আত্মার বশে ও আপনার উৎসর্গীকরণের যোগ্যরূপে চলুন
“তোমরা আত্মার বশে চল, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না।”—গালা. ৫:১৬.
১. পঞ্চাশত্তমীর দিনে কোন ধরনের বাপ্তিস্ম সম্পাদিত হয়েছিল?
সাধারণ কাল ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনে, যিশুর অনুসারীরা পবিত্র আত্মার দ্বারা বাপ্তাইজিত হওয়ার পরই বিভিন্ন ভাষায় কথা বলেছিল। তারা আত্মার এক অলৌকিক দান প্রকাশ করেছিল। (১ করি. ১২:৪-১০) এই দান এবং প্রেরিত পিতরের বক্তৃতা কোন প্রভাব ফেলেছিল? অনেকের ‘হৃদয়ে যেন শেল-বিদ্ধ হইয়াছিল।’ পিতরের আহ্বানে তারা অনুতপ্ত হয়েছিল এবং বাপ্তাইজিত হয়েছিল। ঐতিহাসিক বিবরণ বলে: “যাহারা তাঁহার কথা গ্রাহ্য করিল, তাহারা বাপ্তাইজিত হইল; তাহাতে সেই দিন কমবেশ তিন হাজার লোক তাঁহাদের সহিত সংযুক্ত হইল।” (প্রেরিত ২:২২, ৩৬-৪১) যিশুর নির্দেশনার সঙ্গে মিল রেখে তাদেরকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে জলে বাপ্তাইজিত হতে হয়েছিল।—মথি ২৮:১৯.
২, ৩. (ক) পবিত্র আত্মার দ্বারা বাপ্তাইজিত হওয়া ও পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত হওয়ার মধ্যে যে-পার্থক্য রয়েছে, তা ব্যাখ্যা করুন। (খ) আজকে যারা সত্য খ্রিস্টান হয়ে ওঠে, তাদের সকলের কাছ থেকে কেন জলে বাপ্তিস্ম নেওয়ার বিষয়টা আশা করা হয়?
২ কিন্তু, পবিত্র আত্মার দ্বারা বাপ্তাইজিত হওয়া এবং পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত হওয়ার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, রয়েছে। যারা পবিত্র আত্মার দ্বারা বাপ্তাইজিত হয়, তারা ঈশ্বরের আত্মায়জাত পুত্র হিসেবে নতুন জন্ম লাভ করে। (যোহন ৩:৩) তারা ঈশ্বরের স্বর্গীয় রাজ্যে ভাবী সহযোগী রাজা ও সহযাজক হিসেবে অভিষিক্ত আর তারা খ্রিস্টের আত্মিক দেহের অংশ। (১ করি. ১২:১৩; গালা. ৩:২৭; প্রকা. ২০:৬) তাই, এটা—পবিত্র আত্মার দ্বারা বাপ্তাইজিত হওয়া—ছিল সেই বাপ্তিস্ম, যা যিহোবা পঞ্চাশত্তমীর দিনে ও সেইসঙ্গে এর পরে খ্রিস্টের সহদায়াদ হওয়ার জন্য ব্যক্তি-বিশেষদের বাছাই করার সময় সম্পাদন করেছিলেন। (রোমীয় ৮:১৫-১৭) কিন্তু, পবিত্র আত্মার নামে জলে বাপ্তিস্ম নেওয়া সম্বন্ধে কী বলা যায়, যা আমাদের দিনে যিহোবার লোকেদের সম্মেলনগুলোতে নিয়মিতভাবে সম্পাদিত হয়?
৩ জলে বাপ্তিস্ম হচ্ছে এমন একটা পদক্ষেপ, যা সত্য খ্রিস্টানরা যিহোবা ঈশ্বরের প্রতি তাদের নিঃশর্ত উৎসর্গীকরণের প্রতীক হিসেবে নিয়ে থাকে। এটা সেই ব্যক্তিদের বেলায় প্রযোজ্য, যারা স্বর্গীয় আহ্বান লাভ করে। কিন্তু, আধুনিক সময়ে জলে বাপ্তিস্ম নেওয়া সেই লক্ষ লক্ষ নারী-পুরুষের জন্যও এক অত্যাবশ্যকীয় পদক্ষেপ, যাদের এখন পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার আশা রয়েছে। একজন ব্যক্তির যে-আশাই থাকুক না কেন, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে জলে বাপ্তাইজিত হওয়া এমন এক অত্যাবশ্যকীয় পদক্ষেপ, যা একজন ব্যক্তিকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নিতে হবে। যে-খ্রিস্টানরা এভাবে বাপ্তাইজিত হয়, তাদের সকলের কাছ থেকে আশা করা হয় যে, তারা ক্রমাগত ‘আত্মার বশে চলিবে।’ (পড়ুন, গালাতীয় ৫:১৬.) আপনি কি আত্মার বশে ও এর মাধ্যমে আপনার উৎসর্গীকরণের যোগ্যরূপে চলছেন?
‘আত্মার বশে চলা’ বলতে যা বোঝায়
৪. ‘আত্মার বশে চলিবার’ অর্থ মূলত কী?
৪ ‘আত্মার বশে চলিবার’ সঙ্গে আপনার ওপর পবিত্র আত্মার কাজকে গ্রহণ করা এবং আপনার ওপর পবিত্র আত্মাকে প্রভাব ফেলতে দেওয়া জড়িত। অন্য কথায়, এর অর্থ হচ্ছে আপনার দৈনন্দিন কাজকর্মে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হওয়া। গালাতীয় ৫ অধ্যায়, পবিত্র আত্মার প্রভাবাধীনে থাকার ও মাংসের প্রভাবাধীনে থাকার মধ্যে বৈসাদৃশ্য তুলে ধরে।—পড়ুন, গালাতীয় ৫:১৭, ১৮.
৫. পবিত্র আত্মার প্রভাবাধীনে থাকার সঙ্গে কোন কাজগুলো থেকে বিরত থাকা জড়িত?
৫ আপনি যদি পবিত্র আত্মার প্রভাবাধীনে থাকেন, তাহলে আপনি মাংসের কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। সেগুলোর অন্তর্ভুক্ত এই ধরনের বিষয়, যেমন “বেশ্যাগমন, অশুচিতা, স্বৈরিতা, প্রতিমাপূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য্য, মত্ততা, রঙ্গরস।” (গালা. ৫:১৯-২১) এক অর্থে, আপনি ‘আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করেন।’ (রোমীয় ৮:৫, ১৩) এটা আপনাকে মাংসিক আকাঙ্ক্ষাগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হতে দেওয়ার পরিবর্তে, বরং আত্মিক বিষয় নিয়ে ভাবতে এবং আত্মার পরিচালনার সঙ্গে মিল রেখে কাজ করতে সাহায্য করবে।
৬. আত্মার ফল প্রকাশ করার জন্য কী অত্যাবশ্যক, তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন।
৬ পবিত্র আত্মা যখন আপনার ওপর কাজ করে, তখন আপনি ঈশ্বরীয় গুণাবলি “আত্মার ফল” প্রকাশ করেন। (গালা. ৫:২২, ২৩) কিন্তু, আপনি বুঝতে পারেন যে, এর জন্য আপনার দিক থেকে প্রচেষ্টার প্রয়োজন। উদাহরণস্বরূপ: একজন কৃষক জমি চাষ করেন। অবশ্য, এর জন্য সূর্যের আলো এবং জল অত্যাবশ্যক; এগুলো ছাড়া তিনি কোনো ফসলই আশা করতে পারেন না। আমরা পবিত্র আত্মাকে সূর্যের আলোর সঙ্গে তুলনা করতে পারি। আত্মার ফল প্রকাশ করার জন্য আমাদের পবিত্র আত্মা প্রয়োজন। কিন্তু, কৃষকের কঠোর পরিশ্রম ব্যতিরেকে কী উৎপন্ন হবে? (হিতো. ১০:৪) হ্যাঁ, আপনার হৃদয়ের ভূমিকে আপনি কীভাবে চাষ করেন, সেটাই আপনার মধ্যে পবিত্র আত্মার ফলের গুণগত মান ও পরিমাণের ওপর প্রভাব ফেলে। তাই, নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি পবিত্র আত্মার পরিচালনা অনুযায়ী কাজ করার দ্বারা এটাকে ফল উৎপন্ন করতে দিচ্ছি?’
৭. আপনি যদি পবিত্র আত্মার ফল গড়ে তুলতে চান, তাহলে অধ্যয়ন ও ধ্যান করা কেন এত গুরুত্বপূর্ণ?
৭ এ ছাড়া, ভালো ফসল লাভ করার জন্য কৃষকদের তাদের শস্যে জলও দেওয়া প্রয়োজন। আপনার আত্মার ফল গড়ে তোলার জন্য বাইবেলে প্রাপ্ত এবং বর্তমানে খ্রিস্টীয় মণ্ডলীর মাধ্যমে প্রাপ্তিসাধ্য সত্যের জল প্রয়োজন। (যিশা. ৫৫:১) আপনি হয়তো অনেক লোককে বলেছেন যে, পবিত্র শাস্ত্র পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা হয়েছে। (২ তীম. ৩:১৬) এ ছাড়া, বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণী বাইবেলের সত্যের বিশুদ্ধ জল সম্বন্ধে অতীব প্রয়োজনীয় বোধগম্যতা প্রদান করে। (মথি ২৪:৪৫-৪৭) এর অর্থ স্পষ্ট। পবিত্র আত্মার প্রভাবাধীনে থাকার জন্য আমাদের ঈশ্বরের বাক্য পড়তে ও তা নিয়ে ধ্যান করতে হবে। আপনি যদি তা করে থাকেন, তাহলে আপনি সেই ভাববাদীদের উত্তম উদাহরণ অনুকরণ করছেন, যারা প্রদত্ত তথ্য “সযত্নে আলোচনা ও অনুসন্ধান” করেছিল। এটা লক্ষণীয় যে, এমনকী স্বর্গদূতেরাও প্রতিজ্ঞাত বংশ ও অভিষিক্ত খ্রিস্টীয় মণ্ডলী সম্বন্ধীয় আধ্যাত্মিক সত্যগুলোর প্রতি গভীর আগ্রহ দেখিয়েছে।—পড়ুন, ১ পিতর ১:১০-১২.
আত্মার দ্বারা প্রভাবিত—কীভাবে?
৮. কেন যিহোবার কাছে তাঁর আত্মা চাওয়া আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ?
৮ তবে, শুধুমাত্র শাস্ত্র অধ্যয়ন ও ধ্যান করাই যথেষ্ট নয়। আপনাকে ক্রমাগত যিহোবার সাহায্য ও নির্দেশনা চাইতে হবে। তিনি “আমাদের সমস্ত যাচ্ঞার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম্ম করিতে পারেন।” (ইফি. ৩:২০; লূক ১১:১৩) কিন্তু, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, তাহলে এই প্রশ্নের উত্তর আপনি কীভাবে দেবেন, “ঈশ্বর যদি ইতিমধ্যে ‘আমার কী কী প্রয়োজন, তাহা যাচ্ঞা করিবার পূর্ব্বে’ জেনেই থাকেন, তাহলে কেন আমাকে ক্রমাগত চাইতে হবে?” (মথি ৬:৮) একটা কারণ হল, পবিত্র আত্মার জন্য প্রার্থনা করার দ্বারা আপনি যিহোবার ওপর আপনার নির্ভরতার বিষয়টা স্বীকার করেন। উদাহরণস্বরূপ, কেউ যদি আপনার কাছে সাহায্য চায়, তাহলে একটা যে-কারণে তাকে সাহায্য করার জন্য আপনি আপনার যথাসাধ্য করবেন, তা হল তিনি আপনার কাছে সাহায্য চেয়েছেন এবং আপনার ওপর নির্ভর করেছেন। (তুলনা করুন, হিতোপদেশ ৩:২৭.) একইভাবে, আপনি যখন যিহোবার কাছে তাঁর আত্মা চান, তখন তিনি সন্তুষ্ট হন এবং তিনি আপনাকে তা দেবেন।—হিতো. ১৫:৮.
৯. কীভাবে খ্রিস্টীয় সভাগুলোতে উপস্থিত থাকা আপনাকে ঈশ্বরের আত্মার প্রভাবাধীনে আসার ক্ষেত্রে সাহায্য করতে পারে?
৯ আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে, ঈশ্বরের আত্মার প্রভাবাধীনে আসার আরেকটা উপায়ের সঙ্গে আমাদের সভা ও সম্মেলনগুলো জড়িত। কার্যক্রমে উপস্থিত থাকার ও তাতে মনোযোগ দেওয়ার জন্য প্রচেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। তা করা আপনাকে “ঈশ্বরের গভীর বিষয় সকলও” বুঝতে সাহায্য করে। (১ করি. ২:১০) নিয়মিতভাবে মন্তব্য করারও বিভিন্ন উপকার রয়েছে। গত চার সপ্তাহে আপনি যে-সভাগুলোতে উপস্থিত ছিলেন, সেই বিষয়ে একটু চিন্তা করুন। উত্তর দেওয়ার এবং আপনার বিশ্বাসকে প্রকাশ করার জন্য আপনি কত বার হাত তুলেছিলেন? এই ক্ষেত্রটাতে উন্নতি করার কোনো সুযোগ কি আপনার রয়েছে? যদি থাকে, তাহলে আগামী সপ্তাহগুলোতে আপনি কী করবেন, সেই বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ হোন। অংশগ্রহণ করার বিষয়ে আপনার ইচ্ছুক মনোভাব যিহোবা লক্ষ করবেন এবং তাঁর পবিত্র আত্মা জোগাবেন, যা আপনাকে আপনি যে-সভাগুলোতে উপস্থিত থাকেন, সেগুলো থেকে আরও বেশি উপকার লাভ করতে সাহায্য করবে।
১০. আত্মার বশে চলার সঙ্গে অন্যদের প্রতি কোন আমন্ত্রণ জানানো জড়িত?
১০ আত্মার বশে চলার অন্তর্ভুক্ত সেই আমন্ত্রণের প্রতি সাড়া দেওয়া, যা আমরা প্রকাশিত বাক্য ২২:১৭ পদে পড়ি আর তা হল: “আত্মা ও কন্যা কহিতেছেন, আইস। যে শুনে, সেও বলুক, আইস। আর যে পিপাসিত, সে আইসুক; যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই জীবন-জল গ্রহণ করুক।” অভিষিক্ত কনে শ্রেণীর দ্বারা কার্যরত সেই আত্মা জীবন-জল সম্বন্ধে এই আমন্ত্রণ জানাচ্ছে। ইতিমধ্যেই আপনি যদি “আইস” আমন্ত্রণ গ্রহণ করে থাকেন, তাহলে আপনিও কি “আইস” বলার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ? এই জীবনরক্ষাকারী কাজে অংশ নিতে পারা কত বড়ো এক সুযোগ!
১১, ১২. কীভাবে প্রচার কাজে পবিত্র আত্মা জড়িত?
১১ এই অতীব গুরুত্বপূর্ণ কাজ এখন পবিত্র আত্মার পরিচালনাধীনে সম্পন্ন হচ্ছে। আমরা পড়েছি যে, প্রথম শতাব্দীতে মিশনারিদের জন্য নতুন নতুন এলাকা খোলার ক্ষেত্রে কীভাবে পবিত্র আত্মা জড়িত ছিল। প্রেরিত পৌল ও তার সঙ্গীরা “এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মাকর্ত্তৃক নিবারিত হইয়াছিলেন”; আর সেইসঙ্গে তাদের বিথুনিয়ায় যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। আমরা ঠিক জানি না যে, আত্মা কীভাবে তাদেরকে সেই জায়গাগুলোতে যাওয়া থেকে নিবারিত করেছিল কিন্তু এটা স্পষ্ট যে, আত্মা পৌলকে ইউরোপের বিশাল ক্ষেত্রে যাওয়ার জন্য পরিচালনা দিয়েছিল। তিনি একজন মাকিদনীয় পুরুষের দর্শন পেয়েছিলেন, যিনি সাহায্যের জন্য অনুরোধ করছিলেন।—প্রেরিত ১৬:৬-১০.
১২ আজকে, যিহোবার আত্মা একইভাবে বিশ্বব্যাপী প্রচার কাজে নির্দেশনা জোগাচ্ছে। তবে, নির্দেশনা দেওয়ার জন্য কোনো অলৌকিক দর্শন ব্যবহার করা হয় না; এর পরিবর্তে, যিহোবা পবিত্র আত্মার দ্বারা অভিষিক্তদের পরিচালনা দেন। আর আত্মা ভাইবোনদেরকে প্রচার ও শিক্ষাদানের কাজে তাদের যথাসাধ্য করতে প্রেরণা দেয়। কোনো সন্দেহ নেই যে, আপনি এই অতীব গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে চলছেন। এই রোমাঞ্চকর কাজে আপনি কি আপনার আনন্দকে বৃদ্ধি করতে পারেন?
১৩. কীভাবে আপনি পবিত্র আত্মার নির্দেশনার প্রতি বশীভূত হতে পারেন? উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন।
১৩ আপনি ঈশ্বরের লোকেদের জন্য জোগানো তথ্য কাজে লাগানোর দ্বারা পবিত্র আত্মার নির্দেশনার প্রতি বশীভূত হতে পারেন। জাপানের অল্পবয়সি বোন মিহোকোর কথা বিবেচনা করুন। একজন নতুন অগ্রগামী হিসেবে, সে পুনর্সাক্ষাৎ করার জন্য নিজেকে অযোগ্য ভেবেছিল; তার এইরকম ধারণা ছিল যে, কীভাবে গৃহকর্তার আগ্রহ জাগিয়ে তোলা যায়, তা সে জানে না। ঠিক সেই সময়ে, কীভাবে সংক্ষেপে পুনর্সাক্ষাৎ করা যায়, সেই সম্বন্ধে আমাদের রাজ্যের পরিচর্যা-য় ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর, এক পরিতৃপ্তিদায়ক জীবন—যেভাবে তা অর্জন করা যায় (ইংরেজি) ব্রোশারটি প্রকাশিত হয়েছিল। এটি বিশেষভাবে জাপানি ক্ষেত্রে উপকারজনক বলে প্রমাণিত হয়েছিল। কীভাবে ব্রোশারটি ব্যবহার করতে হয়, বিশেষ করে কীভাবে সংক্ষেপে পুনর্সাক্ষাৎ করা যায়, সেই বিষয়ে দেওয়া পরামর্শগুলো মিহোকো কাজে লাগিয়েছিল। শীঘ্র, সে সেই ব্যক্তিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছিল, যারা হয়তো আগে অধ্যয়ন করতে রাজি হয়নি। সে বলে, “আমি এতগুলো—একই সময়ে প্রায় ১২টার মতো—অধ্যয়ন পেয়েছিলাম যে, কাউকে কাউকে অপেক্ষা করার জন্য বলতে হয়েছিল!” বস্তুতপক্ষে, আপনি যদি আত্মার বশে চলেন, যিহোবার দাসদের প্রতি দেওয়া নির্দেশনা প্রয়োগ করেন, তাহলে আপনি প্রচুর পরিমাণে শস্য কাটতে পারবেন।
ঈশ্বরের আত্মার ওপর নির্ভর করুন
১৪, ১৫. (ক) কীভাবে অসিদ্ধ মানুষের পক্ষে তাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলা সম্ভব? (খ) কীভাবে আপনি সর্বোত্তম বন্ধুদের পেতে পারেন?
১৪ একজন নিযুক্ত পরিচারক হিসেবে, আপনাকে এক পরিচর্যা সম্পাদন করতে হয়। (রোমীয় ১০:১৪) এইরকম এক দায়িত্ব পালন করার জন্য আপনি হয়তো নিজেকে পুরোপুরিভাবে উপযোগী বা যোগ্য না-ও মনে করতে পারেন। কিন্তু, অভিষিক্তদের মতো আপনার বেলায়ও ঈশ্বরই আপনাকে যোগ্য করে তোলেন। (পড়ুন, ২ করিন্থীয় ৩:৫.) আপনার যথাসাধ্য করে এবং ঈশ্বরের আত্মার ওপর নির্ভর করে আপনি আপনার উৎসর্গীকরণের যোগ্যরূপে চলতে পারেন।
১৫ এটা ঠিক যে, আমাদের মতো অসিদ্ধ মানুষের পক্ষে আমাদের সিদ্ধ ঈশ্বর যিহোবার প্রতি আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলা সহজ নয়। এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে, একসময় আপনি যে-ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করতেন, তাদের মধ্যে কেউ কেউ হয়তো আপনার নতুন জীবনযাপন দেখে বিভ্রান্ত হতে এবং আপনার ‘নিন্দা করিতে’ পারে। (১ পিতর ৪:৪) কিন্তু, এই বিষয়টা উপেক্ষা করবেন না যে, সেই সময় থেকে আপনি নতুন নতুন বন্ধুত্ব গড়ে তুলেছেন আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যিহোবা ও যিশু খ্রিস্টের সঙ্গে বন্ধুত্ব। (পড়ুন, যাকোব ২:২১-২৩.) এ ছাড়া, আপনার স্থানীয় মণ্ডলীর ভাইবোনদের সঙ্গে পরিচিত হওয়াও অতীব গুরুত্বপূর্ণ, যারা বিশ্বব্যাপী ‘ভ্রাতৃসমাজের’ অংশ। (১ পিতর ২:১৭; হিতো. ১৭:১৭) যিহোবা তাঁর আত্মার মাধ্যমে আপনাকে এমন বন্ধু পেতে সাহায্য করবেন, যারা ক্রমাগত আপনার ওপর এক উত্তম প্রভাব ফেলবে।
১৬. কেন আপনিও পৌলের মতো ‘দুর্ব্বলতা ঘটিলে প্রীত হইতে’ পারেন?
১৬ এমনকী মণ্ডলীতে আপনার চারপাশে সাহায্যকারী বন্ধুরা থাকা সত্ত্বেও, আপনি হয়তো রোজকার প্রতিদ্বন্দ্বিতাগুলোর সঙ্গে মোকাবিলা করাকে কঠিন বলে মনে করতে পারেন। মাঝে মাঝে কোনো একটা বিষয়ের সঙ্গে লড়াই করতে গিয়ে আপনি হয়তো দিশেহারা হয়ে পড়তে পারেন পারেন, মনে হতে পারে যেন আপনি সমস্যার এক দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে রয়েছেন। বিশেষ করে তখনই যিহোবার ওপর নির্ভর করার, তাঁর কাছে পবিত্র আত্মা চাওয়ার সময়। “যখন আমি দুর্ব্বল,” প্রেরিত পৌল লিখেছিলেন, “তখনই বলবান্।” (পড়ুন, ২ করিন্থীয় ৪:৭-১০; ১২:১০.) পৌল জানতেন যে, মানব দুর্বলতাগুলো যেরকমই হোক না কেন, ঈশ্বরের আত্মা সেগুলো পূরণ করতে পারে। তাই, ঈশ্বরের সক্রিয় শক্তি আপনাকে ঠিক সেই সময়ই শক্তিশালী করতে পারে, যখন আপনি দুর্বল বোধ করেন ও সাহায্যের প্রয়োজন অনুভব করেন। পৌল লিখেছিলেন যে, তিনি ‘দুর্ব্বলতা ঘটিলে প্রীত হইতে’ পারেন। তিনি যখন দুর্বল ছিলেন, ঠিক সেই সময়ই অনুভব করেছিলেন যে, পবিত্র আত্মা তার ওপর কাজ করছে। আপনারও একইরকম অনুভূতি হতে পারে!—রোমীয় ১৫:১৩.
১৭. কীভাবে পবিত্র আত্মা আপনাকে আপনার গন্তব্যে এগিয়ে যাওয়ার সময় সাহায্য করতে পারে?
১৭ আমাদের ঈশ্বরের আত্মার প্রয়োজন, যাতে আমরা তাঁর প্রতি উৎসর্গীকরণের যোগ্যরূপে জীবনযাপন করতে পারি। কল্পনা করুন যে, আপনি পালতোলা নৌকার একজন মাঝির মতো। আপনার লক্ষ্য হচ্ছে চিরকাল যিহোবাকে সেবা করা। পবিত্র আত্মা হচ্ছে সেই বাতাসের মতো, যেটাকে আপনি আপনার গন্তব্যে নিরাপদে ও সুস্থভাবে পৌঁছানোর জন্য কাজে লাগাতে চান। আপনি শয়তানের জগতের আত্মার দ্বারা ইতস্তত পরিচালিত হতে চান না। (১ করি. ২:১২) রূপকভাবে বললে, আপনাকে সঠিক বাতাস শনাক্ত করতে ও সেটাকে কাজে লাগাতে হবে। সেটাই হল পবিত্র আত্মা। ঈশ্বরের বাক্য ও তাঁর আত্মা দ্বারা পরিচালিত সংগঠনের মাধ্যমে পবিত্র আত্মা আপনাকে সঠিক দিকে পরিচালিত করবে।
১৮. এখন আপনার দৃঢ়সংকল্প কী এবং কেন?
১৮ যদি এমন হয় যে, আপনি যিহোবার সাক্ষিদের সঙ্গে অধ্যয়ন করছেন এবং তাদের সঙ্গে আধ্যাত্মিক মেলামেশাও উপভোগ করছেন কিন্তু এখনও উৎসর্গীকরণ এবং বাপ্তিস্মের মতো অতীব গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেননি, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, ‘কেন আমি ইতস্তত করছি?’ আপনি যদি বর্তমানে যিহোবার ইচ্ছা সম্পাদনের ক্ষেত্রে পবিত্র আত্মার ভূমিকা স্বীকার করেন ও এর কাজকে উপলব্ধি করেন, তাহলে সেই পদক্ষেপগুলো নিন, যেগুলো আপনি সঠিক বলে জেনেছেন। যিহোবা আপনাকে প্রচুররূপে আশীর্বাদ করবেন। তিনি উদারভাবে আপনাকে তাঁর পবিত্র আত্মা দেবেন। আপনি যদি কয়েক বছর বা কয়েক দশক আগে বাপ্তিস্ম নিয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই আপনি পবিত্র আত্মার প্রভাব অনুভব করেছেন। আপনি দেখেছেন ও অনুভব করেছেন যে, কীভাবে ঈশ্বর আপনাকে তাঁর আত্মা দিয়ে শক্তিশালী করতে পারেন। সেটা তিনি ক্রমাগত—হ্যাঁ, অনন্ত ভবিষ্যৎ পর্যন্ত—করবেন। তাই, পবিত্র আত্মার বশে চলার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন।
আপনি কি মনে করতে পারেন?
• ‘আত্মার বশে চলিবার’ অর্থ কী?
• কী আপনাকে ক্রমাগত ‘আত্মার বশে চলিতে’ সাহায্য করতে পারে?
• কীভাবে আপনি আপনার উৎসর্গীকরণের যোগ্যরূপে চলতে পারেন?
[১৫ পৃষ্ঠার চিত্র]
আপনার হৃদয়ের ভূমিকে চাষ করার জন্য প্রচেষ্টার প্রয়োজন
[১৬, ১৭ পৃষ্ঠার চিত্রগুলো]
আপনি কি ঈশ্বরের আত্মার দ্বারা প্রভাবিত হন?