একতাবদ্ধ পরিবার রূপে যিহোবাকে সেবা করা
আন্তনিয়ো সানটোলেরি দ্বারা কথিত
১৯১৯ সালে, ১৭ বৎসর বয়সে আমার বাবা ইতালি ত্যাগ করেন। তিনি এক উত্তম জীবনের সন্ধানে ব্রাজিলে যান। কালক্রমে, তিনি সাও পাওলো রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে একটি ছোট শহরে চুল কাটার দোকান খোলেন।
যখন আমার বয়স সাত বছর, ১৯৩৮ সালে একদিন, আমার বাবা বাইবেলের ব্রজিলেরা সংস্করণটি এক ব্যক্তির কাছ থেকে পান, যিনি তার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। দুই বৎসর পরে মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু পর্যন্ত অক্ষম অবস্থায় ছিলেন। আমার বাবাও অসুস্থ হন, সুতরাং আমরা সবাই—মা, বাবা, আমার বোন এনা এবং আমি সাও পাওলো শহরে আত্মীয়দের কাছে থাকতে যাই।
সাও পাওলোয় বিদ্যালয়ে আমার পড়াশুনা চলাকালীন সময়ে, আমি বিশেষভাবে ঐতিহাসিক লেখাগুলির একজন উৎসুক পাঠক হয়ে উঠি। আমি গভীরভাবে প্রভাবিত হয়েছিলাম যে এগুলির মধ্যে মাঝে মাঝে বাইবেলকে উল্লেখ করা হয়েছিল। আমি সাও পাওলো জনসাধারণের গ্রন্থাগার থেকে একটি উপন্যাস এনেছিলাম, যেটিতে একাধিক বার পর্বতে দত্ত উপদেশটি উল্লেখ করা হয়েছিল। আর তখনই আমি নিজে ঐ উপদেশটি পড়ার জন্য একটি বাইবেল পাওয়ার সিদ্ধান্ত নিই। আমি বাইবেলটি খুঁজি যেটি বাবা অনেক বছর পূর্বে পেয়েছিলেন এবং পরিশেষে এটিকে ট্রাঙ্কের তলায় দেখতে পাই, যেখানে এটি সাত বছর ধরে পড়েছিল।
আমাদের পরিবার ক্যাথলিক ছিল, সুতরাং আমাকে কখনও বাইবেল পড়তে উৎসাহিত করা হয়নি। এখন, আমি নিজের প্রচেষ্টায়, অধ্যায়গুলি এবং পদগুলি খুঁজে বের করতে শিখি। আমি কেবল পর্বতে দত্ত উপদেশটিই নয়, কিন্তু মথির সম্পূর্ণ পুস্তকটি ও সেইসাথে বাইবেলের অন্যান্য পুস্তকগুলি খুব আনন্দ সহকারে পড়েছিলাম। যেটি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল সেই বিষয়টি ছিল সত্য যা যীশুর শিক্ষা এবং অলৌকিক কাজে প্রকাশ পেয়েছিল।
বাইবেলে আমি যা পড়েছিলাম তা ক্যাথলিক ধর্ম থেকে কত ভিন্ন তা উপলব্ধি করতে পেরে, আমি প্রেসবিটেরিয়ান গির্জায় যোগ দিতে শুরু করি এবং এনা আমার সাথে যোগ দেয়। তবুও, আমি তখন পর্যন্ত আমার হৃদয়ে এক শূণ্যতা অনুভব করতাম। বছরের পর বছর আমি ঈশ্বরকে উন্মুখভাবে খুঁজছিলাম। (প্রেরিত ১৭:২৭) তারকাশোভিত এক রাতে, আমি যখন চিন্তামগ্ন ছিলাম, আমি মনে মনে ভাবছিলাম, ‘কেন আমি এখানে? জীবনের উদ্দেশ্য কী?’ আমি পিছনের উঠানে এক নির্জন জায়গা খুঁজে, হাঁটু গেড়ে বসি এবং প্রার্থনা করি, ‘প্রভু ঈশ্বর! তুমি কে? আমি কিভাবে তোমাকে জানতে পারি?’ এর অল্পদিন পরেই উত্তর এসেছিল।
বাইবেলের সত্যকে শেখা
একদিন ১৯৪৯ সালে, আমার বাবা যখন ট্রাম থেকে নামছিলেন, তখন একজন যুবতী মহিলা তার কাছে এগিয়ে আসেন। তিনি তাকে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকাগুলি অর্পণ করেছিলেন। বাবা প্রহরীদুর্গ এর গ্রাহকভুক্তি করেন এবং তার দুটি সন্তান আছে যারা প্রেসবিটেরিয়ান গির্জায় যোগ দেয় তা ব্যাখ্যা করে তাকে আমাদের বাড়িতে আসতে বলেন। যখন মহিলাটি আসেন, তিনি এনার কাছে সন্তান (ইংরাজি) বইটি রেখে যান এবং তার সাথে বাইবেল অধ্যয়ন শুরু করেন। পরবর্তী সময়ে আমি অধ্যয়নে যোগ দিই।
১৯৫০ সালের নভেম্বর মাসে আমরা প্রথমবার যিহোবার সাক্ষীদের সম্মেলনে যোগদান করি। সেখানে “ঈশ্বরই সত্য হউক” (ইংরাজি) বইটি প্রকাশিত হয় এবং এই বইটিকে আমাদের নির্দেশক হিসাবে ব্যবহার করে আমরা বাইবেল অধ্যয়ন চালিয়ে যাই। শীঘ্রই আমরা উপলব্ধি করতে পারি যে আমরা সত্য খুঁজে পেয়েছি এবং ১৯৫১ সালের এপ্রিল মাসে যিহোবার নিকট আমাদের উৎসর্গীকরণের চিহ্নস্বরূপ আমরা বাপ্তাইজিত হই। বাবা কিছু বছর পরে উৎসর্গীকৃত হন এবং ১৯৮২ সালে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত অবস্থায় মৃত্যুবরণ করেন।
পূর্ণ-সময়ের পরিচর্যায় সুখী
১৯৫৪ সালে জানুয়ারি মাসে যখন আমি কেবল ২২ বছরের ছিলাম, আমি যিহোবার সাক্ষীদের শাখা অফিসে পরিচর্যা করার জন্য গৃহীত হই, যাকে বেথেল বলা হয়। সেখানে পৌঁছানোর পর, আমি এটি দেখে অবাক হই যে এক ব্যক্তি যিনি আমার থেকে শুধুমাত্র দুই বৎসরের বড়, রিচার্ড মুকা, শাখা অধ্যক্ষ ছিলেন। ১৯৫৫ সালে, যখন সীমা দাসের প্রয়োজন দেখা দেয়, যাদেরকে তখন ভ্রমণ অধ্যক্ষ হিসাবে সম্বোধন করা হত, আমি সেই পাঁচজন ব্যক্তির মধ্যে ছিলাম যারা এই কাজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন।
আমার দায়িত্ব ছিল রিও গ্র্যান্ড ডু সুল রাজ্যে। আমি যখন শুরু করেছিলাম সেখানে যিহোবা সাক্ষীদের শুধুমাত্র ৮টি মণ্ডলী ছিল, কিন্তু ১৮ মাসের মধ্যে ২টি নতুন মণ্ডলী এবং ২০টি বিচ্ছিন্ন দল প্রতিষ্ঠিত হয়। এখন এই অঞ্চলে, প্রতিটিতে প্রায় ২০টি করে মণ্ডলী নিয়ে যিহোবার সাক্ষীদের ১৫টি সীমা রয়েছে! ১৯৫৬ সালের শেষের দিকে, আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আমার সীমা ছোট ছোট করে চারটিতে বিভক্ত করতে যা চারজন সীমা দাসেদের দ্বারা পরিচর্যা করা হবে। ঠিক ঐ সময়ে আমি একটি নতুন কার্যভারের জন্য বেথেলে ফিরে যাওয়ার নির্দেশ পাই।
আমি বিস্মিত এবং আনন্দিত হয়েছিলাম যখন জেলা দাস হিসাবে ব্রাজিলের উত্তরাঞ্চলে আমি কার্যভারপ্রাপ্ত হই, একজন ভ্রমণ পরিচারক যিনি বহু সংখ্যক সীমায় পরিচর্যা করেন। ব্রাজিলে তখন যিহোবার সাক্ষীদের ১২,০০০ জন পরিচারক ছিল এবং এই দেশটির দুটি জেলা ছিল। রিকার্ট উট্কে দক্ষিণে পরিচর্যা করতেন এবং আমার জেলাটি ছিল উত্তরে। বেথেলে থাকার সময়ে যিহোবার সাক্ষীদের দ্বারা উৎপাদিত ছবি নতুন জগৎ সমাজ কার্যরত (ইংরাজি) এবং নতুন জগৎ সমাজের সুখ (ইংরাজি) দেখানোর জন্য আমরা একটি প্রজেক্টার চালানোর জন্য প্রশিক্ষিত হয়েছিলাম।
ঐ দিনগুলিতে ভ্রমণ কিছুটা ভিন্ন প্রকৃতির ছিল। কোন সাক্ষীরই মোটর গাড়ি ছিল না, সুতরাং আমি নৌকায়, বাইচের নৌকায়, গোরুর গাড়িতে, ঘোড়ায় চড়ে, ওয়াগনে, ট্রাকে এবং একবার বিমানে ভ্রমণ করেছিলাম। আমাজান অরণ্যের উপর দিয়ে উড়ে যাওয়া এবং সান্তারাম শহরে অবতরণ করা ছিল একটি রোমাঞ্চকর অনুভূতি, যে শহরটি আমাজানের মোহনায় অবস্থিত বেলেম এবং আমাজান রাজ্যের রাজধানী মানাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। তখন জেলা দাসেদের কয়েকটি মাত্র সীমা অধিবেশন পরিচর্যা করার ছিল, সুতরাং আমি সমিতির ছবিগুলি দেখাতে প্রচুর সময় ব্যয় করি। বড় শহরগুলিতে শতশত লোক যোগ দিয়েছিল।
উত্তর ব্রাজিলে যা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তা হল আমাজান অঞ্চল। ১৯৫৭ সালের এপ্রিল মাসে আমি যখন সেখানে পরিচর্যা করছিলাম, আমাজান নদী এবং এর উপনদীগুলি তাদের উপকূলগুলিকে প্লাবিত করেছিল। দুটি গাছের মধ্যে পূর্ব প্রস্তুতি ব্যতীত একটি পর্দা প্রসারিত করে আমি জঙ্গলে ছবি দেখানোর সুযোগ পেয়েছিলাম। প্রজেক্টারটির জন্য বিদ্যুৎ নিকটস্থ নদীতে নোঙ্গর করা যন্ত্র চালিত একটি নৌকা থেকে আনা হয়েছিল। বেশির ভাগ দর্শকের কাছে এটিই ছিল প্রথম ছবি যারা কখনোই ছবি দেখেনি।
এর অল্প কিছুদিন পরেই আমি বেথেল পরিচর্যায় ফিরে যাই এবং পরের বছরেই, ১৯৫৮ সালে, নিউ ইয়র্ক শহরে যিহোবার সাক্ষীদের ঐতিহাসিক “ঐশিক ইচ্ছা” নামক আন্তর্জাতিক সম্মেলনে আমার যোগদান করার সুযোগ হয়। আট দিনের সম্মেলনের সমাপ্তির দিনে ১২৩টি দেশ থেকে প্রতিনিধিবর্গেরা ২,৫৩,৯২২ জনের মধ্যে ছিলেন, যারা ইয়াংকি স্টেডিয়াম এবং নিকটবর্তী পোলো গ্রাউন্ডকে পূর্ণ করেছিলেন।
আমার জীবনের পরিবর্তনগুলিকে উপভোগ করা
বেথেলে ফিরে আসার কিছুদিন পরে, আমার ক্লারা বার্ন্টের সাথে পরিচয় হয় এবং ১৯৫৯ সালে মার্চ মাসে আমাদের বিবাহ হয়। আমাদেরকে বাহিয়া রাজ্যে সীমার কার্যভার দেওয়া হয়, যেখানে আমরা প্রায় এক বছর পরিচর্যা করি। ক্লারা এবং আমি এখনও আনন্দের সাথে সেখানকার ভাইয়েদের নম্রতা, আতিথেয়তা, উদ্যোগ এবং প্রেমকে স্মরণ করি; তারা বস্তুগতভাবে দরিদ্র, কিন্তু রাজ্যের ফলের ক্ষেত্রে ধনী ছিল। তারপরে আমরা সাও পাওলো রাজ্যে বদলি হই। সেখানে ১৯৬০ সালে আমার স্ত্রী গর্ভবতী হয় এবং এই কারণে আমাদের পূর্ণ-সময়ের পরিচর্যাকে ছেড়ে দিতে হয়।
আমরা সান্তা কাতারীনা রাজ্যের একটি স্থানে যাওয়ার সিদ্ধান্ত নিই, যেখানে আমার স্ত্রী জন্মগ্রহণ করেছিল। আমাদের পুত্র, গারসোন, আমাদের পাঁচ সন্তানের মধ্যে প্রথম ছিল। তার পরেই ১৯৬২ সালে গিলসান, ১৯৬৫ সালে টেলিটা, ১৯৬৯ সালে টারসিও এবং ১৯৭৪ সালে জ্যানিস জন্মগ্রহণ করে। যিহোবা এবং তাঁর উত্তম পরামর্শের জন্য ধন্যবাদ কারণ আমরা তাদের “প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে” প্রতিপালন করার প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করতে পেরেছিলাম।—ইফিষীয় ৬:৪
আমাদের প্রত্যেকটি সন্তানকে আমরা মহামূল্যবান মনে করি। গীতরচক আমাদের অনুভূতিকে যথাযথভাবে প্রকাশ করেছিলেন: “দেখ, সন্তানেরা সদাপ্রভুদত্ত অধিকার।” (গীতসংহিতা ১২৭:৩) সমস্যা সত্ত্বেও, যিহোবার বাক্যে নির্দেশনাগুলি পাওয়া যাবে মনে রেখে আমাদের সন্তানদের “সদাপ্রভুদত্ত অধিকার,” হিসাবে মূল্যায়ন করে আমরা তাদের যত্ন নিতাম। ফলে অনেক পুরস্কার এসেছে। এটি আমাদেরকে অবর্ণনীয় আনন্দ দিয়েছিল যখন পাঁচজনের সকলেই ধারাবাহিকভাবে, পৃথকভাবে এবং স্বেচ্ছায় যিহোবার নিকট আত্মোৎসর্গীকরণের প্রতীকস্বরূপ বাপ্তাইজিত হওয়ার তাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছিল।—উপদেশক ১২:১.
আমাদের সন্তানদের পছন্দগুলি
আমরা অত্যধিক আনন্দিত হয়েছিলাম যখন গারসোন, তার ডাটা প্রসেশন প্রশিক্ষণ সম্পূর্ণ করার পরেই বলেছিল যে সে বেথেলে পরিচর্যা করতে চায়, আর এইভাবে সে পেশাদারী বৃত্তির পরিবর্তে পূর্ণ-সময় পরিচর্যা করা বেছে নেয়। কিন্তু প্রথম দিকে বেথেল জীবন গারসোনের জন্য সহজ ছিল না। সে যখন বেথেলে মাত্র চার মাস অতিবাহিত করেছে তার সাথে দেখা করে চলে আসার সময় তার মুখের দুঃখভাব দেখে আমি আঘাত পেয়েছিলাম। আমাদের গাড়ির পিছনে দেখার আয়না দিয়ে, আমরা যতক্ষণ পর্যন্ত না রাস্তার প্রথম মোড়টি ঘুরি আমি তাকে আমাদের দিকে তাকিয়ে থাকতে দেখি। আমার চোখ জলে এত ভরে গিয়েছিল যে যার ফলে আমাদের বাড়ি পৌঁছানোর জন্য ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করতে শুরু করার আগে আমাকে রাস্তার ধারে থামতে হয়েছিল।
গারসোন সত্যই বেথেল উপভোগ করতে শুরু করে। প্রায় ছয় বছর সেখানে থাকার পর, সে হাইদি বিসারকে বিবাহ করে এবং তারা একসাথে আরও দু’টি বছর বেথেলে পরিচর্যা করে। তারপরে হাইদি গর্ভবতী হয় আর সেই কারণে তাদের বেথেল ত্যাগ করতে হয়। তাদের কন্যা, সিন্তিয়ার বয়স এখন ছয় বছর, যে তাদের রাজ্যের পরিচর্যায় তাদের সঙ্গ দেয়।
বেথেলে গারসোনের সাথে আমাদের প্রথমবার দেখা করার অল্পদিন পরেই, গিলসান, যে তার ব্যবসা ব্যবস্থাপনা পাঠের প্রথম বর্ষ সম্প্রতি শেষ করেছিল সেও বলেছিল যে, সে বেথেলে পরিচর্যা করতে চায়। তার পরিকল্পনা ছিল এক বৎসর বেথেলে পরিচর্যা করার পর আবার ব্যবসায়ী শিক্ষা শুরু করা। কিন্তু তার পরিকল্পনা পরিবর্তিত হয় এবং সে বেথেলে পরিচর্যা করা চালিয়ে যায়। ১৯৮৮ সালে সে একজন অগ্রগামী যেমন পূর্ণ-সময় পরিচর্যাকারীদের বলা হত, ভিবিয়ন গনসালভিসকে বিবাহ করে। এখনও পর্যন্ত তারা একসাথে বেথেলে পরিচর্যা করে চলেছে।
আমাদের আনন্দ বেড়েছিল যখন ১৯৮৬ সালে আমাদের তৃতীয় সন্তান, টেলিটা, ড্রাফ্ট প্রশিক্ষণ শেষ করার পর অগ্রগামীর কাজকে বেছে নিয়েছিল। তিন বৎসর পর সেও বেথেলে আমন্ত্রিত হয়। ১৯৯১ সালে সে জুঝে কোসীকে বিবাহ করে, যে দশ বৎসর যাবৎ বেথেলে পরিচর্যা করছিল। তারা বিবাহিত দম্পতি হিসাবে কাজ করে চলে।
আমার স্ত্রী এবং আমি আবারও আনন্দিত হই যখন টারসিও, পরবর্তী জন, একই কথার পুনরুক্তি করে যা আমরা ইতিমধ্যে তিনবার শুনেছিলাম, “বাবা, আমি বেথেলে যেতে চাই।” তার আবেদনপত্র গৃহীত হয়েছিল এবং ১৯৯১ সালে সেও বেথেল পরিচর্যা শুরু করে, যেখানে সে ১৯৯৫ সাল পর্যন্ত ছিল। আমরা সুখী যে সে এইভাবে যিহোবার রাজ্যের আগ্রহকে বৃদ্ধি করতে তিন বৎসরেরও বেশি সময় ধরে তার যৌবনের শক্তিকে ব্যবহার করেছিল।
আমাদের ছোট সন্তান, জ্যানিস, যিহোবাকে সেবা করার সিদ্ধান্ত নেয় এবং ১৩ বছর বয়সে বাপ্তাইজিত হয়। তার বিদ্যালয়ে পড়াকালীন সময়ে, সে এক বৎসরের জন্য সহায়ক অগ্রগামী হিসাবে সেবা করে। তারপর, ১৯৯৩ সালের, সেপ্টেম্বরের ১ তারিখে, সে গ্যাসপার শহরে আমাদের মণ্ডলীতে নিয়মিত অগ্রগামী হিসাবে কাজ শুরু করে।
সাফল্যের পথ
যিহোবার উপাসনায় একটি পরিবারকে একতাবদ্ধ রাখার রহস্যটি কী? আমি বিশ্বাস করি না যে এতে কোন জাদুবিদ্যা সংক্রান্ত সংকেত আছে। যিহোবা তাঁর বাক্যে খ্রীষ্টীয় পিতামাতাকে অনুসরণ করার জন্য পরামর্শাদি যুগিয়েছেন, অতএব উত্তম ফলাফল যা আমরা উপভোগ করছিলাম তার জন্য সমস্ত কৃতিত্ব তাঁর কাছে যাওয়া উচিত। আমরা শুধুমাত্র তাঁর নির্দেশনা অনুসরণ করতে চেষ্টা করেছিলাম। (হিতোপদেশ ২২:৬) আমাদের সব সন্তানেরা আমার কাছ থেকে ল্যাটিন মানসিকতা এবং তাদের মায়ের কাছ থেকে এক ব্যবহারিক জার্মানীয় মনোভাব পেয়েছিল। কিন্তু তারা আমাদের কাছ থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টি পেয়েছিল তা ছিল আধ্যাত্মিক উত্তরাধিকার।
আমাদের গৃহ জীবন রাজ্যের আগ্রহকে ঘিরে আবর্তিত হয়েছিল। এই আগ্রহগুলিকে প্রথম স্থানে রাখা সহজ ছিল না। উদাহরণস্বরূপ, নিয়মিত পারিবারিক বাইবেল অধ্যয়ন বজায় রাখা আমাদের পক্ষে সর্বদাই কঠিন ছিল, তবুও আমরা কখনও হাল ছেড়ে দিইনি। তাদের জীবনের প্রথমদিন থেকে, প্রত্যেক সন্তানকে খ্রীষ্টীয় সভাগুলিতে ও সেইসাথে অধিবেশনগুলিতে এবং সম্মেলনগুলিতে নিয়ে যাওয়া হত। কেবল অসুস্থতা অথবা অন্য কোন জরুরি অবস্থা আমাদের নিবৃত্ত করত। তদুপরি, অল্প বয়সেই, সন্তানেরা খ্রীষ্টীয় পরিচর্যায় আমাদের সাথে সঙ্গ দিত।
যখন তাদের বয়স দশ বৎসর হয়, আমার সন্তানেরা ঐশিক বিদ্যালয়ে বক্তৃতা দিতে শুরু করে। হস্তলিপির পরিবর্তে বরং পরিলেখ ব্যবহারের জন্য তাদের উৎসাহিত করে, আমরা তাদের প্রথম বক্তৃতাটি প্রস্তুত করতে সাহায্য করেছিলাম। পরবর্তী সময়ে, তারা প্রত্যেকে তাদের নিজেদের বক্তৃতা তৈরি করত। এছাড়া, যখন তাদের বয়স ১০ এবং ১২ বছরের মাঝামাঝি ছিল, তারা প্রত্যেকে নিয়মিতভাবে পরিচর্যায় অংশগ্রহণ করতে শুরু করে। তারা জানত যে এটিই ছিল জীবনের একমাত্র পথ।
সন্তানদের লালনপালন করার ক্ষেত্রে আমার স্ত্রী ক্লারা, এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রত্যেক রাতে, যখন তারা খুব ছোট ছিল—এমন একটি সময় যখন এক শিশুকে যা শেখান যায় সমস্তই স্পঞ্জের মত আত্মস্থ করে—ক্লারা তাদের সামনে বাইবেলের গল্প পড়ত এবং প্রত্যেকের সাথে প্রার্থনা করত। সে পরমদেশ হারান থেকে পরমদেশ পুনরুদ্ধার, মহান শিক্ষকের কাছ থেকে শোনা (ইংরাজি) এবং আমার বাইবেলের গল্প বই প্রভৃতি লাভজনকভাবে ব্যবহার করেছিল।a যিহোবার সাক্ষীদের দ্বারা প্রস্তুতকৃত শ্রাব্য এবং দৃশ্য সহায়ক সামগ্রীগুলি যখন প্রাপ্তিসাধ্য হয়েছিল আমরা সেগুলিও ব্যবহার করেছিলাম।
খ্রীষ্টীয় পিতামাতা হিসাবে আমাদের অভিজ্ঞতা নিশ্চিত করে যে সন্তানদের প্রতিদিন মনোযোগের প্রয়োজন আছে। গভীর প্রেম, ব্যক্তিগত আগ্রহ এবং পর্যাপ্ত সময় হল ছোটদের মৌলিক প্রয়োজনগুলির মধ্যে কয়েকটি। আমরা শুধুমাত্র এগুলি মেটাতে আমাদের যথাসাধ্য চেষ্টাকে পিতামাতার দায়িত্ব হিসাবে মনে করিনি, কিন্তু এইরূপ করার মাধ্যমে অত্যন্ত আনন্দ ফিরে পেতাম।
সত্যই, গীতসংহিতা ১২৭:৩-৫ পদের বাক্যগুলির পরিপূর্ণতা সম্বন্ধে উপলব্ধি করা পিতামাতাদের জন্য সন্তুষ্টিকর: “দেখ, সন্তানেরা সদাপ্রভুদত্ত অধিকার, গর্ব্ভের ফল তাঁহার দত্ত পুরস্কার। যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ। ধন্য সেই পুরুষ, যাহার তূণ তাদৃশ বাণে পরিপূর্ণ।” একতাবদ্ধ পরিবার রূপে যিহোবাকে সেবা করা সত্যই আমাদের জন্য আনন্দের কারণস্বরূপ হয়েছে!
[পাদটীকাগুলো]
a সমস্ত বইগুলি ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত।
[২৬ পৃষ্ঠার চিত্র]
আন্তনিয়ো সানটোলেরি তার ঘনিষ্ঠ পরিবারের সাথে