আপনি কি সদ্গুণ অনুধাবন করছেন?
“যে কোন সদ্গুণ ও যে কোন কীর্ত্তি হউক, সেই সকল আলোচনা কর।”—ফিলিপীয় ৪:৮.
১. কলুষতা কী আর কেন এটি যিহোবার উপাসনাকে দূষিত করতে পারেনি?
কলুষতা হল নৈতিক বিচ্যুতি অথবা দূষণ। এটি এই জগৎকে পরিব্যপ্ত করেছে যেখানে আমরা বাস করি। (ইফিষীয় ২:১-৩) কিন্তু, যিহোবা ঈশ্বর তাঁর পরিচ্ছন্ন উপাসনাকে দূষিত হতে অনুমোদন করবেন না। খ্রীষ্টীয় প্রকাশনা, সভা, সম্মেলন ও অধিবেশনগুলি আমাদের অধার্মিক আচরণগুলির বিরুদ্ধে সময়োপযোগী সতর্কবার্তা দিয়ে থাকে। ঈশ্বরের চোখে “যাহা ভাল তাহাতে আসক্ত” হওয়ার জন্য আমরা উত্তম আধ্যাত্মিক সাহায্য পেয়ে থাকি। (রোমীয় ১২:৯) তাই, একটি সংগঠন হিসাবে যিহোবার সাক্ষীরা পরিচ্ছন্ন, বিশুদ্ধ হওয়ার জন্য কঠোর প্রচেষ্টা করে থাকে। কিন্তু ব্যক্তিবিশেষ হিসাবে আমাদের বিষয়ে কী বলা যায়? সত্যই কি আপনি সদ্গুণ অনুধাবন করছেন?
২. সদ্গুণ কী আর সদ্গুণসম্পন্ন থাকার জন্য কেন প্রচেষ্টার প্রয়োজন?
২ সদ্গুণ হল নৈতিক উৎকর্ষ, মঙ্গলভাব, সঠিক কাজ এবং চিন্তাধারা। এটি একটি গৌণ গুণ নয় কিন্তু মুখ্য, ইতিবাচক। সদ্গুণ পাপকে এড়ানোর চেয়েও আরও বেশি কিছুকে জড়িত করে; এটির অর্থ যা কিছু ভাল তার অনুধাবন করা। (১ তীমথিয় ৬:১১) প্রেরিত পিতর সহখ্রীষ্টানদের উৎসাহিত করেছিলেন: “আপনাদের বিশ্বাসে সদ্গুণ, . . . যোগাও।” কিভাবে? “[ঈশ্বরের মহামূল্যবান প্রতিজ্ঞার প্রতি] সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া।” (২ পিতর ১:৫) আমাদের পাপপূর্ণ স্বভাবের কারণে সদ্গুণসম্পন্ন থাকার জন্য প্রকৃত প্রচেষ্টার প্রয়োজন। তবুও, অতীতের ঈশ্বর-ভয়শীল ব্যক্তিরা এইরকমই করেছিলেন এমনকি অপরিমেয় প্রতিবন্ধকতার সম্মুখেও।
তিনি সদ্গুণ অনুধাবন করেছিলেন
৩. কোন্ মন্দ কাজের জন্য রাজা আহস অপরাধী ছিলেন?
৩ শাস্ত্র সেই সব ব্যক্তিদের সম্বন্ধে অনেক বিবরণ অন্তর্ভুক্ত করে যারা সদ্গুণ অনুধাবন করেছিলেন। উদাহরণস্বরূপ, সদ্গুণসম্পন্ন ব্যক্তি হিষ্কীয়ের বিষয়টি বিবেচনা করুন। স্পষ্টতই তার পিতা যিহূদার রাজা আহস মোলকের উপাসনা করতেন। “আহস বিংশতি বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরূশালেমে ষোল বৎসর কাল রাজত্ব করেন; তিনি আপন পিতৃপুরুষ দায়ূদের ন্যায় আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহা করিতেন না। কিন্তু ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন, এমন কি, সদাপ্রভু ইস্রায়েল সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিগণকে অধিকারচ্যুত করিয়াছিলেন, তাহাদের ঘৃণিত ক্রিয়ানুসারে আপন পুত্ত্রকেও অগ্নির মধ্য দিয়া গমন করাইলেন। আর তিনি নানা উচ্চস্থলীতে, নানা পাহাড়ের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বলিদান করিতেন ও ধূপ জ্বালাইতেন।” (২ রাজাবলি ১৬:২-৪) কিছুজন দাবি করেন যে ‘অগ্নির মধ্য দিয়া গমন করান’ বিশুদ্ধিকরণের কিছু ধর্মীয় আচারানুষ্ঠানকে ইঙ্গিত করে কিন্তু মনুষ্য বলিদানকে নয়। কিন্তু, জন ডে প্রণীত মোলক—পুরাতন নিয়মে মানব বলিদানের এক ঈশ্বর (ইংরাজি) নামক পুস্তকটি উল্লেখ করে: “কনানীয় সমাজে মানব বলির অস্তিত্ব সম্পর্কে প্রাচীন গ্রীক ও রোমীয় অথবা পিউনিক [কার্থেজীয়] লেখাগুলিতে প্রমাণ আছে, একইভাবে প্রত্নতাত্ত্বিক প্রমাণও আছে . . . আর তাই [মনুষ্য বলি] সম্পর্কে পুরাতন নিয়মের পরোক্ষ উল্লেখের প্রতি সন্দেহ করার কোন কারণ নেই।” এছাড়াও, ২ বংশাবলি ২৮:৩ পদ নির্দিষ্টভাবে বলে যে আহস “আপন সন্তানদিগকে অগ্নিতে দগ্ধ করিলেন।” (দ্বিতীয় বিবরণ ১২:৩১; গীতসংহিতা ১০৬:৩৭, ৩৮ পদের সাথে তুলনা করুন।) কতই না মন্দ কার্যাবলি!
৪. কিভাবে হিষ্কিয় কলুষতা-পূর্ণ পরিবেশে নিজেকে পরিচালিত করেছিলেন?
৪ হিষ্কিয় কিভাবে এই কলুষতা-পূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছিলেন? ১১৯তম গীতটি এই ক্ষেত্রে আগ্রহজনক, কারণ অনেকে বিশ্বাস করে যে যখন তিনি এক রাজকুমার ছিলেন তখন হিষ্কীয় এটি বিন্যস্ত করেছিলেন। (গীতসংহিতা ১১৯:৪৬, ৯৯, ১০০) সুতরাং তার পরিস্থিতিকে হয়ত এই বাক্যগুলির দ্বারা নির্দেশ করা যেতে পারে: “জনাধ্যক্ষেরাও বসিয়া আমার বিপক্ষে কথা কহিয়াছেন; তোমার এই দাস তোমার বিধি ধ্যান করে। আমার প্রাণ দুঃখে গলিয়া পড়িতেছে, তোমার বাক্যানুসারে আমাকে উঠাও।” (গীতসংহিতা ১১৯:২৩, ২৮) মিথ্যা ধর্ম অভ্যাসকারীদের দ্বারা পরিবেষ্টিত হওয়ায় হিষ্কীয় হয়ত রাজসভার সদস্যদের মাঝে এক উপহাসের লক্ষ্যবস্তু হয়েছিলেন যা এতই অতিরিক্ত ছিল যে ঘুমানো কঠিন হয়ে উঠেছিল। তবুও, তিনি সদ্গুণ অনুধাবন করেছিলেন, কালক্রমে তিনি রাজা হয়েছিলেন আর “সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিতেন। . . . তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করিতেন।”—২ রাজাবলি ১৮:১-৫.
তারা সদ্গুণসম্পন্ন থেকেছিলেন
৫. দানিয়েল এবং তার তিন সঙ্গী কোন্ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন?
৫ এছাড়াও সদ্গুণের ক্ষেত্রে দানিয়েল এবং তার তিনজন ইব্রীয় সঙ্গী হনানিয়, মীশায়েল ও অসরিয় উদাহরণযোগ্য ছিলেন। তাদের জোরপূর্বক স্বদেশ থেকে নিয়ে আসা এবং বাবিলনে নির্বাসিত করা হয়েছিল। এই চার যুবককে বাবিলনীয় নাম দেওয়া হয়েছিল—বেল্টশৎসর, শদ্রক, মৈশক, ও অবেদ্নগো। তাদের “রাজার আহারীয় দ্রব্য,” যার অন্তর্ভুক্ত ছিল ঈশ্বরের ব্যবস্থায় নিষিদ্ধ খাদ্য তা দেওয়া হয়েছিল। এছাড়াও তাদের “কল্দীয়দের গ্রন্থ ও ভাষা” সম্বন্ধে তিন বছরের প্রশিক্ষণ পর্ব গ্রহণ করার জন্য বাধ্য করা হয়েছিল। এটি কেবলমাত্র অন্য একটি ভাষা শেখার চেয়ে আরও বেশি কিছুকে জড়িত করেছিল কারণ সম্ভবত “কল্দিয়দের” পরিভাষাটি শিক্ষিত শ্রেণীকে চিত্রিত করে থাকে। অতএব, এই ইব্রীয় যুবকদের বিকৃত বাবিলনীয় শিক্ষার প্রভাবাধীন করা হয়েছিল।—দানিয়েল ১:১-৭.
৬. কেন আমরা বলতে পারি যে দানিয়েল সদ্গুণ অনুধাবন করেছিলেন?
৬ এইধরনের অপরিমেয় চাপ সত্ত্বেও দানিয়েল এবং তার তিন সঙ্গী কলুষতার চাইতে সদ্গুণকে মনোনীত করেছিল। দানিয়েল ১:২১ পদ বলে: “দানিয়েল কোরস রাজার প্রথম বৎসর পর্য্যন্ত থাকিলেন।” হ্যাঁ, দানিয়েল ৮০ বছরেরও বেশি সময় ধরে বহু শক্তিশালী রাজাদের উত্থান ও পতনের মধ্যে দিয়ে যিহোবার সদ্গুণসম্পন্ন সেবক হিসাবে “থাকিলেন”। তিনি দূষিত সরকারি আধিকারিকদের ষড়যন্ত্র ও চক্রান্ত এবং বাবিলনীয় ধর্মের পরিব্যাপ্ত যৌন কলুষতা সত্ত্বেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকেছিলেন। দানিয়েল সদ্গুণ অনুধাবন করে চলেছিলেন।
৭. দানিয়েল এবং তার তিন সঙ্গীদের পদক্ষেপ থেকে কী শেখা যেতে পারে?
৭ ঈশ্বর-ভয়শীল দানিয়েল এবং তার তিন সঙ্গীর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তারা সদ্গুণ অনুধাবন এবং বাবিলনীয় সংস্কৃতির অঙ্গীভূত হওয়াকে প্রত্যাখ্যান করেছিলেন। যদিও তাদের বাবিলনীয় নাম দেওয়া হয়েছিল, তারা কখনও যিহোবার সেবক হিসাবে তাদের পরিচিতি হারাননি। কারণ প্রায় ৭০ বছর পরেও, বাবিলনীয় রাজা দানিয়েলকে তার ইব্রীয় নাম নিয়ে সম্বোধন করেছিলেন! (দানিয়েল ৫:১৩) তার দীর্ঘজীবনে দানিয়েল এমনকি একটি ছোট বিষয়েও আপোশ করাকে অস্বীকার করেছিলেন। এক যুবক ব্যক্তি হিসাবে তিনি “মনে স্থির করিলেন যে, তিনি রাজার আহারীয় দ্রব্যে . . . আপনাকে অশুচি করিবেন না।” (দানিয়েল ১:৮) দানিয়েল ও তার তিন সঙ্গীদের দ্বারা গৃহীত এই আপোশহীন পদক্ষেপ নিঃসন্দেহে তাদের জীবন-মরন পরীক্ষা থেকে রক্ষা পাওয়ার জন্য শক্তিশালী করেছিল, পরবর্তী সময়ে তারা যেটির সম্মুখীন হয়েছিলেন।—দানিয়েল ৩ এবং ৬ অধ্যায়।
আজকে সদ্গুণ অনুধাবন করা
৮. কিভাবে খ্রীষ্টীয় যুবকেরা শয়তানের জগতের সাথে অঙ্গীভূত হওয়াকে প্রতিরোধ করতে পারে?
৮ দানিয়েল এবং তার তিন সঙ্গীদের মত ঈশ্বরের লোকেরাও আজকে শয়তানের মন্দ জগতের অঙ্গীভূত হওয়াকে প্রতিরোধ করে। (১ যোহন ৫:১৯) যদি তুমি একজন খ্রীষ্টান তরুণ হও তুমি হয়ত পোশাক, সাজসজ্জা এবং সংগীত প্রভৃতির ক্ষেত্রে চরম রুচি অনুকরণ করার জন্য সঙ্গীসাথীদের থেকে কঠিন চাপ ভোগ করছ। সমস্ত প্রচলিত জনপ্রিয় আদবকায়দা অথবা রীতি অনুসরণ করার পরিবর্তে দৃঢ় পদক্ষেপ গ্রহণ কর এবং নিজেকে “এই যুগের অনুরূপ” হতে দিও না। (রোমীয় ১২:২) আমরা যেন “ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্ম্মিক ও ভক্তিভাবে এই বর্ত্তমান যুগে জীবন যাপন করি।” (তীত ২:১১, ১২) গুরুত্বপূর্ণ বিষয়টি হল তোমার সঙ্গীসাথীদের নয় কিন্তু যিহোবার অনুমোদন লাভ করা।—হিতোপদেশ ১২:২.
৯. ব্যবসায়িক জগতে খ্রীষ্টানেরা কোন্ চাপের সম্মুখীন হতে পারে এবং কিভাবে তাদের নিজেদের ব্যবহার করা উচিত?
৯ প্রাপ্তবয়স্ক খ্রীষ্টানেরাও চাপের সম্মুখীন হন এবং তাদের অবশ্যই সদ্গুণসম্পন্ন থাকতে হবে। খ্রীষ্টীয় ব্যবসায়ীরা হয়ত সন্দেহজনক পদ্ধতি প্রয়োগ করার জন্য প্রলোভিত হতে পারেন অথবা সরকারি নিয়মাবলি এবং কর সংক্রান্ত আইনকে অবজ্ঞা করতে পারেন। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী অথবা সহকর্মীরা যে ভাবেই আচরণ করুক না কেন, আমরা “সর্ব্ববিষয়ে সদাচরণ করিতে বাঞ্ছা করিতেছি।” (ইব্রীয় ১৩:১৮) নিয়োগকারী, কর্মচারী, ক্রেতা এবং জাগতিক সরকার সকলের প্রতি সৎ, নির্দোষ থাকার জন্য শাস্ত্র আমাদের কাছে দাবি করে। (দ্বিতীয় বিবরণ ২৫:১৩-১৬; মথি ৫:৩৭; রোমীয় ১৩:১; ১ তীমথিয় ৫:১৮; তীত ২:৯, ১০) আসুন আমরা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রেও সুনিয়মিত হওয়ার চেষ্টা করি। সঠিক নথি ও লিখিত চুক্তি রাখার মাধ্যমে আমরা প্রায়ই ভুলবোঝাবুঝি এড়াতে পারি।
সতর্ক থাকুন!
১০. যখন সংগীতের ক্ষেত্রে আমাদের মনোনয়নের বিষয়টি আসে তখন কেন সতর্ক থাকার প্রয়োজন আছে?
১০ ঈশ্বরের দৃষ্টিতে সদ্গুণসম্পন্ন থাকার আরেকটি দিকের উপর গীতসংহিতা ১১৯:৯ পদ আলোকপাত করে। গীতরচক গেয়েছিলেন: “যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে।” শয়তানের একটি সর্বাপেক্ষা প্রভাবশালী অস্ত্র হল সংগীত যেটির ভাবাবেগকে আলোড়িত করার শক্তি আছে। দুঃখের বিষয় যে, যখন সংগীতের বিষয়টি আসে তখন কিছু খ্রীষ্টানেরা ‘সতর্ক থাকতে’ ব্যর্থ হয়েছে এবং নিজেদের এর উগ্র রূপ যেমন রাপ ও হেভী মেটাল সংগীতের প্রতি আকর্ষিত অবস্থায় দেখতে পায়। কিছুজন হয়ত তর্ক করতে পারে যে এইধরনের সংগীত তাদের ক্ষতি করে না অথবা তারা এর কথার প্রতি মনোযোগ দেয় না। অন্যেরা বলে থাকে যে, তারা সাধারণভাবে কেবল এর প্রবল তাল অথবা গীটারের উচ্চ শব্দ উপভোগ করে। কিন্তু, কোন কিছু উপভোগ্য অথবা নয়, খ্রীষ্টানদের জন্য বিচার্য বিষয় এটি নয়। তাদের বিবেচ্য বিষয়টি হল যে এটি “প্রভুর প্রীতিজনক” কি না। (ইফিষীয় ৫:১০) সামগ্রিকভাবে, হেভী মেটাল ও রাপ সংগীত কলুষতাকে বাড়িয়ে তোলে যেমন অপবিত্রতা, ব্যভিচার এবং এমনকি শয়তানের ক্রিয়াকলাপ—সেই সমস্ত বিষয়গুলি, ঈশ্বরের লোকেদের মাঝে নিশ্চিতভাবেই যার কোন স্থান নেই।a (ইফিষীয় ৫:৩) যুবক অথবা বয়স্ক প্রত্যেকেই এই প্রশ্নটির উপর উত্তমভাবে বিবেচনা করতে পারে যে, আমার সংগীত নির্বাচনের দ্বারা আমি কি সদ্গুণ অথবা কলুষতা অনুধাবন করছি?
১১. দূরদর্শন অনুষ্ঠান, ভিডিও এবং চলচ্চিত্রগুলি সম্পর্কে কিভাবে এক খ্রীষ্টান সতর্ক থাকতে পারে?
১১ অনেক দূরদর্শন অনুষ্ঠান, ভিডিও এবং চলচ্চিত্রগুলি কলুষতাকে উন্নীত করে। একজন বিখ্যাত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতানুসারে আজকে উৎপাদিত অধিকাংশ চলচ্চিত্রগুলিতে ‘আনন্দবাদ, যৌনতা, দৌরাত্ম্য, লোভ এবং স্বার্থপরতা’ প্রাধান্য পেয়ে থাকে। সুতরাং সতর্ক থাকা, আমরা যা দেখার জন্য মনোনয়ন করছি সেই ক্ষেত্রে নির্বাচনমূলক হওয়াকে অন্তর্ভুক্ত করে। গীতরচক প্রার্থনা করেছিলেন: “অলীকতা-দর্শন হইতে আমার চক্ষু ফিরাও।” (গীতসংহিতা ১১৯:৩৭) যোষেফ নামে এক খ্রীষ্টীয় তরুণ এই নীতিটি প্রয়োগ করেছিল। যখন কোন একটি নির্দিষ্ট চলচ্চিত্র স্পষ্টভাবে যৌনতা ও দৌরাত্ম্য দেখাতে শুরু করে, সে রঙ্গমঞ্চ পরিত্যাগ করেছিল। এটি করতে সে কি লজ্জিত হয়েছিল? যোষেফ বলে “না একেবারেই নয়। আমি প্রথমে যিহোবা সম্বন্ধে এবং তাঁকে খুশি করা সম্বন্ধে চিন্তা করেছিলাম।”
অধ্যয়ন ও ধ্যানের ভূমিকা
১২. সদ্গুণ অনুধাবন করতে হলে কেন ব্যক্তিগত অধ্যয়ন এবং ধ্যান করা প্রয়োজনীয়?
১২ মন্দ জিনিসকে কেবলমাত্র এড়ানোই যথেষ্ট নয়। সদ্গুণ অনুধাবন করা ঈশ্বরের বাক্যে লিপিবদ্ধ উত্তম বিষয়গুলি সম্বন্ধে অধ্যয়ন ও ধ্যান করাকেও অন্তর্ভুক্ত করে যাতে করে এর ধার্মিক নীতিগুলি জীবনে প্রয়োগ করা যেতে পারে। গীতরচক বলেছিলেন, “আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি! তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।” (গীতসংহিতা ১১৯:৯৭) বাইবেল এবং খ্রীষ্টীয় প্রকাশনাগুলির ব্যক্তিগত অধ্যয়ন কি আপনার সাপ্তাহিক তালিকার একটি অংশ? সত্য, ঈশ্বরের বাক্যের পরিশ্রমী অধ্যয়নের জন্য সময় করে নেওয়া এবং এটির উপর প্রার্থনাপূর্বক ধ্যান করা প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে। কিন্তু প্রায়ই অন্যান্য কার্যাবলি থেকে সময় বের করে নেওয়া সম্ভব হয়ে থাকে। (ইফিষীয় ৫:১৫, ১৬) সম্ভবত ভোরবেলা প্রার্থনা, অধ্যয়ন এবং ধ্যান করার জন্য আপনার কাছে এক উত্তম সময় হতে পারে।—তুলনা করুন গীতসংহিতা ১১৯:১৪৭.
১৩, ১৪. (ক) কেন ধ্যান করা মূল্যাতীত? (খ) কোন্ শাস্ত্রপদের উপর ধ্যান করা আমাদের যৌন অনৈতিকতা পরিহার করতে সাহায্য করতে পারে?
১৩ ধ্যান করা মূল্যাতীত, কারণ আমরা যা শিখি এটি আমাদের তা স্মরণে রাখতে সাহায্য করে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হল যে, এটি ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গি বিকশিত করতে সাহায্য করতে পারে। দৃষ্টান্তস্বরূপ: ঈশ্বর ব্যভিচারকে নিষিদ্ধ করেন এটি জানা এক বিষয় কিন্তু ‘যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা কর; যাহা ভাল তাহাতে আসক্ত হওয়া।’ হল সম্পূর্ণ পৃথক বিষয়। (রোমীয় ১২:৯) কলসীয় ৩:৫ পদের মত মুখ্য বাইবেল পদগুলির উপর ধ্যান করার দ্বারা যৌন অনৈতিকতা সম্বন্ধে যিহোবা যেমন বোধ করেন, আমরা প্রকৃতই সেইভাবে অনুভব করতে পারি, যেটি উৎসাহ দেয়: “অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ কর, যথা, বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ, এবং লোভ, এ ত প্রতিমাপূজা।” নিজেকে জিজ্ঞাসা করুন: ‘কোন্ ধরনের যৌন বাসনা আমি অবশ্যই মৃত্যুসাৎ করব? কোন্ বিষয়টি আমার এড়ান উচিত যা অপরিচ্ছন্ন আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলতে পারে? বিপরীত লিঙ্গের সাথে আচরণের ক্ষেত্রে আমার কি কোন পরিবর্তনের প্রয়োজন আছে?’—১ তীমথিয় ৫:১, ২ পদের সাথে তুলনা করুন।
১৪ পৌল খ্রীষ্টানদের উৎসাহিত করেছিলেন ব্যভিচারকে পরিহার করতে এবং আত্ম-সংযম অনুশীলন করতে যাতে করে “কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়।” (১ থিষলনীকীয় ৪:৩-৭) নিজেকে জিজ্ঞাসা করুন: ‘ব্যাভিচার করা কেন ক্ষতিকারক? আমার নিজের অথবা অন্য কারোর প্রতি কী ক্ষতি আমি করব যদি এই বিষয়ে আমি পাপ করি? আধ্যাত্মিকভাবে, আবেগগত দিক দিয়ে এবং শারীরিকভাবে আমি কিভাবে প্রভাবিত হব? মণ্ডলীর সেই ব্যক্তিবিশেষদের বিষয়ে কী যারা ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করেছে এবং অনুতাপহীন রয়েছে? তাদের ক্ষেত্রে কী পরিণতি হয়েছে?’ এইধরনের আচরণ সম্বন্ধে শাস্ত্র যা বলে সেই বিষয়টি হৃদয়ে গ্রহণ করা ঈশ্বরের দৃষ্টিতে যা মন্দ তার প্রতি আমাদের ঘৃণাকে গভীর করতে পারে। (যাত্রাপুস্তক ২০:১৪; ১ করিন্থীয় ৫:১১-১৩; ৬:৯, ১০; গালাতীয় ৫:১৯-২১; প্রকাশিত বাক্য ২১:৮) পৌল বলেছিলেন যে একজন ব্যভিচারী “মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অগ্রাহ্য করে।” (১ থিষলনীকীয় ৪:৮) কোন্ সত্য খ্রীষ্টান তার স্বর্গীয় পিতাকে অগ্রাহ্য করবে?
সদ্গুণ এবং সংসর্গ
১৫. আমাদের সদ্গুণ অনুধাবন করার ক্ষেত্রে আমাদের সংসর্গ কোন্ ভূমিকা পালন করে?
১৫ সদ্গুণসম্পন্ন থাকার আরেকটি সহায়ক হল উত্তম সংসর্গ। গীতরচক গেয়েছিলেন: “আমি সেই সকলের সখা, যাহারা তোমাকে [যিহোবা] ভয় করে, এবং যাহারা তোমার নির্দেশ সকল পালন করে।” (গীতসংহিতা ১১৯:৬৩) খ্রীষ্টীয় সভায় যে গঠনমূলক সংসর্গ পাওয়া যায় সেটি আমাদের জন্য প্রয়োজনীয়। (ইব্রীয় ১০:২৪, ২৫) যদি আমরা নিজেদের বিচ্ছিন্ন করি আমরা হয়ত নিজেদের চিন্তাধারার ক্ষেত্রে আত্মকেন্দ্রিক হয়ে পড়তে পারি এবং কলুষতা খুব সহজেই আমাদের জয় করতে পারে। (হিতোপদেশ ১৮:১) যাইহোক, আন্তরিক খ্রীষ্টীয় সাহচর্য সদ্গুণসম্পন্ন থাকার বিষয়ে আমাদের স্থিরসংকল্পকে শক্তিশালী করতে পারে। অবশ্যই, আমরা মন্দ সংসর্গের বিরুদ্ধে সতর্ক থাকব। আমরা প্রতিবেশী, সহকর্মী এবং সহপাঠীদের কাছে সহৃদয় হতে পারি। কিন্তু যদি আমরা প্রকৃতই বিজ্ঞতার সাথে চলি, তাহলে আমরা, যারা ঈশ্বরীয় সদ্গুণ অনুধাবন করে না তাদের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হওয়াকে এড়িয়ে চলব।—কলসীয় ৪:৫ পদের সাথে তুলনা করুন।
১৬. ১ করিন্থীয় ১৫:৩৩ পদের প্রয়োগ কিভাবে আজকে আমাদের সদ্গুণ অনুধাবন করতে সাহায্য করতে পারে?
১৬ পৌল লিখেছিলেন: “কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।” এই মন্তব্যটি করার মাধ্যমে তিনি বিশ্বাসীদের সচেতন করেছিলেন যে তারা তথাকথিত খ্রীষ্টানদের সাথে, যারা পুনরুত্থান সম্বন্ধীয় শাস্ত্রীয় শিক্ষাকে প্রত্যাখ্যান করেছিল, তাদের সাথে মেলামেশা করার দ্বারা তাদের বিশ্বাসকে হারাতে পারে। পৌলের সতর্কবার্তার পিছনে যে নীতিটি তা মণ্ডলীর ভিতরে এবং বাইরের সংসর্গ উভয় ক্ষেত্রেই প্রয়োগযোগ্য। (১ করিন্থীয় ১৫:১২, ৩৩) স্বাভাবিকভাবে, আমরা আমাদের আধ্যাত্মিক ভাই ও বোনেদের এই কারণে এড়িয়ে চলতে চাই না যে তারা নিতান্তই ব্যক্তিগত কিছু ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির সাথে একমত নয়। (মথি ৭:৪, ৫; রোমীয় ১৪:১-১২) তৎসত্ত্বেও সাবধানতা প্রয়োজনীয় যদি মণ্ডলীর কোন ব্যক্তি সন্দেহজনক আচরণ অথবা এক তিক্ত অথবা অভিযোগকারী মনোভাব প্রদর্শন করে। (২ তীমথিয় ২:২০-২২) তাদের সাথে ঘনিষ্ঠ থাকা বিজ্ঞতার কাজ যাদের সাথে আমরা “উভয় পক্ষের, আন্তরিক বিশ্বাস” উপভোগ করতে পারি। (রোমীয় ১:১১, ১২) এটি আমাদের এক সদ্গুণসম্পন্ন ধারা অনুধাবন করতে এবং ‘জীবনের পথে’ থাকতে সাহায্য করবে।—গীতসংহিতা ১৬:১১.
সদ্গুণ অনুধাবন করে চলুন
১৭. গণনাপুস্তক ২৫ অধ্যায় অনুসারে ইস্রায়েলীয়দের উপর কোন্ বিপর্যয় এসেছিল এবং এটি আমাদের জন্য কোন্ শিক্ষা সরবরাহ করে?
১৭ প্রতিজ্ঞাত দেশ অধিকার করার অল্প কিছু আগে, ইস্রায়েলীয়দের মধ্যে সহস্রাধিক লোক কলুষতা অনুধাবন করাকে বেছে নিয়েছিল—আর বিপর্যয় ভোগ করেছিল। (গণনাপুস্তক ২৫ অধ্যায়) আজকেও যিহোবার লোকেরা ধার্মিক নতুন জগতের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে। এতে প্রবেশ করা তাদের জন্য এক আশীর্বাদজনক সুযোগ হবে যারা জগতের কলুষতাকে ক্রমাগত প্রত্যাখ্যান করে চলবে। অসিদ্ধ মানুষ হিসাবে আমাদের অন্যায় প্রবণতা থাকতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের তাঁর পবিত্র আত্মার ধার্মিক পরিচালনার মাধ্যমে সাহায্য করতে পারেন। (গালাতীয় ৫:১৬; ১ থিষলনীকীয় ৪:৩, ৪) তাই আসুন আমরা ইস্রায়েলীয়দের প্রতি দেওয়া যিহোশূয়ের পরামর্শকে বিবেচনা করি: “তোমরা সদাপ্রভুকে ভয় কর, সরলতায় ও সত্যে তাঁহার সেবা কর।” (যিহোশূয় ২৪:১৪) যিহোবাকে অসন্তুষ্ট করার বিষয়ে শ্রদ্ধামিশ্রিত ভয় আমাদের সদ্গুণের ধারাকে অনুধাবন করতে সাহায্য করবে।
১৮. কলুষতা ও সদ্গুণ সম্বন্ধে সমস্ত খ্রীষ্টানদের সংকল্প কী হওয়া উচিত?
১৮ যদি ঈশ্বরকে সন্তুষ্ট করা আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা হয়, তাহলে পৌলের পরামর্শ বিবেচনা করতে দৃঢ়সংকল্প হোন: “যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোন সদ্গুণ ও যে কোন কীর্ত্তি হউক, সেই সকল আলোচনা কর।” পৌল বলেছিলেন: “সেই সকল কর; তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন।” (ফিলিপীয় ৪:৮, ৯) হ্যাঁ, যিহোবার সাহায্যে আপনি কলুষতা প্রত্যাখ্যান করতে ও সদ্গুণ অনুধাবন করতে পারবেন।
[পাদটীকাগুলো]
a স্কিপড্ স্টাডি ব্রোশার, পৃষ্ঠা ৩৬-৪০, ১৯৯৩ সালের সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার ফেব্রুয়ারি ৮, ফেব্রুয়ারি ২২ এবং মার্চ ২২ এবং ১৯৯৬ সালের নভেম্বর ২২ “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . ” ধারাবাহিক প্রবন্ধগুলি দেখুন।
পুনরালোচনার জন্য বিষয়গুলি
◻ সদ্গুণ অনুধাবন করার জন্য কিসের প্রয়োজন?
◻ কোন্ পরিস্থিতিতে হিষ্কিয়, দানিয়েল এবং তিনজন ইব্রীয় সদ্গুণ বজায় রেখেছিলেন?
◻ শয়তানের কৌশলগুলি প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা কিভাবে দানিয়েলের মত হতে পারি?
◻ কেন খ্রীষ্টানেরা আমোদপ্রমোদের ক্ষেত্রে সতর্ক থাকবে?
◻ সদ্গুণ অনুধাবন করার ক্ষেত্রে অধ্যয়ন, ধ্যান এবং সংসর্গ কোন্ ভূমিকা পালন করে?
[১৫ পৃষ্ঠার চিত্র]
যুবক হিষ্কীয় সদ্গুণ অনুধাবন করেছিলেন এমনকি যদিও তিনি মোলকের উপাসনাকারীদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন
[১৭ পৃষ্ঠার চিত্র]
যখন আমোদপ্রমোদের বিষয়টি আসে খ্রীষ্টানদের অবশ্যই সতর্ক থাকতে হবে