যাদের প্রয়োজন তাদের প্রতি প্রেম দেখানো
যেভাই ও বোনেদের প্রয়োজন তাদের প্রেম দেখানোর ক্ষেত্রে খ্রীষ্টানদের বাধ্যবাধকতা ও সুযোগ উভয়ই আছে। (১ যোহন ৩:১৭, ১৮) প্রেরিত পৌল লিখেছিলেন: “এজন্য আইস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম্ম করি।” (গালাতীয় ৬:১০) একজন ভাই যিনি প্রায় গত চার দশক ধরে যিহোবার সেবা করে আসছেন, সম্প্রতি তিনি তার স্ত্রীর অসুস্থতার সময় ও পরে যখন সে মারা যায় তখন খ্রীষ্টীয় ভ্রাতৃত্বের প্রেম সম্বন্ধে অভিজ্ঞতা করেন। তিনি লেখেন:
“তার অসুস্থতার সময় ঘরে আমার স্ত্রীর প্রতি যত্ন নেওয়ার জন্য আমি প্রায় দুই মাস জাগতিক কাজ করতে পারিনি। যখন মণ্ডলীর বন্ধুরা স্বেচ্ছায় আমাদের সাহায্য করেছিল তখন সেটি আমার কাছে কতই না স্বস্তিজনক ছিল! আমরা অনেক আর্থিক সাহায্য আর সেইসঙ্গে শুভেচ্ছাপত্রগুলি পেয়েছিলাম—‘যা অতিরিক্ত ব্যয়ে সাহায্য করেছিল,’ যেমন বন্ধক, জনসেবামূলক ব্যবস্থাগুলির জন্য ব্যয় এবং অন্যান্য খরচগুলি পরিশোধ করতে তা আমাদের সাহায্য করেছিল।
“আমার স্ত্রীর মৃত্যুর দুই সপ্তাহ আগে আমাদের সীমা অধ্যক্ষ আমাদের সাথে এক উৎসাহমূলক সাক্ষাৎকার করেছিলেন। তিনি এমনকি আমাদের সেই স্লাইডটি দেখিয়েছিলেন যেটি মণ্ডলী সেই সপ্তাহের শেষে দেখবে। আমরা টেলিফোনের মাধ্যমে সভাগুলি শুনতে পেয়েছিলাম—সীমা অধ্যক্ষের দ্বারা পরিচালিত ক্ষেত্র পরিচর্যার সভাগুলিও যার অন্তর্ভুক্ত ছিল। এগুলির একটিতে ক্ষেত্র পরিচর্যার জন্য উপস্থিত সকলে একটি দল হিসাবে আমার স্ত্রীকে কুশল সম্ভাষণ করেছিলেন। তাই, এমনকি যদিও সে শারীরিকভাবে বিচ্ছিন্ন ছিল সে কখনও একাকী বোধ করেনি।
“তার মৃত্যুর এক ঘন্টার মধ্যে প্রায় সমস্ত প্রাচীনেরা আমার ঘরে উপস্থিত হয়েছিলেন। সেই দিনেই একশ জনেরও বেশি ভাই ও বোনেরা আমার সাথে দেখা করতে আসেন। উপস্থিত সমস্ত ব্যক্তিদের জন্য খাবার যেন ‘অলৌকিকভাবে’ টেবিলে দেখা গিয়েছিল। আমার জন্য যত উপহার, সহানুভূতির অভিব্যক্তি, সান্ত্বনামূলক বাক্য এবং প্রার্থনা করা হয়েছিল, আমি পুনরায় তার বর্ণনা করতে অসমর্থ। তারা কতই না শক্তিবর্ধক ছিলেন! পরিশেষে আমি ভাইদের খাবার দিয়ে চলা এবং ঘর পরিষ্কার করায় সাহায্য করা বন্ধ করতে বলতে বাধ্য হই!
“যিহোবার সংগঠন ছাড়া আর কোথায় আমরা সমবেদনা, চিন্তা ও প্রেমের এমন নিঃস্বার্থ অভিব্যক্তি দেখতে পাই? আজকে অধিকাংশ লোকেরা হাতে গুণে তাদের প্রকৃত বন্ধুর সংখ্যা বলতে পারে। আধ্যাত্মিক ভাই ও বোনেদের এক বৃহৎ প্রসারিত পরিবার দ্বারা যিহোবা আমাদের আশীর্বাদ করেছেন!”—মার্ক ১০:২৯, ৩০.