খ্রিস্টের আগমন আমাদের কি এটাকে ভয় পাওয়া উচিত?
যিশু খ্রিস্টের আগমনের কথা শুনলে আপনার মনে কোন ছবিগুলো ভেসে ওঠে? আপনি কি এটাকে এমন এক ঘটনা হিসেবে বিবেচনা করেন, যা মানবজাতির জন্য বিচার, ধ্বংস ও শাস্তি নিয়ে আসবে? নাকি আপনি আশা করেন যে, এটা আমাদের সমস্ত সমস্যার শেষ নিয়ে আসবে? খ্রিস্টের আগমন কি এমন কিছু, যেটাকে আমাদের ভয় পাওয়া উচিত? নাকি এটার জন্য আমাদের সানন্দে অপেক্ষা করা উচিত?
খ্রিস্টের আগমন সম্বন্ধে বাইবেল বলে: “দেখ, তিনি ‘মেঘ সহকারে আসিতেছেন,’ আর প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে, . . . আর পৃথিবীর ‘সমস্ত বংশ তাঁহার জন্য বিলাপ’ করিবে।” (প্রকাশিত বাক্য ১:৭) এই আগমন ভবিষ্যতে ধার্মিকদের পুরস্কার ও দুষ্টদের শাস্তি প্রদান করার জন্য যিশুর আবির্ভাব হওয়াকে নির্দেশ করে।
খ্রিস্টের আগমনকে ভয় পাওয়ার পরিবর্তে, প্রেরিত যোহন এটার জন্য সানন্দে অপেক্ষা করেছিলেন। এই আগমন এবং পৃথিবীর জন্য এটা যা অর্থ রাখবে, সেই সম্বন্ধে প্রকাশিত বাক্য পাওয়ার পর, যোহন আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন: “প্রভু যীশু, আইস।” (প্রকাশিত বাক্য ২২:২০) কিন্তু কেন “পৃথিবীর ‘সমস্ত বংশ তাঁহার জন্য বিলাপ’ করিবে”? কীভাবে “প্রত্যেক চক্ষু” তাঁকে দেখবে? খ্রিস্টের আগমন কী সম্পাদন করবে? কীভাবে এতে বিশ্বাস করা এখনই আমাদের উপকার করতে পারে? পরবর্তী প্রবন্ধ এই প্রশ্নগুলোর উত্তর দেবে।