কলসীয়দের প্রতি চিঠি
৩ কিন্তু, তোমাদের যদি খ্রিস্টের সঙ্গে জীবিত করা হয়ে থাকে, তা হলে সেই স্বর্গের বিষয়গুলোর জন্য চেষ্টা করে চলো, যেখানে খ্রিস্ট ঈশ্বরের ডান দিকে বসে আছেন। ২ তোমরা পৃথিবীর বিষয়গুলোর উপর নয়, বরং স্বর্গের বিষয়গুলোর উপর মনোযোগ দাও। ৩ কারণ তোমরা মারা গিয়েছ এবং তোমাদের জীবন খ্রিস্টের হাতে রয়েছে আর তা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়েছে। ৪ যিনি আমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তাঁর সঙ্গে তোমরাও গৌরবজনক অবস্থায় প্রকাশিত হবে।
৫ অতএব, তোমাদের পার্থিব দেহের অঙ্গ-প্রতঙ্গে যে-সমস্ত প্রবণতা প্রকাশ পায়, সেগুলো পুরোপুরি দূর করে ফেলো, যেন তোমরা যৌন অনৈতিকতায়* জড়িয়ে না পড়, অশুচি কাজ না কর, চরম যৌন আকাঙ্ক্ষার বশবর্তী না হও, মন্দ বিষয়গুলো নিয়ে চিন্তা না কর এবং লোভী হয়ে না পড়, যেহেতু লোভ এক ধরনের প্রতিমাপূজা। ৬ যারা এই বিষয়গুলো করে, তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। ৭ তোমাদের আগের জীবনধারায় তোমরাও এই বিষয়গুলো করতে। ৮ কিন্তু, এখন তোমরা তোমাদের মধ্য থেকে ক্রোধ, রাগ, মন্দতা, নিন্দামূলক কথা এবং অশ্লীল কথাবার্তা পুরোপুরি দূর করে দাও। ৯ একে অন্যের কাছে মিথ্যা বোলো না। পুরোনো ব্যক্তিত্বকে* এর সমস্ত অভ্যাস-সহ কাপড়ের মতো খুলে ফেলো। ১০ এর পরিবর্তে, সেই নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো পরিধান করো, যা ঈশ্বর আমাদের দিয়েছেন; এই নতুন ব্যক্তিত্বকে ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি করা হয়েছে। অতএব, ঈশ্বরকে সঠিকভাবে জানার সঙ্গে সঙ্গে নিজেদের দিন দিন নতুন করো। ১১ এই নতুন ব্যক্তিত্বের মধ্যে গ্রিক,* কি যিহুদি, কি ছিন্নত্বক* লোক, কি অছিন্নত্বক* লোক, কি বিদেশি, কি স্কুথীয়,* কি দাস, কি স্বাধীন লোক বলে কিছু নেই; এই নতুন ব্যক্তিত্বের মধ্যে খ্রিস্টই সমস্ত কিছু এবং তিনি সবার মধ্যে আছেন।
১২ তোমরা যেহেতু ঈশ্বরের মনোনীত লোক এবং তাঁর পবিত্র ও প্রিয় সন্তান, তাই তোমরা কোমল সমবেদনা, দয়া, নম্রতা, মৃদুতা ও ধৈর্যকে কাপড়ের মতো পরিধান করো। ১৩ এমনকী কারো বিরুদ্ধে যদি অভিযোগ করার কারণও থাকে, তবুও সবসময় একে অন্যকে সহ্য করো এবং পরস্পরকে পুরোপুরিভাবে ক্ষমা করো। যিহোবা* যেমন তোমাদের পুরোপুরিভাবে ক্ষমা করেছেন, তেমনই তোমরাও ক্ষমা করো। ১৪ তবে, এই সমস্ত কিছুর উপরে কাপড়ের মতো প্রেমও পরিধান করো, কারণ প্রেমই সমস্ত লোককে পুরোপুরিভাবে একতাবদ্ধ করে।
১৫ এ ছাড়া, খ্রিস্টের শান্তি যেন তোমাদের হৃদয়ে কর্তৃত্ব* করে, কারণ তোমাদের তো সেই শান্তির জন্যই এক দেহে আহ্বান করা হয়েছে। আর তোমরা যে কৃতজ্ঞ, তা দেখাও। ১৬ খ্রিস্টের বাক্য যেন তোমাদের মধ্যে পূর্ণরূপে কাজ করে এবং তোমাদের বিজ্ঞ করে তোলে। ভক্তিমূলক গান করার, ঈশ্বরের উদ্দেশে প্রশংসামূলক গান করার এবং কৃতজ্ঞতা সহকারে উপাসনার উদ্দেশে গান করার মাধ্যমে সবসময় পরস্পরকে শিক্ষা দাও এবং উৎসাহিত করো।* হৃদয়ের গভীর থেকে যিহোবার* উদ্দেশে গান করো। ১৭ তোমরা যা-কিছু বল বা কর, সমস্ত কিছু প্রভু যিশুর নামেই করো এবং তাঁর মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।
১৮ স্ত্রীরা, তোমরা নিজ নিজ স্বামীর বশীভূত থাকো, কারণ প্রভুর অনুসারীদের জন্য তা উপযুক্ত। ১৯ স্বামীরা, তোমরা সবসময় নিজ নিজ স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাও এবং তাদের প্রতি রাগ প্রকাশ* কোরো না। ২০ সন্তানেরা, তোমরা সমস্ত বিষয়ে নিজ নিজ বাবা-মায়ের বাধ্য হও, কারণ প্রভুর দৃষ্টিতে তা প্রীতিজনক। ২১ বাবারা, তোমরা নিজ নিজ সন্তানদের উত্তেজিত করে* তুলো না, নতুবা তারা নিরুৎসাহিত হয়ে পড়বে। ২২ দাসেরা, তোমরা সমস্ত বিষয়ে নিজ নিজ মানবপ্রভুদের বাধ্য হও, তবে মানুষকে খুশি করার জন্য কেবল তাদের চোখের সামনেই বাধ্য হোয়ো না, বরং যিহোবার* প্রতি ভয় সহকারে পূর্ণহৃদয়ে বাধ্য হও। ২৩ তোমরা যা-কিছু কর, তা পূর্ণহৃদয়ে করো, মানুষের কাজ নয়, বরং যিহোবার* কাজ মনে করেই করো, ২৪ কারণ তোমরা জান যে, তোমরা যিহোবার* কাছ থেকেই পুরস্কার হিসেবে উত্তরাধিকার লাভ করবে। প্রভু খ্রিস্টের দাসত্ব করো। ২৫ যে অন্যায় করে, সে তার অন্যায় কাজের জন্য ফল পাবে, কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না।