থিষলনীকীয়দের প্রতি প্রথম চিঠি
৫ কিন্তু হে ভাইয়েরা, এইসমস্ত বিষয় কোন সময়ে ও কালে ঘটবে, সেই সম্বন্ধে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই। ২ কারণ তোমরা নিজেরাই ভালো করে জান যে, রাতের বেলায় যেমন চোর আসে, যিহোবার* দিনও ঠিক সেভাবে আসবে। ৩ যখনই লোকেরা বলে, “শান্তি ও নিরাপত্তা!” তখনই একজন গর্ভবতী নারীর প্রসববেদনার মতো তাদের উপর হঠাৎ বিনাশ আসবে আর তারা কোনোভাবেই রেহাই পাবে না। ৪ কিন্তু, হে ভাইয়েরা, তোমরা অন্ধকারে নও যে, সেই দিন হঠাৎ করে তোমাদের উপর এসে পড়বে, যেমনটা দিনের আলো চোরের উপর এসে পড়ে। ৫ কারণ তোমরা সকলে আলোর সন্তান এবং দিনের সন্তান। আমরা রাতেরও নই, কিংবা অন্ধকারেরও নই।
৬ তাই এসো, আমরা অন্য লোকদের মতো না ঘুমাই, বরং জেগে থাকি এবং সচেতন থাকি। ৭ কারণ যারা ঘুমায়, তারা রাতেই ঘুমায় আর যারা মাতাল হয়, তারা রাতেই মাতাল হয়। ৮ কিন্তু, আমরা যেহেতু দিনের সন্তান, তাই এসো আমরা সচেতন থাকি এবং বিশ্বাস ও প্রেমের বুকপাটা আর সেইসঙ্গে পরিত্রাণের প্রত্যাশারূপ শিরস্ত্রাণ* পরি। ৯ কারণ ঈশ্বর আমাদের ক্রোধের জন্য নয়, বরং আমাদের প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ লাভ করার জন্য মনোনীত করেছেন। ১০ যিশু আমাদের জন্য মারা গিয়েছেন, যেন আমরা জেগে থাকি কিংবা ঘুমিয়ে* থাকি, তাঁর সঙ্গেই জীবিত থাকি। ১১ অতএব, তোমরা এখন যেমন করছ, তেমনই একে অন্যকে উৎসাহিত* ও শক্তিশালী করো।
১২ কিন্তু হে ভাইয়েরা, আমরা তোমাদের অনুরোধ করছি যে, যারা তোমাদের মধ্যে কঠোর পরিশ্রম করেন, প্রভুর সেবায় তোমাদের দেখাশোনা করেন এবং তোমাদের উপদেশ দেন, তাদের সম্মান করো; ১৩ তাদের কাজের জন্য তাদের প্রতি প্রেম সহকারে বিশেষ দয়া দেখাও। একে অন্যের সঙ্গে শান্তিতে বাস করো। ১৪ আর হে ভাইয়েরা, আমরা তোমাদের অনুরোধ করছি, অবাধ্য ব্যক্তিদের সাবধান করো,* হতাশাগ্রস্ত* ব্যক্তিদের সান্ত্বনা দাও, দুর্বল ব্যক্তিদের সাহায্য করো, সকলের প্রতি ধৈর্যশীল হও। ১৫ সাবধান, তোমাদের মধ্যে কেউ যেন মন্দের পরিশোধে মন্দ না করে বরং সবসময় একে অন্যের প্রতি আর সেইসঙ্গে অন্য সকলের প্রতি ভালো কাজ করার চেষ্টা করে।
১৬ সবসময় আনন্দ করো। ১৭ অবিরত প্রার্থনা করো। ১৮ সমস্ত কিছুর জন্য ধন্যবাদ দাও। খ্রিস্ট যিশুর অনুসারীদের জন্য এটাই ঈশ্বরের ইচ্ছা। ১৯ তোমাদের উপর পবিত্র শক্তিকে কাজ করার ক্ষেত্রে বাধা দিয়ো* না। ২০ ভবিষ্যদ্বাণী তুচ্ছ কোরো না। ২১ সমস্ত কিছু পরীক্ষা করে নিশ্চিত হয়ে নাও; যা উত্তম, তা ধরে রাখো। ২২ সমস্ত ধরনের মন্দতা থেকে পৃথক থাকো।
২৩ শান্তির ঈশ্বর নিজে তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করুন। আর তোমাদের ভালো মনোভাব, তোমাদের জীবন এবং তোমাদের দেহ যেন আমাদের প্রভু যিশু খ্রিস্টের উপস্থিতির সময় নির্দোষ অবস্থায় থাকে। ২৪ যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত এবং তিনি নিশ্চিতভাবেই তা করবেন।
২৫ হে ভাইয়েরা, আমাদের জন্য ক্রমাগত প্রার্থনা করো।
২৬ সমস্ত ভাইকে আন্তরিকভাবে* শুভেচ্ছা জানিয়ো।
২৭ আমি প্রভুর নামে তোমাদের আন্তরিকভাবে অনুরোধ করছি, সমস্ত ভাইয়ের কাছে যেন এই চিঠি পড়া হয়।
২৮ আমাদের প্রভু যিশু খ্রিস্টের মহাদয়া তোমাদের সঙ্গে থাকুক।