করিন্থীয়দের প্রতি দ্বিতীয় চিঠি
১২ আমাকে গর্ব করতে হবে। যদিও তা করা আমার জন্য উপকারজনক নয়, কিন্তু তারপরও প্রভু যিশু আমাকে যে-দর্শন দেখিয়েছেন এবং যে-বার্তা দিয়েছেন, সেই সম্বন্ধে আমি কথা বলব। ২ আমি খ্রিস্টের একজন শিষ্যকে জানি, ১৪ বছর আগে যাকে হঠাৎ করে তৃতীয় স্বর্গে নিয়ে নেওয়া হয়েছিল। তখন সে শারীরিক দেহে ছিল কি ছিল না, তা আমি জানি না, কিন্তু ঈশ্বর জানেন। ৩ হ্যাঁ, আমি এইরকম একজন ব্যক্তিকে জানি। সে শারীরিক দেহে ছিল কি ছিল না, তা আমি জানি না; কিন্তু ঈশ্বর জানেন। ৪ তাকে পরমদেশে নিয়ে যাওয়া হয়েছিল আর সে যে-কথাগুলো শুনেছিল, সেগুলো বলা যাবে না এবং কোনো মানুষকে সেগুলো বলার অনুমতি দেওয়া হয়নি। ৫ আমি এইরকম একজন ব্যক্তিকে নিয়ে গর্ব করব, কিন্তু আমি নিজেকে নিয়ে করব না, কেবল আমার দুর্বলতাগুলো নিয়ে করব। ৬ আমি যদি গর্ব করতেও চাই, তবুও আমি নির্বোধ হব না, কারণ আমি সত্যি কথাই বলব। কিন্তু, আমি গর্ব করা থেকে বিরত থাকব, যাতে তোমরা আমার মধ্যে যা দেখ এবং আমার কাছ থেকে যা শোন, কেবল সেগুলোর জন্য আমাকে কৃতিত্ব দিতে পার। ৭ আমার কাছে চমৎকার বার্তা প্রকাশ করা হয়েছে বলে কেউ যেন আমাকে বড়ো বলে মনে না করে।
আর আমি যেন অতিরিক্ত গর্বিত হয়ে না পড়ি, তাই আমাকে ক্রমাগত আঘাত করার জন্য আমার মাংসে একটা কাঁটা, শয়তানের একজন স্বর্গদূতকে দেওয়া হয়েছে, যাতে আমি অতিরিক্ত গর্বিত হয়ে না পড়ি। ৮ এই বিষয়টা নিয়ে আমি তিন বার প্রভুর কাছে বিনতি করেছি, যেন তিনি এটা আমার কাছ থেকে দূর করে দেন। ৯ কিন্তু, তিনি আমাকে বলেছেন: “আমার মহাদয়াই তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যেই আমার শক্তি পুরোপুরিভাবে প্রকাশিত হয়।” তাই, আমি আমার দুর্বলতা নিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার উপর একটা তাঁবুর মতো থাকে। ১০ তাই, আমি খ্রিস্টের জন্য দুর্বলতার সময়, অপমানের সময়, অভাবের সময়, তাড়নার সময় এবং কঠিন সময় আনন্দ করি। কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিশালী।
১১ আমি নির্বোধ হয়েছি। তোমরাই আমাকে নির্বোধ হতে বাধ্য করেছ। তোমরা যদি আমার প্রশংসা করতে, তা হলে আমি এমনটা হতাম না। কারণ তোমাদের দৃষ্টিতে যদিও আমার কোনো মূল্য নেই, তবুও আমি কোনো দিক দিয়েই তোমাদের সেই প্রেরিতদের চেয়ে পিছিয়ে নেই, যারা বিশেষ প্রেরিত হওয়ার ভান করে। ১২ আসলে আমি অনেক ধৈর্যের সঙ্গে এবং বিভিন্ন আশ্চর্য কাজ এবং অলৌকিক কাজের মাধ্যমে আমার প্রেরিত হওয়ার প্রমাণ তোমাদের দিয়েছি। ১৩ একমাত্র যে-কারণে তোমরা অন্যান্য মণ্ডলীর তুলনায় কম সুযোগ পেয়েছ, সেটা হল, আমি তোমাদের বোঝা হইনি। এতে কি আমি ভুল করেছি? যদি করে থাকি, তা হলে এই ভুলের জন্য তোমরা আমাকে ক্ষমা করো।
১৪ দেখো! এই নিয়ে তৃতীয় বার আমি তোমাদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছি আর এবারও আমি তোমাদের বোঝা হব না। আমি তোমাদের ধনসম্পদ নিতে চাই না, বরং তোমাদের সঙ্গে দেখা করতে চাই; কারণ বাবা-মায়েদের জন্য সন্তানেরা টাকাপয়সা জমাবে বলে আশা করা হয় না, বরং সন্তানদের জন্য বাবা-মায়েরা টাকাপয়সা জমাবে বলে আশা করা হয়। ১৫ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদের জন্য নিজের সব কিছু দিয়ে দেব, এমনকী নিজেকেও পুরোপুরিভাবে বিলিয়ে দেব। আমি যদি তোমাদের এতটা ভালোবাসি, তা হলে আমি তোমাদের যতটা ভালোবাসি, তোমাদের কাছ থেকেও কি আমি ততটাই ভালোবাসা পাওয়ার যোগ্য নই? ১৬ যাই হোক, আমি তোমাদের বোঝা হইনি। তা সত্ত্বেও তোমরা বলে থাক, আমি “ছলনা করেছি” এবং “ফাঁদ পেতে” তোমাদের ধরেছি। ১৭ আমি তোমাদের কাছে যাদের পাঠিয়েছি, তাদের কারো মাধ্যমে কি আমি নিজের স্বার্থের জন্য তোমাদের সঙ্গে প্রতারণা করেছি? ১৮ আমি তীতকে তোমাদের কাছে যাওয়ার জন্য উৎসাহিত করেছিলাম এবং তার সঙ্গে একজন ভাইকেও পাঠিয়েছিলাম। তীত কি নিজের স্বার্থের জন্য তোমাদের সঙ্গে প্রতারণা করেছেন? আমরা কি একই মনোভাব দেখাইনি? আমরা কি একই আচরণ করিনি?
১৯ তোমরা কি এইরকম চিন্তা করছ যে, আমরা তোমাদের সামনে আত্মপক্ষ সমর্থন করছি? খ্রিস্টের অনুসারী হিসেবে আমরা ঈশ্বরেরই সামনে কথা বলছি। কিন্তু, হে প্রিয় ভাই ও বোনেরা, আমরা সমস্ত কিছুই তোমাদের শক্তিশালী করার জন্য করছি। ২০ কারণ আমার ভয় হচ্ছে, আমি যখন তোমাদের কাছে আসব, তখন আমি তোমাদের যেরকম দেখতে চাই, হয়তো সেইরকম দেখতে পাব না, আবার তোমরাও আমাকে যেরকম দেখতে চাও, সেইরকম দেখতে পাবে না। দেখা যাবে, তোমাদের মধ্যে হয়তো বিবাদ, ঈর্ষা, প্রচণ্ড রাগ, মতভেদ, পরনিন্দা, কানাঘুষো,* গর্বান্ধ মনোভাব এবং বিশৃঙ্খলা রয়েছে। ২১ কি জানি, আমি যখন আবার তোমাদের কাছে আসব, তখন আমার ঈশ্বর হয়তো তোমাদের সামনে আমাকে লজ্জায় ফেলবেন আর আমাকে হয়তো এমন অনেকের জন্য দুঃখ করতে হবে, যারা আগে পাপ করেছিল অথচ অনুতপ্ত হয়নি। তারা অশুচিতা, যৌন অনৈতিকতা* এবং নির্লজ্জভাবে করা পাপ কাজের* বিষয়ে তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেনি।