আপনার কি অন্যদের সাহায্য করতে “ইচ্ছা হয়”?
১ যীশু সত্যিই লোকেদের সম্বন্ধে চিন্তা করতেন। একজন কুষ্ঠরোগী যখন সাহায্যের জন্য যীশুর কাছে বিনতি করেছিল, তখন তিনি হাত বাড়িয়ে লোকটাকে স্পর্শ করে বলেছিলেন: “আমার ইচ্ছা, তুমি শুচীকৃত হও।” (মার্ক ১:৪০-৪২) কোন্ কোন্ ক্ষেত্রে অন্যদের সাহায্য করার ব্যাপারে আমরা যীশুর মনোভাবকে অনুকরণ করতে পারি?
২ আগ্রহী ব্যক্তিদের: আগ্রহী ব্যক্তিদের যিহোবার উপাসক হতে সাহায্য করার ব্যাপারে মণ্ডলীর প্রত্যেক সদস্যের একটা ভূমিকা রয়েছে। নতুনরা যখন সভাগুলোতে আসেন, তখন তাদের সাদর অভ্যর্থনা জানান ও তাদের সঙ্গে পরিচিত হোন। তাদের উৎসাহ দেওয়ার উপায়গুলো খুঁজে নিন। সভায় উত্তর দেওয়ার জন্য তাদের প্রশংসা করুন। বাইবেলের নীতিগুলো জীবনে প্রয়োগ করার জন্য তারা যে-চেষ্টা করেন, তার জন্য তাদের প্রশংসা করুন। তাদের দেখতে সাহায্য করুন যে, মণ্ডলীর মধ্যে সত্যিকারের বন্ধু পাওয়ার সম্ভাবনা রয়েছে।
৩ সহ বিশ্বাসীদের: “যাহারা বিশ্বাস-বাটীর পরিজন” তারা বিশেষ করে নানাভাবে আমাদের সাহায্য পাওয়ার যোগ্য। (গালা. ৬:১০) অনেকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। এক উৎসাহজনক পরিদর্শনের দ্বারা, প্রয়োজনীয় সাহচর্য জুগিয়ে আপনি তাদের উপকার করতে পারেন এবং হয়তো ব্যবহারিক উপায়েও সাহায্য করতে পারেন। কেউ কেউ হয়তো তাদের জীবনে অন্যান্য সমস্যাগুলোয় ভুগছেন। তাদের কথা শোনার জন্য সময় করে নিয়ে তাদের প্রতি আপনার চিন্তা দেখান এবং তাদেরকে গড়ে তুলুন। (১ থিষল. ৫:১৪) প্রাচীনরা যখন তাদের দায়িত্বগুলো পালন করেন, তখন তাদেরও আমাদের সহযোগিতার দরকার হয়। (ইব্রীয় ১৩:১৭) এক ইচ্ছুক ও সাহায্যকারী মনোভাব দেখানোর দ্বারা, আমরা আমাদের সহ বিশ্বাসীদের কাছে ‘সান্ত্বনাজনক হইতে’ পারি।—কল. ৪:১১.
৪ পরিবারের সদস্যদের: এ ছাড়া, যীশু লোকেদের জন্য যেমন চিন্তা দেখাতেন, তেমনই আমাদেরও নিজেদের পারিবারিক বৃত্তের মধ্যে তা দেখিয়ে তাঁকে অনুকরণ করার চেষ্টা করা উচিত। গভীর চিন্তা বাবামাদেরকে ‘তাহাদের সন্তানদের প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে মানুষ করিয়া তুলিতে’ পরিচালিত করে। (ইফি. ৬:৪) পারিবারিক অধ্যয়ন, মণ্ডলীর সভাগুলো অথবা ক্ষেত্রের পরিচর্যায় যাওয়ার সময় হলে, তাড়াতাড়ি তৈরি হয়ে ছেলেমেয়েরা তাদের ভূমিকা পালন করতে পারে। বৃদ্ধ হয়ে যাওয়ায় বাবামাদের যে-সমস্যায় ভুগতে হয়, সেগুলোকে সফলভাবে মোকাবিলা করতে যত্নের সঙ্গে সাহায্য করে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা যীশুর করুণাকে প্রতিফলিত করতে পারে। এগুলো এবং অন্যান্য ক্ষেত্রগুলোতে আমরা সকলে “নিজ বাটীর লোকদের প্রতি ভক্তি প্রকাশ করিতে” পারি।—১ তীম. ৫:৪.
৫ অন্যদের সাহায্য করার ব্যাপারে আমরা যখন যীশুকে অনুকরণ করি, তখন আমরা হয়তো সমস্যাগুলোকে কম করতে এবং আমাদের পরিবার ও মণ্ডলীকে একসঙ্গে আরও কাছে আনতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, আমরা “করুণা-সমষ্টির পিতা” যিহোবার সম্মান নিয়ে আসি।—২ করি. ১:৩.