ইব্রীয়দের প্রতি চিঠি
১৩ তোমরা তোমাদের ভ্রাতৃপ্রেম দেখিয়ে চলো। ২ আতিথেয়তা* দেখাতে ভুলে যেয়ো না, কারণ তা দেখানোর মাধ্যমে কেউ কেউ না জেনে স্বর্গদূতদের অতিথি হিসেবে গ্রহণ করেছিলেন। ৩ যারা কারাগারে* রয়েছে, তাদের কথা ভুলে যেয়ো না। তাদের কথা এমনভাবে স্মরণ করো, যেন তোমরাও তাদের সঙ্গে কারাগারে রয়েছ। আর যারা অত্যাচার ভোগ করছে, তাদের কথাও ভুলে যেয়ো না। তাদের কথা এমনভাবে স্মরণ করো, যেন তোমরাও তাদের সঙ্গে কষ্ট ভোগ করছ। ৪ সকলের মধ্যে যেন বিয়ে সমাদরণীয় থাকে এবং বিবাহশয্যা* যেন অশুচি না হয়, কারণ ঈশ্বর সেই ব্যক্তিদের বিচার করবেন, যারা যৌন অনৈতিক কাজ* করে এবং যারা ব্যভিচারী।* ৫ টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলো না, বরং তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাকো। কারণ ঈশ্বর বলেছেন: “আমি কখনো তোমাকে ছাড়ব না আর আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না।” ৬ অতএব, আমরা পূর্ণ আস্থা সহকারে বলতে পারি: “যিহোবা* আমার সাহায্যকারী; আমি ভয় করব না। মানুষ আমার কীই-বা করতে পারে?”
৭ যারা তোমাদের মধ্যে নেতৃত্ব নেন এবং যারা তোমাদের কাছে ঈশ্বরের বাক্য বলে গিয়েছেন, সেই ব্যক্তিদের স্মরণ করো। তাদের আচরণের ভালো ফলাফল নিয়ে মনোযোগের সঙ্গে চিন্তা করে তোমরা তাদের বিশ্বাস অনুকরণ করো।
৮ যিশু খ্রিস্ট যেমন ছিলেন, তেমনই আছেন এবং চিরকাল ধরে তেমনই থাকবেন।
৯ বিভিন্ন অদ্ভুত শিক্ষার দ্বারা ভ্রান্ত হোয়ো না। খাবার সম্বন্ধে বিভিন্ন আইনকানুন দ্বারা হৃদয়কে শক্তিশালী করার পরিবর্তে, ঈশ্বরের মহাদয়া দ্বারা হৃদয়কে শক্তিশালী করা আরও উত্তম; কারণ যারা খাবার সম্বন্ধে বিভিন্ন আইনকানুনকে অযথা গুরুত্ব দেয়, তারা কোনো উপকার লাভ করে না।
১০ আমাদের একটা বেদি রয়েছে, যেখান থেকে সেই ব্যক্তিদের খাওয়ার কোনো অধিকার নেই, যারা তাঁবুতে পবিত্র সেবা প্রদান করে। ১১ কারণ পাপের জন্য উৎসর্গ করার উদ্দেশ্যে মহাযাজক যে-পশুদের রক্ত মহাপবিত্র স্থানে নিয়ে যান, সেই পশুদের দেহ শিবিরের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ১২ অতএব, যিশুও নগরদ্বারের বাইরে কষ্ট ভোগ করেছিলেন, যাতে তিনি নিজের রক্ত দ্বারা লোকদের পবিত্র করতে পারেন। ১৩ তাই এসো, আমরা শিবিরের বাইরে তাঁর কাছে যাই এবং তিনি যে-অপমান সহ্য করেছিলেন, তা সহ্য করি, ১৪ কারণ এখানে আমাদের এমন কোনো নগর নেই, যা চিরস্থায়ী, কিন্তু আমরা আন্তরিকভাবে এমন এক নগরের জন্য অপেক্ষা করছি, যা আসতে যাচ্ছে। ১৫ এইজন্য এসো, আমরা যিশুর মাধ্যমে সবসময় ঈশ্বরের কাছে প্রশংসাবলি অর্থাৎ আমাদের ওষ্ঠাধরের ফল* উৎসর্গ করি, যা আমরা জনসমক্ষে ঈশ্বরের নাম ঘোষণা করার মাধ্যমে করে থাকি। ১৬ আর ভালো কাজ করতে এবং নিজের যা আছে, তা দিয়ে অন্যদের সাহায্য করতে ভুলে যেয়ো না, কারণ ঈশ্বর এই ধরনের বলিদানে খুবই সন্তুষ্ট হন।
১৭ যারা তোমাদের মধ্যে নেতৃত্ব নেন, তাদের বাধ্য হও এবং বশীভূত হও, কারণ তারা ক্রমাগত তোমাদের যত্ন নিচ্ছেন এবং এই কাজের জন্য তাদের নিকাশ দিতে হবে। তোমরা যদি তাদের বাধ্য হও এবং বশীভূত হও, তা হলে তারা আনন্দের সঙ্গে কাজ করতে পারবেন, দুঃখের সঙ্গে নয়। যদি তাদের দুঃখের সঙ্গে কাজ করতে হয়, তা হলে তা তোমাদের জন্য ক্ষতিকর হবে।
১৮ আমাদের জন্য ক্রমাগত প্রার্থনা করো, কারণ আমাদের এই আস্থা আছে যে, আমাদের এক সৎ* বিবেক রয়েছে এবং আমরা সমস্ত বিষয়ে সৎভাবে জীবনযাপন করতে চাই। ১৯ কিন্তু, আমি তোমাদের প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যাতে আমি তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসতে পারি।
২০ আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকালস্থায়ী এক চুক্তির রক্তের মাধ্যমে মহান মেষপালককে অর্থাৎ আমাদের প্রভু যিশুকে পুনরুত্থিত* করেছেন, ২১ তিনি তাঁর ইচ্ছা পালন করার জন্য তোমাদের সমস্ত ভালো বিষয় দিয়ে প্রস্তুত করুন। তাঁর দৃষ্টিতে যা সন্তোষজনক, তা করার জন্য তিনি যিশু খ্রিস্টের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেন। যুগে যুগে চিরকাল ঈশ্বরের গৌরব হোক। আমেন।
২২ আর হে ভাইয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা এই উৎসাহজনক বাক্যের প্রতি ধৈর্যের সঙ্গে মনোযোগ দাও, কারণ আমি অল্প কথায় তোমাদের এই চিঠি লিখলাম। ২৩ আমি তোমাদের জানাতে চাই যে, আমাদের ভাই তীমথিয় মুক্ত হয়েছেন। তিনি যদি শীঘ্র আসেন, তা হলে আমি তাকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আসব।
২৪ তোমাদের মধ্যে যারা নেতৃত্ব নিচ্ছেন, তাদের সকলকে এবং সমস্ত পবিত্র ব্যক্তিকে আমার শুভেচ্ছা জানিয়ো। ইতালির ভাই-বোনেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে।
২৫ ঈশ্বরের মহাদয়া তোমাদের সকলের সঙ্গে থাকুক।