রোমীয়দের প্রতি চিঠি
৫ অতএব, বিশ্বাসের কারণে আমাদের যেহেতু ধার্মিক বলে ঘোষণা করা হয়েছে, তাই এসো আমরা আমাদের প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখি। ২ যিশুর উপর বিশ্বাসের কারণে আমাদের জন্য মহাদয়া লাভ করার পথ খুলে গিয়েছে, যে-মহাদয়া আমরা এখন লাভ করছি; তাই এসো, আমরা ঈশ্বরের গৌরব লাভের প্রত্যাশায় আনন্দ করি। ৩ শুধু তা-ই নয়, কিন্তু এসো আমরা ক্লেশের মধ্যেও আনন্দ করি। কারণ আমরা জানি, ক্লেশ ধৈর্য উৎপন্ন করে; ৪ ধৈর্য আমাদের ঈশ্বরের সামনে অনুমোদন লাভ করতে সাহায্য করে এবং এই অনুমোদন আমাদের আশা প্রদান করে ৫ আর এই আশা আমাদের হতাশার দিকে পরিচালিত করে* না; কারণ আমাদের যে-পবিত্র শক্তি দান করা হয়েছে, সেই পবিত্র শক্তির মাধ্যমে আমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেম দিয়ে পূর্ণ করা হয়েছে।
৬ বস্তুত, আমরা যখন দুর্বল* ছিলাম, তখনই খ্রিস্ট নিরূপিত সময়ে পাপী মানুষদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। ৭ একজন ধার্মিক ব্যক্তির জন্য প্রায় কেউই মৃত্যুবরণ করতে ইচ্ছুক হবে না; তবে একজন ভালো ব্যক্তির জন্য কেউ হয়তো মৃত্যুবরণ করার জন্য ইচ্ছুক হলেও হতে পারে। ৮ কিন্তু, ঈশ্বর আমাদের প্রতি তাঁর প্রেম এভাবে দেখিয়েছেন: আমরা যখন পাপী ছিলাম, তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। ৯ অতএব, তাঁর রক্তের মাধ্যমে যেহেতু আমাদের ধার্মিক বলে ঘোষণা করা হয়েছে, তাই আমরা নিশ্চিত, তাঁর মাধ্যমেই আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাব। ১০ আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখন আমরা তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হয়েছিলাম। তা হলে এখন, পুনরায় সম্মিলিত হয়ে আমরা এই বিষয়েও পুরোপুরি নিশ্চিত থাকতে পারি, আমরা তাঁর পুত্রের জীবনের মাধ্যমে রক্ষা পাব। ১১ শুধু তা-ই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দও করি। এই খ্রিস্টের মাধ্যমেই এখন আমরা ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হয়েছি।
১২ তাই, যেমন এক জন মানুষের মাধ্যমে পাপ এবং পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছে, তেমনই মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, কারণ তারা সকলেই পাপ করেছে—। ১৩ বস্তুত, ব্যবস্থার আগেও জগতে পাপ ছিল কিন্তু যখন আইন থাকে না, তখন কাউকে পাপী হিসেবে ধরা হয় না। ১৪ তা সত্ত্বেও, আদম থেকে মোশি পর্যন্ত মৃত্যু সকলের উপর রাজত্ব করেছে, এমনকী তাদের উপরও, যারা আদমের অবাধ্যতার মতো পাপ করেনি। আদম সেই ব্যক্তির সমরূপ ছিল, যাঁর আসার কথা ছিল।
১৫ কিন্তু, পাপ যেরকম ছিল, ঈশ্বরের দান সেইরকম নয়। কারণ এক জন মানুষের পাপের ফলে যদি অনেকে মারা যায়, তা হলে এক জন মানুষের অর্থাৎ যিশু খ্রিস্টের মহাদয়ার মাধ্যমে ঈশ্বরের মহাদয়া এবং ঈশ্বরের দান অনেকের উপর আরও কত বেশি করেই-না উপচে পড়ে! ১৬ এ ছাড়া, এক জন মানুষ পাপ করাতে যেমন ফল হল, ঈশ্বরের দানের ফল তেমন নয়। কারণ একটা পাপের ফলে মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু অনেক পাপের ফলে ঈশ্বরের যে-দান লাভ করা গিয়েছে, সেটার কারণে মানুষকে ধার্মিক বলে ঘোষণা করা হল। ১৭ কারণ যদি সেই এক জন মানুষের পাপের কারণে মৃত্যু সেই এক জনের দ্বারা রাজত্ব করে, তা হলে যারা ঈশ্বরের মহাদয়া এবং ধার্মিক বলে গণ্য হওয়ার দান প্রচুর পরিমাণে লাভ করে, তারা সেই এক জনের অর্থাৎ যিশু খ্রিস্টের দ্বারা জীবন লাভ করে আরও কত বেশি করেই-না রাজত্ব করবে!
১৮ তাই, ঠিক যেমন এক জন মানুষের পাপের ফলে সমস্ত ধরনের মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তেমনই একটা ধার্মিক কাজের ফলে সমস্ত ধরনের মানুষকে জীবনের জন্য ধার্মিক বলে ঘোষণা করা হল। ১৯ কারণ যেমন এক জন মানুষের অবাধ্যতার কারণে অনেককে পাপী বলে গণ্য করা হয়েছিল, তেমনই এক জন মানুষের বাধ্যতার কারণে অনেককে ধার্মিক বলে গণ্য করা হবে। ২০ ব্যবস্থা দেওয়া হয়েছিল, যাতে পাপ বৃদ্ধি পায়। কিন্তু, যেখানে পাপ বৃদ্ধি পেল, সেখানে মহাদয়া আরও বেশি বৃদ্ধি পেল। ২১ কেন? যাতে পাপ যেমন মৃত্যুর মাধ্যমে রাজত্ব করেছিল, তেমনই ঈশ্বরের মহাদয়াও যেন রাজত্ব করে, যাতে তিনি লোকদের ধার্মিক বলে গণ্য করেন আর এর ফলে লোকেরা আমাদের প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে অনন্তজীবন লাভ করতে পারে।