দ্বিতীয় রহস্য
নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করার প্রবণতাকে প্রতিরোধ করুন
বাইবেল কী শিক্ষা দেয়? “প্রত্যেকে নিজের কাজ পরীক্ষা করে দেখুক। তাহলে অন্যের সংগে নিজের তুলনা না করে তার নিজের কাজের জন্য সে গর্ববোধ করতে পারবে।”—গালাতীয় ৬:৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন।
কোন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে? আমরা হয়তো নিজেদেরকে অন্যদের সঙ্গে তুলনা করতে পারি—কখনো কখনো এমন ব্যক্তিদের সঙ্গে যাদের আমাদের যা রয়েছে, তার চেয়ে কম রয়েছে এবং প্রায়ই এমন ব্যক্তিদের সঙ্গে যারা আমাদের চেয়ে আরও শক্তিশালী, আরও সম্পদশালী অথবা আরও বেশি মেধাসম্পন্ন। যা-ই হোক না কেন, ফল হল নেতিবাচক। আমরা ভুলবশত ধরে নিই যে, একজন ব্যক্তির যোগ্যতা, তার যা আছে সেটার অথবা তিনি যা করতে সমর্থ সেটার দ্বারা নির্ধারিত হয়। এ ছাড়া, আমাদের মধ্যে হয়তো ঈর্ষার এক অনুভূতি এবং প্রতিযোগিতার এক মনোভাব জেগে উঠতে পারে।—উপদেশক ৪:৪.
আপনি কী করতে পারেন? ঈশ্বরের মতো করে নিজেকে দেখার চেষ্টা করুন। নিজস্ব যোগ্যতা সম্বন্ধীয় আপনার অনুভূতির ওপর তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রভাব ফেলতে দিন। “মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন।” (১ শমূয়েল ১৬:৭) ঈশ্বর অন্য মানুষদের সঙ্গে আপনাকে তুলনা করার দ্বারা নয়, বরং আপনার হৃদয় পড়ার, আপনার চিন্তাভাবনা, আবেগ-অনুভূতি এবং উদ্দেশ্যগুলো পরীক্ষা করার দ্বারা আপনার যোগ্যতাকে পরিমাপ করেন। (ইব্রীয় ৪:১২, ১৩) যিহোবা আপনার সীমাবদ্ধতাগুলোকে বোঝেন আর তিনি চান আপনিও যেন সেগুলো সম্বন্ধে অবগত থাকেন। নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করার দ্বারা আপনি যদি আপনার নিজ যোগ্যতাকে পরিমাপ করেন, তাহলে আপনি হয় অহংকারী হয়ে উঠবেন নতুবা সবসময়ই অসন্তুষ্ট থাকবেন। তাই নম্রভাবে বা বিনয়ের সঙ্গে এটা মেনে নিন যে, প্রতিটা কাজে আপনি শ্রেষ্ঠ হবেন না।—হিতোপদেশ ১১:২.
ঈশ্বরের চোখে মূল্যবান হওয়ার জন্য আপনাকে নির্দিষ্টভাবে কী করতে হবে? তিনি ভাববাদী মীখাকে লিখতে অনুপ্রাণিত করেছিলেন: “হে মনুষ্য, যাহা ভাল, তাহা তিনি তোমাকে জানাইয়াছেন; বস্তুতঃ ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?” (মীখা ৬:৮) আপনি যদি এই পরামর্শ মেনে চলেন, তাহলে ঈশ্বর আপনার জন্য চিন্তা করবেন। (১ পিতর ৫:৬, ৭) সন্তুষ্টি লাভ করার জন্য এর চেয়ে বড়ো আর কী কারণ থাকতে পারে? (w১০-E ১১/০১)
[৫ পৃষ্ঠার চিত্র]
আমাদের হৃদয়ে যা রয়েছে সেটার দ্বারা যিহোবা আমাদের যোগ্যতাকে পরিমাপ করেন