যিহোবার গৃহের মহত্তর প্রতাপ
“আমি এই গৃহ প্রতাপে পরিপূর্ণ করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।”—হগয় ২:৭.
১. পবিত্র আত্মা কিভাবে বিশ্বাস এবং কাজের সাথে সম্পর্কযুক্ত?
গৃহ থেকে গৃহে প্রচার কাজ করার সময়ে, একজন যিহোবার সাক্ষী বোন পেন্টিকস্ট দলের এক মহিলার সাথে সাক্ষাৎ করেন পান যিনি মন্তব্য করেছিলেন, ‘আমাদের পবিত্র আত্মা আছে, কিন্তু আপনারা সেই লোক যারা কাজটি করছেন।’ কৌশলে, তার কাছে এটি ব্যাখ্যা করা হয়েছিল যে একজন ব্যক্তি যার পবিত্র আত্মা রয়েছে, সে স্বাভাবিকভাবেই ঈশ্বরের কাজ করতে প্রণোদিত হবে। যাকোব ২:১৭ পদ বলে: “বিশ্বাসও কর্ম্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত।” যিহোবার আত্মার সাহায্যে, তাঁর সাক্ষীরা দৃঢ় বিশ্বাস গড়ে তুলেছে এবং তিনি তাদের ধার্মিক কাজের জন্য নিযুক্ত করে ‘তাঁর গৃহ প্রতাপে পরিপূর্ণ’ করেছেন—প্রধানত ‘সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করে।’ যখন এই কাজ যিহোবার সন্তোষজনক পর্যায় পর্যন্ত সম্পন্ন হবে “তখন শেষ উপস্থিত হইবে।”—মথি ২৪:১৪.
২. (ক) যিহোবার কাজে নিজেদের নিমগ্ন করা কী আশীর্বাদ নিয়ে আসবে? (খ) যে কোন আপাত “বিলম্ব” সম্পর্কে আমাদের কেন আনন্দিত হওয়া উচিত?
২ যীশুর এই বাক্যগুলি থেকে, আমরা উপসংহারে আসি যে আজকে আমাদের কাজ অবশ্যই অন্যদের কাছে “পরম ধন্য [“সুখী,” NW] ঈশ্বরের সেই গৌরবের সুসমাচারের” প্রচারের উপর কেন্দ্রীভূত হবে যা আমাদের কাছে গচ্ছিত হয়েছে। (১ তীমথিয় ১:১১) যতই আমরা আনন্দের সাথে যিহোবার পরিচর্যায় নিজেদের নিমগ্ন করব, ততই দ্রুত শেষ উপস্থিত হবে। হবক্কূক ২:২, ৩ পদে, আমরা যিহোবার বাক্যগুলি এইভাবে পড়ি: “এই দর্শনের কথা লিখ, সুস্পষ্ট করিয়া ফলকে খুদ, যে পাঠ করে, সে যেন দৌড়িতে পারে। কেননা এই দর্শন এখনও নিরূপিত কালের নিমিত্ত, ও তাহা পরিনামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না; তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা কর, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না।” হ্যাঁ, “এই দর্শন” সত্য হবে “তাহার বিলম্ব হইলেও।” এই সময়ে যীশুর রাজ্য শাসনের ৮৩তম বছরে, কেউ কেউ হয়ত মনে করতে পারে আমরা এখন বিলম্বের কালে রয়েছি। তথাপি, শেষ এখনও আসেনি বলে আমাদের কি আনন্দিত হওয়া উচিত নয়? ১৯৯০ এর এই দশকে, পূর্ব ইউরোপ, আফ্রিকার কিছু অংশ এবং অন্যান্য দেশগুলিতে সুসমাচার প্রচারের উপর বাধানিষেধ তুলে নেওয়া হয়েছে, যা অলৌকিক বলে মনে হয়। এই আপাতদৃষ্ট “বিলম্ব” সম্প্রতি উন্মুক্ত এলাকাগুলি থেকে আরও অধিক “মেষ”-কে একত্রিত হওয়ার জন্য সময় করে দিচ্ছে।—যোহন ১০:১৬.
৩. ‘এই বংশ’ সম্বন্ধে আমাদের আধুনিক বোধগম্যতার কেন ঈশ্বরের কাজ তৎপরতার সাথে করতে আমাদের উদ্দীপিত করা উচিত?
৩ “যথাকালে বিলম্ব করিবে না,” ভাববাদী বলেন। যীশু বলেছিলেন যে বর্তমান দুষ্ট বংশের লোপ হবে না যে পর্যন্ত না “এ সমম্ত সিদ্ধ হয়।” (মথি ২৪:৩৪) তাঁর বাক্যগুলি সম্বন্ধে আমাদের আধুনিক বোধগম্যতা কি এই অর্থ করে যে আমাদের প্রচার কাজ ততটা জরুরী নয়?a ঘটনাগুলি দেখায় যে বিষয়টি ঠিক তার বিপরীত! আমাদের সমসাময়িক বংশ দুষ্টতা এবং দুর্নীতিতে নিমগ্ন হচ্ছে যা পূর্বের সমস্ত ইতিহাসের সাথে অতুলনীয়। (তুলনা করুন প্রেরিত ২:৪০.) আমাদের কাজে আমাদের তৎপর হওয়া উচিত। (২ তীমথিয় ৪:২) মহাক্লেশের সময় সম্বন্ধে সমস্ত ভবিষ্যদ্বাণীগুলি দেখায় যে এটি হঠাৎ, মুহূর্তমধ্যে, গোপনভাবে আসবে—চোরের ন্যায়। (১ থিষলনীকীয় ৫:১-৪; প্রকাশিত বাক্য ৩:৩; ১৬:১৫) “এই জন্য তোমরাও প্রস্তুত থাক, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্ত্র আসিবেন।” (মথি ২৪:৪৪) যেহেতু মানবজাতির এই ঈশ্বরবিহীন বংশ সম্পূর্ণ ধ্বংসে প্রবেশের অপেক্ষায়, তাই জাগতিক বিক্ষেপের “কাদায় গড়াগড়ি দিতে” ফিরে যাওয়ার মাধ্যমে আমাদের অনন্ত জীবনের মহামূল্যবান আশাকে বর্জন করতে চাওয়া নিশ্চিতভাবেই উচিত নয়!—২ পিতর ২:২২; ৩:১০; লূক ২১:৩২-৩৬.
৪. কোন্ পরিস্থিতিতে “উপযুক্ত সময়ে খাদ্য” সরবরাহ বৃদ্ধি করার প্রয়োজন হয়ে পড়েছে এবং কিভাবে এই চাহিদা পূরণ করা হয়েছে?
৪ যীশুর ভবিষ্যদ্বাণীর সত্যতাস্বরূপ, ১৯১৪ সালে “যাতনার আরম্ভ মাত্র” শুরু হয় যখন মানবজাতি “যুগান্তের” মধ্যে প্রবেশ করে। বর্তমান দিন পর্যন্ত দুঃখগুলি ও বিপর্যয়মূলক ঘটনাগুলি এবং অধর্মের বৃদ্ধি পেয়েছে। (মথি ২৪:৩-৮, ১২) একই সময়ে, যিহোবা অভিষিক্ত বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস শ্রেণীকে তাদের প্রভু, খ্রীষ্টের পরিজনদের জন্য “উপযুক্ত সময়ে” আধ্যাত্মিক “খাদ্য” সরবরাহ করার জন্য নিযুক্ত করেছেন। (মথি ২৪:৪৫-৪৭) স্বর্গে তাঁর সিংহাসন থেকে, এই মশীহ রাজা এখন পৃথিবীব্যাপী এক অপূর্ব আধ্যাত্মিক খাদ্যের কার্যক্রম পরিচালনা করছেন।
পর্যাপ্ত “খাদ্যের . . . অংশ”
৫. ‘খাদ্যের’ মূল উপাদানের প্রতি কোন্ মনোযোগ প্রদান করা হচ্ছে?
৫ “খাদ্যের . . . অংশ” প্রস্তুতকরণের বিষয়টি বিবেচনা করুন। (লূক ১২:৪২) খ্রীষ্টীয় খাদ্য তালিকার মূল উপাদানটি হচ্ছে ঈশ্বরের বাক্য, বাইবেল। কার্যকারীভাবে বাইবেলকে শিক্ষা দেওয়ার জন্য, একটি সহজপাঠ্য, সঠিক অনুবাদ হল প্রাথমিক চাহিদা। বহু বছর ধরে এই চাহিদা ক্রমবর্ধমানভাবে পরিপূর্ণতা লাভ করেছে, বিশেষভাবে এটি ১৯৫০ সালে শুরু হয় যখন খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ ইংরাজিতে প্রকাশ হয়। ১৯৬১ সালের মধ্যে সম্পূর্ণ বাইবেলের নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) প্রাপ্তিসাধ্য হয় এবং শীঘ্রই অন্যান্য প্রধান ভাষাগুলিতে সংস্করণগুলি প্রকাশিত হয়। ১৯৯৬ সালের পরিচর্যা বছরে ৩টি খণ্ড প্রকাশ করা হয় যেটি ঐ সর্বমোট সংখ্যাকে ২৭-এ পৌঁছে দেয়, যার মধ্যে ১৪টি সম্পূর্ণ বাইবেল। বাইবেল এবং সেই সাথে বাইবেল সহায়ক সাহিত্যাদির এই কাজ সম্পাদন করার জন্য, প্রায় ১,১৭৪ জন উৎসর্গীকৃত খ্রীষ্টানেরা এখন ৭৭টি দেশে অনুবাদের জন্য পূর্ণ-সময় কাজ করছেন।
৬. সোসাইটি বাইবেল প্রকাশনাদির চাহিদা কিভাবে পূরণ করেছে?
৬ অনুবাদকদের এই বাহিনীকে কাজের সমর্থনের জন্য, ওয়াচ টাওয়ার সোসাইটির ২৪টি মুদ্রণ শাখা উত্তরোত্তর অধিকতর পরিমাণে প্রকাশনাদি মুদ্রিত করে আসছে। এই উদ্দেশ্যে, অতিরিক্ত উৎপাদনক্ষম রোটারি প্রেসগুলি প্রধান শাখাগুলিতে স্থাপন করা হচ্ছে। প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকাগুলির মুদ্রণ প্রত্যেক মাসে বৃদ্ধি পেয়ে, যুক্তভাবে সর্বমোট ৯৪,৩৮,৯২,৫০০ কপিতে পৌঁছেছে, যা এই বছরের জন্য শতকরা ১৩.৪ ভাগ বৃদ্ধি। কেবলমাত্র ইতালী, কোরিয়া, জাপান, জার্মানী, ফিনল্যাণ্ড, ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রতে বাইবেল ও শক্ত বাঁধানো বইগুলির মুদ্রণ ১৯৯৬ সালে ৭,৬৭,৬০,০৯৮ কপি হয় যা ১৯৯৫ সালের তুলনায় শতকরা ৪০ ভাগ বৃদ্ধি। অন্যান্য শাখাগুলিও সাহিত্যাদি মুদ্রণের সর্বাঙ্গীণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
৭. যিশাইয় ৫৪:২ পদ কিভাবে এখন অধিকতর জরুরী?
৭ ১৯৯০ এর দশকে পূর্ব ইউরোপ এবং আফ্রিকায় যিহোবার সাক্ষীদের উপর বাধানিষেধ অপসারিত হওয়ার ফলে অত্যধিক বৃদ্ধির প্রয়োজন হয়েছে। এই স্থানগুলিতে আধ্যাত্মিক খাদ্যের ক্ষুধা প্রবল। তাই এই আহ্বান আরও অধিকতর তৎপরতার সাথে প্রতিধ্বনিত হচ্ছে: “তুমি আপন তাম্বুর স্থান পরিসর কর, তোমার শিবিরের যবনিকা বিস্তারিত হউক, ব্যয়শঙ্কা করিও না; তোমার রজ্জু সকল দীর্ঘ কর, তোমার গোঁজ সকল দৃঢ় কর।”—যিশাইয় ৫৪:২.
৮. কোন্ উদার প্রতিক্রিয়া আর্থিক সমর্থন যোগাতে সাহায্য করছে?
৮ এই কারণে, সমিতির ১০৪টি শাখার অনেকগুলিতে সুযোগসুবিধা প্রসারিত করার প্রয়োজন হয়ে পড়েছে। নতুন উন্মুক্ত এলাকাগুলিতে কঠোর অর্থনৈতিক অবস্থার কারণে, এই সম্প্রসারণের জন্য ব্যয়ের এক বিরাট অংশ অধিকতর বিত্তবান দেশগুলি থেকে বিশ্বব্যাপী কাজ করার জন্য প্রদত্ত দানের মাধ্যমে পূরণ করা হয়। আনন্দের বিষয় যে, মণ্ডলীগুলি এবং ব্যক্তিরা সর্বান্তকরণে সাড়া দিয়ে চলেছে, যাত্রাপুস্তক ৩৫:২১ পদের প্রকৃত অর্থানুসারে: “আর যাহাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হইল, তাহারা সকলে . . . সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল।” যারা এই উদার দানে অংশগ্রহণ করে আসছেন তাদের এই সুযোগে আমরা ধন্যবাদ জানাই।—২ করিন্থীয় ৯:১১.
৯. রোমীয় ১০:১৩, ১৮ পদ আজকে কিভাবে পরিপূর্ণতা লাভ করছে?
৯ ১৯৯৬ সালব্যাপী ওয়াচ টাওয়ার সোসাইটির প্রকাশনাদি প্রকৃতপক্ষেই যিহোবার নাম এবং উদ্দেশ্যগুলিকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রতাপান্বিত করেছে। ঠিক যেমন প্রেরিত পৌল ভাববাণী করেছিলেন। যোয়েলের ভবিষ্যদ্বাণী এবং ১৯ গীত উদ্ধৃত করে, তিনি লিখেছিলেন: “‘যে কেহ প্রভুর [“যিহোবার,” NW] নামে ডাকে, সে পরিত্রাণ পাইবে।’ কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় নাই? পাইয়াছে বই কি! ‘তাহাদের স্বর ব্যাপ্ত হইল সমস্ত পৃথিবীতে, তাহাদের বাক্য জগতের সীমা পর্য্যন্ত।’” (রোমীয় ১০:১৩, ১৮) এইভাবে যিহোবার মহামূল্যবান নামের উচ্চপ্রশংসা করার মাধ্যমে, তাঁর লোকেরা তাঁর উপাসনার গৃহকে প্রতাপে পরিপূর্ণ করতে এক তৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে, কিভাবে এই ঘোষণা ১৯৯৬ সালে সুনির্দিষ্টভাবে সমৃদ্ধিলাভ করেছে? দয়া করে ১৮ থেকে ২১ পৃষ্ঠার মধ্যে দেওয়া তালিকাটি পরীক্ষা করুন।
জগদ্ব্যাপী শস্য সংগ্রহ
১০. যিহোবার লোকেদের কার্যধারায় আপনি কোন্ উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করছেন, যেমন ১৮ থেকে ২১ পৃষ্ঠার তালিকায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে?
১০ লূক ১০:২ পদে প্রাপ্ত যীশুর বাক্যগুলি কখনও এত প্রবল তাৎপর্য বহন করেনি: “শস্য প্রচুর বটে, কিন্তু কার্য্যকারী লোক অল্প; অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন।” আপনি কি এই আহ্বানে সাড়া দিচ্ছেন? পৃথিবীর চতুর্দিকে লক্ষ লক্ষ ব্যক্তিরা সাড়া দিচ্ছে। ৫৪,১৩,৭৬৯ জন রাজ্য প্রকাশকদের সর্বোচ্চ শীর্ষ সংখ্যা দ্বারা এটি প্রমাণিত হয় যারা ১৯৯৬ সালে ক্ষেত্র পরিচার্যার রিপোর্ট করে। অধিকন্তু, ৩,৬৬,৫৭৯ জন নতুন ভাই এবং বোনেরা বাপ্তিস্মিত হয়। “সর্ব্বজাতির মনোরঞ্জন বস্তুসকল,” যারা এখন ‘যিহোবার উপাসনা গৃহ প্রতাপে পরিপূর্ণ করতে’ অংশগ্রহণ করছে তাদের আমরা কতই না মূল্যবান হিসাবে গণ্য করি!—হগয় ২:৭.
১১. আমাদের সকলের কেন অত্যন্ত আনন্দিত হওয়ার কারণ রয়েছে?
১১ সম্প্রতি উন্মুক্ত ক্ষেত্রগুলিতে সম্প্রসারণের রিপোর্টগুলি কম উল্লেখযোগ্য নয়। যারা এখন এইরূপ বৃদ্ধি উপভোগ করছে তাদের প্রতি আমাদের অন্যান্যেরা কি ঈর্ষান্বিত? বিপরীতে, তাদের সাথে আমরা আনন্দ করি। সমস্ত দেশের আরম্ভ ক্ষুদ্র ছিল। হগয়ের সমসাময়িক ভাববাদী, সখরিয়, লিখেছিলেন: “ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করিয়াছে?” (সখরিয় ৪:১০) আমরা সেই সমস্ত দেশের জন্য অত্যন্ত আনন্দিত যেখানে সাক্ষ্যদানের কাজ সুপ্রতিষ্ঠিত, সেখানে এখন লক্ষ লক্ষ রাজ্যের প্রকাশকেরা রয়েছে আর এলাকাগুলিতে প্রায়ই সম্পূর্ণভাবে করা হয়েছে, এমনকি অনেক বড় শহরগুলিতে প্রত্যেক সপ্তাহে। যখন যিহোবা পূর্বে প্রতিকূল অবস্থা বিরাজকৃত এলাকাগুলিতে পরিত্রাণের সুযোগ প্রসারিত করেছেন তখন আমাদের শিথিল হয়ে যাওয়ার কি কোন কারণ রয়েছে? কখনও না! “ক্ষেত্র জগৎ,” যীশু বলেছিলেন। (মথি ১৩:৩৮) এক ব্যাপক সাক্ষ্য অবশ্যই ক্রমাগত দিতে হবে, ঠিক যেমন প্রাথমিক শিষ্যেরা যিহূদী বিধিব্যবস্থার শেষ সময়েও এক ব্যাপক সাক্ষ্য দিয়েছিলেন।—প্রেরিত ২:৪০; ১০:৪২; ২০:২৪; ২৮:২৩.
সর্বদা এগিয়ে যাওয়া
১২. “সম্মুখ দিকে” এগিয়ে যাওয়ার কোন্ উদ্দীপক আমাদের আছে? (“‘পৃথিবীর প্রান্ত হইতে’ শস্য সংগ্রহ করা” বাক্সটিও লক্ষ্য করুন।)
১২ হ্যাঁ, আমরা অবশ্যই দ্রুত গতিতে, যিহোবার দূতেদের স্বর্গীয় রথের সাথে “সম্মুখ দিকে” এগিয়ে যাব। (যিহিষ্কেল ১:১২) আমাদের পিতরের বাক্যগুলি স্মরণে আছে: “প্রভু [“যিহোবা,” NW] নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন—যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে—কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্ত্তন পর্য্যন্ত পঁহুছিতে পায়, এই তাঁহার বাসনা।” (২ পিতর ৩:৯) আসুন আমরা অর্থনৈতিকভাবে দরিদ্র দেশগুলিতে আমাদের ভাইয়েদের দৃষ্টান্তমূলক উদ্যোগের দ্বারা উদ্দীপিত হই। হর্মাগিদোন আরম্ভ হওয়ার যে কোন আপাত বিলম্ব এই দেশগুলি থেকে শত সহস্র ব্যক্তিদের একত্রিত হতে এবং সম্পূর্ণভাবে-কাজ করা এলাকাগুলি থেকেও অনেককে একত্রিত হতে সুযোগ দিচ্ছে। এই বিষয়ে কোন ভুল করবেন না: “সদাপ্রভুর মহাদিন নিকটবর্ত্তী, তাহা নিকটবর্ত্তী, অতি শীঘ্র আসিতেছে।” (সফনিয় ১:১৪) এক ব্যাপক চূড়ান্ত সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আমাদেরও শীঘ্র করা উচিত!
১৩, ১৪. (ক) ১৯৯৬ সালব্যাপী প্রকাশনাদির বিতরণ সম্বন্ধে কী বলা যায়? (খ) প্রতি বছর মণ্ডলীগুলি কী বিশেষ পরিকল্পনা করতে পারে এবং আপনি তাতে অংশগ্রহণ করতে কিভাবে পরিকল্পনা করছেন?
১৩ যদিও পরিচর্যা তালিকায় বিশদ বর্ণনা দেখতে পাওয়া যায় না, কিন্তু গত বছরে বাইবেল, বই এবং পত্রিকা বিতরণের ক্ষেত্রে লক্ষণীয় বৃদ্ধি হয়েছে। উদাহরণস্বরূপ, জগদ্ব্যাপী পত্রিকা অর্পণ শতকরা ১৯ ভাগ বৃদ্ধি প্রদর্শন করে, সর্বমোট ৫৪,৩৬,৬৭,৯২৩ কপি অর্পণ করা হয়েছে। আমাদের পত্রিকাগুলি বহুমুখী প্রচার কাজকে সহজসাধ্য করে—রাস্তায়, পার্কে, বাসস্টপে, ব্যবসায়িক এলাকাগুলিতে। রিপোর্ট ইঙ্গিত করে যে কিছু এলাকা যেখানে প্রায়ই রাজ্য প্রচার করা হয়েছে, সেখানকার পেশাদার লোকেরা আমাদের পত্রিকার গুণমান দেখে প্রভাবিত হয়েছে এবং বাইবেল অধ্যয়ন দ্বারা গ্রহণ করছে।
১৪ প্রত্যেক বছর এপ্রিল মাসে, মণ্ডলীগুলি সাধারণতঃ বিশেষ পত্রিকা কার্যধারার ব্যবস্থা করে, যার অন্তর্ভুক্ত সারাদিনব্যাপী গৃহ থেকে গৃহে এবং জনসাধারণের স্থানগুলিতে প্রচার-অভিযান চালানো। আপনার মণ্ডলী কি ১৯৯৭ সালের এপ্রিল মাসে এতে অংশগ্রহণ করবে? এপ্রিলের প্রহরীদুর্গ ও সচেতন থাক! (ইংরাজি) পত্রিকাগুলির উল্লেখযোগ্য সংখ্যাগুলি প্রস্তুত করা হয়েছে এবং জগদ্ব্যাপী একই সময়ে এর উপস্থাপনার নিশ্চয়ই প্রভাব বিস্তার করা উচিত! সাইপ্রাস দ্বীপে, মণ্ডলীগুলি “সম্ভাব্য সকলের কাছে রাজ্য সংবাদ পৌঁছে দিন” এই বাক্যটিকে তাদের স্লোগান হিসাবে ব্যবহার করে, এমনকি প্রতি মাসে এইরূপ তালিকাভুক্ত পত্রিকা কার্য অনুসরণ করে, ফলে সেই বছরে ২,৭৫,৩৫৯ কপি অর্পণের এক নতুন শীর্ষ সংখ্যায় পৌঁছায়, যা শতকরা ৫৪ ভাগ বৃদ্ধি।
হগয়ের শেষ বার্তা
১৫. (ক) হগয়ের মাধ্যমে যিহোবা কেন পরবর্তী বার্তা পাঠিয়েছিলেন? (খ) হগয়ের তৃতীয় বার্তা আমাদের কোন্ শিক্ষা প্রদান করে?
১৫ তাঁর দ্বিতীয় বার্তা প্রদান করার ৬৩ দিন পরে, যিহোবা তৃতীয় ঘোষণাসহ হগয়কে প্রেরণ করেছিলেন যেটি আমরা আজকে উপযুক্তভাবে হৃদয়ে গ্রহণ করতে পারি। হগয় এমনভাবে বলেছিলেন যেন যিহূদীরা তখন মন্দিরের ভিত্তি স্থাপন করছে, যা তারা প্রকৃতই ১৭ বছর পূর্বে করেছিল। পুনরায় যিহোবা পরিচ্ছন্ন করাকে উপযুক্ত মনে করেন। যাজক এবং লোকেরা নিজেদের কাজের প্রতি শিথিল হয়ে গিয়েছিল আর তাই যিহোবার দৃষ্টিতে অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল। এটি কি হতে পারে যে আজকে যিহোবার লোকেদের কয়েকজন শিথিল হয়ে পড়েছে, এমনকি নিজেদের জগতের সহনশীল এবং বস্তুবাদী পথগুলিতে জড়িত করে? যিহোবার নামকে প্রতাপান্বিত করতে আমাদের সকলের “অদ্যকার দিন অবধি” দৃঢ়সংকল্পবদ্ধ হওয়া জরুরী, তাঁর এই প্রতিজ্ঞার প্রতি আস্থাশীল হয়ে: “অদ্যাবধি আমি আশীর্ব্বাদ করিব।”—হগয় ২:১০-১৯; ইব্রীয় ৬:১১, ১২.
১৬. কোন্ ‘কম্পন’ আগতপ্রায় এবং এর ফল কী হবে?
১৬ সেই একই দিনে, হগয়ের কাছে “বাহিনীগণের সদাপ্রভু”-র বাক্য চতুর্থ এবং শেষবারের মত উপস্থিত হয়েছিল। তাঁর “আকাশমণ্ডল ও পৃথিবীকে কম্পান্বিত” করার সাথে কী জড়িত সেই সম্বন্ধে তিনি জানিয়েছিলেন এই বলে: “রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব, জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব, রথ ও রথারোহীদিগকে উল্টাইয়া ফেলিব, এবং অশ্ব ও অশ্বারোহিগণ আপন আপন ভ্রাতার খড়্গে পতিত হইবে।” (হগয় ২:৬, ২১, ২২) যখন যিহোবা হর্মাগিদোনের মাধ্যমে পৃথিবীকে সম্পূর্ণরূপে পরিষ্কৃত করবেন তখন ‘কম্পন’ পরিপূর্ণতার চরম পর্যায়ে পৌঁছাবে। এরমধ্যেই, নতুন জগতে মানব সমাজের কেন্দ্রবিন্দু গঠন করতে, “সর্ব্বজাতির মনোরঞ্জন বস্তু সকল” এসে পড়বে। আনন্দ করার এবং যিহোবার প্রশংসা করার কী কারণগুলিই না রয়েছে!—হগয় ২:৭; প্রকাশিত বাক্য ১৯:৬, ৭; ২১:১-৪.
১৭. যীশু কিভাবে ‘মুদ্রণার্থক অঙ্গুরীয়’ রূপে স্থাপিত হয়েছেন?
১৭ তার ভবিষ্যদ্বাণীর উপসংহারে, হগয় লেখেন: “বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন, হে . . . সরুব্বাবিল, . . . আমি তোমাকে মুদ্রণার্থক অঙ্গুরীয়স্বরূপ রাখিব; কেননা আমি তোমাকে মনোনীত করিয়াছি, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।” (হগয় ২:২৩) খ্রীষ্ট যীশু, এখন যিহোবার আক্ষরিক মশীহ রাজা এবং মহাযাজক, স্বর্গে কাজগুলি যুক্তভাবে করছেন যা অধ্যক্ষ সরুব্বাবিল এবং মহাযাজক যিহোশূয় পার্থিব যিরূশালেমে পৃথকভাবে করেছিলেন। যিহোবার ডান হাতের অধিকারপূর্ণ মুদ্রণার্থক অঙ্গুরীয়ের মত, যীশু হলেন এমন একজন ব্যক্তি যিনি “ঈশ্বরের . . . প্রতিজ্ঞা”-গুলিতে “হাঁ” করেছেন ও তা বাস্তবায়িত করতে যিহোবার উপকরণ হয়েছেন। (২ করিন্থীয় ১:২০; ইফিষীয় ৩:১০, ১১; প্রকাশিত ১৯:১০) বাইবেলের সম্পূর্ণ ভবিষ্যদ্বাণীমূলক বার্তা রাজা এবং যাজকীয় মুক্তির মূল্যদাতা হিসাবে খ্রীষ্ট সম্বন্ধীয় যিহোবার ব্যবস্থার উপর আলোকপাত করে।—যোহন ১৮:৩৭; ১ পিতর ১:১৮, ১৯.
১৮. “বাহিনীগণের সদাপ্রভু”-র উপসংহারমূলক উক্তি কিভাবে সতেজতামূলক পরিপূর্ণতা লাভ করবে?
১৮ সত্যই আমাদের দিনে, যিহোবার দীপ্তিমান আত্মিক মন্দিরে মহত্তর প্রতাপ দেখতে পাওয়া যায়! আর শীঘ্রই, যিহোবার দ্বারা শয়তানের সমস্ত বিধিব্যবস্থা দূর হওয়ার পর, হগয় ২:৯ পদের পরবর্তী আনন্দপূর্ণ পরিপূর্ণতা হবে: “এই স্থানে আমি শান্তি প্রদান করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।” অবশেষে শান্তি!—এক স্থায়ী, সর্বজনীন শান্তি, যিহোবার ‘মুদ্রণার্থক অঙ্গুরীয়’ দ্বারা নিশ্চয়তাপ্রাপ্ত, খ্রীষ্ট যীশু, “শান্তিরাজ” যার সম্বন্ধে লেখা হয়েছে: “কর্ত্তৃত্ববৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না, . . . বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে।” (যিশাইয় ৯:৬, ৭) যিহোবার উপাসনার গৃহের অনন্তকালীন প্রতাপ তাঁর সর্বজনীন সার্বভৌমত্বের শান্তিপূর্ণ রাজ্যের সর্বত্র প্রতিফলিত হবে। আমরা যেন সেই গৃহে সর্বদা অবস্থান করি!—গীতসংহিতা ২৭:৪; ৬৫:৪; ৮৪:১০.
[পাদটীকাগুলো]
a নভেম্বর ১, ১৯৯৫, সংখ্যার প্রহরীদুর্গ এর “এক ‘দুষ্ট বংশ’ থেকে রক্ষা পাওয়া” এবং “জেগে থাকার সময়” প্রবন্ধ দুটি দেখুন।
আপনি কি ব্যাখ্যা করতে পারেন?
◻ আজকে, কিভাবে যিহোবার গৃহ ‘প্রতাপে পরিপূর্ণ’ হচ্ছে?
◻ আর কখনও কেন সুসমাচার প্রচার এত বেশি জরুরী হয়নি?
◻ ১৯৯৬ পরিচর্যা বছরের রিপোর্ট, তৎপরতার সাথে প্রচার করতে কোন্ উদ্দীপনা দেয়?
◻ খ্রীষ্ট কিভাবে যিহোবার ‘মুদ্রণার্থক অঙ্গুরীয়’ রূপে পরিচর্যা করছেন?
[১৫ পৃষ্ঠার বাক্স]
“পৃথিবীর প্রান্ত হইতে” শস্য সংগ্রহ করা
যিশাইয় ৪৩:৬ পদে, আমরা যিহোবার আদেশ সম্বন্ধে পড়ি: “রুদ্ধ রাখিও না; আমার পুত্ত্রগণকে দূর হইতে, ও আমার কন্যাদিগকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দেও।” এই শাস্ত্রপদটি পূর্ব ইউরোপে আজকে অসাধারণভাবে পরিপূর্ণ হচ্ছে। উদাহরণস্বরূপ, প্রাক্তন কমিউনিস্ট দেশ মলডোভার কথা বিবেচনা করুন। সেখানকার গ্রামগুলির জনসংখ্যার প্রায় অর্ধেক অধিবাসী এখন সাক্ষী। প্রচারের জন্য এলাকা খুঁজতে তাদের দীর্ঘ দূরত্বের পথ ভ্রমণ করতে হয়, কিন্তু তারা কঠোর প্রচেষ্টা করছে! এই মণ্ডলীগুলির অনেক প্রকাশকেরা সেইসব পিতামাতাদের সন্তানসন্ততি যারা ১৯৫০ এর দশকের প্রথম দিকে সাইবেরিয়াতে নির্বাসিত ছিল। এখন তাদের পরিবারগুলি শস্য সংগ্রহের কাজে অগ্রবর্তী। ১২,৫৬৫ জন প্রকাশকদের মধ্যে, গত বছর ১,৯১৭ জন বাপ্তিস্মিত হয়। তেতাল্লিশটি মণ্ডলীর প্রত্যেকটিতে প্রায় ১৫০ জন করে প্রকাশক রয়েছে এবং নতুন পরিচর্যা বছরে সীমা ৪টি থেকে ৮টিতে বৃদ্ধি পেয়েছে।
আলবেনিয়ার সম্প্রসারণও উল্লেখযোগ্য। সেখানকার অল্পসংখ্যক নিষ্ঠাবান সাক্ষীরা প্রায় ৫০ বছর যাবৎ নিষ্ঠুরতম একনায়কত্ব সহ্য করেছে। তাদের মধ্যে কিছু সংখ্যক নিহত হয়েছিল। এটি যীশুর এই প্রতিজ্ঞাটিকে স্মরণে এনে দেয়: “তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে, তাহাতে ভয় করিও না। দেখ, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, . . . তুমি মরণ পর্য্যন্ত বিশ্বস্ত থাক, তাহাতে আমি তোমাকে জীবন-মুকুট দিব।” (প্রকাশিত বাক্য ২:১০; এছাড়াও দেখুন যোহন ৫:২৮, ২৯; ১১:২৪, ২৫.) এখন আমরা আলবেনিয়ায় কী দেখি? যিশাইয় ৬০:২২ পদে প্রাপ্ত যিহোবার প্রতিজ্ঞার সত্যই এক লক্ষণীয় পরিপূর্ণতা: “যে ছোট, সে সহস্র হইয়া উঠিবে”! ১৯৯০ সালে আলবেনিয়ায় কেবলমাত্র একজন প্রকাশক পরিচর্যার রিপোর্ট দেন। কিন্তু, ইতালী এবং অন্যান্য দেশ থেকে অনেক “কার্য্যকারী লোক” যীশুর আহ্বানে সাড়া দিয়েছিল: “অতএব তোমরা গিয়া . . . শিষ্য কর; . . . তাহাদিগকে বাপ্তাইজ কর।” (মথি ২৮:১৯; লূক ১০:২) ১৯৯৬ সালে যীশুর মৃত্যুর স্মরণার্থক উদ্যাপনে, ৭৭৩ জন প্রকাশক ক্ষেত্রে কার্যরত ছিল এবং তারা তাদের স্মরণার্থক সভাগুলিতে ৬,৫২৩ জন ব্যক্তিকে একত্রিত করে যা প্রকাশকদের সংখ্যার আট গুণেরও বেশি! বিচ্ছিন্ন এলাকাগুলি থেকেও বিস্ময়কর উপস্থিতির রিপোর্ট দেওয়া হয়। স্থানীয় প্রকাশক না থাকা সত্ত্বেও, কূকেস এবং ডিভিয়েইক শহরে যথাক্রমে ১৯২ ও ২৩০ জন উপস্থিত ছিল। ক্রোয়াতে কেবলমাত্র একজন প্রকাশক, কিন্তু ২১২ জন উপস্থিত ছিল। করকাতে ৩০ জন প্রকাশক ৩০০ এর অধিক জনের জন্য স্থান ভাড়া করেছিল। অডিটোরিয়ামটি পূর্ণ হয়ে যাওয়ার পরে, অন্য ২০০ জনকে কোন জায়গা না থাকার কারণে ফিরে যেতে হয়। সত্যই শস্য সংগ্রহের জন্য এক পক্ব ক্ষেত্র!
রোমানিয়া থেকে এই রিপোর্টটি আসে: “গৃহ থেকে গৃহে কাজ করার সময়ে, আমরা এক ব্যক্তির সাক্ষাৎ পাই যিনি বলেন যে তিনি যিহোবার সাক্ষীদের একজন এবং একটি ছোট শহরে বাস করতেন যেখানে, আমাদের জ্ঞান অনুসারে কোন সাক্ষী ছিল না। তিনি বলেন যে তিনি ছাড়াও আরও ১৫ জন ব্যক্তি যারা অনেক বছর যাবৎ বৃহস্পতিবার ও রবিবারে সভা করে আসছেন এবং তারা গৃহ থেকে গৃহে প্রচার শুরু করেছে। পরের দিন আমরা সেই শহরে যাই। দুটি ছোট কক্ষে আমাদের জন্য ১৫ জন পুরুষ, মহিলা এবং শিশুরা অপেক্ষা করছিল যারা ২০টি বই ও ২০টি সাম্প্রতিক পত্রিকা গ্রহণ করে। আমরা তাদের দেখিয়েছিলাম যে কিভাবে বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে হয়। আমরা একত্রে গান করি এবং তাদের অতি জরুরী প্রশ্নগুলির উত্তর দিই। যিনি দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি স্বীকার করেন: ‘কিছু দিন পূর্বে, আমাদের কাছে একজন পালক পাঠানোর জন্য আমি ক্রন্দনপূর্বক যিহোবার কাছে প্রার্থনা করি এবং আমার প্রার্থনার উত্তর প্রদান করা হয়েছে।’ আমরা অত্যন্ত আনন্দিত হই এবং আমাদের প্রস্থানের সময়ে, একজন অনাথের মত, যে পরিশেষে এক পিতাকে খুঁজে পেয়েছে, তিনি বলেন: ‘দয়া করে আমাদের ভুলে যাবেন না। আমাদের দেখার জন্য আবার আসুন!’ আমরা তা করেছিলাম, আর এখন সেই শহরে সাতটি বাইবেল অধ্যয়ন পরিচালিত হচ্ছে। অনেক নতুন এলাকায়, বাইবেল সাহিত্যাদির সাহায্যে এক চমৎকার উপায়ে কাজ শুরু হয়, যেটি অত্যধিক উপলব্ধিজনক এবং তা দেখায় যে কাজটি হল ঐশিক উৎসসম্পন্ন।”
[১৮-২১ পৃষ্ঠার তালিকা]
বিশ্বব্যাপী যিহোবার সাক্ষীদের ১৯৯৬ পরিচর্যা বছরের রিপোর্ট
(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)
[১৬, ১৭ পৃষ্ঠার চিত্র]
“সর্ব্বজাতির মনোরঞ্জন বস্তু সকল” সমুদ্রের দ্বীপগুলিতে (১), দক্ষিণ আমেরিকা (২), আফ্রিকা (৩), এশিয়া (৪), উত্তর আমেরিকা (৫) এবং ইউরোপে (৬) একত্রিত করা হচ্ছে