অল্পবয়সি ছেলেমেয়েদের জন্য
অনুগত বন্ধুদের যেভাবে খুঁজে পাওয়া যায়
করণীয় বিষয়গুলো: শান্ত পরিবেশে এই অনুশীলনীটা করো। শাস্ত্রপদগুলো পড়ার সময়, নিজেকে সেই ঘটনার এক অংশ হিসেবে কল্পনা করো। মনের চোখ দিয়ে দৃশ্যটা দেখো। কণ্ঠস্বর শোনো। চরিত্রগুলোর আবেগ-অনুভূতি অনুভব করো। বিবরণগুলোকে জীবন্ত হয়ে উঠতে দাও।
প্রধান চরিত্রগুলো: যোনাথন, দায়ূদ ও শৌল
সারাংশ: দায়ূদ গলিয়াৎকে হত্যা করার পর, যোনাথন দায়ূদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠেন
১ দৃশ্যটা বিশ্লেষণ করো।—১ শমূয়েল ১৭:৫৭–১৮:১১; ১৯:১; ২০:১-১৭, ৪১, ৪২ পদ পড়ো।
শৌলের চেহারা যেমন বলে তুমি কল্পনা করো, তা বর্ণনা করো। (সূত্র: ১ শমূয়েল ১০:২০-২৩ পদ দেখো।)
_______
তিনি যখন যোনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখন দায়ূদ সম্ভবত একজন কিশোর বয়সি ছিলেন। তার চেহারা কেমন ছিল বলে তুমি মনে করো? (সূত্র: ১ শমূয়েল ১৬:১২, ১৩ পদ দেখো।)
_______
১ শমূয়েল ২০ অধ্যায়ের শেষের দিকে তারা যখন আলাদা হয়ে গিয়েছিল, তখন দায়ূদ ও যোনাথনের গলার স্বরে কোন ধরনের আবেগ ছিল বলে তুমি অনুভব করো?
_______
২ আরও গবেষণা করো।
বিবরণ জানায় যে, “যোনাথনের প্রাণ দায়ূদের প্রাণে সংসক্ত হইল” অথবা কনটেমপোরারি ইংলিশ ভারসন যেমন বলে, “দায়ূদ ও যোনাথন সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিল।” (১ শমূয়েল ১৮:১) দায়ূদের কোন গুণাবলি ছিল যেগুলো হয়তো যোনাথনকে তার নিকটবর্তী করেছিল? (সূত্র: ১ শমূয়েল ১৭:৪৫, ৪৬ পদ দেখো।)
_______
বয়সের দিক দিয়ে দায়ূদ ও যোনাথনের মধ্যে প্রায় ৩০ বছরের পার্থক্য ছিল। বয়সের পার্থক্য সত্ত্বেও, কোন বিষয়গুলো তাদেরকে “সবচেয়ে ভালো বন্ধু” হয়ে উঠতে সাহায্য করেছিল বলে তুমি মনে করো?
_______
এই রোমাঞ্চকর বিবরণে যেমন দেখানো হয়েছে, একজন প্রকৃত বন্ধুর কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট্য কী? (সূত্র: হিতোপদেশ ১৭:১৭; ১৮:২৪ পদ দেখো।)
_______
কেন যোনাথন দায়ূদের প্রতি তার আনুগত্যকে, তার নিজের বাবার প্রতি তার আনুগত্যের ঊর্ধ্বে স্থাপন করেছিলেন?
_______
৩ তুমি যা শিখেছ, তা কাজে লাগাও। নীচের বিষয়গুলো সম্বন্ধে তুমি কী শিখেছ, তা লেখো . . .
বন্ধুত্ব।
_______
আনুগত্য।
_______
বয়স্ক ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব।
_______
কীভাবে তুমি সবচেয়ে ভালো ধরনের বন্ধুদের আকৃষ্ট করতে পারো?
_______
৪ এই বিবরণের কোন বিষয়টাকে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করো এবং কেন?
_______
(w১০-E ০৭/০১)
তোমার কাছে যদি কোনো বাইবেল না থাকে, তাহলে যিহোবার সাক্ষিদের কাছে একটি বাইবেল চাইতে পারো অথবা www.watchtower.org-তে অনলাইনে বাছাইকৃত ভাষাগুলোতে তা পড়তে পারো