গালাতীয়দের প্রতি চিঠি
৬ হে ভাইয়েরা, কেউ যদি না জেনে কোনো ভুল পদক্ষেপ নেয়, তা হলে তোমরা যারা পরিপক্ব খ্রিস্টান,* তোমরা সেই ব্যক্তিকে মৃদুভাবে সংশোধন করার চেষ্টা কোরো। কিন্তু, নিজের বিষয়ে সতর্ক থেকো, যেন তুমিও প্রলোভনে না পড়। ২ তোমরা একে অন্যের বোঝা বহন করো, তা হলে তোমরা খ্রিস্টের আইন মেনে চলবে। ৩ বড়ো না হওয়া সত্ত্বেও কেউ যদি নিজেকে বড়ো বলে মনে করে, তা হলে সে নিজেকে প্রতারিত করছে। ৪ কিন্তু, প্রত্যেকে নিজের কাজ পরীক্ষা করে দেখুক আর তা হলে সে অন্যদের সঙ্গে তুলনা না করে বরং নিজের কাজ নিয়ে আনন্দ করবে। ৫ কারণ প্রত্যেকে নিজ নিজ ভার* বহন করবে।
৬ যে-ব্যক্তি ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষা পায়, সে তার শিক্ষকের সঙ্গে সমস্ত ভালো বিষয় ভাগ করে নিক।
৭ ভ্রান্ত হোয়ো না: ঈশ্বরকে ঠকানো যায় না। কারণ একজন ব্যক্তি যা বুনবে, তা-ই কাটবে; ৮ যে পাপপূর্ণ স্বভাবের দ্বারা পরিচালিত হয়ে বুনবে, সে তার পাপপূর্ণ স্বভাব থেকে ক্ষয়রূপ শস্য কাটবে, কিন্তু যে পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে বুনবে, সে পবিত্র শক্তির কাছ থেকে অনন্তজীবনরূপ শস্য কাটবে। ৯ তাই এসো, আমরা উত্তম কাজ করার ব্যাপারে হাল ছেড়ে না দিই, কারণ আমরা যদি ক্লান্ত হয়ে না পড়ি,* তা হলে ঈশ্বরের দ্বারা নিরূপিত সময়ে শস্য কাটব। ১০ অতএব, যে-পর্যন্ত আমাদের সুযোগ* আছে, এসো আমরা সকলের প্রতি ভালো কাজ করি, বিশেষভাবে আমাদের বিশ্বাসী ভাই-বোনদের প্রতি।
১১ দেখো, আমি কত বড়ো বড়ো অক্ষরে নিজের হাতে তোমাদের চিঠি লিখেছি।
১২ যে-সমস্ত ব্যক্তিরা লোকদের সন্তুষ্ট করতে চায়, তারাই তোমাদের ত্বকচ্ছেদ* করার জন্য জোর করে। আর তারা এইরকমটা করে, যেন তারা খ্রিস্টের* জন্য তাড়না ভোগ করা এড়াতে পারে। ১৩ যারা ত্বকচ্ছেদ করিয়েছে, তারা নিজেরা ব্যবস্থা পালন করে না, অথচ তোমাদের ত্বকচ্ছেদ করাতে চায়, যেন তোমাদের দেহের প্রতি যা করা হয়েছে, তা নিয়ে তারা গর্ব করতে পারে। ১৪ আমাদের সেই প্রভু যিশু খ্রিস্ট, যিনি যাতনাদণ্ডে* মারা গিয়েছেন, তাঁকে ছাড়া অন্য আর কিছু নিয়ে যেন আমি কখনো গর্ব না করি। আমার দৃষ্টিতে তাঁর মাধ্যমে জগৎ মৃত্যুদণ্ড লাভ করেছে,* কিন্তু জগতের দৃষ্টিতে তাঁর মাধ্যমে আমি মৃত্যুদণ্ড লাভ করেছি।* ১৫ কারণ ত্বকচ্ছেদ করা কিংবা না করা গুরুত্বপূর্ণ বিষয় নয়। প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয় হল, ঈশ্বর একজন ব্যক্তিকে নতুন করেন। ১৬ যারা এই আচরণবিধি অনুযায়ী সঠিক উপায়ে চলে, তাদের সকলের উপর, হ্যাঁ, ঈশ্বরের ইজরায়েলের উপর শান্তি ও করুণা থাকুক।
১৭ এখন থেকে কেউ আমার জন্য সমস্যা তৈরি না করুক, কারণ আমি আমার দেহে যিশুর একজন দাস হওয়ার চিহ্ন বহন করছি।
১৮ হে ভাইয়েরা, তোমরা যে-ভালো মনোভাব দেখিয়ে থাক, সেটার উপর আমাদের প্রভু যিশু খ্রিস্টের মহাদয়া থাকুক। আমেন।