গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত। মস্কীল।*
৩২ সুখী সেই ব্যক্তি, যার অপরাধ ক্ষমা করা হয়েছে, যার পাপ ঢেকে দেওয়া* হয়েছে।
২ সুখী সেই ব্যক্তি, যাকে যিহোবা দোষী হিসেবে গণ্য করেন না,
যার মনে কোনো প্রতারণা নেই।
৩ যখন আমি চুপ করে ছিলাম, তখন সারাদিন আমি আর্তনাদ করছিলাম, যেটার ফলে আমার হাড় ক্ষয়ে যাচ্ছিল।
৪ কারণ দিন-রাত তোমার হাত* আমার উপর ভারী হয়ে ছিল।
যেভাবে গরমের সময় কড়া রোদে জল শুকিয়ে যায়, সেভাবেই আমার শক্তি* শেষ হয়ে গিয়েছিল। (সেলা)
৫ শেষে, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করলাম,
আমি আমার ভুল আর ঢাকলাম না।
আমি বললাম: “আমি যিহোবার কাছে আমার অপরাধ স্বীকার করব।”
তখন তুমি আমার পাপ, আমার ভুল ক্ষমা করলে। (সেলা)
৬ তাই, যতক্ষণ পর্যন্ত তোমাকে পাওয়া সম্ভব,
ততক্ষণ পর্যন্ত প্রত্যেক অনুগত ব্যক্তি তোমার কাছে প্রার্থনা করবে।
এতে বন্যার জলও তার কাছে পৌঁছোতে পারবে না।
৭ তুমি আমার লুকোনোর জায়গা,
তুমি আমাকে বিপদের হাত থেকে সুরক্ষিত রাখবে।
তুমি আমাকে মুক্ত করে এমন লোকদের মাঝে দাঁড় করাবে, যারা আনন্দে চিৎকার করে। (সেলা)
৮ তুমি বলেছ: “আমি তোমাকে বোঝার ক্ষমতা দেব
আর তোমার যে-পথে চলা উচিত, সেই পথে তোমাকে চলতে শেখাব।
আমি তোমার উপর চোখ রেখে তোমাকে পরামর্শ দেব।
৯ তুমি ঘোড়া অথবা খচ্চরের মতো হোয়ো না, যাদের বোঝার ক্ষমতা নেই,
যাদের লাগাম ও দড়ি দিয়ে বশে আনার পরই তারা তোমার কাছে আসবে।”
১০ মন্দ ব্যক্তিদের যন্ত্রণা অনেক,
কিন্তু যে-ব্যক্তি যিহোবার উপর আস্থা রাখে, তাঁর অটল প্রেম তাকে ঘিরে রাখে।
১১ হে ধার্মিকেরা, যিহোবার কারণে আনন্দ করো, উল্লাস করো।
সৎ হৃদয়ের ব্যক্তিরা, তোমরা সবাই আনন্দে চিৎকার করো।