গগণচুম্বী অট্টালিকা থেকে তুন্দ্রার প্রান্তর পর্যন্ত—লোকেদের কাছে যান
বৃষ্টি, তুষার, শিলা, নেকড়ে, পাহাড়ী সিংহ অথবা শত্রুভাবাপন্ন অধিবাসীদের এলাকা কোন কিছুই তাদের দৃঢ়সংকল্পকে দমন করতে পারেনি। বিস্ময়কর গতিতে, তারা উন্মুক্ত তৃণভূমির মধ্যে দিয়ে ৩,০০০ কিলোমিটার পথ দ্রুততম বেগে ধাবন করে, উন্মত্ত নদী, গভীর উপত্যকা এবং দুর্গম পাহাড়গুলি পার হয়ে পশ্চিম উপকূল পর্যন্ত জরুরী ডাক পৌঁছে দিতেন। তারা কারা ছিলেন?
তারা ছিলেন পনি এক্সপ্রেসের সাহসী যুবক অশ্বারোহীরা।a কী এই যুবক ব্যক্তিদের এইধরনের দৃঢ়সংকল্পকে উদ্দীপিত করেছিল? সম্ভবত প্রতিদ্বন্দ্বিতা, দুঃসাহসিক অভিযান এবং এক স্থান থেকে অন্য স্থানে ডাক পৌঁছে দেওয়ার সন্তুষ্টি। আগ্রহের বিষয় এই যে, প্রত্যেক অশ্বারোহী তার থলিতে জরুরী ডাকের সাথে একটি করে বাইবেল বহন করতেন।
এক শতাব্দীরও বেশি সময় পরে, আরও অধিক দৃঢ়সংকল্প, উদ্যম এবং নিবেদিত মনোভাব কানাডার ১,১৩,০০০ জনেরও বেশি উৎসর্গীকৃত রাজ্য ঘোষণাকারীগণের দ্বারা প্রকাশ পেয়েছিল। কী তাদের প্রেরণা দিয়েছিল? ঈশ্বর ও প্রতিবেশীদের প্রতি প্রেম তাদের মুদ্রিত পৃষ্ঠা ও মুখের বাক্য দ্বারা রাজ্যের সত্য ঘোষণা করতে অনুপ্রাণিত করে। এই জীবনদানকারী সত্য পনি এক্সপ্রেসের দ্বারা সরবরাহকৃত যে কোন ডাকের চেয়ে আরও অনেক বেশি জরুরী। হ্যাঁ, এটি পবিত্র বাইবেলের মূল্যবান রাজ্যের বার্তা, সেই পুস্তক যা পনি এক্সপ্রেস অশ্বারোহীদের থলিতে পাওয়া যেত।—হিতোপদেশ ২:২১, ২২; যিশাইয় ২:২-৪; ৬১:২; মথি ২২:৩৭-৩৯; ২৪:১৪.
যিহোবা এবং লোকেদের প্রতি প্রেমের দ্বারা পরিচালিত
যিহোবার সাক্ষীরা লোকেদের সাথে রাজ্যের বিষয়ে কথা বলতে ভালবাসেন। আপনি তাদেরকে শহরের গগণচুম্বী অট্টালিকা, দূরবর্তী তুন্দ্রা লোকালয়, বিমানবন্দর, রাস্তা ও অন্যান্য জনসাধারণের স্থানগুলিতে এবং টেলিফোনে সেই সম্বন্ধে কথা বলতে দেখতে পাবেন। কেন এইধরনের বিভিন্ন স্থানগুলিতে?
অর্থনৈতিক এবং জনসংখ্যাগত অবস্থার দ্বারা আরোপিত পরিবর্তিত জীবনধারা লোকেদের ঘরে পাওয়াকে এক প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন করে। অনেক ক্ষেত্রে, পরিবারের মৌলিক বস্তুগত চাহিদাগুলি পূরণ করার জন্য স্বামীস্ত্রী উভয়েই চাকরি করেন ফলে প্রায়ই আধ্যাত্মিক চাহিদাগুলি উপেক্ষিত হয়। এইধরনের চাপ ও পীড়নগুলির মধ্যে, আশার এক উৎসাহজনক বার্তা তাদের অত্যন্ত প্রয়োজন। যিহোবার সাক্ষীরা আনন্দের সাথে সাড়া দেন। বিচক্ষণতা ও দয়া প্রয়োগ করে, তারা এক আবেদনমূলক, চিন্তাউদ্রেককারী উপায়ে সকল ধরনের লোকেদের কাছে সুসমাচার নিয়ে যাওয়ার সুযোগগুলি সৃষ্টি করেন।—১ তীমথিয় ২:৩, ৪.
অন্যান্য ভাষাগুলিতে: যীশু যখন তাঁর অনুগামীদের ‘গিয়া . . . সমুদয় জাতিকে শিষ্য করিতে’ আজ্ঞা দিয়েছিলেন, তখন তিনি সমস্ত ভাষার লোকেদের কাছে আশার বার্তা নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যমী এবং দৃঢ়সংকল্প হওয়াকে অনুমোদন করেছিলেন। (মথি ২৮:১৯) অনেক দেশের মত, কানাডাও বিভিন্ন সংস্কৃতি ও ভাষার এক মিশ্রস্থলে পরিণত হয়েছে এবং অনেক রাজ্য ঘোষণাকারীগণ নতুন ভাষাগুলি শেখার দ্বারা নিজেদের উপযোগী করেছেন।
উদাহরণস্বরূপ, আলবার্টার এডমনটনে পূর্ণ সময় পরিচর্যাকারী এক দম্পতি তাদের শহরে যারা ম্যানডারিন চিনা ভাষায় কথা বলেন তাদের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। কিন্তু, প্রথমে দম্পতিটির ভাষা জানার প্রয়োজন ছিল, তাই তারা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সাথে যোগাযোগ করেছিলেন যিনি ম্যানডারিন ভাষায় কথা বলতেন। তিনি তাদের ভাষাটি শিক্ষা দেওয়ার এবং একই সময়ে তাদের কাছ থেকে বাইবেলের সত্যগুলি জানার জন্য সম্মত হয়েছিলেন। কী এক আদর্শ পরিস্থিতি! ২৪ মাসের মধ্যেই এই দুইজন উৎসর্গীকৃত রাজ্য ঘোষণাকারী ম্যানডারিন ভাষায় শিক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। একই সময়ে, তাদের শিক্ষক/ছাত্রটি খ্রীষ্টীয় বাপ্তিস্মের জন্য যোগ্য হয়ে উঠেছিলেন।
অন্যান্য শহরগুলিতে অনুরূপ অভিজ্ঞতাগুলি উপভোগ করা হচ্ছে যখন রাজ্য ঘোষণাকারীগণ প্রেমের দ্বারা পরিচালিত হয়ে পোলিশ, রুশ এবং ভিয়েতনামীয় ভাষাগুলি শেখেন।
রাস্তায়: গত শতাব্দীর পনি এক্সপ্রেস অশ্বারোহী যারা একাই ভ্রমণ করতেন তাদের মত, কিছু রাজ্য ঘোষণাকারীগণও ব্রিটিশ কলম্বিয়ার প্রত্যন্ত অঞ্চলে একা ভ্রমণ করেন। ঝোপজঙ্গলের মধ্যে দিয়ে করাতকলগুলিতে বিশাল গাছের গুঁড়ি ভর্তি লরিগুলিকে চালিয়ে নিয়ে যাওয়ার কাজে তাদের অনেক সময় ব্যয় হয়। এর জন্য অন্য লরি চালকদের সাথে সিবি (সিটিজেন ব্যান্ড) বেতারের দ্বারা অবিরত যোগাযোগ, যানবাহন চলাচল এবং রাস্তার বিপদগুলি সম্বন্ধে কথাবার্তা বলার প্রয়োজন হয়।
সৃজনশীলতার সাথে, এই রাজ্য ঘোষণাকারীগণ তাদের সিবি বেতারগুলিকে এক অনুপম উপায়ে ব্যবহার করেন। চলতি ঘটনাবলি উল্লেখ করার দ্বারা তারা সিবি-তে আলোচনা শুরু করেন। তারপর তারা দক্ষতার সাথে বাইবেলের বিষয় উল্লেখ করে থাকেন। একটি ঘটনায় একজন সহলরিচালক মৃতদের জন্য বাইবেল যে আশার কথা বলে তার প্রতি সাড়া দিয়েছিলেন। (যোহন ৫:২৮, ২৯; প্রেরিত ২৪:১৫) রাজপথের একটি দুর্ঘটনায় একজন সহচালকের মৃত্যু তাকে গভীরভাবে মর্মাহত করেছিল। কৃতজ্ঞতার সাথে তিনি বাইবেল অধ্যয়ন করতে সম্মত হয়েছিলেন এবং এখন তাকে সহকর্মী ও বন্ধুদের কাছে সুসমাচার ঘোষণা করতে শোনা যায়। এছাড়াও, তিনি আনন্দিত হয়ছিলেন যখন তার মৃত বন্ধুর বিধবা স্ত্রীর সাথে বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল। এই অসাধারণ উপায়ে জীবনদানকারী সত্যের বার্তা উপস্থাপন করতে পদক্ষেপ নেওয়ার কী এক পুরস্কার!
আকাশ পথে: সত্যের মূল্যবান বার্তাটি ঘোষণা করার জন্য, উদ্যোগী রাজ্য ঘোষণাকারীগণ যেখানে লোকেরা রয়েছেন সেখানেই যান, ছোট বিমানগুলিতে করে “গ্রামে প্রবেশ” করেন। (মথি ১০:১১, ১২) কিছুদিন আগে, দুটি বিমান দল সুসমাচার ঘোষণা করার জন্য উদ্যোগের দ্বারা পরিচালিত হয়ে তাদের নিজেদের খরচে, তুন্দ্রা প্রান্তরের বিশাল অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাসকারী লোকেদের কাছে উড়ে গিয়েছিলেন। প্রতিটি বিমান দল প্রায় ৩,০০০ কিলোমিটার পাড়ি দিয়েছিলেন এবং সুমেরুবৃত্তের ২৫০ কিলোমিটারের মধ্যে গিয়ে ১৪টি বিভিন্ন লোকালয়ে অবতরণ করেছিলেন। এই অক্লান্ত ঘোষণাকারীগণ ব্যাপক দূরত্বের দ্বারা বিচ্ছিন্ন লোকেদের কাছে পৌঁছানোর জন্য একটানা সাতদিন যাত্রা চালিয়ে গিয়েছিলেন।
আর এই সমস্ত কি যথাযোগ্য ছিল? এই লোকালয়গুলিতে বাইবেল বার্তা যে ইতিবাচক প্রভাব ফেলেছিল কেবল সেই বিষয়ে চিন্তা করুন। ভ্রমণকারী পরিচারকেরা এক অত্যাবশ্যক আধ্যাত্মিক চাহিদাকে পূর্ণ করতে সাহায্য করেছিলেন যখন তারা নিকট ভবিষ্যতে এক পরমদেশ পৃথিবীর জন্য যিহোবার উদ্দেশ্য ব্যক্ত করেছিলেন। (মথি ৫:৩) বার্তাবাহকেরা চলে আসার অনেক দিন পরেও, লোকালয়গুলির সৎহৃদয়বান ব্যক্তিরা ৫৪২টি বাইবেল ও বাইবেল অধ্যয়ন সহায়ক এবং ৩,০০০টি পত্রিকা থেকে পড়তে সমর্থ হবেন যা তাদের কাছে অর্পণ করা হয়েছিল।—প্রেরিত ১২:২৪ পদের সাথে তুলনা করুন।
টেলিফোনের মাধ্যমে: শহরে বসবাসকারী হাজার হাজার ব্যক্তিরা অট্টালিকায় বাস করেন যেগুলির উচ্চ-প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তৎসত্ত্বেও, উৎসর্গীকৃত রাজ্য ঘোষণাকারীগণ উদ্যোগ ও বিচক্ষণতার সাথে অগ্রসর হয়েছিলেন। কিভাবে তারা সেখানে যেতে সমর্থ হন যেখানে এই লোকেরা রয়েছেন? মুখোমুখি সাক্ষাৎ করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হলেও, প্রায়ই অট্টালিকা লবির ইন্টারকম সফলতার সাথে ব্যবহার করা হয়ে থাকে। এটি যখন সম্ভব হয় না, তখন তারা টেলিফোন নির্দেশক ব্যবহার করে টেলিফোনে যোগাযোগ করে থাকেন।
একদিন সকালে একজন বয়স্ক মহিলা তার টেলিফোনে সাড়া দিয়েছিলেন। এক সংক্ষিপ্ত, মার্জিত শুভেচ্ছা বিনিময়ের পরে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি এমন একটি সময় কখনও আসবে বলে মনে করেন যখন লোকেরা রাতে রাস্তায় নিরাপদে হাঁটতে পারবেন। ভবিষ্যতে প্রচুর শান্তি থাকবে সেই সম্বন্ধে তাকে নিশ্চিত করার জন্য শাস্ত্রপদগুলি পড়া হয়েছিল। (গীতসংহিতা ৩৭:১০, ১১; দানিয়েল ২:৪৪; মথি ৬:৯, ১০) তিনি পরবর্তী সপ্তাহে ওই একই সময়ে, কেন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাগুলিতে বিশ্বাস করতে পারি সেই বিষয়ে আলোচনা করার জন্য টেলিফোনে কথোপকথন করতে সম্মত হয়েছিলেন। টেলিফোনে বাইবেল অধ্যয়ন সহায়ক থেকে অনুচ্ছেদগুলি পড়া ও উপযুক্ত প্রশ্নগুলি জিজ্ঞাসা করার মাধ্যমে, এক মাস বাইবেল অধ্যয়ন করার পর, রাজ্য ঘোষণাকারীটি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন উপস্থাপনা উপস্থিত করার জন্য এই মহিলার কাছ থেকে প্রশংসা লাভ করেছিলেন। তখন অধ্যয়ন বইটি সম্বন্ধে বর্ণনা এবং তাকে একটি ব্যক্তিগত প্রতিলিপি প্রদান করার উপযুক্ত সময় এসেছিল। দুজনের ব্যক্তিগতভাবে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। সত্যই, যিহোবার সাক্ষীরা লোকেদের জন্য তাদের প্রেম প্রকাশ করেছেন এবং লোকেরা সাড়া দিচ্ছেন এই বিষয়টি উপলব্ধি করে যে যিহোবা এই খ্রীষ্টীয় প্রচারকদের সহবর্তী।—১ করিন্থীয় ১৪:২৫ পদের সাথে তুলনা করুন।
মুদ্রিত পৃষ্ঠার মাধ্যমে: প্রধানত ফরাসী-ভাষী প্রদেশ কুইবেকের রাজ্য ঘোষণাকারীগণও যেখানে লোকেরা রয়েছেন সেখানে যাচ্ছেন। একজন ভ্রমণ অধ্যক্ষ মন্তব্য করেছিলেন: “বছরের পর বছর ধরে গির্জার প্রচণ্ড বিরোধিতার কারণে ভাইরা মনে করেছিলেন যে তারা কোন অগ্রগতি করতে পারবেন না। কিন্তু ভাইদের অক্লান্ত পরিশ্রম ও তাদের পুনরাবৃত্ত সাক্ষাতের মাধ্যমে বাইবেল, যেটি প্রকৃতই এক অজানা পুস্তক ছিল আর খুব অল্প লোকেরাই সেটি পাঠ করত এখন অধিকাংশ গৃহে স্থান করে নিয়েছে।”
উত্তেজনাকর ফলগুলি উপভোগ করা হয়েছিল যখন চিকিৎসা ক্ষেত্র সহ কুইবেক সমাজের সকল স্তর থেকে নতুন সুসমাচার প্রচারকেরা আসেন। একজন চিকিৎসকের ক্ষেত্রে এরূপ হয়। তার স্ত্রী একজন রাজ্য ঘোষণাকারী যিনি প্রায়ই তার সাথে বাইবেলের আশা সম্বন্ধে আলোচনা করতেন। মণ্ডলীর একজন তৎপর প্রাচীন রক্ত কিভাবে আপনার জীবন রক্ষা করতে পারে? (ইংরাজি) ব্রোশারটি যখন অধ্যয়ন হচ্ছিল, তখন সেই চিকিৎসককে মণ্ডলীর সভায় আমন্ত্রণ জানাতে পদক্ষেপ নিয়েছিলেন। তিনি এসেছিলেন এবং এমনকি অংশগ্রহণও করেছিলেন। আলোচনার মান এবং আধ্যাত্মিক গভীরতা দ্বারা প্রভাবিত হয়ে, তিনি ব্যক্তিগতভাবে বাইবেল অধ্যয়ন করতে সম্মত হয়েছিলেন। এখন তিনিও একজন রাজ্য ঘোষণাকারী।
পত্রিকাগুলির ফলপ্রসূ ব্যবহার বাইবেলের প্রতি লোকেদের আকৃষ্ট করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেউই আগে থেকে জানেন না যে কোন্ প্রবন্ধটি একজনকে সত্যের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে সহায়ক হবে। একজন রাজ্য ঘোষণাকারী সচেতন থাক! পত্রিকার একটি সংখ্যা এক প্রতিবেশীকে দিয়েছিলেন যিনি বার্তা শুনতে চাইতেন না কিন্তু কীটপতঙ্গের জগতের প্রতি আগ্রহী ছিলেন। ১৯৯২ সালের ২২শে নভেম্বরের সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার “শ্যাগাস রোগ—এক মৃত্যু চুম্বন” প্রবন্ধের আলোকচিত্রটি তাকে কৌতূহলী করেছিল। তিনি যা পড়েছিলেন তার দ্বারা প্রভাবিত হয়ে তিনি আরও পত্রিকার জন্য অনুরোধ জানিয়েছিলেন। একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল এবং ছয় মাসের মধ্যে তিনি অন্যদের কাছে সাক্ষ্য দিতে শুরু করেছিলেন।
জনসাধারণের স্থানগুলিতে: কানাডার আইন জনসাধারণের স্থানগুলি যেমন বিমানবন্দরগুলিতে কথা বলার স্বাধীনতাকে অনুমোদন করে। হ্যালিফেক্স আন্তর্জাতিক বিমানবন্দরে, রাজ্য ঘোষণাকারীগণ বিমান উড্ডয়নের মধ্যবর্তী সময়ে বিচক্ষণতার সাথে ভ্রমণকারীদের নিকটে এগিয়ে যান ও তাদের সাথে কথোপকথন করেন। যথাসময়ে কথোপকথনকে বাইবেলের দিকে পরিচালিত করার জন্য মুখ্য প্রশ্নগুলি ব্যবহার করা হয়। যেহেতু তারা পকেট বাইবেল ও সাহিত্য নিয়ে যান, তাই তারা আধ্যাত্মিক চাহিদাগুলির প্রতি সাড়া দিতে পারেন। বিভিন্ন দেশ থেকে আগত শল্যচিকিৎসক, বিজ্ঞানী, আইনজ্ঞ, বিমান চালক, পাদ্রি, পুলিশ, ট্যাক্সি চালক, প্রকৌশলী, শিক্ষক, সামরিক কর্মী, এবং রাজনীতিবিদ্গণ তাদের মধ্যে রয়েছেন যারা এই উপায়ে রাজ্য বার্তা শুনেছেন এবং দূরবর্তী স্থানগুলিতে অঙ্কুরিত করার জন্য সত্যের বীজগুলি বহন করে নিয়ে গিয়েছেন।—কলসীয় ১:৬.
একদিন ভোরবেলায় বিমানবন্দরে, একজন ব্যক্তি প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলি গ্রহণ করেছিলেন। তিনি শান্ত, ধীর গলায় বলেছিলেন: “যিহোবার সাক্ষীরা যেন না হন!” কেন এইধরনের প্রতিক্রিয়া? তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান যিনি সবেমাত্র বিমানবন্দরের প্রার্থনালয় থেকে নমাজ পড়ে বের হয়েছিলেন। তিনি প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি ও সত্য দেখিয়ে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে মিনতি করেছিলেন। যিহোবার সাক্ষীরা তার প্রার্থনার এক ত্বরিত উত্তর ছিলেন সেই চিন্তা তাকে বিস্ময়াভিভূত করেছিল।
বাস্তবিকপক্ষে, কানাডার সাহসী রাজ্য ঘোষণাকারীগণ রাজ্যের মূল্যবান বার্তা উপস্থাপনার পথে কোন কিছুকেই বাধা হতে দেননি। তারা বিদেশী ভাষা, অসমতল নোংরা রাস্তা, দূরবর্তী লোকালয় অথবা উচ্চ নিরাপত্তাসম্বলিত শহরের অট্টালিকাগুলিকে তাদের নিবৃত্ত করতে অনুমোদন করেননি। তারা সৎহৃদয় সত্যের অন্বেষণকারীদের কাছে ঈশ্বরের জীবন বার্তা প্রদান করতে দৃঢ়সংকল্প। তাদের বিশ্বব্যাপী সহকার্যকারী ভ্রাতৃবর্গের সাথে, তারা যীশুর “গিয়া . . . শিষ্য কর” আজ্ঞাটি নিঃস্বার্থপরভাবে পালন করেন।—মথি ২৮:১৯.
[পাদটীকাগুলো]
a পনি এক্সপ্রেস ছিল যুক্তরাষ্টের এক ডাক ব্যবস্থা যা ১৮৬০ থেকে ১৮৬১ সালের সংক্ষিপ্ত ১৮ মাস সময়কালের মধ্যে অস্তিত্বে ছিল।
[২৭ পৃষ্ঠার বাক্স]
সফল রাজ্য ঘোষণাকারীগণ টেলিফোন ব্যবহার করেন
কেউ কেউ বলে থাকেন: “নমস্কার, আমার নাম [নাম বলুন]। আমি আপনার বাসভবনের লোকেদের সাথে কিভাবে শান্তি অর্জন করা যেতে পারে সেই বিষয়ে সংক্ষেপে কথা বলছিলাম। আপনি কি মনে করেন যে সমগ্র বিশ্বে কখনও শান্তি আসবে? [উত্তরের জন্য সুযোগ দিন।] আপনি যেন ভুল না বোঝেন তাই আমি বলতে চাই, আমি কোন কিছু জরিপ অথবা বিক্রি করছি না। বরং, প্রকৃতপক্ষে ঈশ্বরই যে শান্তি নিয়ে আসবেন সেই ধারণাটি পবিত্র শাস্ত্র থেকে বন্টন করছি।” তারপর কথোপকথন হয়ত এক সংক্ষিপ্ত শাস্ত্রীয় আলোচনার দিকে অগ্রসর হতে পারে।
অন্যেরা বলে থাকেন: “শুভ সন্ধ্যা। আমার নাম [নাম বলুন]। আমি আপনার এলাকায় একজন স্বেচ্ছাসেবক। আপনার বাসভবনে বসবাসকারী ব্যক্তিদের মতামত আমি সংগ্রহ করেছি। আমাদের এলাকায় বৃদ্ধিরত দৌরাত্ম্য ও অপরাধের পরিপ্রেক্ষিতে অনেকে ব্যক্তিগত নিরাপত্তা সম্বন্ধে উদ্বিগ্ন। এই বিষয়টি কি আপনাকেও উদ্বিগ্ন করে? [উত্তরের জন্য সুযোগ দিন।] আপনি কি মনে করেন যে কখনও এমন সময় আসবে যখন সমস্ত জগৎ নিরাপদ বোধ করবে?” উত্তরের জন্য অপেক্ষা করুন এবং একটি শাস্ত্রীয় বার্তার দ্বারা কথোপকথন চালিয়ে যান।