রোমীয়দের প্রতি চিঠি
১৩ প্রত্যেক ব্যক্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বশীভূত হোক কারণ ঈশ্বরের অনুমতি ছাড়া কোনো কর্তৃত্ব হয় না; যে-সমস্ত কর্তৃপক্ষ আছেন, তারা ঈশ্বরের অনুমতিতে ভিন্ন ভিন্ন পদে রয়েছেন। ২ অতএব, যে-কেউ কর্তৃপক্ষের বিরোধিতা করে, সে ঈশ্বরের ব্যবস্থারই বিরোধিতা করে; যারা ঈশ্বরের ব্যবস্থার বিরোধিতা করে, তারা নিজেদের বিরুদ্ধে বিচার ডেকে আনে। ৩ যারা ভালো কাজ করে, শাসনকর্তাদের ভয় করার কোনো কারণ তাদের থাকে না, কিন্তু যারা মন্দ কাজ করে, তারাই ভয় করে। তুমি কি কর্তৃপক্ষের ভয় থেকে মুক্ত থাকতে চাও? তা হলে ভালো কাজ করে চলো আর এতে তুমি তাদের কাছ থেকে প্রশংসা লাভ করবে; ৪ কারণ তোমার উপকারের জন্য তারা ঈশ্বরেরই পরিচারক হিসেবে কাজ করেন। কিন্তু, তুমি যদি মন্দ কাজ কর, তা হলে ভয় করো কারণ শাস্তি দেওয়ার জন্য তাদের ক্ষমতা* রয়েছে এবং সেই ক্ষমতা তাদের কোনো কারণ ছাড়া দেওয়া হয়নি। তারা ঈশ্বরের পরিচারক হিসেবে সেই ব্যক্তিকে শাস্তি দেন, যে মন্দ কাজ করে চলে।
৫ তাই, কর্তৃপক্ষের বশীভূত থাকার জোরালো কারণ তোমাদের রয়েছে আর তা শুধুমাত্র শাস্তির ভয়েই নয়, বরং তোমাদের বিবেকের জন্যও। ৬ এই কারণে তোমরা করও দিয়ে থাক; কারণ তারা মানুষের সেবা করার জন্য ঈশ্বরেরই দাস আর তারা এই উদ্দেশ্যেই ক্রমাগত সেবা করছেন। ৭ যার যা প্রাপ্য, তাকে তা দাও: যাকে কর দিতে হয়, তাকে কর দাও; যাকে শুল্ক দিতে হয়, তাকে শুল্ক দাও; যাকে সম্মান* করতে হয়, তাকে সম্মান* করো; যাকে সমাদর করতে হয়, তাকে সমাদর করো।
৮ তোমরা প্রেম ছাড়া আর অন্য কোনো বিষয়ে একে অন্যের কাছে ঋণী হোয়ো না; কারণ যে-কেউ তার সহমানবকে প্রেম করে, সে ব্যবস্থা সঠিকভাবে পালন করেছে। ৯ “ব্যভিচার* করবে না, খুন করবে না, চুরি করবে না, লোভ করবে না,” এইসমস্ত আইন এবং অন্যান্য যত আজ্ঞা রয়েছে, সেগুলো সবই এই একটা আজ্ঞার মাধ্যমে সারাংশ করা হয়েছে: “তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে।” ১০ প্রেম প্রতিবেশীর ক্ষতি করে না; তাই যে-ব্যক্তি অন্যদের প্রেম করে, সে ব্যবস্থা সঠিকভাবে পালন করে।
১১ আমি যা বললাম, তা তোমরা পালন করো, যেহেতু তোমরা জান এখন কোন সময়কাল চলছে অর্থাৎ এখন তোমাদের ঘুম থেকে জেগে ওঠার সময়। কারণ আমরা যখন যিশুর উপর বিশ্বাস করতে শুরু করেছিলাম, তখনকার চেয়ে এখন আমাদের পরিত্রাণ আরও কাছে এসে গিয়েছে। ১২ রাত প্রায় শেষ; দিন শুরু হতে যাচ্ছে। তাই এসো, আমরা অন্ধকারের কাজ পরিত্যাগ করি এবং আলোর যুদ্ধসজ্জা পরিধান করি। ১৩ দিনের বেলায় লোকেরা যেমন ভদ্রভাবে আচরণ করে, এসো আমরা সেইরকম আচরণ করি; উচ্ছৃঙ্খলতাপূর্ণ আনন্দোৎসব ও মাতলামি না করি, অনৈতিক যৌনসম্পর্ক এবং নির্লজ্জভাবে পাপ কাজ* না করি এবং বিবাদ ও ঈর্ষা না করি। ১৪ কিন্তু, প্রভু যিশু খ্রিস্টের মনোভাবকে কাপড়ের মতো পরিধান করো এবং মাংসিক আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আগে থেকে পরিকল্পনা কোরো না।