২৭) আজকেও, খ্রীষ্টানেরাও “আত্যন্তিক দুঃখভারে . . . [তাদের] শক্তির অতিরিক্তরূপে ভারগ্রস্ত” হয়ে পড়েন এবং অনেকে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে তারা ‘তাদের জীবনের আশাও ছেড়ে দিয়েছিলেন।’ (২ করিন্থীয় ১:৮) কিছুজন গণহত্যাকারী এবং হিংস্র তাড়নাকারীদের হাতে মারা গিয়েছেন। আমরা নিশ্চিত হতে পারি যে ঈশ্বরের সান্ত্বনাদায়ক শক্তি তাদের সহ্য করতে এবং তাদের আশা স্বর্গীয় বা পার্থিব যাই হোক না কেন, তার পরিপূর্ণতার উপর দৃঢ়ভাবে হৃদয় ও মন স্থির রেখে মৃত্যুবরণ করতে সক্ষম করেছিল। (১ করিন্থীয় ১০:১৩; ফিলিপীয় ৪:১৩; প্রকাশিত বাক্য ২:১০) অন্যান্য ক্ষেত্রগুলিতে, যিহোবা বিষয়গুলিকে কৌশলে পরিচালনা করেছিলেন, ফলে আমাদের ভাইয়েরা মৃত্যু থেকে পরিত্রাণ পেয়েছিলেন। কোন সন্দেহ নেই যে যারা এইরূপ পরিত্রাণ পেয়েছেন তারা “মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে” বর্ধিত নির্ভরতা গড়ে তুলেছিলেন। (২ করিন্থীয় ১:৯) পরে, যখন তারা অন্যান্যদের সাথে ঈশ্বরের সান্ত্বনাদায়ক বার্তার সহভাগী হয়েছেন, তখন তারা আরও বেশি দৃঢ় বিশ্বাস নিয়ে কথা বলতে পেরেছেন।—মথি ২৪:১৪.
১৭-১৯. কোন্ অভিজ্ঞতাগুলি দেখায় যে রুয়াণ্ডতে আমাদের ভাইয়েরা ঈশ্বরের সান্ত্বনার সহভাগী হয়েছিলেন?
১৭ সম্প্রতি রুয়াণ্ডায় আমাদের প্রিয় ভাইয়েরা পৌল ও তার সঙ্গীদের অনুরূপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলেন। অনেকে তাদের জীবন হারিয়েছিল কিন্তু তাদের বিশ্বাস ধ্বংস করতে শয়তানের প্রচেষ্টাগুলি ব্যর্থ হয়েছিল। বরঞ্চ, এই দেশে আমাদের ভাইয়েরা অনেক ব্যক্তিগত উপায়ে ঈশ্বরের সান্ত্বনা উপভোগ করেছেন। রুয়াণ্ডায় বসবাসকারী হুটু এবং টুট্সি গণহত্যার সময়কালে, টুট্সিদের বাঁচাতে হুটুরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিল এবং টুট্সিরা হুটুদের রক্ষা করেছিল। কিছুজন তাদের সহবিশ্বাসীদের বাঁচানোর জন্য চরমপন্থীদের দ্বারা হত হয়েছিল। উদাহরণস্বরূপ, গাহিজি নামক একজন হুটু সাক্ষীকে শান্তাল নামক এক টুট্সি বোনকে লুকিয়ে রাখার কারণে হত্যা করা হয়েছিল। শান্তালের টুট্সি স্বামী, যান্ অন্য এক এলাকায় শার্লট নামক একজন হুটু বোনের কাছে লুকিয়ে ছিলেন, যান্ এবং অপর একজন টুট্সি ভাই ৪০ দিন একটি বড় চিমনির মধ্যে লুকিয়ে ছিলেন। তারা শুধুমাত্র রাতের বেলায় অল্প সময়ের জন্য বাইরে আসতেন। এই সময়ে, হুটু সেনা শিবিরের সম্পূর্ণ কাছে বাস করা সত্ত্বেও শার্লট তাদের খাদ্য এবং নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। এই পৃষ্ঠায়, আপনারা যান্ ও শান্তালের পুর্নমিলনের ছবি দেখতে পারেন, যারা তাদের জন্য ‘তাহাদের গ্রীবা পাতিয়া’ দেওয়ায় হুটু সহউপাসকদের প্রতি কৃতজ্ঞ, ঠিক যেমন প্রিষ্কা ও আক্বিলা প্রেরিত পৌলের জন্য করেছিলেন।—রোমীয় ১৬:৩, ৪.
১৮ অন্য একজন হুটু সাক্ষী রুয়াকাবুবু, টুট্সি সহবিশ্বাসীদের বাঁচানোর জন্য ইন্টারেমারা সংবাদ পত্রের দ্বারা প্রশংসিত হয়েছিলেন।a এটি মন্তব্য করেছিল: “সেখানে যিহোবার সাক্ষীদের একজন, রুয়াকাবুবুও ছিলেন, যিনি ক্রমাগত তার ভাইয়েদের (সহবিশ্বাসীরা যে ভাবে একে অপরকে সম্বোধন করে) সহযোগিতায় লোকেদের এখানে সেখানে লুকিয়েছিলেন। হাঁপানি থাকা সত্ত্বেও তিনি তাদের খাদ্য ও জল পৌঁছে দিতে সারাদিন ব্যয় করতেন। কিন্তু ঈশ্বর তাকে অসাধারণভাবে শক্তিশালী করেছিলেন।”
১৯ নিকোদেম ও এতেনাজি নামক এক আগ্রহী হুটু দম্পতির কথাও বিবেচনা করুন। গণহত্যা শুরু হওয়ার পূর্বে, এই বিবাহিত দম্পতি অ্যালফোন্স নামক এক টুট্সি সাক্ষীর সাথে অধ্যয়ন করছিলেন। তাদের জীবনের ঝুঁকি নিয়ে, তারা অ্যালফোন্সকে তাদের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। পরে তারা উপলব্ধি করেছিলেন যে তাকে লুকিয়ে রাখার জন্য বাড়ি নিরাপদ জায়গা নয়, কারণ তাদের হুটু প্রতিবেশীরা তাদের টুট্সি বন্ধুর সম্বন্ধে জানতেন। তাই, নিকোদেম ও এতেনাজি তাদের উঠানের একটি গর্তে অ্যালফোন্সকে লুকিয়ে রাখেন। এটি একটি উত্তম পরিকল্পনা ছিল, কারণ প্রতিবেশীরা প্রায় প্রতিদিনই অ্যালফোন্সকে খোঁজার জন্য আসতে শুরু করেছিল। ২৮ দিন এই গর্তে থাকার সময়ে, অ্যালফোন্স বাইবেলের ঘটনাগুলি সম্বন্ধে ধ্যান করেছিলেন যার একটি ছিল রাহব, যিনি যিরীহোতে তার বাড়িতে দুই জন ইস্রায়েলীয়কে লুকিয়ে রেখেছিলেন। (যিহোশূয় ৬:১৭) আজকে অ্যালফোন্স রুয়াণ্ডাতে সুসমাচার প্রচারক হিসাবে তার পরিচর্যা চালিয়ে যাচ্ছেন, আর তার যে সকল হুটু বাইবেল ছাত্রেরা তার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েছিল সেইজন্য তিনি কৃতজ্ঞ। আর নিকোদেম ও এতেনাজির সম্বন্ধে কী? তারা এখন বাপ্তিস্মিত যিহোবার সাক্ষী এবং আগ্রহী ব্যক্তিদের সাথে ২০টিরও বেশি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন।
২০. যিহোবা কিভাবে রুয়াণ্ডায় আমাদের ভাইয়েদের সান্ত্বনা প্রদান করেছেন, কিন্তু তাদের অনেকের ক্রমাগতভাবে কিসের প্রয়োজন?
২০ রুয়াণ্ডায় গণহত্যা শুরু হওয়ার সময়ে, দেশটিতে ২,৫০০ জন সুসমাচারের ঘোষণাকারীরা ছিলেন। যদিও শত শত লোকেরা তাদের প্রাণ হারিয়েছিল বা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল, তবু সাক্ষীদের সংখ্যা ৩,০০০ এর অধিকে বৃদ্ধি পেয়েছে। এটি প্রমাণ দেয় যে ঈশ্বর বাস্তবিকপক্ষেই আমাদের ভাইয়েদের সান্ত্বনা প্রদান করেছিলেন। যিহোবার সাক্ষীদের মধ্যে অনেক অনাথ এবং বিধবাদের সম্বন্ধে কী বলা যায়? স্বাভাবিকভাবেই, তারা এখনও ক্লেশ ভোগ করছে এবং তাদের ক্রমাগত সান্ত্বনার প্রয়োজন রয়েছে। (যাকোব ১:২৭) শুধুমাত্র যখন ঈশ্বরের নতুন জগতে পুনরুত্থান ঘটবে, তখন তাদের চোখের জল সম্পূর্ণভাবে মুছে যাবে। তৎসত্ত্বেও, তাদের ভাইয়েদের পরিচর্যার সাহায্যে এবং “সকল সান্ত্বনার ঈশ্বর” এর উপাসক হওয়ায় তারা জীবনের মোকাবিলা করতে সক্ষম।
২১. (ক) আর কোথায় আমাদের ভাইয়েদের ঈশ্বরের সান্ত্বনার ভীষণ প্রয়োজন এবং একটি উপায় কী যার মাধ্যমে আমরা সকলে সাহায্য করতে পারি? (“চার বছর যুদ্ধ চলাকালীন সময়ে সান্ত্বনা” বাক্সটি দেখুন।) (খ) কখন আমাদের সান্ত্বনার প্রয়োজন সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হবে?
২১ অন্যান্য অনেক জায়গা যেমন: ইরিত্রিয়া, সিঙ্গাপুর এবং প্রাক্তন যুগোশ্লাভিয়ায়, ক্লেশ সত্ত্বেও আমাদের ভাইয়েরা বিশ্বস্তভাবে যিহোবার সেবা করে চলেছেন। আমরা যেন নিয়মিত প্রার্থনার দ্বারা এই ভাইয়েদের সাহায্য করি, যাতে তারা সান্ত্বনা লাভ করতে পারেন। (২ করিন্থীয় ১:১১) আর আমরা যেন সেই সময় পর্যন্ত বিশ্বস্তভাবে ধৈর্য বজায় রাখি যখন ঈশ্বর যীশু খ্রীষ্টের মাধ্যমে সম্পূর্ণ অর্থে “[আমাদের] সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন।” তখন আমরা সম্পূর্ণ মাত্রায় সান্ত্বনা লাভ করব যা যিহোবা তাঁর ধার্মিকতার নতুন জগতে প্রদান করবেন।—প্রকাশিত বাক্য ৭:১৭; ২১:৪; ২ পিতর ৩:১৩.
[পাদটীকাগুলো]
a জানুয়ারি ১, ১৯৯৫ সালের প্রহরীদুর্গ পত্রিকার পৃষ্ঠা ২৬-এ রুয়াকাবুবুর মেয়ে ডেবোরার অভিজ্ঞতাটি বর্ণনা করে, যার প্রার্থনা এক দল হুটু সৈন্যের হৃদয় স্পর্শ করেছিল, ফলে পরিবারটি হত হওয়া থেকে রক্ষা পেয়েছিল।
আপনি কি জানেন?
◻ যিহোবাকে কেন “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” বলা হয়?
◻ ক্লেশকে কিভাবে আমাদের দেখা উচিত?
◻ কাদের সাথে আমরা সান্ত্বনার সহভাগী হতে পারি?
◻ আমাদের সান্ত্বনার প্রয়োজন কিভাবে সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হবে?
[১৭ পৃষ্ঠার চিত্র]
যান্ ও শান্তাল টুট্সি সাক্ষী হওয়া সত্ত্বেও, রুয়াণ্ডায় গণহত্যা চলাকালীন হুটু সাক্ষীদের কাছে পৃথক এলাকায় লুকিয়ে ছিলেন
[১৭ পৃষ্ঠার চিত্র]
রুয়াণ্ডায় যিহোবার সাক্ষীরা ক্রমাগত তাদের প্রতিবেশীদের সাথে ঈশ্বরের সান্ত্বনাদায়ক বার্তা বন্টন করে নেন