-
রাজ্য শাসনের অধীনে এক-শো বছর!২০১৫ প্রহরীদুর্গ | নভেম্বর ১৫
-
-
২. মথি ২৮:১৯, ২০ পদে উল্লেখিত আজ্ঞা কত জন ব্যক্তি শুনেছিল আর কেন আমরা তা বলতে পারি?
২ যিশু পুনরুত্থিত হওয়ার অল্পসময় পরেই এমন একটা দলের সঙ্গে দেখা করেছিলেন, যেখানে ৫০০ জনেরও বেশিসংখ্যক সম্ভাব্য শিষ্য ছিল। (১ করি. ১৫:৬) সম্ভবত এই সময়েই যিশু ‘সমুদয় জাতির’ লোকের কাছে প্রচার করার আদেশ দিয়েছিলেন। এই কাজ সহজ হবে না।a তিনি তাদের বলেছিলেন, এই প্রচার কাজ দীর্ঘসময় ধরে অর্থাৎ “যুগান্ত” পর্যন্ত চলবে। বর্তমানে আপনি যখন সুসমাচার প্রচার করেন, তখন আপনি আসলে সেই ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হওয়ায় সাহায্য করছেন।—মথি ২৮:১৯, ২০.
-
-
রাজ্য শাসনের অধীনে এক-শো বছর!২০১৫ প্রহরীদুর্গ | নভেম্বর ১৫
-
-
a খুব সম্ভবত সেই দলের অধিকাংশ ব্যক্তিই খ্রিস্টান হয়েছিল। কেন আমরা তা বলতে পারি? কারণ প্রেরিত পৌল তাদেরকে ‘পাঁচ শত ভ্রাতা’ বলে উল্লেখ করেছেন। তিনি এটাও বলেন: “তাহাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্ত্তমান রহিয়াছে, কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে।” তাই মনে হয়, পৌল এবং অন্য খ্রিস্টানরা সেই ব্যক্তিদের মধ্যে অনেককেই চিনতেন, যারা নিজের কানে যিশুকে প্রচার করার আজ্ঞা দিতে শুনেছিল।
-