তীমথিয়ের প্রতি প্রথম চিঠি
২ আমি প্রথমে সকলকে উৎসাহিত করছি, তোমরা সমস্ত ধরনের মানুষের জন্য বিনতি, প্রার্থনা ও অনুরোধ করো এবং ধন্যবাদ জানাও। ২ রাজাদের এবং কর্তৃত্বে থাকা ব্যক্তিদের জন্যও তা করো, যেন আমরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি সহকারে এবং আন্তরিকতার সঙ্গে সমস্ত কাজ করে শান্তিতে ও উদ্বেগহীনভাবে জীবনযাপন করতে পারি। ৩ এটা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দৃষ্টিতে উত্তম ও প্রীতিজনক। ৪ তাঁর ইচ্ছা এই, যেন সমস্ত ধরনের লোক রক্ষা পায় এবং সত্য সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করে। ৫ কারণ ঈশ্বর এক জনই আর ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারীও এক জন, তিনি খ্রিস্ট যিশু। এই মানুষই ৬ সকলের* জন্য নিজেকে সমরূপ মুক্তির মূল্য হিসেবে দিয়েছেন। লোকেরা এই বিষয়টা সম্বন্ধেই এর নিরূপিত সময়ে সাক্ষ্য দেবে। ৭ এই সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যেই আমাকে একজন প্রচারক ও প্রেরিত হিসেবে নিযুক্ত করা হয়েছে, যেন আমি বিশ্বাস ও সত্য সম্বন্ধে ন-যিহুদি লোকদের শিক্ষা দিতে পারি। আমি সত্য বলছি, মিথ্যা বলছি না।
৮ অতএব, আমি চাই, যেন সমস্ত জায়গায় পুরুষেরা রাগ ও তর্কবিতর্ক ছাড়া ঈশ্বরের প্রতি আনুগত্য বজায় রেখে হাত তুলে প্রার্থনা করে চলে। ৯ আর আমি নারীদের উৎসাহিত করছি, যেন তারা মার্জিতভাবে এবং উত্তম বিচারবুদ্ধি সহকারে উপযুক্ত* পোশাক-আশাক পরে নিজেদের সজ্জিত করে; বিভিন্ন কায়দায় চুল বাঁধা, সোনা অথবা মুক্তো কিংবা অত্যন্ত দামি পোশাক-আশাক দ্বারা নিজেদের সজ্জিত করার ব্যাপারে চিন্তিত না হয়। ১০ এর পরিবর্তে, ঈশ্বরের প্রতি ভক্তি রয়েছে এমন একজন নারীর পক্ষে যেমন উপযুক্ত, তেমনই তারা যেন ভালো ভালো কাজের দ্বারা নিজেদের সজ্জিত করে।
১১ শিক্ষা লাভ করার সময় একজন নারী যেন চুপ* থাকে এবং সম্পূর্ণ বশীভূত মনোভাব দেখায়। ১২ শিক্ষা দেওয়ার কিংবা পুরুষের উপর কর্তৃত্ব করার অনুমতি আমি কোনো নারীকে দিচ্ছি না, বরং তাকে চুপ* থাকতে বলছি। ১৩ কারণ প্রথমে আদমকে, পরে হবাকে তৈরি করা হয়েছিল। ১৪ আর আদম প্রতারিত হননি, কিন্তু নারী পুরোপুরিভাবে প্রতারিত হয়ে পাপ করেছিলেন। ১৫ তবে, একজন নারী সন্তান প্রসব করে সুরক্ষিত থাকতে পারে,* যদি সে* সবসময় উত্তম বিচারবুদ্ধি সহকারে বিশ্বাস, প্রেম ও পবিত্রতা বজায় রাখে।